Friends of my ecoer Community
I'm @kingparvez from Bangladesh
Apart from Bombay Mori, it is found in various places in Bangladesh and it grows very well. Bombay pepper is a very popular pepper in Bangladesh, many people like Bombay pepper, but if you want to cultivate it, it is better to buy new seedlings and cultivate them because if you buy and cultivate new seedlings, there is a possibility of increasing the yield. I have planted two Bombay pepper plants and I will discuss them with you today. And today I will show you the current status of those two pepper plants. Bombay chillies can be grown in tubs but there is a very important method to grow Bombay chillies which should be followed and one to three quantities should be taken for each tub and mixed well with TSP user different fertilizers which are present and mixed with It should be taken so that the soil is mixed very well and then it should be planted in the soil and thus the top Bombay should be cultivated. You have to let it loose in the field, if you show it loosely, you have to line it up in rows. You have to keep in mind that within 20 to 25 days after planting, the plant will flower and from that flower, your Bombay pepper will start to grow slowly. Days on the plant The longer the pepper is on the plant, the better the pepper will be. The branches should be cut very low so that they should be cut well so that there is no damage to the tree and if it is not done forcefully the tree cannot be shown the soil may move from the horse on the tree. May be disruptive.
If there are four or five trees, the insects can be killed by hand, it is not too difficult. If there are more trees, you have to give pesticides in such a way that there is no harm. Meanwhile, you have to keep an eye on it. Try it yourself. Necessary action should be taken by discussing with some officials. Equally people from Bengal like to keep chilli in the food list because chilli is one of the favorite food of people of Bangladesh. Bangladeshi people try to eat tea with rice and slowly tear it with each rice so the popularity of Bombay chili is spread widely among the people of Bangladesh. See an important thing that many of us do not know. Bombay pepper is a hybrid mixed species in the state of Assam, one of the northeastern regions of Bangladesh. It comes from the state of Assam in India. Now the state is actually cultivated in Bangladesh. Apart from this traditional Bombay pepper that was answered in the Sylhet region, it has spread to various countries in Europe, Asia, America, Middle East, and Bangladesh, and is being exported from which the Bangladesh government earns a fair amount of foreign exchange. As this mosque was produced in Nagaland state of India, many people say that the name of the pepper is Radha Moriche instead of Bombay pepper. Naga pepper is a species of Naga pepper. Bombay pepper is a type of pepper. Due to its high slope, the curries are very spicy and the English name is Chili. It is cultivated scientifically.
Bombay pepper contains sufficient amount of acetic vitamin C etc. which plays a very important role in the human body and helps to keep water clean. It is used in many ways to control high blood pressure in the formation of red blood cells in the development of human intelligence. Bombay chilies are not only included in the daily diet for seven times growth but also for the protection of various body structures and various benefits. Here the nutritional value is very extensive everyone likes it very much and so everyone tries to eat it. Mumbai says one of the most important aspects is that it prevents cancer, so it is used extensively in the body to prevent cancer. It has been shown in research that the capsaicin compound in Morris can destroy cancer. Boosts immunity because Bombay pepper contains a lot of vitamin C which helps in boosting immunity Download works to control diabetes Bombay pepper helps in controlling blood sugar levels Capsicum has a role in controlling blood sugar in diabetic patients.
Now Mumbai chili is used in different restaurants with different DCP. Bombay pepper is one of the most important factors that boost immunity and Mumbai pepper solves heart problems. Bombay Chilli Bombay Chilli is able to remove the pungent feeling in the mouth and works great to enhance the taste of the food. Bombay die has no calories. Bombay die does not have any calories. Due to the lack of calories, this girl grows in different parts of the body. It is very beneficial for the skin and makes the skin beautiful. These idols are abundant in the growth of the skin and make the skin Muslim and produce natural and get rid of it. Tok Tok plays a very important role in the identity of Bombay which we all need to know so we should eat more Bombay chillies. You will eat more and more Bombay chillies.
Thank you all for reading my blog so carefully. Hope you all stay with me and read my blog regularly. I write each of my blogs from my real life experiences. I hope you can learn something good from here and apply it in your personal life. And I am ending here today by praying that I can write new blogs daily and share them with you.
বোম্বাই মরি ছাড়া বাংলাদেশে বিভিন্ন জায়গাতে পাওয়া যায় এটি খুব ভালোভাবে বড় হয় এবং এটি খুব ভালোভাবে গ্রো করে। বোম্বাই মরিচ বাংলাদেশ খুব জনপ্রিয় একটি মরিচের মধ্যে পরে বোম্বাই মরিচ অনেকেই পছন্দ করে তবে চাষ করতে চাই তাদের নতুন চারা কিনে চাষ করা ভালো কারণ নতুন চালাক কিনে চাষ করলে ফলন বৃদ্ধি পাওয়া সম্ভাবনা থাকে আমি দুইটি বোম্বাই মরিচ গাছ লাগিয়েছি সেই দুটি সম্পর্কে আপনাদের সাথে আজকে আলোচনা করব এবং সেই দুইটি মরিচ গাছের বর্তমান অবস্থা আপনাদেরকে আজকে দেখাবো। বোম্বাই মরিচ টবে চাষ করা যায় তবে বোম্বাই মরিচ চাষ করার খুব গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি রয়েছে যে পদ্ধতি অনুসরণ করে চাষ করতে হবে এবং প্রতিটি টবের জন্য এক থেকে তিন পরিমাণ নিতে হবে তার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে টিএসপি ইউজার বিভিন্ন সার যেগুলো আছে খুল যেগুলো আছে সেগুলো মিশিয়ে নিতে হবে যেন মাটিটা খুব ভালোভাবে মিক্স হয় তারপর মাটিতে তার আর রোপন করতে হবে এভাবে টপের বোম্বাই চাষ করতে হয় কিন্তু আমি মাটিতে চাষ করেছি নির্বাচন করে আমি চাষ করেছি যদিও একটা বেড সিস্টেম করা আছে সেখানে চাষ করেছি। ভালোভাবে মাঠে খুশি আলগা করে দিতে হয় আলগা দেখিয়ে দিলে সারি সারি সারি করে দিতে হয় চাড়া লাগানোর ২০ থেকে ২৫ দিনের মধ্যে অবশ্যই গাছে ফুল আসবে এই এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে আর সেই ফুল থেকে আস্তে আস্তে ধরতে শুরু করবে আপনার বোম্বাই মরিচ আমি মরিচ যেন বেশি দিন গাছে থাকবে যত বেশি দিন গাছে মরিচ থাকবে ততদিন মরিচ ভালো হবে। খুব নিচে শাখা গুলো কেটে ফেলতে হবে যেন ভালোভাবে কাটতে হবে যেন গাছে কোন ক্ষতি না হয় আর যদি জোরে জোরে করা যাবে না গাছ দেখানো যাবে না গাছে ঘোড়া থেকে মাটি সরে যেতে পারে গাছের গোড়া থেকে মাটি সরে গেলে দেখা যাচ্ছে গাছ মরে যেতে পারে অথবা গাছের ফলনে ব্যাঘাত হতে পারে।
চার-পাঁচটা গাছ হলে পোকামাকড় হাতেই মেরে দমন করা যায় বেশি কষ্ট হয় না গাছ বেশি হলে কীটনাশক দিতে হবে যেন কীটনাশক এমন ভাবে যেন কোনো ক্ষতি না হয় এদিকে লক্ষ্য রাখতে হবে এবার নিজেই চেষ্টা করে দেখুন কিভাবে আপনি চাষ করবেন সে পরিকল্পনা আপনাকে নিজে বের করতে হবে প্রয়োজনে কিছু কর্মকর্তাদের সাথে আলোচনা করে পদক্ষেপ নিতে হবে।বরাবরি বাংলা থেকে মানুষ খাবারের তালিকায় মরিচ রাখতে পছন্দ করেন কারণ মরিচ বাংলাদেশ মানুষের প্রিয় খাবারের মধ্যে একটি মরিচ চাষের তালিকা নাম হচ্ছে বোম্বাই মরিচ সব থেকে মরিচ নামে পরিচিত এটি সকলের খাওয়ার চেষ্টা করে পান্তা ভাতের সাথে এবং প্রত্যেকটা ভাতের সাথে এটি নিয়ে আস্তে আস্তে ছিড়ে ছিড়ে চা খাওয়ার চেষ্টা করে বাংলাদেশের মানুষ তাই বোম্বাই মরিচের জনপ্রিয়তা বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে আছে। দেখো গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা অনেকেই জানিনা। বোম্বাই মরিচ বাংলাদেশের অন্যতম উত্তর-পূর্ব অঞ্চলের আসাম রাজ্যে হাইব্রিড মিশ্র প্রজাতি এটি ভারতের আসাম রাজ্য থেকে এসেছে এখন রাজ্য থেকে আসলে বাংলাদেশ চাষ হয় ব্যাপকভাবে অনেকে বাণিজ্যিকভাবে চাষ করতে বাণিজ্যিকভাবে চাষ করে অনেকে লাভবান হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সিলেট অঞ্চলে উত্তর দিত এই ঐতিহ্যবাহী বোম্বাই মরিচ ছাড়া বাংলাদেশসহ ইউরোপ এশিয়া আমেরিকা মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশগুলোতে ছড়িয়ে পড়েছে এবং রপ্তানি হচ্ছে যা থেকে মোটামুটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে বাংলাদেশ সরকারের। ভারতের নাগাল নাগাল্যান্ড রাজ্যে এই মসজিদের উৎপাদন হয়েছিল বলে অনেকেই মরিচের নাম বোম্বাই মরিচের পরিবর্তে রাধা মরিছে বলে থাকেন নাগা মরিচের একটি প্রজাতি হল বোম্বাই মরিচ প্রচন্ড ঝালের কারণে অধিক ঢালের কারণে তরকারিতে অনেক ঝাল হয়ে যায় এবং ইংরেজির নাম হচ্ছে চিলি পরে আলোচনা করব সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি বৈজ্ঞানিকভাবে চাষ করা হয়।
বোম্বাই মরিছে পর্যাপ্ত পরিমাণ অ্যাসিটিক ভিটামিন সি ইত্যাদি রয়েছে যা মানুষের শরীরের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুষ্ঠু পানু রাখতে সাহায্য করে বিশ্বের বিভিন্ন দেশে মরিচের চাষের বেশি জাত রয়েছে তার মধ্যে বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের বুদ্ধি বিকাশে লোহিত কণিকার গঠনে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ কারণ এটি অনেক ভাবে ব্যবহার করা হয়। প্রতিদিন খাদ্য তালিকায় শুধুমাত্র সাতবার বৃদ্ধির জন্য মরিচ রাখা হয় না বরং শরীরের বিভিন্ন গঠন রক্ষার জন্য এবং বিভিন্ন উপকারের জন্য বোম্বাই মরিচ খাওয়া হয়। এখানে পুষ্টিগুণ অত্যন্ত ব্যাপক সবাই এটি খুব পছন্দ করে আর তাই সবাই এটি খাওয়ার চেষ্টা করে। মুম্বাই বলছি সব থেকে গুরুত্বপূর্ণ একটা দিক সেটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করে তাই এটিকে ক্যান্সারের কাঁধে বিরাট ভাবে ব্যবহার করা হয় ক্যান্সার প্রতিরোধ করার জন্য শরীরের হিসেবে ব্যবহার করা হয়ে থাকে সম্পত্তি এটি গবেষণায় দেখা গেছে যে মরিসে ক্যাপসাইহীন যৌগ ক্যান্সার ধ্বংস করতে পারবে ধ্বংস করে দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কারণ বোম্বাই মরিচের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ডাউনলোড সহায়তা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণের কাজ করে বোম্বাই মরিচ রক্তে শিং এর মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করা নিয়ন্ত্রণে ক্যাপসিকামে ভূমিকা রয়েছে ।
এখন মুম্বাই মরিচ বিভিন্ন রেস্টুরেন্টে ব্যবহার করা হয় বিভিন্ন ডিসিপি সাথে। বোম্বাই মরিচ বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এবং মুম্বাই মরিচ হার্টের সমস্যার সমাধান করে বোম্বাই মরিচ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শরীর আপনার শরীরের হৃদরোগ ও মস্তিষ্কের স্ট্রোকের অন্যতম প্রধান কারণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুম্বাই মরিচ খাবারের রুটিপাড়ায় বোম্বাই মরিচ মুখে তুঁতে তো ভাব দূর করতে সক্ষম এবং মুখের রুচি বাড়াতে দারুন ভাবে কাজ করে। বোম্বাই মরিছে কোন ক্যালরি নেই বোম্বাই মরে সেই কোন ক্যালরি না থাকার কারণে শরীরের এই মেয়ে বিভিন্ন অংশ বেড়ে যায় ত্বকের জন্য খুব উপকারী এবং ত্বক মুসলিম করে ত্বক সুন্দর একটি সহযোগিতা করে। এই মূর্তি প্রচুর পরিমাণে থাকে যা ত্বকের বৃদ্ধি করে এবং ত্বক মুসলিম করে এবং প্রাকৃতিক উৎপন্ন করে এবং থেকে দূর হয়। টক টক ভালো রাখতে বোম্বের পরিচয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা আমাদের সকলকে জানতে হবে তাই বেশি বেশি বোম্বাই মরিচ খাওয়া উচিত। আপনারা সব বেশি বেশি বোম্বাই মরিচ খাবেন।
ধন্যবাদ আপনাদের সবাইকে এত মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আমার ব্লগ পড়বেন রেগুলার। আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি আমার প্রতিটি ব্লগ লিখে থাকি। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং নিজের ব্যক্তিগত লাইফে সেটা এপ্লাই করতে পারবেন।আর আমি যেন প্রতিনিধি নিত্য নতুন ব্লগ লিখতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই দোয়া কামনা করে আজ এখানেই শেষ করছি।