Natural beauty of Bangladesh

in blurt-1787181 •  2 months ago 

20241115_093627.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my ecoer Community
I'm @kingparvez from Bangladesh


Our country is known as the green land of natural beauty. Here you can see the beautiful beauty of plants, rivers, streams, canals, sky, mountains, mountains, a beautiful scene. In this country of ours, you can also enjoy the green vegetation here, which is very attractive. Along with that, there is greenery all around which can attract you very well. In addition to that, here in the night sky, you will see a very beautiful scene with the moon and everything. Besides, we have the biggest beach in this country, Cox's Bazar. Farmer's smile in the green crop field Farmer's smile in the paddy field These are all you will find this beauty in our country. In our country, the river canal bill is much more beautiful, and the Tropic of Cancer line is almost gone from Mazari place in Bangladesh. The maximum temperature in summer in Bangladesh is lower than that in winter. Bangladesh has six seasons and different weather conditions are available in different seasons and there are different twelve months in 12 months. Apart from the summer sun and rain, you can see different types of weather, but the most important thing is the natural beauty that the natural beauty offers.

20241115_093630.jpg

Four percent of Bangladesh's total rainfall occurs during the monsoon season. In winter North-east dry season wind blows over Bangladesh along with North Bal Madhupur average is very important place in Bangladesh along with green time here looking around green nature is seen very charming scene which you can enjoy yourself if you want. The beach, which is the largest beach in the world, besides the larger area of ​​Chittagong, you can see the beauty from the hilly area, besides, there is the mermaid Kuakata and the winding path of the mountain will fill your mind. Apart from the cities, the village environment is very beautiful in the main country of the village. Bangladesh is a honey country because there are many small and big rivers and every year many fishermen make a living by fishing in the river. Fishing in the river is the only means of livelihood. The silt fields produce good crops. It can be done for the grandson of Bangladesh due to its temperate climate, there are a variety of problems that occur over them during the monsoonal bio flow most of the year, resulting in very important systems. The monsoon air of Bangladesh is much purer than other countries and due to the change of season, there is a change in the monsoon winds. Sometimes the West Bengal flows in this country which is big and this time also the wind of this country carries water vapor in animal quantity due to which it rains in animal quantity at the end of the world and Due to the beauty of the rainfall, the rivers become water in Bangladesh.

20241115_093635.jpg

Bangladesh's natural beauty can be seen beautifully on its seasonal variations and 12th month and 6th month come with variety of topics which is very important for a country living in new form throughout the year. Summer, Monsoon, Autumn, Hemant, Winter and Spring seasons have given the nature of Leela a unique character. The intense summer sun, the soft shade of the umbrella, the dust on the sand on the banks of the river, the sudden wind of the summer monsoon, these are two different phenomena. The scorching sun of the summer makes the crop fields cool and the monsoon water cools them and makes them beautiful, which is a very charming sight for our country. Apart from that, you can see all the monsoon peeps and the charming appearance of the autumn Hemant here in Bangladesh. The beauty of spring is a very important beauty for Bangladesh. All the places of the world are filled with flowers. Bangladesh is no exception, red and blue flowers fill the trees. New leaf growth. Birds call. All in all spring gives us one of the most beautiful Bangladesh. The rivers and canals of the riverine country of Bangladesh are a wonderful combination of various forms. Haor Bau located in different parts of Bangladesh makes Karo more charming.

Therefore, it has become a very important responsibility for us to protect the discriminating balance of Bangladesh's environment and quality of life. As most of Bangladesh is a fertile land made up of silty soil, the crops here are very good, looking at the green fields is mind-blowing, besides, there is a huge beach crop potential. is hanging Bangladesh is a land of thousands of history and culture. The rich culture and sweetness of this country charms people from outside the country. All the festivals starting from Bengali New Year have been recognized by the world. Their colors and variations are similar to the contemporary nature. They are special in nature. The nature of Bangladesh takes different forms at different times. With the arrival of the world, the nature of Bengal becomes rough and faded.

20241115_093639.jpg

Thank you all for reading my blog so carefully. Hope you all stay with me and read my blog regularly. I write each of my blogs from my real life experiences. I hope you can learn something good from here and apply it in your personal life. And I am ending here today by praying that I can write new blogs daily and share them with you.

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসেবে পরিচিত আমাদের এই দেশ। এখানে দেখা যায় অপরূপ সৌন্দর্য গাছপালা নদী-নালা খাল বিল আকাশ পাহাড় পর্বত সব মিলায়ে একটি সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন। আমাদের এই দেশে এবং মনমুগ্ধকর পাশাপাশি এখানে সবুজ গাছপালা উপভোগ করতে পারবেন যেটা খুবই মনোমুগ্ধকর। তার পাশাপাশি চারিদিকে সবুজের সমরহ যা আপনাকে খুব ভালোভাবে আকৃষ্ট করতে সক্ষম। তার পাশাপাশি এখানে রাতের আকাশে তারা চাঁদ সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পাবেন তার পাশাপাশি আমাদের এই দেশে রয়েছে সবথেকে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। সবুজ ফসলের মাঠে কৃষকের হাসি ধানের ক্ষেতে কৃষকের হাসি এগুলো সব কিছুই আপনারা এই সৌন্দর্য আমাদের দেশে পাবেন। আমাদের দেশে নদী খাল বিল অনেক বেশি সুন্দর বাংলাদেশের মাজারি স্থান থেকে কর্কটক্রান্তি রেখা চলে গেছে মোটামুটি। বাংলাদেশের গ্রীষ্মকালীন সর্বোচ্চ তাপমাত্রা যা থাকে শীতকালে তার থেকে কম থাকে। বাংলাদেশের ছয়টি ঋতু রয়েছে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের আবহাওয়া পাওয়া যায় তার পাশাপাশি এখানে বিভিন্ন বারোমাস রয়েছে ১২ মাসে ১২ ধরনের বিষয় আপনি উপলব্ধি করতে পারবেন যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্ষাকালে বৃষ্টি হয়। গ্রীষ্মকালের রোদ রোদ বৃষ্টির পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের আবহাওয়া দেখতে পারবেন তার পাশাপাশি সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় মান আছে যেটি সেটি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যের অফার লীলাভূমি আমাদের এই বাংলাদেশে চারিদিকে সবুজের সংগ্রহের মধ্যে পাখির সবকিছুই আপনার মন জুড়ে দিবে।

বাংলাদেশের মোট বৃষ্টির চারভাগই বর্ষাকালে হয়ে থাকে। শীতকালে উত্তর-পূর্ব শুকনো মৌসুমের বায়ু বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায় তার পাশাপাশি উত্তরের ভাল মধুপুরের গড় খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা বাংলাদেশেরতার পাশাপাশি এখানে সবুজের সময় রয়েছে চারিদিকে তাকালে সবুজ প্রকৃতি দেখা যায় খুব মনোমুগ্ধকর একটি দৃশ্য যা আপনারা নিজের উপভোগ করতে পারেন যদি চান। সমুদ্র সৈকত যা বিশ্বের সবথেকে বৃহৎ সমুদ্র সৈকত তাছাড়া রয়েছে চট্টগ্রামের বৃহত্তর এলাকা পাহাড়ি এলাকা থেকে সৌন্দর্য এখানেই দেখতে পারবেন তার পাশাপাশি রয়েছে সাগরকন্যা কুয়াকাটা আর পাহাড়ের আঁকাবাঁকা পথ আপনার মন জুড়ে দিবে হাতের শহরের গুলো বাদ দিলে গ্রামের প্রধান দেশে গ্রামের পরিবেশ গুলো অনেক সুন্দর। বাংলাদেশ মধুমাচীন দেশের কারণ এখানে ছোট বড় অসংখ্য নদী পাওয়া যায় এবং প্রতিবছর নদীতে অনেক জেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে তাদের একমাত্র জীবিকার মাধ্যম নদীতে মাছ ধরা পলি মাঠে ভালো ফসল জন্মায় বরাবরই এদেশের অধিকাংশ অঞ্চলে তিনবার ফসল উৎপাদন করা হয় কোন কোন জায়গায় চারবার পাঁচ বার ফসল উৎপাদন করা যায় বাংলাদেশের নাতির জন্য নাতিশীতোষ্ণ আবহাওয়ার কারণে এখানে বিভিন্ন ধরনের সমস্যার দেখা দেয় এদের উপর দিয়ে ক্রান্তি মৌসুমের বায়ো বছরে অধিকাংশ সময় প্রবাহিত হয় ফলে খুব গুরুত্বপূর্ণ সিস্টেম। বাংলাদেশের মৌসুমী বায়ু অন্যান্য দেশের তুলনায় অনেক বিশুদ্ধ এবং ঋতুর পরিবর্তনের ফলে ফলে মৌসুমীর বায়ু গুলোর উপর পরিবর্তন দেখা যায় কিছুকালে এদেশের পশ্চিমবঙ্গের প্রবাহিত হয় যা বড় বড় নেয় এবারও প্রবাহিত হয়েছে এ দেশের বায়ু পশুর পরিমাণে জলে বাষ্প বহন করে তার কারণে বিশ্বের শেষে পশুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং বৃষ্টিপাতের যে সৌন্দর্য সৌন্দর্যের কারণে নদীগুলো পানি হয়ে যায় বাংলাদেশ।

বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্য তার ঋতু বৈচিত্রের উপর চমৎকারভাবে প্রত্যক্ষ করা যায় এবং 12 মাসে 12 তে মাস থাকে এবং ছয়টি দুটি থাকে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আগমন করে যা একটি দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সারাটি বছর নব নব রূপের মধ্যে আমাদের এই বসবাস। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্তের নিয়ত লীলা এর নিসর্গকে দিয়েছে বিচিত্র বিভূতি। গ্রীষ্মকালের প্রচন্ড রোদ ছাতিমায়ের স্নিগ্ধ ছায়া নদীর ধারে বসে থাকা জেগে থাকা বালুর উপরে ধুলাবালি মাখা হঠাৎ হাওয়ার গ্রীষ্মের বর্ষার এগুলো বিভিন্ন রকম দুটো দেখা দেয়। গ্রীষ্মের বুকফাটা রোদ সোচির করে দেয় ফসলের মাঠ আবার বর্ষার পানি এগুলো শীতল করে সুন্দর করে দেয় যা খুব মনমুগ্ধকর একটি দৃশ্য আমাদের দেশের জন্য তার পাশাপাশি এখানে গিয়ে সব বর্ষার উঁকিঝুকি থেকে শুরু করে শরৎ হেমান্তের মনমুগ্ধকর রুপও আপনারা এই বাংলাদেশে দেখতে পান। বসন্তের সৌন্দর্য খুব গুরুত্বপূর্ণ একটি সৌন্দর্য বাংলাদেশের জন্য। ফুলে ফুলে ভরে ওঠে বিশ্বের সকল জায়গা। বাংলাদেশেও তার ব্যতিক্রম নাই লাল নীল ফুলি গাছ ভরে ওঠে। নতুন পাতা গাছের গজাই। পাখিদের কলকা গুলি। সব মিলিয়ে বসন্ত একটি অন্যতম সুন্দর বাংলাদেশ উপহার দেয় আমাদেরকে। বাংলাদেশ নদীমাতৃক দেশ এর নদী-নালা বিচিত্র রূপের অপূর্ব সমারোহ। বাংলাদেশের বিভিন্ন দেশে অবস্থিত হাওর বাওর বেশি মনোমুগ্ধকর করো তোলে।

তাই বাংলাদেশের পরিবেশের বৈষম্যক ভারসাম্য জীবনযাত্রার মান রক্ষা করা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল পলি মাটি দিয়ে গঠিত উর্বর ভূমি হওয়ার কারণে এখানে ফসল খুব ভালো ফলে সবুজ মাঠের দিকে তাকালে যেন মন জুড়িয়ে যায় তার পাশাপাশি রয়েছে বিশাল সমুদ্র সৈকত শস্য সম্ভাবনা এই দেশে ভালোভাবে সুষ্ঠু চাষ করতে পারলে অনেক শস্যফলানো সম্ভব যা মাটির উর্বরতার গুণের কারণে হয় সবুজ উর্মিলা ঝুলিয়ে যাচ্ছে। বাংলাদেশ হাজার ইতিহাস সংস্কৃতির দেশ এদেশের সমৃদ্ধ সংস্কৃতি এবং মাধুর্যতা সবাইকে মনোমুগ্ধকর করে এমন বাইরের দেশের মানুষকেই মানুষ কেউ মনোমুগ্ধকর করে তোলে বাংলা বর্ষবরণ থেকে শুরু করে সকল উৎসব বিশ্ব স্বীকৃত হয়েছে এগুলোর রং রূপ-বৈচিত্র সমকালীন প্রকৃতির অনুরূপভাবে প্রকৃতির বিশেষ এগুলো বিভিন্ন। বাংলাদেশের প্রকৃতি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে বিশ্বের আগমনে বাংলার প্রকৃতি রুক্ষ ও বিবর্ণ হয়ে ওঠে পছন্দ টাপে হারিয়ে দেয় সবুজে ফকির আবার বর্ষার আগমনের প্রকৃতি তার রূপ ফিরে পায় এবং বসন্তের আগমনে প্রকৃতি তার রূপ ফিরে পায়।

20241115_093641.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে এত মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আমার ব্লগ পড়বেন রেগুলার। আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি আমার প্রতিটি ব্লগ লিখে থাকি। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং নিজের ব্যক্তিগত লাইফে সেটা এপ্লাই করতে পারবেন।আর আমি যেন প্রতিনিধি নিত্য নতুন ব্লগ লিখতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই দোয়া কামনা করে আজ এখানেই শেষ করছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 months ago  ·  

Thank you very much for such a wonderful post.