Friends of my ecoer Community
I'm @kingparvez from Bangladesh
Trees are one of the most important elements for decorating the balcony of the house, whether it is small or big, there are different pocket colored trees that we will meet and discuss with you. All of you like the house with the balcony because it is a very important thing to improve the beauty of the balcony of many houses or the balcony has been turned into a store. Can you decorate the small balcony in the planning field and play an important role in beautification. If you want, you can decorate the balcony next to the house and use it, which is very important. You can separate the balcony with the door and then the balcony of the house will be very good. There are various works of decorating the house inside the house. Different types of trees are used to decorate music rooms in all areas starting from residential areas. Photo taken from inside a house People do these things at home for a bit of brick-cement relief in the urban lifestyle. Proximity to plants is becoming very rare day by day. Nowadays many people do these jobs at home. Apart from beautifying, they provide oxygen and also play a very important role in maintaining the balance of the environment. Having beautiful plants in the home not only adds to the beauty of the home, but also creates a peaceful atmosphere. So if you wish you can decorate your house with beautiful trees and you can decorate your house with many beautiful songs and the beauty will increase while the amount of fresh air in your house will increase. Shade-loving plants can be planted in tubs on your patio, roof and balcony which add beauty to your home and increase the fresh air here and they also look very nice.
But you have to take steps by choosing the right plants to use in the decoration. In this context, researchers and scientists say that many plants that survive in the shade can be planted indoors in tubs. Among these are ivy vine, patabahar, money plant, phyllo dendron, dracaena, croton, bahari kachu, palm, anthurium, dieffenbeckia, maranta, among many other important plants. Each of these has different variations with different beauty. You can find these plants by searching in different nurseries. The price is not too high and is affordable. You can decorate the red flowers. A leaf plays an important role. You can decorate the balcony with different types of plants which is very important and if you don't do it well then it appears that you must do the important work of beautification. In the tired afternoon or afternoon, you definitely need a little peace on the balcony. The balcony or yard needs a little peace.
There is a need of beautification so we are discussing about beautification from here you all can learn beautification is an important thing so definitely try beautification so hope it will be very good later. Too many choices to exclude. The plants and flowers which are mentioned below but the plants and flowers play a very important role in beautification. Today I will discuss a tree which is very important. So to do this important work you have to plan accordingly which is very important. If you don't get the important things done, you can lose a lot. You may fail to register your home. We get many benefits from trees in different ways. The main attraction of all is such a beautiful beautiful tree. Because this beautiful tree plays a great role in supplying oxygen to your home as well as beautiful fall. Due to the red leaves of this plant, it is able to attract everyone's attention and these works are kept indoors. You can keep the beauty outside the house as well. Now the decision of where to put it is your personal We put ours outside the house. This tree should not be planted in gardens. Because you have nothing to beautify here in the garden. A large variety of this beauty is planted at home. Along with other ear-refreshing plants like the money plant, this plant is very popular for houseplants. This work plays an important role in beautification. These plants, which are able to attract people's attention easily, are sold at a high price in the market and kept at home. These plants are currently being produced commercially for beautification purposes. Apart from being financed by foreign countries, these works play an important role in beautification. Apart from that you can take stone Khushi Khushi stone to enhance the beauty in the tub. It is a very important subject as it is very necessary to work with composition is not good so you have to take regular and proper method. If you take care and keep the plant tub clean and dry, there will be no risk of introducing harmful pathogens to the house. The plant should not be spilled, they should be watered and the plant should have a drainage system. These plants play an important role in enhancing the atmosphere of the house which is very important as it adds beauty as well as enhances the beauty of the house. It balances the oxygen in the air and the temperature of the environment also decreases relatively. Plants balance the air by increasing the supply of oxygen to offset the carbon emissions from using refrigerators. Apart from home, you will see these plants placed in various places including offices to enhance the beauty which looks very beautiful. Having different plants in the balcony increases your oxygen supply and makes the home environment beautiful. And there should be sufficient amount of light to make, if there is not enough amount of light, the work will not increase, arrange it. Here you can make the ceiling an important thing and the enhancement of beauty will play a very important role. If you decorate your house like this, your house will be very beautiful.
Thank you all for reading my blog so carefully. Hope you all stay with me and read my blog regularly. I write each of my blogs from my real life experiences. I hope you can learn something good from here and apply it in your personal life. And I am ending here today by praying that I can write new blogs daily and share them with you.
বাড়ি বারান্দা ছোট কিংবা বড়দের যে সাঈদীর হোক না কেন এ বাড়ির বারান্দায় সাজানোর জন্য গাছ অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা উপাদান বাড়ি সাজানোর জন্য বিভিন্ন পকেট রঙের গাছ রয়েছে যেগুলো আপনাদের সাথে দেখা এবং আলোচনা করব। আপনারা সবাই বাড়ি বারান্দার সাথে পছন্দ করেন কারন এটি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সৌন্দর্য বর্ধনে মুশকিল হচ্ছে অনেক ঘরের এই বেলকনিকে বা বারান্দা কি স্টোরে পরিণত করে ফেলে রেখেছে সেই স্টোরের পরিণত থেকে উদ্ধার করে বাড়ির বারান্দায় গুরুত্বপূর্ণ একটা কাজ। পরিকল্পনা মাঠে কি আপনারা ছোট বারান্দাকে সাজাতে পারেন এবং সৌন্দর্য বর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ঘরের ভেতরে ঘর সাজানোর নানা রকম কাজ রয়েছে । আবাসিক এলাকা থেকে শুরু করে সব এলাকাতেই গান ঘর সাজানোর জন্য বিভিন্ন প্রকার গাছ ব্যবহার করা হয়। ছবিটি একটি বাড়ির ভেতর থেকে তোলা শহুরে জীবনযাত্রায় ইট-সিমেন্টের একটু স্বস্তির জন্য মানুষ এই কাজগুলো বাড়িতে করে। গাছপালা সান্নিধ্য দিন দিন অনেক দুর্লভ হয়ে যাচ্ছে। আজকাল অনেকেই বাড়িতে এই কাজগুলো রোপন করে। সৌন্দর্য বর্ধনের পাশাপাশি এগুলো অক্সিজেন সরবরাহ করে তার পাশাপাশি এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবেশের ভারসাম্য রক্ষায়। সুন্দর সুন্দর উদ্ভিদ বাড়িতে থাকলে তাতে গৃহসজ্জায় নান্দনিকতার পাশাপাশি প্রশান্ত এক পরিবেশও তৈরি হয়। তাই আপনি নিজে ইচ্ছা করলে নিজের ঘরটি এরম সুন্দর গাছ দিয়ে সাজাতে পারেন এবং নিজের বাড়িটি অনেক সুন্দর গান দিয়ে সাজাতে পারেন সৌন্দর্য বৃদ্ধি পাবে অন্যদিকে আপনার বাড়ির বিশুদ্ধ বাতাসের পরিমাণটা বৃদ্ধি পায়। ছায়াপ্রেমী উদ্ভিদ আপনার বাড়ির আঙিনা, ছাদ ও বারান্দায় রাখা টবের মধ্যে লাগাতে পারেন যা আপনার ঘরে সৌন্দর্য বৃদ্ধি করে এবং এখানে বিশুদ্ধ বাতাস বাড়িয়ে দেয় এবং দেখতেও এগুলো খুব সুন্দর লাগে ঠিক আছে তারা নিয়মিত এগুলো করার জন্য পরামর্শ দেয়। কিন্তু গৃহসজ্জায় কী কী উদ্ভিদের ব্যবহার করবেন সেটা সঠিকভাবে নির্বাচন করে আপনাকে পদক্ষেপ নিতে হবে।
এ প্রসঙ্গে গবেষক এবং বিজ্ঞানীরা বলেন, ছায়ায় বেঁচে থাকে এমন অনেক উদ্ভিদ ঘরের ভেতরে টবে লাগানো যায়। এসবের মধ্যে আইভি লতা, পাতাবাহার, মানি প্ল্যান্ট, ফাইলো ডেনড্রন, ড্রাসেনা, ক্রোটন, বাহারি কচু, পাম, অ্যানথুরিয়াম, ডাইফেনবেকিয়া, ম্যারান্টা, এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ উদ্ভিদের রয়েছে। এগুলোর প্রতিটির মধ্যে বিভিন্ন ধরনের বৈচিত্র রয়েছে বিভিন্ন সৌন্দর্য রয়েছে। বিভিন্ন নার্সারিতে খোঁজ নিলেই এসব উদ্ভিদ পাবেন। দাম খুব বেশি নয় সাধ্যের মধ্যেই থাকে।আপনারা যদি চান তাহলে ঘরের পাশেই এগুলো বারান্দা সাজাতে পারেন এবং ব্যবহার করতে পারেন যা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এ ধরনের ভাব দরজা দিয়ে বারণতা আলাদা করতে পারেন এবং পরে ঘরের বারান্দা খুব ভালো হবে লাল ফুলদের সাজাতে পারেন এটি আসলে ফুলের মতো দেখাতে হলেও এটা কি ভুল না এটা একটি পাতা জাতীয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যালকনিকে সাতটা সাজাতে পারেন বিভিন্ন ধরনের গাছ দিয়ে যা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আর আপনি যদি ভালোভাবে না স্বাতান তাহলে দেখা যাচ্ছে আপনার অবশ্যই যেটা সৌন্দর্য বর্ধনের গুরুত্বপূর্ণ কাজ করবেন গুরুত্বপূর্ণ কাজ করাতে হলে অবশ্যই আপনাকে গাছটির সঠিকভাবে সাজাতে হবে না সাধারণ দেখা যাচ্ছে আপনি লাভবান হতে পারবেন না। ক্লান্ত দুপুর বা বিকেলে অবশ্যই বারান্দাতে মিলে একটু প্রশান্তির বাড়ি বারান্দা বা উঠানি একটু শান্তির দরকার।
সেখানে সৌন্দর্য বর্ধনের প্রয়োজন তাই আমরা সৌন্দর্য বর্ধন নিয়ে আলোচনা করছি এখান থেকে আপনারা সবাই সৌন্দর্য বর্ধন শিখতে পারবেন গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই অবশ্যই সৌন্দর্য বর্ধনের চেষ্টা করবেন আপনারা তাই এটা আশা করি অনেক ভাল হবে পরবর্তীতে। পছন্দতো বর্জনের জন্য অনেক। গাছ এবং ফুল ধরেছে যেগুলো কিন্তু নিচে আলোচনা করা হবে সেই গাছ এবং ফুল খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে। আজকে আমি একটা গাছ নিয়ে আলোচনা করব যা খুব গুরুত্বপূর্ণ। বিভিন্নভাবে গাছ থেকে আমরা নানা সুবিধা পায়। সবার মূল আকর্ষণ এত সুন্দর সুন্দর গাছ। কারণ এই সুন্দর গাছ আপনার বাড়িতে অক্সিজেন সরবরাহের পাশাপাশি সুন্দর তো পতনের দারুণ ভূমিকা পালন করে। এই গাছের পাতাগুলো লাল হওয়ার কারণে সবাই দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম এবং এই কাজগুলো ঘরের ভিতরে রাখা হয়। যেন সুন্দর্য একটু বাড়ি তোলে তার পাশাপাশি ঘরের বাইরেও আপনি রাখতে পারেন। এখন কোথায় রাখবেন সে সিদ্ধান্ত আপনার ব্যক্তিগত আমরা আমাদের ঘরের বাইরে রেখেছি। এই গাছ বাগানে লাগানো উচিত না। কারণ বাগানে আপনার এখানে সৌন্দর্য বর্ধনের কিছুই নেই। এই সুন্দরীর বড় ধরনের জন্য বাসায় লাগানো হয়। মানিপ্ল্যান্টের পাশাপাশি অন্যান্য যে ইয়ার রিফ্রেশিং গাছগুলো আছে তার পাশাপাশি এই গাছটি বাসায় লাগানোর জন্য ব্যাপকভাবে জনপ্রিয়। এই কাজটি সৌন্দর্য বর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের সহজে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম এ গাছগুলো অনেক বেশি মূল্য বিক্রি হয় বাজারে কিনে বাসায় রাখে। ব্যক্তিগত ভাষায় সৌন্দর্য বর্ধনের জন্য এই গাছগুলো বর্তমানে বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে।বাণিজ্যিকভাবে উৎপাদন করে পুরো দেশের সরিয়ে দেওয়া হচ্ছে। চার পাশাপাশি বাইরের দেশের অর্থনীয় করা হচ্ছে এই কাজগুলো সৌন্দর্য বর্ধনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার পাশাপাশি টবের মধ্যে সৌন্দর্য বর্ধনের জন্য পাথর খুশি খুশি পাথর আপনি নিতে পারেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যত নিয়ে খুব প্রয়োজন রচনা নিয়ে কাজ ভালো হয় না তাই রেগুলার যত নিতে হবে সঠিক পদ্ধতি নিতে হবে । যত্ন নিলে এবং গাছের টব পরিচ্ছন্ন ও শুষ্ক রাখলে ঘরে ক্ষতিকর রোগজীবাণু হওয়ার শঙ্কা থাকবে না।গাছটা ছিটে রাখা যাবে না নিবে এগুলো পানি দিতে হবে এবং গাছের পানি নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে এমন টপ নির্বাচন করতে হবে না ছিদ্র থাকে এবং পানি সহজেই নিষ্কাশন হতে পারে। ঘরের সভা বাড়াতে এসব উদ্ভিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেটা অনেক গুরুত্বপূর্ণ কারণ সৌন্দর্য বর্ধনের পাশাপাশি ঘরে শোভা বৃদ্ধি করে। এতে বাতাসে অক্সিজেনের ভারসাম্য তৈরি হয় এবং পরিবেশের তাপমাত্রাও তুলনামূলক কমে। রেফ্রিজারেটর ব্যবহার করার ফলে যে কার্বন নির্গত হয় তার সঙ্গে পাল্লা দিয়ে অক্সিজেন সরবরাহ বাড়িয়ে বাতাসের ভারসাম্য বজায় রাখে উদ্ভিদ। বাসার পাশাপাশি অফিস সহ বিভিন্ন জায়গাতে দেখবেন সৌন্দর্য বর্ধন করার জন্য এই গাছগুলো রেখে দেওয়া হয় যা দেখতে অনেক সুন্দর লাগে। তাই এ গুরুত্বপূর্ণ কাজ করার জন্য অবশ্য আপনাকে পরিকল্পনা মাফিক করতে হবে যা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। গুরুত্বপূর্ণ বিষয় সম্পন্ন না করলে আপনার অনেক ক্ষতি হতে পারে। আপনি বাড়ি খাতাতে ব্যর্থ হতে পারেন। বারান্দায় বিভিন্ন গাছ থাকলে আপনার অক্সিজেন সরবরাহ বৃদ্ধি হয় এবং বাড়ি পরিবেশটা সুন্দর হয়। আর বানাতে পর্যাপ্ত পরিমাণ আলো থাকতে হবে পর্যাপ্ত পরিমাণ আলো না থাকলে কাজগুলো বৃদ্ধি হবে না ব্যবস্থা করে দিবেন। এখানে সিলিং করে আপনি করতে পারেন যে গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সুন্দরের বর্ধন এসব খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে। এভাবে ঘর সাজালে আপনাদের ঘর অনেক সুন্দর থাকবে ।
ধন্যবাদ আপনাদের সবাইকে এত মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আমার ব্লগ পড়বেন রেগুলার। আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি আমার প্রতিটি ব্লগ লিখে থাকি। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং নিজের ব্যক্তিগত লাইফে সেটা এপ্লাই করতে পারবেন।আর আমি যেন প্রতিনিধি নিত্য নতুন ব্লগ লিখতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই দোয়া কামনা করে আজ এখানেই শেষ করছি।