My vegetable garden

in blurt-1787181 •  11 days ago 

20250102_163825.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my ecoer Community
I'm @kingparvez from Bangladesh


I grow new vegetables daily to eat my vegetables so let me visit my mother in law farm and show you some and explain everything how you do the whole procedure today. No exception today I will share with you the current status of our students' fields and what vegetables we have been able to grow here and I will share everything with you now. And here I have made many mother-in-law flowers ac here from cauliflower cabbage to spinach beg coriander leaves etc. Many students have made soil here I have made gourds also how do you need any soil for any picture How to apply fertilizer how to water everything I share and describe experience this is no exception here I will describe experience with you which is important so prepare all of you I will tell you how to experience and how to do everything will be discussed with you. When to water the vegetables, when to apply fertilizer, how to propagate everything will be shared with you. Everything will be shared with you and the experience will be described. In experience bond I also have many experiences which are not shared with you and which are from making every soil in our garden to veer sowing to growing crops. I have shared everything with you before, this is not an exception, I am sharing it with you according to the continuity, how to produce, how to grow quickly and how to increase the yield. Will be shared and everything will be described in experience. If you want you can share your experience with me in your comment box and share where you are facing problem and my I will share that there is a problem in words so that we will help each other to grow and the result will be more and that will increase the crop yield hopefully inshallah.
20250102_163504.jpg

There are many people here who want to grow vegetables and have interest in vegetables, basically this video is very important for them this video we thought it must be for them and mostly discussed how they can charge 720 and how to grow their own edible vegetables in a small space by gardening. It is shared here and it will be described here with experience. Can't learn it. Apply my own personal library very well. How to grow vegetables. How to care for them. How to prepare soil. How to do how to sow seeds you will know everything from here and the signatures that are made here are complete national green jobs I think will be very important for your body. One of the things that I am discussing with you is that whatever you do to eat vegetables you have to do everything well, starting with everything you have to do it well and if you don't do it well, you can't do it, so you must do it well.
20250102_163426.jpg
You have to keep this in mind so that you can move forward well. Every vegetable needs to be properly cared for and I am sharing with you what I know and trying to discuss with you and here how you can grow vegetables if you have an open space at home or any such yard in the country next door. Although the propagation is through seeds, in Bangladesh, the cultivation of Rajnigandha flowers is mainly from tubers. This is because tubers produce better yield and retain flowering quality. Usually medium to large sized tubers are used for propagation from which superior quality can be obtained. Large tubers produce healthy plants and plants flower early which is very important. And by no means can small sections be selected, banishing small odors will not produce good flowers. The land should be well prepared for the cultivation of rosin gandha, if the land is not well prepared, the yield will not be good. If necessary, the land should be prepared by mixing less and without pesticides etc. and then prepare the soil well. Then the pesticides chemicals etc. which are required should be applied in stages so that the fertility increases. This tree is very rich in nutrients so even though I have one in my house I have made another seedling from the bridge. Here many of them come together. I will plant it because later I am planning to grow more trees because I am ready to grow it commercially and the price is also good, they said. A fruit that you can eat in your stomach when it is ripe and you can use it in curries can be used in two ways, so the demand and quality of vegetables is very important to the people of the country. It adds a lot of beauty to it as well as it looks very nice and feels good. I also buy from the market and take care of it. Everyone actually likes it very much and I am no exception. They sell the trees of long ago. If you are looking for a beautiful house plant then I don't think there is any alternative to this tree. So this plant is used by many people worldwide and kept at home. And if you don't buy this plant then you won't get clean air at home. I hope you understand how to buy and care for this tree. There is how to cultivate everything is explained here in detail and through the detailed explanation you will know everything clearly how to do what to help I will show you everything and everything will show you regularly the current status of my field previous status when what vegetable cultivation I share everything with you and show you everything that is very important that you can eat with all the family that is very important that I told you.
20250102_163811.jpg
Thank you all for reading my blog so carefully. Hope you all stay with me and read my blog regularly. I write each of my blogs from my real life experiences. I hope you can learn something good from here and apply it in your personal life. And I am ending here today by praying that I can write new blogs daily and share them with you.
20250102_163437.jpg

আমার শাকসবজি খেতে নিত্য নতুন শাকসবজি আমি চাষ করি তাই আপনাদের আমাদের শাশুড়ি ক্ষেতটা পরিদর্শন করে দেখাই এবং আপনাদের কেউ দেখায় এবং সম্পূর্ণ প্রসিডিউরটা আপনি কিভাবে করবেন সবকিছুই ব্যাখ্যা করি আজকের তার ব্যতিক্রম না আজকেও আপনাদের সাথে শেয়ার করব আমাদের ছাত্রদের ক্ষেতের বর্তমান অবস্থা কি এবং এখানে কি কি শাকসবজি আমরা ফলাতে পেরেছি এবং বর্তমানে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি অনেক শাশুড়ি ফুল এসি এখানে ফুলকপি বাঁধাকপি থেকে শুরু করে পালং শাক বেগ ধনিয়া পাতা ইত্যাদি অনেক ছাত্রদের জমিয়ে তৈরি করেছি আমি এখানে লাউ তৈরি করেছি তাছাড়া কিভাবে কোন ছবির জন্য কোন মাটির প্রয়োজন কিভাবে সার প্রয়োগ করতে হবে কিভাবে পানি দিতে হবে সবকিছু আমি শেয়ার করি এবং অভিজ্ঞতার বর্ণনা করি এটাও তার ব্যতিক্রম না এখানে আপনাদের সাথে অভিজ্ঞতার বর্ণনা করবো যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই আপনাদের সবাইকে প্রস্তুত থাকা নিজেই জানাচ্ছি কিভাবে অভিজ্ঞতার সম্মুখীন করব এবং কিভাবে কি করব সবকিছুই আপনাদের সাথে আলোচনা করা হবে। শাকসবজি খেতে কখন পানি দিতে হবে কখন সার প্রয়োগ করতে হবে কিভাবে প্রচলিত করতে হবে সবকিছুই আপনার সাথে শেয়ার করা হবে সবকিছু আপনাদের সাথে শেয়ার করে অভিজ্ঞতার বর্ণনা করা হবে। অভিজ্ঞতা বন্ধনের মধ্যে আমারও অনেক অভিজ্ঞতা আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেগুলো শেয়ার করি এবং যেগুলো আমাদের বাগানে প্রত্যেকটা মাটি তৈরি করা থেকে শুরু করে বীর ববন থেকে শুরু করে ফসল বড় হওয়া থেকে শুরু করে সবকিছুই আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি এটাও তার ব্যতিক্রম না এটাও সেই ধারাবাহিকতার সাপেক্ষে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে উৎপাদন করে কিভাবে দ্রুত বড় করে এবং কিভাবে ফলন বৃদ্ধি করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করা হবে এবং সবকিছুই অভিজ্ঞতার বর্ণনা করা হবে আপনারা চাইলে আপনাদের কমেন্ট বক্সে আপনাদের অভিজ্ঞতার বর্ণনা আমার সাথে শেয়ার করতে পারেন এবং আপনাদের কোথায় সমস্যা হচ্ছে সেটা শেয়ার করতে পারেন এবং আমার কথায় সমস্যা আছে সেটা আমি শেয়ার করব এভাবে আমরা সাহায্যের মাধ্যমে একে অপরের আমাদের বৃদ্ধি করবে এবং ফল বেশি হবে সেটাই এবং সেটাই ফসলের ফলন বেশি হবে আশা করি ইনশাল্লাহ।
20250102_163414.jpg
এখানে অনেকেই আছে যারা শাকসবজি চাষ করতে চাই এবং শাক সবজির উপর ইন্টারেস্ট আছে তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আমরা তাদের জন্য এটা অবশ্যই ভেবে বেশিরভাগ আলোচনা করেছি কিভাবে তারা ৭২০ চার্জ করবে এবং কিভাবে গার্ডেনিং করে সেখানে অল্প জায়গাতে নিজের খাওয়ার মত শাকসবজি চাষ করবে সেটা এখানে শেয়ার করা হচ্ছে এবংবংশবিস্তার বীজ মাধ্যমে হয়ে থাকলেও বাংলাদেশে মুলত কন্দ দ্বারাই রজনীগন্ধা ফুলের চাষাবাদ করা হয়। কারণ কন্দ থেকে উৎপন্ন গাছে ফলন ভালো হয় এবং ফুলের গুনাগুন ধরে রাখে।সাধারনত মাঝারী থেকে বড় আকারের কন্দ বংশবিস্তারের জন্য ব্যবহার করা হয়ে থাকে যেখান থেকে অতি উন্নতমানের বংশবিস্তার করা সম্ভব।বড় ধরনের কন্দ থেকে স্বাস্থ্যবান গাছ হয় ও গাছে তাড়াতাড়ি ফুল আসে যা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আর কোনভাবেই ছোটখণ্ড নির্বাচন করা যাবে না ছোট গন্ধ নির্বাসন করলে ফুলের ফলন ভালো হবে না। রজনীগন্ধা চাষের জন্য জমি ভালোভাবে তৈরি করতে হবে জমি ভালোভাবে তৈরি না করলে ফলন ভালো হবে না। প্রয়োজনে জমিতে কম পড়ছে আর কীটনাশক ছাড়া ইত্যাদি মিশিয়ে ভালোভাবে মাটি তৈরি করে তারপরে রেডী করতে হবে। তারপর পর্যায়ক্রমে যেসব কীটনাশক রাসায়নিক ইত্যাদি প্রয়োজন হবে পর্যায়ক্রমে এগুলো প্রয়োগ করতে হবে যেন উর্বরতা বৃদ্ধি পায়।অনেক পুষ্টিমণ সমৃদ্ধ তাই এই গাছ যদিও আমার বাড়িতে একটা আছে তারপরও আমি ব্রিজ থেকে আর একটা চারা তৈরি করেছি এখানে অনেকগুলো তারা একসাথে আসে এগুলো বড় হলে পর্যায়ক্রমে আমি আলাদা আলাদা করে রোপন করব কারণ এটি পরবর্তীতে আমার আরো গাছ বাড়ানোর চিন্তাভাবনা আছে কারণ আমি বাণিজ্যিকভাবে চাষ করার জন্য প্রস্তুত এবং দামও ভালো পাওয়া যায় বলে জানান তারা। পেটে এমন একটা ফল যেটি আপনি পাকাও খেতে পারবেন আবার তই তরকারিতে ব্যবহার করতে পারবেন দুইভাবে ব্যবহার করতে পারবেন তাই শাকসবজির চাহিদা এবং গুণাগুণ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় দেশের মানুষের কাছে। এটি অনেক এটি অনেক সুন্দর্য বর্ধন করে তার পাশাপাশি এটি দেখতে অনেক সুন্দর এবং ভালো লাগে । আমিও বাজার থেকে কিনে নিয়ে এসেছি এবং পরিচর্যা করি। সবাই আসলে এটি অনেক খুব পছন্দ করে আমিও তার ব্যতিক্রম না আমিও অনেক পছন্দ করি । অনেক আগের দিনের গাছ তারা বিক্রি করে। যদি অনেক সুন্দর গাছ খুঁজে থাকেন বাসার বাড়ির জন্য তাহলে এই গাছের বিকল্প গাছ আছে বলে আমার মনে হয় না। তাই এই গাছটা বিশ্বব্যাপী অনেকেই ব্যবহার করে এবং বাসায় রাখে। আর যদি এই গাছ না কিনেন তাহলে বাড়িতে বিশুদ্ধ বাতাস পাবেন না । আপনারা কিভাবে এই গাছ কিনবেন এবং পরিচর্যা করবেন আশা করি বুঝতে পেরেছেন । সেটা এখানে অভিজ্ঞতা সহকারে বর্ণনা করা হবে এটা শিখতে পারবেনি আমার খুব ভালোভাবে নিজের ব্যক্তিগত লাইব্রেরিটা এপ্লাই করতে পারবেন কিভাবে শাকসবজি চাষ করবেন কিভাবে সেগুলো পরিচর্যা করবেন কিভাবে মাটি তৈরি করবেন কিভাবে সার তৈরি করবেন কিভাবে বীজ বপন করবেন সবকিছুই আপনারা এখান থেকে জানতে পারবেন এবং সম্পূর্ণ এখানে যে স্বাক্ষর যেগুলো তৈরি করা হয়েছে সম্পূর্ণ ন্যাশনাল সবুজ চাকরি আপনাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে বলে মনে করি। সব কথার এক কথা যেটা আপনাদের সাথে আলোচনা করছি সেটা হচ্ছে শাকসবজির খেতে আপনারা যা করবেন না কেন সবকিছু আপনাদের ভালো করে করতে হবে থেকে শুরু করে সবকিছু আপনাদের সাথে ভালোভাবে করতে হবে এবং ভালোভাবে না করলে কিন্তু আপনারা সেটা পারবেন না তাই অবশ্যই আপনাদের এটা ভালোভাবে করতে হবে।

ভালোভাবে করে আপনাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যেন আপনার ভালোভাবে করে এগিয়ে যেতে পারেন সেটা আপনার সাথে মাথায় রাখতে হবে। প্রত্যেকটা শাকসবজির ক্ষেত্রে সঠিকভাবে পরিচর্যা করতে হবে এবং আমি কিভাবে পরিচয় যা করি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে এবং সে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি এবং এখানে কিভাবে আপনারা শাকসবজি চাষ করবেন বাড়ির যদি কোন খোলা জায়গায় থাকে অথবা ভাই বাড়ির পাশের দেশে এরকম কোন আঙ্গিনা থাকে সেখানে কিভাবে আপনারা চাষ করবেন সবকিছু এখানে বিস্তারিত ব্যাখ্যা করা হচ্ছে এবং বিস্তারিত ব্যাখ্যার মাধ্যমে আপনারা সবকিছু স্পষ্টভাবে জানতে পারবেন কিভাবে কি করবেন সাহায্য করবো সবকিছু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এবং সবকিছুই আপনাদের রেগুলার দেখাই আমার ক্ষেতের বর্তমান অবস্থা আগের অবস্থা কখন কি সবজি চাষ করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি এবং সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিই যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে পরিবারের সকলকে নিয়ে খেতে পারবেন যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যা আপনাদেরকে বললাম।
20250102_163449.jpg
ধন্যবাদ আপনাদের সবাইকে এত মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আমার ব্লগ পড়বেন রেগুলার। আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি আমার প্রতিটি ব্লগ লিখে থাকি। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং নিজের ব্যক্তিগত লাইফে সেটা এপ্লাই করতে পারবেন।আর আমি যেন প্রতিনিধি নিত্য নতুন ব্লগ লিখতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই দোয়া কামনা করে আজ এখানেই শেষ করছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!