My beautiful body spray

in blurt-1787181 •  last month 

1000019662.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my Ecoer Community
I'm @mahabub0111 from Bangladesh


Body spray is one of the most useful things in our daily life. One problem we all have is that body sprays don't smell after a while. There are many reasons for this. There are certain places where you can use perfume, where perfume stays on for a long time and it can keep you smelling for a long time. Everyone will compliment you and ask what you used.
Many people talk a lot about the technique of keeping the fragrance for a long time even after using the body spray. But first let me tell you some basics. If you maintain them, you can keep the fragrance for a long time and stay in a refreshed mind throughout the day. In that light I will explain to you in detail about Total Perfume here today. It is better to use the body spray right after the shower so that the fragrance lasts longer. You will smell for a long time. Perfume should be used on both sides of the throat as the smell will last longer and will move around much better to be perceived by the people around. A very important thing. Apart from this, it is better to use body spray on both sides of the chest. Using perfume on elbows works well all around. Because people's pressure points or veins spread more if they are located in these areas of the body. Before using the body spray, apply a moisturizer to the affected area. The fragrance stays on the skin for a long time.

1000019663.jpg

If you apply moisturizer after using the body spray, the smell lasts longer, but you have to use such a level that the king has no smell. A fragrance will dictate a personality so choosing a fragrance is an important matter for someone. The pulse points on the body are a perfect place to use perfume because there are five points on the rug that help project your perfume if you use it. Spreads around very quickly. So definitely try to use perfume on the rug. A relatively mild type of fragrance should be used during the day because there is a lot of sunlight during the day. The higher it is, the higher the temperature. If you use light fragrances, they run out very easily and if you run out of stock. Fabric fragrances often last longer because fabrics tend to last longer. If you use it on fabric from acid, you will get projection and performance for a long time. Percent stays longer on fabric and perfect for all types of fabric. Keep a certain distance from the bottle body when dispensing perfume. The body spray I bought is Club Din Wet Intention It's a Muff body spray. Armani Panty and I Night is a brand from Belonging in the Middle East. This perfume is a clone of Kid Aventus.

1000019661.jpg

When I wear this person I get a nice pineapple smell which people like a lot and people around me ask what perfume you used which I like a lot and I like getting compliments and female compliments are a lot here. Because girls like a lot, girls actually like this performance a lot. Fragrance indicates a person's personality, so you need to use a good fragrance to show your personality. If you go to a place, if you go to different programs among many people, the scent that will come from your breath, if it is good, people will compliment you, and if it is bad, you will not be able to approach people. Especially in a place when you go to different programs there are different people there are many girls there are boys while girls give different compliments. I bought the perfume from Khulna city, new perfume collection is shown daily and people are shown reviews and people are inspired to buy perfume which is a very important thing so I bought the perfume from there and I am using that perfume now. At what stage of your personality your personality low or high will tell your perfume you try to keep. If your budget is low, if you want to buy perfume in less money, then you have to contact those who have less percentage of money, and many expensive perfumes that have inspire version, many of them are selling in Bangladesh now, you can use them. You must or will use a perfume to invite your personality.

বডি স্প্রে আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম ব্যবহার্য একটি জিনিস। আমাদের সকলের একটি কর্মের সমস্যা হয় বডি স্প্রে ব্যবহারের কিছুক্ষণ পরই সুগন্ধ আর থাকে না। এটা অনেক কারণ আছে। সুগন্ধি ব্যবহার করার নির্দিষ্ট কিছু জায়গা আছে সেসব জায়গায় সুগন্ধি ব্যবহার করলে অনেকক্ষণ এসবাস থাকে এবং এটা অনেকক্ষণ আপনাকে সুবাসিত করে রাখতে পারবে। সকলের মধ্যে আর সবাই আপনাকে কমপ্লিমেন্ট দিবে যে আপনি কি ব্যবহার করেছেন সবাই জিজ্ঞেস করবে। বডি স্প্রে ব্যবহারের পরও দীর্ঘ সময় সুঘ্রাণ ধরে রাখার কৌশল কৌশল নিয়ে অনেকে অনেক কথা বলে। কিন্তু আমি আগে কিছু বেসিক বিষয় আপনাদের বলব। আপনি যদি এগুলো মেনটেইন করেন তাহলে সুগন্ধির খান অনেকক্ষণ ধরে রাখতে পারবেন এবং সারাদিনের রিফ্রেশমেন্ট মাইন্ডে থাকতে পারবেন। সেই আলোকে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আজকে টোটাল পারফিউমের বিষয়ে আমি ব্যাখ্যা করব এখানে। গোসলের ঠিক পর পরে ব়ডি স্প্রে ব্যবহার করা ভালো এতে করে সুঘ্রাণ দীর্ঘ সময় থাকে। অনেকক্ষণ আপনি ঘ্রাণ পাবেন। গলার দুপাশে পারফিউম ব্যবহার করা উচিত এতে গন্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সাথে সাথে আশপাশে সরিয়ে পড়বে অনেক ভালোভাবে আশপাশের মানুষ বুঝতে পারবে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ ছাড়া বুকের দুপাশেও বডি স্প্রে ব্যবহার করা ভালো। কনুইয়ে পারফিউম ব্যবহারের করলে ভাল কাজ হয় চারিদিকে। কারণ দেহের এই জায়গাগুলোতে মানুষের প্রেসার পয়েন্ট বা রগ অবস্থান করে দিলে বেশি ছড়াই। বডি স্প্রে ব্যবহারের আগে যে যে জায়গাতে লাগাবেন সেখানে মোর্চারাইজার লাগিয়ে নিন। এতে ত্বকে সুগন্ধ আটকে থাকে দীর্ঘক্ষণ।

1000019660.jpg

বডি স্প্রে ব্যবহারের পর ময়শ্চারাইজার লাগিয়ে নিলে গন্ধতে তীব্র স্থায়ী হয় তবে এমন মাত্রা ব্যবহার করতে হবে যে মাত্র রাজার কোন গন্ধ নেই। সুগন্ধি একটা পার্সোনাল থেকে নির্দেশ করবে তাই সুগন্ধি নির্বাচন কারো একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। শরীরের পালস পয়েন্টগুলো সুগন্ধি ব্যবহার করার জন্য পারফেক্ট একটা জায়গা কারণ পাঁচ পয়েন্ট থাকে রগের উপরে আপনার সুগন্ধি যদি আপনি ব্যবহার করেন তাহলে সেটি এটি প্রজেকশন ভালো করে। চারিদিকে খুব দ্রুত ছড়িয়ে যায়। তাই অবশ্যই রগের উপরে সুগন্ধি ব্যবহার করার চেষ্টা করবেন। দিনেরবেলায় তুলনামূলক একটু করা টাইপের সুগন্ধে ব্যবহার করতে হবে কারণ দিনের বেলা অনেক সূর্যের আলো থাকে। তা বেশি থাকে তাপমাত্রা বেশি থাকে। হালকা সুগন্ধি ব্যবহার করলে সেগুলো খুব সহজেই ফুরিয়ে যায় এবং আপনার স্টক থেকে যদি বন্ধ চলে যায়। কাপড়ের সুগন্ধি ব্যবহার করলে অনেক সময় বেশি সময় ধরে থাকে কারণ কাপড়ের লং লাস্ট নিতে বেশি হয়। আপনি টকের থেকে কাপড়ে ব্যবহার করলে অনেক দীর্ঘ সময় ধরে আপনি এটি প্রজেকশন পাবেন এবং পারফরম্যান্স ভালো পাবেন কাপড়ে পার্সেন্ট বেশিক্ষণ থাকে এবং প্রত্যেক ধরনের কাপড়ের ফেব্রিকের পারফেক্ট করে বেশিক্ষণ। পারফিউম দেওয়ার সময় বোতল শরীর নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন। আমি যেই বডি স্প্রে কিনেছি সেটা হচ্ছে ক্লাব দিন ওয়েট ইনটেনমেন্ট এটি আর মাফের একটি বডি স্প্রে। আরমান প্যান্টি আর আমি রাতের একটি ব্র্যান্ড মধ্যপ্রাচ্যের দেশ থেকে বিলং করে। এই পারফিউম টা কিড এভেন্টাসের ক্লোন।

1000019659.jpg

এই পারসনটা যখন ব্যবহার করি আমি সুন্দর আনারসের একটি স্মেল আসতে থাকে যেটা মানুষজন খুব বেশি পছন্দ করে আশপাশের মানুষজন দেখে দেখে জিজ্ঞেস করে যে কি পারফিউম আপনি ব্যবহার করেছেন যা আমার খুবই ভালো লাগে এবং কমপ্লিমেন্টস পেতে আমার অনেক ভালো লাগে আর এখানে ফিমেল কমপ্লিমেন্টস অনেক বেশি পাওয়া যায় কারণ মেয়েরা অনেক পছন্দ করে মেয়েরা এই পারফরমের খান আসলে অনেক পছন্দ করে। সুগন্ধি একটা মানুষের পার্সোনালি দিকে নির্দেশ করে তাই আপনার পার্সোনালিটি আপনার কত উন্নত সেটি বোঝাতে হলে আপনাকে ভালো ধরনের সুগন্ধি ব্যবহার করতে হবে। একটি জায়গাতে গেলে বাপ অনেক মানুষের মধ্যে বিভিন্ন প্রোগ্রামে গেলে আপনার গা থেকে যে ঘ্রাণ আসবে যদি শুধরানো আসে মানুষজন আপনাকে কমপ্লিমেন্ট দিবে এবং যদি খারাপ খাদ আসে তাহলে মানুষের ধারে কাছে আপনি যেতে পারবেন না। বিশেষ করে একটি জায়গাতে যখন বিভিন্ন প্রোগ্রামে যান তখন বিভিন্ন মানুষ থাকে এখানে অনেক মেয়েরা থাকে ছেলেরা থাকে যখন মেয়েরা বিভিন্ন কমপ্লিমেন্ট দেয়। আমি আমারে পারফিউমটা কিনেছি খুলনা শহরের নিত্য নতুন পারফিউম কালেকশন দেখানো হয় এবং মানুষকে রিভিউ দেখানো হয় এবং মানুষকে ইন্সপায়ার করা হয় পারফিউম কেনার জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই আমি ওইখান থেকেই পারফরম টা কিনেছি এবং ওই পারফেমে আমি ইউজ করছি বর্তমানে। আপনার পার্সোনালিটি কোন পর্যায়ে আপনার পার্সোনালিটি লোন নাকি হাই সেটি আপনার পারফিউম বলে দিবে আপনি রাখার চেষ্টা করি। আপনার বাজেট যদি কম হয় কম টাকার মধ্যে যদি পারফিউম কিনতে চান তাহলে আপনার যেই সবগুলোতে কম টাকার পার্সেন্ট ফেল করে তাদের সাথে যোগাযোগ করতে হবে আবার অনেক এক্সপেন্সিভ পারফিউম যেগুলো আছে সেগুলোর ইন্সপায়ার ভার্সন অনেক সব বাংলাদেশে এখন সেল করছে তাদের কাছ থেকে নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন তারপরও আপনি একটা পারফিউম ব্যবহার করতে করতে হবে বা করবেন আপনার পার্সোনালিটিকে ইনভাইট করবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  last month  ·  

This Spray Really Looks Good
I Hope It Smell Goods
Lets support each other and grow together , Follow me and I’ll follow back lets connect and inspire!