My dear blurt friends,
I am @moha02 from Bangladesh
Today is Sunday , December 08/2024
আসসালামু আলাইকুম। শুভ সকাল, আমার বন্ধুরা। আজ নতুন দিনের শুরু। আমার প্রতিদিনের রুটিন অনুযায়ী সকাল সাড়ে ৬টায় ঘুম থেকে উঠি। আমি আমার দাঁত ব্রাশ. তারপর আমি আমার হাত ধুয়ে, কিছু নাস্তা করে তারপর হাঁটতে যাই।
Assalamu Alaikum. Good morning, my friends. Today is the start of a new day. According to my daily routine, I wake up at 6:30 am. I brush my teeth. Then I wash my hands, have some breakfast and then go for a walk.
এই ছবি গাছের ডালে বসে থাকা অনেক পাখির। ছবিটা আমার বাসার ছাদ থেকে তুলেছি। সকালে ছাদে ফুল দিতে গেলাম। সেখান থেকে গাছের ডালে বসে পাখিদের এই ছবি তুলে আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশটা খুব সুন্দর। তাই সকালে এই ছবিটি তুলেছি। এই গাছের ডালে অনেক নাম না জানা ছোট পাখি বসে আছে। দৃশ্যটি খুব সুন্দর ছিল। এই পাখিরা আকাশের দিকে তাকিয়ে আনন্দের ঝাঁকে বসে।
This picture is of many birds sitting on a branch of a tree. I took the picture from the roof of my house. I went to water my flowers on the roof in the morning. From there I took this picture of the birds sitting on the branches of the trees and looking at the sky I saw that the sky was very beautiful. So I took this picture in the morning.Many unnamed small birds were perched on the branches of this tree. The view was very nice. These birds looked up at the sky and sat in a flock of joy.
এই ছবিটি বিকেলের আকাশের মেঘমুক্ত দৃশ্য। ছবিটা এত সুন্দর ছিল। নারকেল গাছের মাথার উপরে সাদা মেঘে আকাশ নীল। তাই আমার মোবাইলের ক্যামেরা দিয়ে এই ছবিটি তুলেছি। দৃশ্যটি এত সুন্দর ছিল যে আকাশ দেখতে ভাল লাগছিল। যদিও আমি আমার গ্রামের একটি আমের বাগান থেকে ছবিটি তুলেছি। আর তার পাশেই ছিল সুন্দর একটি নারকেল গাছ।
This picture is a cloud-free view of the afternoon sky. The picture was so beautiful. Above the head of the coconut tree, the sky was blue with white clouds. So I took this picture with the camera of my mobile phone. The view was so beautiful it was nice to see the sky. Although I took this picture from a mango orchard in my village. And next to it was a beautiful coconut tree.
এই ছবিটি সন্ধ্যার সূর্যাস্তের। ছবিটি আমি আমাদের পুকুর পাড় থেকে তুলেছি। সন্ধ্যায় আমি আমাদের পুকুরে মাছ দেখতে গিয়েছিলাম এবং সেখান থেকে ছবিটি তুলেছিলাম। দৃশ্যটা খুবই মনোরম ছিল। মাছ খাওয়ানোর পর বাসায় এসে এই ছবিটি তুলেছিলাম। দৃশ্যটা আমার খুব ভালো লাগলো। অন্ধকার হয়ে আসছিল এবং সূর্য অস্ত যেতে চলেছে। আমি দৃশ্য উপভোগ করেছি
This picture is of the setting of the evening sun. The picture I took from the edge of our pond. In the evening I went to see fish in our pond and I took this picture from there. The scene was very pleasant. I took this picture when I came home after feeding the fish. The scene looked very good to me. It was getting dark and the sun was about to set. I enjoyed the view.
** Your post has been upvoted (30.09 %) **
Curation Trail is Open!
Join Trail Here
Delegate more BP for bigger Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Upvote
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank you 🙂 @tomoyan