Aloe vera plant photography

in blurt-1787181 •  last month 

1000020436.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my ecoer Community
I'm @mahabub0111 from Bangladesh


Aloe vera plant for home care is very popular and well known. It is very important for all types of skin. Aloe vera has medical properties. Today I will show the photography of aloe vera plant which is very beautifully photographed I have photographed it very close up it looks very beautiful Aloe vera plant is a very important plant Aloe vera work can't tolerate much cold so it should be kept in a warm place or take care of the plant in winter Well, because if you don't take care of the tree in winter, it can cause various problems of the tree, in which case your tree can be damaged. In that case, it is better to plant the tree away from the place where it gets direct sunlight. Planted in all directions.

1000020435.jpg

Soil selection is very important for aloe vera plants. In a doss plant, the soil should be healthy. Ensure that the soil has lots of air pockets. Mix some other ingredients with the garden soil. Otherwise, in order to get a good entry and growth, you have to focus on the complete monetization yourself. It is very nice to take a picture when the water accumulates on this tree and the picture is very good quality picture because the tree has a beautiful shape today there was no water in the milk still I tried to take a picture I hope you don't like this picture because I am a girl A very skilled person in photography. Aloe vera plant looks very beautiful in the photography that you can take it yourself I will share it with you today because I took it I hope you will support me and support me a lot because if you support me more then I will present more beautiful beautiful girls photography in front of you. I can and will be able to share many beautiful moments with you and with one vote of your support I will go far ahead inshallah.

1000020432.jpg

I hope you will support me very well and help me. I want to present you something beautiful. Hope it helps. I just started a new job. Thanks everyone.

বাড়িতে রুপচর্চার এলোভেরা গাছ খুব জনপ্রিয় এবং পরিচিত। সব ধরনের ত্বকের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ একটি কাজে এলোভেরা কাজের ডাক্তারি গুনাগুন রয়েছে এটি টক সুন্দর করে মুসলিম করে ত্বকের গুলো বৃদ্ধি করে দেখো গুরুত্বপূর্ণ একটি বিষয় ন্যাশনাল অ্যালোভেরা ত্বকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস।
আমি আজকে এলোভেরা গাছের ফটোগ্রাফি দেখাবো যেটা খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছি আমি একদম কাছ থেকে ফটোগ্রাফি করেছি দেখতে খুব সুন্দর লাগছে অ্যালোভেরা গাছ খুব গুরুত্বপূর্ণ একটি গাছ এলোভেরা কাজ খুব বেশি ঠান্ডা সহ্য করতে পারি না তাই একে গরম জায়গায় রাখতে হবে বা শীতকাল গাছের যত্ন নিতে হবে খুব ভালোভাবে কারণ শীতকালে গাছের যত ভালোভাবে না দিলে রেখেছে গাছের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে সে ক্ষেত্রে আপনার গাছ নষ্ট হয়ে যেতে পারে সে ক্ষেত্রে অন্তত সরাসরি সূর্যের আলো আসে তেমন জায়গা থেকে দূরে গাছ রোপন করা ভালো আমি যে গাছের ছবিতে তুলেছি সেটাও এ সকল দিক নির্দেশ করে রোপন করা হয়েছে।

1000020434.jpg

মাটি নির্বাচন এলোভেরা গাছের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় একটি ডাস প্লান্টে হয় মাটির সুস্থ হতে হবে লক্ষ্য রাখতে হবে যেন মাটিতে বহু সংখ্যক এয়ার প্যাকেটটাকে বাগানের মাটির সঙ্গে কিছুটা অন্যান্য উপাদান মিশিয়ে দিতে হবে খুব ভালোভাবে গাছের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে লক্ষ্য রাখতে হবে যেন এমন আলগা না হয় যাতে সে করবে ভালোভাবে প্রবেশ করতে পারি এবং বৃদ্ধি পেতে পারি সেদিকে লক্ষ্য রাখতে হবে এক কথায় সম্পূর্ণ মনিটাইজ আপনাকে নিজেকেই করতে হবে। এই গাছের উপরে যখন পানি জমে তখন ছবি তুলতে অনেক ভালো লাগে এবং ছবি তুললে সেই ছবিটা অনেক ভালো কোয়ালিটি ছবি হয় কারণ সুন্দর রূপ ধারণ করে গাছের আজকে দুধে পানি ছিল না তারপরও আমি ছবি তোলার চেষ্টা করেছি আশা করি এই ছবিটি আপনাদের খারাপ লাগবে না কারণ আমি মেখলোক ফটোগ্রাফি তে অত্যন্ত দক্ষ একজন মানুষ। এলোভেরা গাছ মেখে ফটোগ্রাফিতে অনেক সুন্দর লাগে যেটা আপনারা নিজেরাও তুলে দেখতে পারেন আমি তুলেছি বলে আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে খুব বেশি বেশি সাপোর্ট করবেন কারণ বেশি বেশি সাপোর্ট করলে পরবর্তী জন্য আমি আরো সুন্দর সুন্দর মেয়েকে ফটোগ্রাফি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো এবং আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করতে পারব আর আপনার একটি সাপোর্টে একটি ভোটে আমি অনেক দূরে এগিয়ে যাব ইনশাল্লাহ।

1000020433.jpg

আশা করি আপনারা আমাকে অনেক ভালো ভাবে সাপোর্ট করবেন এবং আমাকে হেল্প করবেন। আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর কিছু উপস্থাপন করতে চাই। আশা করি সাহায্য করবেন। আমি নতুন কাজ শুরু করেছি মাত্র। ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!