Marigold flower plant.

in blurt-1787181 •  last month 

20241123_165712.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my ecoer Community
I'm @kingparvez from Bangladesh


Although marigold is a winter flower, it is cultivated throughout the year and marigold flower is widely used in various house beds in Bangladesh from household and activities to wedding ceremony to road because it is a very important flower it is widely used in Bangladeshi. Marigolds have been cultivated in Bangladesh for a long time. I have planted marigolds and lived there. Care of marigold flowers should be done properly. In our country, there are different types of marigolds. They are red, white, yellow. But now, Jumbo Donkey, Red Donkey, White Donkey, various types of Donkey flowers have been cultivated, besides, there are plans to bring marigolds from other nations to cultivate them. Also important thing is to prepare the beds if the beds are not well prepared but they will not grow well and without beds high mother pepe can be cultivated but before the winter the beds must be prepared and everything should be ready so that there is no problem and after 15 days they must be planted. Care should be done very important, if the care is not good, the yield of the plant will not be good. Among the sensitive crops, papaya, a heavy rain is very harmful to papaya, which is a very important thing to keep in mind, so care should be taken to ensure that water does not accumulate at the base of the plant. Maltin method should be adopted for early carding in winter because it is very important method and it should be done in time, cut lower old leaves in time and also Mendel many important directions of papaya plant including daughter virus. If you cultivate in this way, you can imagine that you will get the desired yield. To believe in marigold, the land must be prepared very efficiently. Land preparation is a very important thing. For cultivation, the land must be prepared four to five times with 400 ladders. The field must be cleaned very well. At present, marigold cultivation methods are being taught officially. Das soil is very useful for crop cultivation A soil that is very important for growing not only marigolds but also all flowers and is very important for growing all crops. Cultivation of marigold flowers is very easy, but it is very difficult because marigold flowers do not grow well without full sunlight, so care must be taken to ensure that the land has enough sunlight. Cultivation is very important thing, you need to cultivate the seedlings very well, if you prepare the seedlings well, it turns out that your flowers will not be good. Marigolds can be cultivated and through that I think it is better to do it because we have all secondary.

20241123_165708.jpg

Bishtala seeds should be sown in November because November is a very important month for Mai ad is light-educated so all the crops in this month are good and can be done throughout the year the yield is good in winter that's why we winter I have also done donkeys for grafting with branches in winter. The plant should be cut to 8 to 10 cm long and the cuttings should be planted in the seed bed with several stages for better planting. The recommended time for planting Roknesh is March then we planted now because now if we open it now time must be properly cared for if not properly cared for donkey flower will not be good see if there is any kind of attack see if there is any lack of fertilizer use fertilizer compensar Business etc should be well mixed and marigold cultivation should be done. In this case, it is a little difficult, not everyone can do it, so we suggest you call directly and to eat it, you have to sow 5-6 grams of twenty per hundred. Must be banished very well. Water the plants regularly because if the water is low the plants will not do well and the yield will decrease and the growth of the plants will decrease.

20241123_165700.jpg

Weeds destroy crops. It should be done very efficiently and according to rules because the crop may die if the flower is applied. Research should give about 40 Kd of Urea 7. These shawls should be mixed with the soil so that they are not separated from the soil, if they are separate, it appears that your yield may be bad, besides applying so many Panchayat Grams after 15 days, besides applying ten other interests, which is a very important thing. The last project should be done very well because if the last project is not done well the crop may be damaged and should be given for 8 to 10 days and the water in the field should be taken care of so that the soil can build up in the plants because this is very important and your crop may be damaged.

Thank you all for reading my blog so carefully. Hope you all stay with me and read my blog regularly. I write each of my blogs from my real life experiences. I hope you can learn something good from here and apply it in your personal life. And I am ending here today by praying that I can write new blogs daily and share them with you.

20241123_165659.jpg

নভেম্বরে বিশতলে বীজ বপন করতে হয় কারণ নভেম্বর মাই বিজ্ঞাপনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি মাস হালকা-শিক্ষিত ভাব থাকে তাই এই মাসের সকল ফসল ভালো হয় আর সারা বছর করা গেল শীতকালে ফলন ভালো হয় সেজন্য আমরা শীত করে থাকি আমিও শীতকালে করেছি শাখা দিয়ে কলম করার জন্য গাধা গাছের ৮ থেকে ১০ সেন্টিমিটার লম্বা করে কাটতে হবে এবং বীজতলায় শাখা ডালের টুকরোগুলো কয়েকটি পর্ব সহ রোপণ করতে হবে যেন খুব ভালোভাবে রোপন করা যায়। রোকনেশ রোপনের জন্য প্রযুক্ত সময় আছে মার্চ তারপর আমরা এখন রোপন করেছি কারণ এখন এখন ওপেন করলে হবে সময় অবশ্যই সঠিকভাবে পরিচর্যা করতে হবে সঠিকভাবে পরিচর্যা না হলে গাধা ফুল ভালো হবে না দেখতে হবে কোন প্রকার আক্রমণ আছে কিনা দেখতে হবে সার ব্যবহারের কোন কমতি আছে কিনা ষার কম্পনসার ব্যবসার ইত্যাদি ভালোভাবে মিশে গাঁদা ফুল চাষ করতে হবে। উৎপাদনা করে সরাসরি ২০ থেকেও ব্যাথা চাষ করা যায় এক্ষেত্রে একটু বিষয়টা কঠিন সবাই পারেনা তাই আমরা সাজেস্ট করি সরাসরি ফোন করবেন আর এটি খেতে প্রতি শতকে ৫-৬ গ্রাম বিশ বপন করতে হবে বিজের ক্ষেত্রে ৪ উৎপাদনের জন্য বৃত্তের মাটি খুব ভালোভাবে ঝড়ঝরি করে নিতে হবে এবং মাঠে খুব ভালোভাবে নির্বাসন করতে হবে। নিয়মিত গাছে পানি দিতে হবে কারণ পানি কম হলে গাছ ভালো হবে না এবং ফলন কমে যায় এবং গাছের গ্রোথ কমে যায় খেয়াল রাখতে হবে পানি জমির কাছে শিকড় পৌঁছে যাবে সে ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এবং গাছের আগাছা না জমে সেটিকে লক্ষ্য রাখতে হবে। আগাছা জমলে ফসল নষ্ট হয়ে যায়।এছাড়া গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেড তৈরি করা বেড ভালোভাবে তৈরি না হলে কিন্তু তারা ভালো হবে না আর বেড ছাড়া উঁচু মাদার পেপে কে চাষ করা যেতে পারে তবে শীতের আগে অবশ্যই বেড তৈরি করে সব কিছু রেডি রাখতে হবে যেন কোন সমস্যা না হয় এবং ১৫ দিন পরপর তারা রোপন করতে হবে। পরিচর্যা খুব গুরুত্বপূর্ণভাবে করতে হবে পরিচর্যা ভালো না হলে গাছের ফলন ভালো হবে না। সংবেদনশীল ফসলের ফসলের মধ্যে পেঁপে একটি অতিবৃষ্টি পেঁপের জন্য অত্যন্ত ক্ষতিকর যা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যা সকলের মাথায় রাখতে হবে তাই খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়ায় পানি না জমে পানি জমলে তার সাথে সাথে নিষ্কাশন করে দিতে হবে এবং গাছের গোড়ায় মাটি দিয়ে শুরু করে দিতে হবে। শীতকালে আগাম তাসের ক্ষেত্রে মালতীন পদ্ধতি অবলম্বন করতে হবে কারণ এটি খুব গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি এবং সময়মতো এটি করতে হবে সময় মতো নিচের বয়স্ক পাতা কেটে দিতে হবে এছাড়াও মেয়ে ভাইরাস সহ পেঁপে গাছের অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশন আপনাদের মেন্ডেল করতে হবে। এভাবে চাষ করলে আশা করি আপনার আশানুরূপ ফলন পাবেন তা আপনারা আমরা ধারণা করতে পারি। খুব দক্ষ ভাবে এবং নিয়মমাফিক করতে হবে কারণ সার প্রয়োগে ফুল হলে ফসল মরে যেতে পারে গবেষণা চল্লিশ কেদের মতো দিতে হবে ইউরিয়া ৭ দিতে হবে পরিমাণ মতো টিএসপি ছাদ দিতে হবে এছাড়া এএমপি ছাড়ো পরিমাণ মতো দিতে হবে কিছু কর্মকর্তার সাথে পরামর্শ করে এগুলো ব্যবহার করতে হবে। এই শালগুলো মাটির সাথে মিশিয়ে দিতে হবে যেন মাটির সাথে আলাদা না থাকে আলাদা থাকলে দেখা যাচ্ছে যে আপনার ফলন খারাপ হয়ে যেতে পারে এছাড়া ১৫ দিন পর পর এত পঞ্চায়েত গ্রাম প্রয়োগ করতে হবে এছাড়া দশটা অন্যান্য স্বার্থ প্রয়োগ করতে হবে যা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। শেষ প্রকল্প খুব সুন্দরভাবে করতে হবে কারণ শেষ প্রকল্প সুন্দরভাবে না করলে ফসল খারাপ হয়ে যেতে পারে এবং ৮ থেকে ১০ দিন পর্যন্ত শেষ দিতে হবে এবং মাঠে যাতে পানি যাতে মাটি গাছে গড়ে নেওয়া যাবে সেটিকে লক্ষ্য রাখতে হবে কারণ এটাই খুব গুরুত্বপূর্ণ ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার ফসল।

20241123_165657.jpg

গাদা শীতকালীন ফুল হওয়া সত্ত্বেও সারা বছরে চাষ করা হয় এবং বাংলাদেশের গৃহস্থ ও কর্মকান্ড থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠান থেকে সড়কের বিভিন্ন গৃহ শয্যায় গাঁদা ফুল ব্যাপকভাবে ব্যবহার করা হয় কারণ এটি খুব গুরুত্বপূর্ণ একটা ফুল এটির ব্যবহার বাংলাদেশী ব্যাপক। গাধা অনেক আগে থেকে বাংলাদেশে চাষ করা হয় আমি গাঁদা ফুল লাগিয়েছি বাস করেছি সেটি আপনাদেরকে দেখাবো আমার গাছ কেমন বড় হচ্ছে এমন কেমন করে করছে। গাঁদা ফুলের পরিচর্যা সঠিকভাবে করতে হয় আমাদের দেশে বিভিন্ন জাতের কাঁদা ফুল আছে এগুলো লাল সাদা হলুদ বিভিন্ন ধরনের গাধা ফুল বিচি সেগুলো এক একটা ফুল এক একটা সুন্দর ফুল সে ফুলগুলো সম্পর্কে আমাদের সাথে আলোচনা করব। তবে এখন বর্তমানে জাম্বো গাধা রক্তকথা সাদা গাধা বিভিন্ন ধরনের গাধা ফুল চাষ শুরু হয়েছে তার পাশাপাশি অন্যান্য জাতির গাঁদা ফুল বিদেশ থেকে এনে চাষ করা পরিকল্পনা চলছে। গাঁধা বিশ্বাস করার জন্য জমি অনেক দক্ষ ভাবে তৈরি করতে হবে জমি তৈরি করা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় চাষের জন্য চার-পাঁচবার ৪০০ মই দিয়ে জমি রেডি করতে হবে মাঠে খুব ভালোভাবে ঝরঝরি করে নিতে হবে বর্তমানে গাঁদা ফুল চাষ পদ্ধতি সরকারিভাবে শেখানো হচ্ছে। দশ মাটি কাটা চাষের জন্য অত্যন্ত উপযোগী একটি মাটিকানন্দ শুধু গাঁদা ফুল না সকল ফুল চাষ করার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সকল ফসল ফলানোর জন্য খুব গুরুত্বপূর্ণ দশ পার্টি খুব পুষ্টিগুণ সম্পন্ন একটা মাটির যে মাটিতে মাটি সম্পূর্ণ উপাদান সকলে উপাদান থাকে। গাঁদা ফুল চাষ করা খুব সহজ আমার খুব কঠিন কারণ সম্পূর্ণ সূর্যের আলো না পেলে গাঁদা ফুল ভালো চাষ হয় না তাই জন্য লক্ষ্য রাখতে হবে জমিতে যাতে পর্যাপ্ত সূর্যের আলো থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। চারা তৈরি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় খুব ভালোভাবে চারা তৈরি করতে হবে ভালোভাবে চালানা তৈরি করলে দেখা যাচ্ছে আপনার ফুল ভালো হবে না গাঁদা ফুল চাষ করা যায় এবং তার মাধ্যমে করলে ভালো হয় বলে আমি মনে করি কারণ আমরা সবাইকে মাধ্যমিক করেছি।

20241123_165646.jpg

20241123_165648.jpg
ধন্যবাদ আপনাদের সবাইকে এত মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আমার ব্লগ পড়বেন রেগুলার। আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি আমার প্রতিটি ব্লগ লিখে থাকি। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং নিজের ব্যক্তিগত লাইফে সেটা এপ্লাই করতে পারবেন।আর আমি যেন প্রতিনিধি নিত্য নতুন ব্লগ লিখতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই দোয়া কামনা করে আজ এখানেই শেষ করছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!