Kushtia's famous Naan Roti and Grill

in blurt-1787181 •  2 months ago 

20241028_205835.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my ecoer Community
I'm @kingparvez from Bangladesh


We all love to eat chicken because chicken is a very popular dish. Many types of food are prepared with chicken. Different varieties of food are prepared like chicken roll, chicken grill etc. But the most popular food among these foods is grill grill and naan are loved by many people of both countries and a very popular food that everyone tries and wants to eat it. One of the most popular food in street food is chicken leg piece. Sometimes we try chicken leg pieces. Rokon bhai and I went yesterday. Kushtia sells chicken legs at Bonfood Bakery. Rokan bhai and I went there and had chicken leg pieces. In fact, it is one of the most important foods among traditional foods. Everyone should try it once. Rokon Bhai was very much appreciated. It is very well made. Chicken is prepared by the mama who cooks it with skillful skill. Every afternoon people line up at Kushtia Bonful Bakery to eat chicken. So we also went to eat chicken. I hope you will try it one day. Many couples are also seen at that time. The name of the chicken shop is Bonful Bakery. They probably used to be a bakery and now have a restaurant. Which is now one of the brands of Kushtia. Everyone in Kushtia eats it. And he does not understand anything except eating. Rokon brother talking about today he is not going. When we go to Kushtia, we regularly eat this food, there is a bakery called Bonful in Kushtia, not only the bakery but Bonful Bakery and Restaurant foot bakery and restaurant which are prepared from this food.

Picsart_24-10-28_21-56-36-625 (1).jpg

The grid and naan roti there are very popular and people from many parts of Bangladesh eat them when they go there. They have become very important there. Another important thing about Bonful Bakery is that they make it in a very healthy environment. All people eagerly try to eat them. The restaurant authorities regularly monitor the amount of people in it so that they serve us the portion of meat that we want. Besides, there are waiters who are in charge of the food. They are very happy with their food and also have nothing to say about the quality of the food. The quality of the food is very good. Now go there regularly and try the food, the food is very nice and the quality of the food is very good. There are many restaurants in Kushtia, many places make grill and naan bread but the most important thing is the quality. If you consider the quality, there is nothing better than Bonfoot Baker in terms of chicken and grill. And the naan bread there is very soft and very tasty which is very important to give this restaurant a nine out of ten rating. Besides that, all the people who give us food here behave very well and we treat them very well because we live in Kushtia, so we treat them very well. It is a very popular restaurant in Bangladesh. Everyone goes here to eat. The quality of food is very good and very popular and very tasty so it is loved by everyone and we take it here whenever we visit Kushtia.

Picsart_24-10-28_21-56-36-625.jpg

One of the features of Vodafone's big phones is their customer service management. From this it is understood that customer management is a very important thing that everyone should follow. If you don't treat the customer well, you can never do anything good. Customer management must be done well. If your management is not good, you will surely suffer. The most important thing is that even though there are many restaurants in Kushtia, it is not supposed to be crowded in the restaurant according to the restaurant calculations. This customer management should be given importance to all of us if not given importance it can admit to do a lot of important damage. And one of the features of Banful Grill is that when the chicken meat gets burnt, the chicken meat can be torn apart by hand and very important, it is very soft. Everyone is supposed to like under soft meat so I like soft meat and that's why we go there regularly. If we list the most mouth-watering food then among the best side I hope naan roti and should be there because it is a very important thing red roti and grill is becoming very popular day by day because of its popularity the demand of people is increasing day by day. Due to increasing demand of people, people go to eat it regularly and people eat it with great interest. We love it so much that it is our go to place when we are in Gujarat and very importantly the best naan roti and game is available at Bonful Bakery located near Sonali Bank in Kushtia. Many students come to eat here as it is not far from our government college. Now an important point. The most important thing is that every student likes their service very much. So everyone wants to take their service because their service is very good.

Thank you all for reading my blog so carefully. Hope you all stay with me and read my blog regularly. I write each of my blogs from my real life experiences. I hope you can learn something good from here and apply it in your personal life. And I am ending here today by praying that I can write new blogs daily and share them with you.

চিকেন খেতে আমরা সবাই ভালোবাসি কারণ চিকেন অত্যন্ত পপুলার একটা খাবার। চিকেন দিয়ে অনেক রকমের খাবার তৈরি হয় বিভিন্ন ভ্যারাইটিসের খাবার তৈরি হয় চিকেন রোল চিকেন গ্রিল ইত্যাদি। তবে এই খাবার গুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় খাবার হচ্ছে গ্রিল গ্রিল এবং নান দুটি দেশের অনেক মানুষ পছন্দ করে এবং খুব জনপ্রিয় একটি খাবার সবাই এটি খাওয়ার চেষ্টা করে এবং খেতে চাই।স্ট্রিট ফুড এর মধ্যে অন্যতম জনপ্রিয় ফুড চিকেন লেগ পিস। আমরা মাঝে মাঝেই চিকেন লেগ পিস ট্রাই করি। গতদিনে গিয়েছিলাম আমি আর রোকন ভাই। কুষ্টিয়ার বনফুড বেকারিতে চিকেন লেগ বিক্রি করে। সেখানে আমি আর রোকন ভাই গিয়েছিলাম এবং চিকেন লেগ পিস খেয়েছিলাম। আসলে ট্রাডিশনাল খাবারের মধ্যে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ খাবার। এটা সবাইকে একবার খেয়ে দেখা উচিত। রোকন ভাই খেয়ে খুব প্রশংসা করেছে। অত্যন্ত চমৎকারভাবে এটি তৈরি করা হয়। চিকেন যেই মামা তৈরি করে সে সুনিপুণ দক্ষতার মাধ্যমে তৈরি করে। প্রতিদিন বিকেলে কুষ্টিয়া বনফুল বেকারিতে মানুষের লাইন পড়ে যায় চিকেন খাওয়ার জন্য। তাই আমরাও গিয়েছিলাম চিকেন খেতে। আশা করি আপনারা একদিন খেয়ে দেখবেন। ওই সময় অনেক কাপলদেরও দেখা যায়। চিকেনের দোকানের নাম বনফুল বেকারি। এরা সম্ভবত আগে বেকারি ছিল এখন রেস্টুরেন্ট করেছে। যা বর্তমানে এখন কুষ্টিয়ার অন্যতম একটি ব্রান্ড। কুষ্টিয়ার সবাই এটা খায়।সাথে সে খাওয়া ছাড়া কিছু বোঝেনা। রোকন ভাই আজকের কথা বলছি সে যাচ্ছে না। আমরা যখন কুষ্টিয়াতে যাই তখন রেগুলার এই খাবারটি খায় কুষ্টিয়াতে বনফুল নামে একটা বেকারই আছে শুধু বেকারই না বনফুল বেকারি এন্ড রেস্টুরেন্ট ফুট বেকারি এন্ড রেস্টুরেন্টে এই খাবার থেকে যেগুলো তৈরি করা হয়।

20241028_205837.jpg

সেখানকার গ্রিড এবং নান রুটি অনেক জনপ্রিয় কুষ্টিয়াসহ বাংলাদেশের অনেক জায়গা থেকে মানুষ সেখানে যাই গিয়ে এগুলো খাই তো এগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেখানে।বনফুল বেকারির আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা খুব স্বাস্থ্যকর পরিবেশে এটি তৈরি করে কোন ভেজালমুক্ত পরিবেশে খাবারগুলো তৈরি করলে এমনিতে খেতে ভালো লাগে তাই সকল মানুষ আগ্রহ সহকারে এগুলো খাওয়ার চেষ্টা করে। এতে মানুষের পরিমাণ যেন ঠিক থাকে সেজন্য রেস্টুরেন্ট কর্তৃপক্ষ রেগুলার মনিটরিং করে তা তারও আমরা যেই মাংসের অংশ চাইবো সেটি আমাদেরকে সার্ভ করে তার পাশাপাশি সেখানে তারা ওয়েটার আছে যারা খাবারের দায়িত্বে আছে তাদের ব্যবহার অনেক সুন্দর তারা সকল অডিয়েন্স বা সকল গেস্টের সাথে অনেক ভালো ব্যবহার করে যারা সেখানে খেতে দেয় তারা খুব তাদের ব্যবহারে খুশি হয় এবং তার পাশাপাশি খাবারের মান নিয়ে তার কিছু বলার নেই খাবারের মান অনেক সুন্দর তাদের ওখানে এবং হাই ডেটিং দেওয়া যায় এবং আমরা সহ অনেকেই সেখানে খেতে যাই রেগুলার। এবার সেখানে রেগুলার যাই এবং খাবার খেয়ে ট্রাই করি খাবার অনেক সুন্দর এবং খাবারের মান অনেক ভালো। কুষ্টিয়াতে অনেক রেস্টুরেন্ট আছে অনেক জায়গাতে গ্রিল এবং নান রুটি তৈরি হয় কিন্তু সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি দিক বিবেচনা করলে বনফুট বেকার এর উপরে আর কিছু নাই চিকেন এবং গ্রিল এসব দিক থেকে। এবং সেখানকার নান রুটিটা অনেক নরম হয় এবং অনেক সুস্বাদু হয় যেটা অনেক গুরুত্বপূর্ণ অন আছে দশে নয় রেটিং দেওয়া যায় এই রেস্টুরেন্টে। তার পাশাপাশি এখানে যারা খেতে দেয় তারা সবাই খুব ভালো আচরণ করে এবং আমরা তাদের সাথে খুব ভালো আচরণ করি কারন একটি কুষ্টিয়ার মধ্যে পড়ে আমরা কুষ্টিয়া তে থাকি তাই তাদের সাথে অনেক ভালো ব্যবহার করি এটি বাংলাদেশের মধ্যে খুব অত্যন্ত জনপ্রিয় একটি রেস্টুরেন্ট এখানে সবাই খেতে যাই। খাবারের মান খুব ভালো এবং খুব জনপ্রিয় এবং খুব সুস্বাদু তাই এটি সবাই বেশি পছন্দ করে এবং আমরা এখানে নিয়ে এগুলা যায় কুষ্টিয়াতে গেলেই আমরা এখানে ভিজিট করি।

20241028_205811.jpg

ভোডাফোনের বড় ফোনের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে তাদের কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট তারা খুব সুন্দর ভাবে আচরণ করে সকল কাস্টমারের সাথে সকল গেস্টের সাথে খুব সুন্দর ভাবে ব্যবহার করে যে কারণে মানুষের জয় করে নিতে পারে তারা। এখান থেকে বোঝা যায় কাস্টমার ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা সবাই সবাইকে মেনে চলা উচিত। কাস্টমারের সাথে ভালো ব্যবহার না করলে কখনোই ভালো কিছু করা যাবে না। কাস্টমার ম্যানেজমেন্ট অবশ্যই ভালোভাবে করতে হবে। তোমার ম্যানেজমেন্ট ভালো না হলে অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সব থেকে বড় কথা হচ্ছে কুষ্টিয়ার মধ্যে অনেক রেস্টুরেন্ট থাকার পরেও এটি অনেক আগে রেস্টুরেন্ট হিসাব অনুসারে আগে রেস্টুরেন্টে বেশি মানুষ হওয়ার কথা না। এই কাস্টমার ম্যানেজমেন্ট আমাদের সকলকে গুরুত্ব দেয়া উচিত গুরুত্ব না দিলে এটি অনেক গুরুত্বপূর্ণ ক্ষতি করতে স্বীকার হতে পারে। আর বনফুলের গ্রিলের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে মুরগির মাংস যখন পোড়ায় পড়ে এমন অবস্থা করে মুরগির মাংস হাত দিয়ে ছিঁড়ে খাওয়া যায় যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় খুব নরম নরম হয়ে থাকে। নরম মাংসের নিচে সকলে ভালো লাগার কথা তাই আমার নরম মাংস ভালো লাগে এবং সেই জন্যই আমরা রেগুলার ওখানে খেতে যাই। সব থেকে মুখ মুখরসুখ খাবারের যদি তালিকা করি তাহলে সেরা পাশের মধ্যে আশা করি নান রুটি এবং থাকার কথা কারণ এটি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস লাল রুটি এবং গ্রিল দিন দিন খুব জনপ্রিয় হচ্ছে কারণ এর জনপ্রিয় হওয়ার কারণে মানুষের চাহিদা ও দিন দিন বাড়ছে। মানুষের চাহিদা বাড়ার কারনে মানুষেরই রেগুলার খেতে যাই এবং মানুষ খুব আগ্রহ সহকারে এটি খায়। আমরা খুব এটা পছন্দ করি তাই এগুলা গুজরাতে গেলে আমাদের যাওয়া হয় এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সব থেকে ভালো নান রুটি এবং গেম পাওয়া যায় বনফুল বেকারিতে এটি কুষ্টিয়ার সোনালী ব্যাংকের কাছে অবস্থিত। আমাদের সরকারি কলেজ থেকে বেশি দূরত্ব না হওয়ার কারণে অনেক স্টুডেন্ট এখানে খেতে আসে। এখন গুরুত্বপূর্ণ একটি বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট তাদের সার্ভিস অনেক পছন্দ করে। তাই সকলে তাদের সার্ভিস টা নিতে চাই কারণ তাদের সার্ভিস অনেক সুন্দর।

ধন্যবাদ আপনাদের সবাইকে এত মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আমার ব্লগ পড়বেন রেগুলার। আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি আমার প্রতিটি ব্লগ লিখে থাকি। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং নিজের ব্যক্তিগত লাইফে সেটা এপ্লাই করতে পারবেন।আর আমি যেন প্রতিনিধি নিত্য নতুন ব্লগ লিখতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই দোয়া কামনা করে আজ এখানেই শেষ করছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!