The winter vegetable of our country is cabbage

in blurt-1787181 •  2 months ago 

Hello .. !!
My dear blurt friends,
I am @moha02 from Bangladesh
Today is Sunday, November 10/2024

IMG_20200220_164946.jpgIMG_20200220_164923.jpg

এটি আমাদের দেশের শীতকালীন সবজি। এই সবজিটিকে সবুজ শাক বলা হয়। এটি মূলত গোলাকার ডিম্বাকৃতির পাতা। এটি একটি খুব স্বাস্থ্যকর এবং সুস্বাদু সবজি। কারণ এটি একটি মৌসুমি সবজি যা সাধারণত প্রতি বছর শীতকালে পাওয়া যায়। এবারও তাই। আমাদের দেশে এখন শীত চলছে তাই আমাদের দেশে এ সবজির চাষ শুরু হয়েছে।

This is the winter vegetables of our country. This vegetable is called green leafy greens. It is basically a round oval leaf. This is a very healthy and delicious vegetable. This is because it is a seasonal vegetable usually available during the winter each year. This time it is. Winter is now running in our country so the cultivation of this vegetable has started in our country.

IMG_20200220_164932.jpg

এবার প্রথম আমার জমিতে এ সবজি চাষ করেছি। এর আগে আমি আমার জমিতে অন্য সব ফসল চাষ করতাম। কিন্তু এবার আমি আমার। নতুন এই ফসল চাষ করেছি। প্রথম পর্যায়ে চাষাবাদ করায় এ ফসলের চাষ সম্পর্কে তেমন ভালোভাবে জানতাম না। যাইহোক, এটি আমাকে কিছু অভিজ্ঞ কৃষকদের সাথে অনেক সাহায্য করেছে যারা এই ফসলের যত্ন নেওয়ার বিষয়ে আমাকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করেছেন। তবে তাদের সহায়তায় আমি আমার ফসল চাষ শুরু করি এবং বর্তমানে আমার ফসল খুব ভালো চলছে। এখন শুধু এগুলো সংগ্রহ করে বাজারে বিক্রির অপেক্ষা।

This time I first cultivated this vegetable on my land. Before that I used to cultivate all other crops on my land. But this time I'm mine. I have cultivated this new crop. I did not know so well about the cultivation of this crop as I had cultivated the first stage. However, this has helped me a lot with some experienced farmers who have fully explained everything to me about planting care for this crop. However, with the help of their help I started cultivating my crops and at present my crops are doing very well. Now just waiting to collect and sell them in the market.

IMG_20200220_164956.jpg

যেহেতু প্রথম দফায় চাষ হচ্ছিল, তাই এত বড় এলাকায় চাষ শুরু করিনি। প্রথম দফায় দশ কাঠা জমি দিয়ে শুরু করি, বাকি জমিতে গম চাষ শুরু করি। এই সবজি ফসলের পাশেই আমার গম ক্ষেত। নতুন এই সবজির বাজারে প্রচুর চাহিদা রয়েছে।

Since it was cultivating in the first phase, I did not start farming it in such a large area. In the first phase I started it with ten katha land, and on the rest I started cultivating wheat. This is my wheat field next to the vegetable crop. There is a lot of demand in this new vegetable market.

IMG_20200220_164956.jpgIMG_20200220_164911.jpg

বাজারে চাহিদা থাকায় এবার আমার জমিতে এ সবজি চাষ করেছি। মাস দুয়েক ধরে এই সবজির আবাদ চলছে। এসব খামারে তেমন খরচ না হলেও এবার প্রথম ধাপে চাষ করে কত লাভ পাই তা দেখতে হবে।

Due to the demand in the market, I have cultivated this vegetable this time in my land. Planting this vegetable has been around for a couple of months. These farms do not cost much, but this time I will have to see how much profit I get by cultivating the first stage.

IMG_20200220_164956.jpg

তবে আমি আমার নতুন ফসল রোপণ করতে পেরে বেশ সন্তুষ্ট। এবং আমি মনে করি এই বছর আমি বেশ ভাল লাভ করব এবং পরের বার নতুন ফসল উৎপাদনে আগ্রহী হব। আজ আমি আমার ফসল দেখতে গিয়ে দেখলাম ফসল খুব ভালো হয়েছে এবং ফসলের ভিন্নতা দেখে ভালো লাগলো। হয়ত দশ দিন পর আমি আমার ফসল তোলা এবং বাজারজাত করা শুরু করব। তাই আমি আমার ফোনের সাথে আমার ফসলের কিছু ছবি শেয়ার করলাম।

However I am quite pleased to be planting my new crop. And I think this year I will make a pretty good profit and will be interested in producing new crops next time. Today I went to see my crop and I saw that the crop is very good and it was nice to see the crop different. Maybe ten days afterwards I will start picking my crops and marketing them. So I shared some photos of my crop with my phone.


My YouTube

My selfe:-
My name is Md. Mahabur Islam. I am a Bangladeshi. My district name is Meherpur, Thana Gangni and my village name is Jugirgofa. I am a married man. Currently I have two children. I have a son and a daughter. My happy family with two children.

আমার নাম মোঃ মাহাবুর ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার জেলার নাম মেহেরপুর, থানা গাংনী এবং আমার গ্রামের নাম জুগিরগোফা। আমি একজন বিবাহিত মানুষ। বর্তমানে আমার দুইটি সন্তানের পিতা। আমার একটি ছেলে ও একটি মেয়ে আছে। দুইটি সন্তান নিয়ে আমার সুখি পরিবার।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 months ago  ·  

Nice post @moha02! Cabbage is a vary delicious snack if eaten either raw or cooked. I guess Chinese people took that a bit too far because I heard that they used to believe that cabbage was a magic cure-all for bald men. 😆 Keep up the good work!

  ·  2 months ago  ·  


** Your post has been upvoted (13.33 %) **