Our village night picnic

in blurt-1787181 •  12 hours ago 

Screenshot_20250120_090737_Gallery.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my ecoer Community
I'm @kingparvez from Bangladesh


A picnic or a friend's treasure, whatever it is, it is a traditional policy of Bangladeshi people, what else do they like because it is a very happy thing, especially when there is nothing like having a picnic together, and if that picnic is at night, the fun is different, so are we. Tried to have a picnic in the night and that picnic was attended by many people which is a very important thing and a charming thing which we must not share with you. no We also tried to have a picnic there were lots of people and lots of people chatting and everyone happily we ate which is a very important thing. You have to have a regular picnic. If you don't have a picnic, you won't understand the fun of a picnic. And if the picnic is at night, then there is no point. The fun of having a picnic at night is a different thing. I am discussing with you something very important. You have to try and you have to try. We had a night picnic together with many people from our village and because of the night picnic there were many people there and many people came to eat. Which is a very important thing not to share with you, here we all had a picnic together.

This picnic was a special picnic unlike other picnics because it felt very important to have someone present and talk to him. I would like to share a few of my photos with you to share something that you think you can share with me, how beautiful we are, and we will discuss that photo with you. And share and understand the details to show your leader how we support the power of picking. At night it was picnic time with us again and again. Here we had big leaders who were political participants in this picnic plasnity and some people who didn't pay. Cleo is in the trick we eat easy it's very important sharing with me a person can mention you are trying to frequency or you we run through. With them we had the whole important point of the discussion completely nicely that we realized that I don't understand a young boy's son and for him to say peak fun things that I can't say so it would be a lot of trouble if a politician tries to have a picnic. Maybe so I hope you will try.
20241206_224552.jpg
We all tried together and organized a nice picnic together. Of course it was 12 o'clock in the night to end the picnic but the real important thing is that we all enjoyed and had a lot of fun doing it together. You can follow what I am sharing with you and the most important thing is that you can maintain it and not everyone came to eat here, our friends were many, our elder brothers were many. I went which is a very important thing which is not shared with you so of course I am sharing it with you now. And organizing such bon bhajan or picnic together with everyone is a very beautiful moment and one of the memories of childhood becomes such a memory and here is an important thing to share with you. And the fun of having a picnic together is different because it's not very often that everyone eats together and chats together and we organized it because of which we got all the people of the village together and many people came here for the picnic and those who were not attending the picnic earlier. What came next was a very important topic and one that we enjoyed a lot.

You can learn from us and organize a picnic program like ours because you will not be cheated by organizing the program. Different reason picnic does not make people again and again picnic is done once after many days so you must maintain it and try to have picnic it is a very important thing so definitely try to have picnic and if you have picnic you will feel good together everyone The habit of walking will increase and the experience of meeting how everyone will meet together will increase and many people came to eat here and here we work together one of them Mustafizur Mustafizur came to eat here. This picnic which was organized is Kishore and rice and dates and kids are very fond so dates and rice were eaten by everyone and appreciated a lot which is very important one thing is not shared with you khichuri and rice many liked it surely you like it too. If it was eaten and had khichuri and beef and accompanied by khichuri beef dal chala etc. liked it very much an important thing. And everyone came to eat here and many people came to eat along with us. It is a very important thing and how did they come to eat here and what did they bring? It was like we were going to leave.
20241206_224554.jpg
And the khichuri and beef broth was very good and it tasted great everyone liked it and wanted to eat more and more and more and more and more chills but nothing else to do because it's a limited amount you can eat that you have to keep in mind so there is no point in eating more. There is no use because eating more will not be good for you because you will get what everyone gets, so there is no point in trying to eat more here, you must maintain the rules. We also gave instructions to everyone to eat little by little by playing. Keep in mind that you should eat in moderation. We went there and we ate and we had a lot of fun and we attended picnics you don't know how much fun we had if you don't attend picnics you must organize picnics and attend picnics if you don't attend picnics to have a lot of fun You can't understand fun it's a very important thing you have to accept and understand so you have to understand the fun of picnic you have to accept when one important thing and that thing is with you Discussing with you. The real important thing is that I organized the picnic with you and realized the fun of the picnic with you.

Thank you all for reading my blog so carefully. Hope you all stay with me and read my blog regularly. I write each of my blogs from my real life experiences. I hope you can learn something good from here and apply it in your personal life. And I am ending here today by praying that I can write new blogs daily and share them with you.

পিকনিক বা বন্ধুর ধন যাই বলেন না কেন এটি বাংলাদেশী একটা চিরাচরিত একটা নীতির মধ্যে পরে আর কি পছন্দ করে কারণ এটি অত্যন্ত আনন্দের একটা বিশেষভাবে একসাথে পিকনিক করার মতো আনন্দের বিষয় আর কিছুই নাই আর সেই পিকনিকটা যদি হয় রাত্রের বেলাতে তাহলে সেটার মজা একটা আলাদা থাকে তাই আমরাও রাত্রে বেলাতে পিকনিক করার চেষ্টা করেছিলাম এবং সেই পিকনিকে অনেক মানুষ হয়েছিল আমরাও এটেন্ড করেছিলাম যা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং মনোমুগত্য করে একটা বিষয় যা আপনাদের সাথে শেয়ার না করলেই না। আমরাও পিকনিক করার চেষ্টা করেছিলাম সেখানে অনেক মানুষ হয়েছিল এবং অনেক মানুষের চ্যাটিং করেছিল এবং সবাই আনন্দ সহকারে আমরা খেয়েছি যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। রেগুলার পিকনিক করতে হবে পিকনিক না করলেই যে পিকনিকের মজাটাই আপনার বুঝবেন না আর পিকনিকটা যদি হয় রাত্রিবেলা তাহলে তার কোন কথাই নেই রাত্রে বেলা পিকনিক করার মজাই আলাদা একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করছি যেটি অনেক গুরুত্বপূর্ণ রাতের বেলায় কিভাবে পিকনিক করবেন কেউ আপনাকে বলবে না তাই অবশ্যই আপনাকেই চেষ্টা করতে হবে এবং আপনাকে ট্রাই করতে হবে। আমরা আমাদের গ্রামের অনেকজন মিলে রাতের বেলা পিকনিক করেছিলাম এবং রাতের বেলা পিকনিক করার কারণে সেখানে অনেক মানুষ হয়েছিল এবং অনেক মানুষ খেতে এসেছিল অনেক মানুষ খেতে আসবে না কেন আমরা সবাই একসাথে পিকনিক করেছিলাম যা অনেক মজার একটা বিষয় ছিল আর আমরা ভবিষ্যতে আরও রাতের বেলায় অনেক পিকনিক করবো যেটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার না করলেই নয় এখানে ছোট বড় সিনিয়ার জুনিয়ার সবাই একসাথে আমরা পিকনিক করেছিলাম।
20241206_224558.jpg
এই পিকনিকটা ছিল একটা স্পস্টীয় একটা পিকনিক যেটা অন্য পিকের মত নয় কারণ এখানে একজনকে উপস্থিত এবং তার সাথে কথা বলে খুব একটা ব্যাপার মনে হয়। আপনি মনে করার মধ্যে একটা বিষয় শেয়ার করার জন্য আপনার সাথে আমার কয়েকটা ফটো আপনার সাথে শেয়ার করব বলে আমার মতামত জানাতে পারেন যে আমরা কতটা সুন্দর ভাবে আমরা সেই ফটোটা আপনার সাথে আলোচনা করব। এবং শেয়ার করব এবং বুঝবি বিস্তারিত আপনার নেতাকে বোঝায়ে দেখাবো যে আমরা পিক করার শক্তি কিভাবে সমর্থন করে। রাতের বেলায় পিকনিকের সময় ছিল আমাদের সাথে কখন বারবার। এখানে আমাদের বড় বড় নেতা ছিল যারা ছিল রাজনীতির অংশগ্রহণকারী এই পিকনিক প্লেসনিটি তারাও কিছু মানুষ যারা টাকা না দিয়েছিল। ধান্দায় থাকে ক্লিও আমরা খাইয়ে সহজ এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমার সাথে শেয়ার করছি একজন ব্যক্তিকে উল্লেখ করতে পারেন যে আপনি ফ্রিকোয়েন্সি করার চেষ্টা করছেন আরকি তোমায় আমরা দিয়ে দৌড়াচ্ছি। তাদের সাথে আমরা আলোচনার সম্পূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়টা সম্পূর্ণরূপে সুন্দরভাবে বলেছি যে আমরা এটা বুঝতে পেরেছি যে আমি বুঝতে পারছি না একজন যুবক ছেলের ছেলে এবং তার পক্ষে পিক মজার কথা বলার যেটা বলতে পারবো না তাই রাজনীতিক ব্যক্তিকে পিকনিক করার চেষ্টা করতে পারলে অনেক সমস্যা হবে। হতে পারে তাই চেষ্টা করবেন আশা করি।
20241206_232340.jpg

আমরা সবাই একসাথে চেষ্টা করেছি এবং একসাথে সুন্দর ভাবে পিকনিক আয়োজন করেছি অবশ্যই রাত বারোটায় একটা বেজে গিয়েছিল পিকনিক শেষ হতে হতে কিন্তু সঠিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা সবাই একসাথে করার কারণে অনেক আনন্দ করেছি এবং অনেক মজা করেছি যেটা আপনাদের না বললেই নয় যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি সেটা আপনারা মেনে চলতে পারেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেসব আপনারা মেইনটেইন করে রাখতে পারেন আর এখানে সবাই খেতে এসেছিলো না ছোট-বড় সমবয়সী আমাদের ফ্রেন্ড অনেকে ছিল আমাদের বড় ভাই অনেকে ছিল দেখা যাচ্ছে সবাই এখানে খেতে এসেছিল আমরাও গিয়েছিলাম যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তাই অবশ্যই আপনাদের সাথে এখনই শেয়ার করছি আপনারা চাইলে অনেক গুরুত্ব সহকারীর বিচার করতে পারেন। আর একসাথে সবাই মিলে এরকম বোন ভজন বা পিকনিকের আয়োজন করা অনেক সুন্দর একটা মুহূর্ত এবং শৈশবের স্মৃতির মধ্যে একটা এরকম স্মৃতি হয়ে দাঁড়ায় আর দেখো গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। আর সবাই একসাথে পিকনিক করার মজাই আলাদা কারণ সবাই একসাথে খাওয়া একসাথে বসে আড্ডা দেওয়া এটা আসলে অনেক সময় হয় না আর আমরা এটা আয়োজন করেছিলাম যার কারণে গ্রামের সকল মানুষ একসাথে আমরা পেয়েছিলাম এবং অনেক মানুষ এখানে এসেছিল পিকনিক করতে এবং যারা পিকনিকে প্রথম দিকে এটেন্ড করছিল না তারা পরবর্তীতে এসেছিল যা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই বিষয়টা অনেক ইনজয় করেছি আমরা সেটা কি বলবো।

আপনারা আমাদের দেখে শিক্ষা নিতে পারেন এবং শিক্ষা নিয়ে আমাদের মত পিকনিক প্রোগ্রামের আয়োজন করতে পারেন কারণ প্রোগ্রামের আয়োজন করলে আপনার ঠকবেন না আপনারা অনেক অভিজ্ঞতার সম্মুখীন হবেন অনেকে দেখা যাচ্ছে যে অনেক ভালো ভালো মুহূর্ত আপনাকে উপহার দিতে পারবে এবং গ্রামের ছোট বড় সবাই মিলে একসাথে পিকনিক করার মজাই আলাদা কারন পিকনিক বারবার মানুষ করে না পিকনিক অনেক দিন পরে একবারই করে তাই আপনি অবশ্যই এটা মেনটেন করে পিকনিক করার চেষ্টা করবেন সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই অবশ্যই পিকনিক করার চেষ্টা করবেন এবং পিকনিক করলে আপনাদের মন ভালো থাকবে একসাথে সবাই চলাফেরা করার অভ্যাস বাড়বে এবং সবাই একসাথে কিভাবে মিটিং করবেন সেই মিটিং করার অভিজ্ঞতা বাড়বে এবং এখানে অনেকেই খেতে এসেছিল এবং এখানে আমরা একসাথে কাজ করি তাদের মধ্যে একজন মুস্তাফিজুর মুস্তাফিজুর এখানে খেতে এসেছিল। এই পিকনিকে যেটা আয়োজন করা হয়েছিল সেটা হচ্ছে কিশোরী এবং ভাত এবং খেজুর এবং বাচ্চা হয় অনেক পছন্দ করে তাই খেজুর এবং ভাত সবাই খেয়েছিল খেয়ে অনেক প্রশংসা করেছিল যা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করা হয়নি খিচুড়ি এবং ভাত অনেকেই পছন্দ করেছিল অবশ্যই আপনাদেরও ভালো লাগতো আপনারা যদি সেটা খেতেন এবং খিচুড়ি এবং গরুর মাংস ছিল এবং সাথে ছিল খিচুড়ি গরুর মাংস ডাল ছালা ইত্যাদি খুবই ভালো লেগেছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর সবাই এখানে খেতে এসেছিল এবং আমাদের পাশাপাশি অনেকেই খেতে এসেছিল এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এখানে কিভাবে খেতে এসেছিল কি কি নিয়ে এসেছিল অনেকে দেখা যাচ্ছে যে পেলেট নিয়ে এসে এখানে খেতে চেয়েছিল না এবং সে পেলেট নিয়ে এসে বলেছিল তার ভাগেরটা পেলেটে উঠায় দিতে সে বাসায় নিয়ে চলে যাবে এরকম আমাদের মধ্যে ছিল।

এবং খিচুড়ি এবং গরুর মাংসর ঝোল অনেক ভালো লেগেছিল এবং এটা দারুন টেস্ট হয়েছিল সবাইকে পছন্দ করেছিল এবং বেশি বেশি খেতে চেয়েছিল বেশি বেশি খেতে চিল চাইলেও তো আর কিছু করার নেই কারণ এটা একটা লিমিটেড পরিমাণ আপনি খেতে পারবেন যেটা আপনাকে মাথায় রাখতে হবে তাই বেশি বেশি খেলেও কোন লাভ নেই কারণ বেশি বেশি খাওয়া আপনার জন্য ভালো হবে না কারণ সবাই সবার ভাগে যা পাবে তাই আপনিও পাবেন তাই আপনার এখানে বেশি বেশি খাওয়ার চেষ্টা করে লাভ নাই অবশ্যই আপনাকে নিয়ম মেইনটেইন করে খেতে হবে। আমরাও সেভাবে সবাইকে ইন্সট্রাকশন দিয়েছিলাম সবাই যেন অল্প অল্প করে খাই অল্প অল্প খেয়ে খেলে দেখা যাচ্ছে যে আমরা ভাগ্য বোঝাতে পারতাম এবং বেশি বেশি খেলে আমরা আগে বোঝাতে পারবো না অনেক শর্ট পড়ে যেতে পারে তাই যেহেতু শর্ট যদি যদি না পড়ে এবং শর্ট যেন না করে সেই কথা মাথায় রেখে আপনাকে অল্প পরিমাণে খেতে হবে। আমরা সেখানে গিয়েছিলাম এবং আমরা খেয়েছি এবং আমরা অনেক আনন্দ করেছি এবং আমরা পিকনিকে অ্যাটেন্ড করেছি পিকনিকে এটেন্ড না করলে আপনিও বুঝতে পারবেন না কত মজা করেছি আমরা খুব মজা করতে হলে অবশ্যই বারবার পিকনিকের আয়োজন করতে হবে এবং পিকনিকে অ্যাটেন্ড করতে হবে পিকনিক অ্যাটেন্ড না করলে আপনি পিকনিকের আসল মজাটাই বুঝতে পারবেন না এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের মানতে হবে এবং বুঝতে হবে তাই পিকনিকের মজা আপনাকে বুঝতে হবে আপনাকে মানতে হবে যখন গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সেই বিষয়টাই আপনার সাথে আপনাদের সাথে আলোচনা করছি। সঠিক গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই বিষয়টা যা পিকনিকের আয়োজন আপনার সাথে করেছি এবং পিকনিকের মজাটাই আপনার সাথে বুঝতে পারলাম দেখো গুরুত্বপূর্ণ একটা বিষয়।
20241206_224547.jpg
ধন্যবাদ আপনাদের সবাইকে এত মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আমার ব্লগ পড়বেন রেগুলার। আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি আমার প্রতিটি ব্লগ লিখে থাকি। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং নিজের ব্যক্তিগত লাইফে সেটা এপ্লাই করতে পারবেন।আর আমি যেন প্রতিনিধি নিত্য নতুন ব্লগ লিখতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই দোয়া কামনা করে আজ এখানেই শেষ করছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!