photography nature picture

in blurt-1787181 •  2 months ago 

Hello .. !!
My dear blurt friends,
I am @moha02 from Bangladesh
Today is Thursday , November 14/2024


Assalamu Alaikum. Ecoer members, I hope everyone is well. Today I will show you some photographs I took. I hope you will like them a lot. Let's get started.

আসসালামু আলাইকুম। Ecoer সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।আজকে আমি আপনাদের মাঝে আমার তোলা কিছু আলোকচিত্র প্রদর্শন করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।


IMG_20210918_115913.jpg


Every place in Bengal is surrounded by the beautiful nature. When we talk about this nature, the first thing that catches our eye is the diverse flowers of Bengal. However, the flower of the Kanshaban is very attractive, although this flower blooms in different places in the village. I took a picture of this Kanshaban flower. These trees have grown beautifully on the high ground on the banks of our pond. I went to the pond and took this picture with my mobile phone. The beautiful view of nature was very beautiful to see.

বাংলার প্রকৃতির অপরূপ সাজে ঘিরে আছে প্রত্যেকটি জায়গা। এই প্রকৃতির কথা বলতে গেলে আমাদের সর্বপ্রথম চোখে পড়ে তা হল বাংলার বিচিত্র ধারী বিভিন্ন ফুল। তথাপি কাঁশবনের ফুলটি অনেক আকর্ষণীয় যদিও এই ফুল গ্রামের বিভিন্ন জায়গায় ফুটে থাকে। আমি এই কাঁশবনের ফুলের ছবিটি তুলেছিলাম আমাদের পুকুরের পাড় বিশিষ্ট উঁচু জায়গায় সুন্দর করে এই গাছগুলির জন্মেছে। আমি পুকুর পাড়ে গিয়ে আমার মোবাইল ফোন দিয়ে এই ছবিটি তুলেছিলাম। দেখতে অনেক সুন্দর লাগছিল প্রকৃতির অপরূপ দৃশ্য।


IMG_20210918_115053.jpg


Another photograph surrounded by the beautiful scenery of nature. I took this picture from in front of our house. There were rows of coconut trees around. The sky was bright, although there were a few clouds. There was no hint of that golden sun. So I took this picture with my mobile. It was as if nature was being decorated in many ways. When I took this picture from my mobile phone, this beautiful scene was very beautiful.

প্রকৃতির অপরূপ দৃশ্যের ঘেরা আরো একটি আলোকচিত্র। এই ছবিটি আমি তুলেছিলাম আমাদের বাড়ির সামনে থেকে। চারপাশে ছিল নারিকেল গাছের সারি আকাশটা ছিল উজ্জ্বল যদিও অল্প কিছু মেঘ ছিল। সেই সোনালি রোদের আভাস ছিল না। তাই আমি আমার মোবাইল দিয়ে এই ছবিটি তুলেছিলাম। প্রকৃতির যেন অনেক রূপে সুসজ্জিত হচ্ছিল যখন আমি মোবাইল ফোন থেকে এই ছবিটি তুলে ছিলাম তখন খুবই চমৎকার ছিল এই অপরূপ দৃশ্য।


IMG_20210918_075705.jpg


The surroundings of Bengal are adorned with nature. Yet, the roads in the rural areas also have a sweet appearance. Although the trees around the roads in rural Bengal are very beautiful. It is very nice to walk through the deserted roads. Pedestrians move along this path. I took this picture from the road in my village. I captured this picture while walking in the cool morning breeze. The roads in rural Bengal are very beautiful and the surrounding air is full of good morning air.

প্রকৃতির রূপে সজ্জিত থাকে বাংলার আশপাশ। তথাপি গ্রাম অঞ্চলের রাস্তাগুলোতেও থাকে এক মধুর রূপ । যদিও গ্রামবাংলার রাস্তাগুলোতে চারিপাশের গাছগুলি অনেক সুন্দর থাকে। নির্জন রাস্তা দিয়ে হেঁটে যেতে খুবই ভালো লাগে। পথিকেরা এই পথ দিয়ে চলাচল করে। এই ছবিটি আমি আমার গ্রামের রাস্তা থেকে তুলেছিলাম। সকালের স্নিগ্ধ ফুরফুর বাতাসে হাঁটতে গিয়ে এই ছবিটি আমি ক্যামেরাবন্দি করি। গ্রামবাংলা রাস্তায় অনেক সুন্দর সকালের সুপ্রভাত বাতাসের চারপাশ থাকে মুখরিত।


565370054670830.jpeg


Among the beautiful scenes of nature, the sky cannot be left out. It is as if nature, having found the sky, is fully restored to its youth by influencing the sunlight all around. I took this picture from a large pond in my village. The scene was very beautiful, a brilliant example of the emergence of the sky and water. The water, playing with the waves of the wind, where the sunlight was dripping, took on a beautiful form in nature in this picture.

প্রকৃতির অপরূপ দৃশ্যের মধ্যে আকাশের কথা না বললেই নয়, প্রকৃতি যেন আকাশকে পেয়ে সাবলীল চারিদিকে সূর্য্যের আলো প্রভাবিত করে প্রকৃতি সেইসাথে পূর্ণরূপে ফিরে পায় তার যৌবন। আমি এই ছবিটি তুলেছিলাম আমার গ্রামের এক বড় পুকুরের কাছ থেকে। দৃশ্যটি খুবই চমৎকার ছিল আকাশ এবং পানির যে আবির্ভাব তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত ফুটে উঠেছিল। বাতাসের ঢেউ খেলায় মেতেছে পানিগুলো যেখানে সূর্যের আলো টিপটাপ পরছিল প্রকৃতিতে এক অপরূপ রূপ ধারণ করেছিল এই ছবিতে।


IMG_20210918_115615.jpg


The football field in our village is a beautiful sight of nature. The image of the football field emerges from the surrounding trees and lush grass. Next to it is the renowned high school in my village. Numerous children from my area study in this high school. This field, surrounded by the beautiful horizon of nature, has seating arrangements for spectators. I took this picture with my mobile phone when the boys were participating in the football game in my village.

প্রকৃতির এক অপরূপ রূপে সেজেছে আমাদের গ্রামের ফুটবল মাঠ। চারপাশের গাছপালা এবং দুবলা ঘাসের ভেতর দিয়ে জেগে উঠেছে ফুটবল মাঠের চিত্র। পাশে রয়েছে আমার গ্রামে অবস্থিত স্বনামধন্য হাইস্কুলে। আমার এলাকার অসংখ্য ছেলেমেয়েরা পড়াশোনা করে থাকে এই হাইস্কুলে। প্রকৃতির অপরূপ দিগন্ত ঘেরা এই মাঠে রয়েছে দর্শকদের বসার ব্যবস্থা।আমি এই ছবিটি আমার গ্রামের ফুটবল খেলায় ছেলেরা যখন অংশগ্রহণ করেছিল ঠিক তখন আমি আমার মোবাইলের ফোন দিয়ে এই ছবিটি তুলেছিলাম।


IMG_20210915_120701.jpg


We are familiar with numerous types of gardens in rural Bengal. However, there are different types of gardens in Bengal, among which the most famous garden in rural Bengal is the banana garden. The people of Bengal are currently making a lot of money through banana cultivation. And bananas, ripe bananas, raw bananas, etc. contain a lot of vitamins which are very useful for our body. These bananas fulfill our protein needs. I took a picture of this banana tree from the banana garden next to our house.

গ্রামবাংলায় অসংখ্য ধরনের বাগানের সাথে আমরা পরিচিত। তথাপি বাংলায় বিভিন্ন ধরনের বাগান রয়েছে তার মধ্যে গ্রাম বাংলার অতিপরিচিত বাগান হলো কলাবাগান। কলা চাষের মধ্য দিয়ে বর্তমানে বাংলার জনগণ অনেক অর্থায়নের ব্যবস্থা করছে। এবং কলা হিসাবে পাকা কলা, কাঁচা কলা, ইত্যাদিতে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে যা আমাদের দেহের জন্য খুবই দরকারি। আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করে থাকে এই কলা। আমি এই কলা গাছের ছবি তুলেছিলাম আমাদের বাড়ির পাশে কলা বাগান থেকে।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 months ago  ·  


** Your post has been upvoted (11.15 %) **