Some beautiful white flowers.

in blurt-1787181 •  last month 

1000020361.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my ecoer Community
I'm @mahabub0111 from Bangladesh


Rain is a place like love on earth. The world has many seasonal variations and different things. And in that soil, crops, flowers of various kinds bloom. Monsoon means enchantment because black clouds and beautiful flowers among them white flowers are the best. And the white flowers in the garden look very beautiful. The song of the rainy season will be very beautiful. There are many types of flowers in the world, but among them, white flowers are another magical flower. Everyone likes to see white flowers. I also like to see white flowers, so if you see white flowers, try to capture them with your mobile phone and share them with you. I do May the white flowers become more pure in fragrance and whiteness in the monsoon water. White flowers are called the queen of monsoons, among the flowers that bloom in monsoons, white flowers are more and the smell of white flowers is superior to other flowers in all aspects. Most of the white flowers bloom at night. There is a special secret in the night blooming. The secret is not ours. I will tell you one day later, but you must know that white flowers have always been magical before, still magical and will be magical in the future.

1000020362.jpg

White flowers can be planted everywhere in the office. Among the white fragrant flowers, there are many types of white flowers, starting from Belly, Dolanchanpa, which are very beautiful to look at and they smell very good, especially the smell of Belly flowers is very good. Today, the flower that I am going to share with you has no smell But that flower looks very beautiful. If there is no smell, you can recognize different types of flowers. Even the flower that you have seen today has no smell, but the flower looks very beautiful and I like it. I planted it in a tub. From Sina Togar to Dolanchampa there are many flowers which look very beautiful and also there are many white flowers which leave pictures and bon patare which look very beautiful but the flower which I am sharing with you today is one for planting in a tub. white flower They look like stars because like a star, the stone on that side is the difference in the color of the flowers, the color of the swinging colors, etc. The difference is that the property comes to the country and the flowers that look very beautiful. Apart from that, there are many white flowers that may not catch our eyes. Today I have shared the white flower with you. I hope you will stay with us. White flower is a very important flower among all flowers.

1000020363.jpg

I hope you will support me very well and help me. I want to present you something beautiful. Hope it helps. I just started a new job. Thanks everyone.

1000020366.jpg

বৃষ্টি হলো পৃথিবীর ভালোবাসার মতো একটি জায়গা। পৃথিবীতে অনেক ঋতু বৈচিত্র দেখা যায় এবং বিভিন্ন বিষয় দেখা যায় । আর সে মাটিতেই ফলে শস্য, ফোটে ফুল বিভিন্ন রকমের । বর্ষা মানেই মুগ্ধতা কাজল কালো মেঘ আর সুন্দর ফুল তার মধ্যে সাদা ফুল সব থেকে ভালো লাগে। আর বনে বাগানে সাদা ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগে। বর্ষা ঋতুর গান ভেসে উঠে অনেক সুন্দর হবে । পৃথিবীতে অনেক ধরনের ফুল আছে কিন্তু তার মধ্যে সাদা ফুল অন্য রকম একটা মায়াবী ফুলের মধ্যে পরে আর কি সাদা ফুল দেখে সবারই ভালো লাগে আমারও সাদা ফুল দেখে ভালো লাগে তাই সাদা ফুল দেখলে আপনি মোবাইল নিয়ে সেগুলো ক্যামেরা বন্দি করার চেষ্টা করি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। বর্ষার জলে সাদা ফুলেরা যেন সুগন্ধ আর শুভ্রতায় আরও বেশি পবিত্র হয়ে ওঠে। সাদা ফুলকে বর্ষার রানী বলা হয় বর্ষার মধ্যে যে ফুলগুলো ফোটে তার মধ্যে সাদা ফুলে বেশি আর সাদা ফুলের গন্ধ রূপ সব দিক দিয়ে অন্য ফুল থেকে এগিয়ে । বেশিরভাগ সাদা ফুল রাতে ফোটে রাতে ফোটার মধ্যে একটা আলাদা রহস্য আছে সেই রহস্যটা না হয় আমাদের আপনাদেরকে আমি পরে একদিন শোনাবো কিন্তু আপনাদের এটি জানতে হবে সাদা ফুল সব সময় মায়াবী আগে ছিল এখনো মায়াবী এবং ভবিষ্যতে মায়াবী থাকবে।

1000020365.jpg

সাদা ফুল অফিসের সব জায়গাতে সব জায়গাতে লাগানো যায় । সাদা রঙের সুগন্ধ বিলানো ফুলগুলোর মধ্যে দেখা পাই বেলি, দোলনচাঁপা, থেকে শুরু করে অনেক ধরনের সাদা ফুল রয়েছে যেগুলো অনেক সুন্দর দেখতে এবং এগুলো ঘ্রাণ অনেক সুন্দর বিশেষ করে বেলি ফুলে ঘ্রাণ অনেক সুন্দর আজকে আপনি আমি আপনাদের সাথে যে ফুলটি শেয়ার করতে যাচ্ছি সে ফুলের ঘ্রাণ নেই কিন্তু সে ফুলটা দেখতে অনেক সুন্দর। গন্ধ না থাকলে দেখে টগর চিনা বিভিন্ন ধরনের ফুল এমনকি আজকে আপনাদের যে ফুলটি দেখা আছে সেটির গন্ধ নেই কিন্তু ফুলটা অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগে আমি টবে লাগিয়েছি তবে লাগালে এটা খুব ভালোভাবে বড় হয় এটি বড় হয়। সিনা টগর থেকে শুরু করে দোলনচাঁপা থেকে শুরু করে অনেক ফুল আছে যেগুলো অনেক দেখতে সুন্দর লাগে তার পাশাপাশি অনেক সাদা ফুল রয়েছে যেগুলো ছবি ছাড়ে হয় এবং বোন পাতারে হয় সেগুলো দেখতে অনেক সুন্দর সুন্দর লাগে কিন্তু আজকে আপনাদের যে ফুলটি শেয়ার করছে সেটি একটি টবে লাগানোর জন্য একটি সাদা ফুল । এগুলো দেখতে তারার মত লাগে কারণ একটি তারার মত সে পাশে সে পাথর পার্থক্য ফুলের রং দোলনচাঁপা রং ইত্যাদি সাদা ফেলে পার্থক্য বুঝায় সম্পত্তি দেশে আসা কি ফোটে যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তার পাশাপাশি অনেক সাদা ফুল রয়েছে যেগুলো হয়তো আমাদের চোখে বাঁধে না আজ আপনাদের সাথে সাদা ফুলটি শেয়ার করলাম আশা করি আমাদের সাথেই থাকবেন। সাদা ফুল অনেক গুরুত্বপূর্ণ একটি ফুল সকল ফুলের মধ্যে।
1000020364.jpg

আশা করি আপনারা আমাকে অনেক ভালো ভাবে সাপোর্ট করবেন এবং আমাকে হেল্প করবেন। আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর কিছু উপস্থাপন করতে চাই। আশা করি সাহায্য করবেন। আমি নতুন কাজ শুরু করেছি মাত্র। ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  last month  ·  

I really like your photography. You always share great photography with us. I really like it. Thank you for sharing incredibly beautiful photography with us.

  ·  last month  ·  

Thank you so much