Motorcycle cleaning techniques

in blurt-1787181 •  2 months ago 

20241127_120354.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my ecoer Community
I'm @kingparvez from Bangladesh


Bikes are a very popular thing to ride in cities and people love bikes. Among these there are many important reasons starting from quick reach to the destination, ease of movement, relatively low cost of car rental, considering these aspects, people love and prefer the bike more. Riding a motorcycle is a must because taking care of your motorcycle becomes a responsibility when you ride a motorcycle so it should always be cleaned to keep it functional and looking shiny. Keeping this in mind, we can make a list of ways you can clean your bike, where various techniques of motorcycle cleaning, do's and don'ts, will be discussed with you. I think I will share that ID with you. Keep 2 buckets of water in any container. If there is a system of supplying water through a pipe, then the bike should be washed with a pipe directly from the motor, then the water of the source of speed of five plays a very effective role in dispersing the dust, sand, etc. You have to take clean cold clothes, soak the clothes in the bucket and clean the motorcycle dulabhai. After a while, you will see that the clothes are dirty. It will not be clean, so water should be given in a separate container for washing dirty clothes.

Picsart_24-11-28_09-49-32-800.jpg

Larger motorcycles will need separate buckets because one bucket should contain motorcycle shampoo and another bucket should have more clean water where women's clothes need to be cleaned, then clean it in a bucket of clean water and again wash the motorcycle in shampoo water and clean the bucket very well. One thing that is effective is cleaning the motorcycle. To clean the motorcycle, the motorcycle must be well taken care of first and then cleaned. The same cloth is soft so it will clean better and you will be safe from the paint of the motorcycle coming off and there will be very less chance of stains if very important thing that many of us maintain. don't do It is better to clean more in the shade at home and it is very good to clean the bike in the sun as it shows that the collision of the bike with the sunlight is less and the color of the bike can be raised by sunlight, so they have to be cleaned, a very important thing is that the soap dries quickly in the sunlight. As a result, soap stains can get stuck on the bike. There are many other problems that happen when exposed to sunlight, so it is better not to expose it to sunlight, which cannot be easily cleaned with water, so clean the bike from the garage under any tree. will be If you don't have to clean the bike with time, the bike will not be clean, but sometimes due to busyness and Alsemi, not cleaning the bike for a long time is very bad, as a result of which the bike accumulates a lot of dirt and various important parts of the bike can be damaged and the color of the bike is very bad. May cause damage.

20241127_120417.jpg

A helmet should be used and it should be cleaned along with the bike.Know what color it means.Safety helmet.What color does it mean?But for the longevity of the bike, it should be cleaned regularly. In that case, many problems can remain and many things can be left out. Quick cleaning can spoil the color of the bike, so it should be cleaned slowly. If the color of the bike is spoiled during quick cleaning, then the matter will get worse later, then time will be wasted. If the important valuable parts of the bike are damaged, it must be repaired. Cleaning the bike motorcycle is definitely a very important thing that you need to maintain well so take time to clean the bike which is a very important thing. If you don't have to give grease to the brother, the bike may get jammed. Many times it is seen that the bike gets jammed. The reason is that grease is not given, so of course I have to give the gate because it is used a lot during the test. So after cleaning the bike must be re-greased which is a very important thing to do if you have to work very carefully so the bike should be given regular grit which is a very important thing. If you want to increase the brightness of the bike, you must use works. If you decide to ride the bike for a long time, then you must use it first. . If you take care of your brother in this way, the bike will definitely be good and you will get good service from the bike.

Thank you all for reading my blog so carefully. Hope you all stay with me and read my blog regularly. I write each of my blogs from my real life experiences. I hope you can learn something good from here and apply it in your personal life. And I am ending here today by praying that I can write new blogs daily and share them with you.

শহরগুলোতে রাইট করার জন্য বাইক অত্যন্ত জনপ্রিয় একটি বিষয় এবং মানুষ বাইক খুব পছন্দ করে । এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে দ্রুত গন্তব্যে পৌঁছানো থেকে শুরু করে চলাফেরা সহজ খরচ তুলনামূলক কম গাড়ি ভাড়া বেঁচে যায় এসব দিক বিবেচনা করে মানুষ বাইকটা বেশি ভালোবাসে এবং প্রিফার করে। মোটরসাইকেল চালালে সেটি অবশ্যই পরিষ্কার করতে হবে কারণ আপনি মোটরসাইকেল চালালে আপনার মোটরসাইকেল পড়ে যত্ন নেয়া একটা দায়িত্ব হয়ে পড়ে তাই সবসময় সেটা পরিষ্কার করতে হবে যাতে এর কর্ম ক্ষমতা অখণ্ড থাকে এবং আর দেখতে চকচকে থাকে। এ বিষয়টিও ও মাথায় রেখে আমরা একটি তালিকা তৈরি করতে পারি যেভাবে আপনি বাইক পড়ে পরিষ্কার করতে পারবেন যেখানে তুলে ধরা হয়েছে মোটরসাইকেল পরিষ্কার করার বিভিন্ন কলাকৌশল কি করা উচিত কি করা উচিত নয় সবকিছু আপনাদের সাথে আলোচনা করা হবে তালিকাটা অনুসরণ করে মোটরসাইকেল ধোয়া খুব উপকারী ভাবে বলে আমি মনে করি যেভাবে আমি দুই সেই আইডিটা আপনার সাথে শেয়ার করব। যেকোনো একটি পাত্রের ২ বালতি পানি রাখুন। যদি পাইপ দিয়ে পানি দেয়ার ব্যবস্থা থাকে তাহলে সরাসরি মোটর থেকে লাইন নিয়ে পাইপ দিয়ে বাইক ধুতে হবে তাহলে ফাইভের উৎস গতির পানি ধুলাবালি কাঁদা ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে নিয়ে যেতে খুব কার্যকর ভূমিকা পালন করে আর যদি পাইপ না থাকে তাহলে প্রথমে দুই বালতিতে পানি নিতে হবে পানি এবং একটি পরিস্কার সর্দি কাপড় নিতে হবে বালতিতে কাপড় ভিজিয়ে মোটরসাইকেল দুলাভাই পরিষ্কার করতে হবে কিছুক্ষণ পরে দেখবেন কাপড়টি ময়লা হয়ে গেছে ময়লা কাপড়টি যদি এই বালতির পানি দিয়ে পরিষ্কার করেন তাহলে সে ময়লা আবারো মোটরসাইকেল চলে আসবে তাই মোটরসাইকেল পরিষ্কার হবে না তাই ময়লা কাপড় ধোয়ার জন্য আলাদা একটা পাততে পানি দিতে হবে।

20241127_120358.jpg

বড় বড় মোটরসাইকেলের জন্য আলাদা আলাদা বালতি প্রয়োজন হবে কারণ এক বালতিতে মোটরসাইকেল ধর শ্যাম্পু অন্য বালতিতে আরো পরিষ্কার পানি রাখতে হবে যেখানে মহিলা কাপড় পরিষ্কার করার প্রয়োজন হবে তখন পরিষ্কার পানির বালতিতে সেটি পরিষ্কার করুন এবং পুনরায় শ্যামপুর পানিতে মোটরসাইকেল ভেঙে পরিষ্কার করুন এবং খুব ভালোভাবে ডোলে পরিষ্কার করতে কার্যকরী একটি বিষয় মোটরসাইকেল পরিষ্কার করার ক্ষেত্রে। মোটরসাইকেল পরিষ্কার করার জন্য মোটরসাইকেলের অবশ্যই ভালোভাবে যত্ন নিতে হবে আগে তারপরে পরিষ্কার করতে হবে একই কাপড় যেহেতু নরম তাই এতে পরিষ্কার ভালো হবে এবং মোটরসাইকেলের রং উঠবে উঠে যাওয়া থেকে আপনি নিরাপদ থাকবেন এবং দাগ পড়ার সম্ভাবনা খুবই কম থাকবে যদি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমরা অনেকে মেন্টেন করিনা। বাড়িতে ছায়ায় বেশি পরিষ্কার করলে ভালো হবে এবং সায়ে দেখে ভাই বাইক পরিষ্কার করলে খুব ভালো হয় তে এতে দেখা যাচ্ছে সূর্যালোকের সঙ্গে বাইকের সংঘর্ষ কম হয় এবং সূর্যের আলো লেগে বাইকের রঙ উঠে যেতে পারে তাই পরিষ্কার করতে হবে এরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সূর্যের আলোতে সাবান দ্রুত শুকিয়ে যেতে পারে ফলে বাইকের গায়ে সাবানের দাগ জড়িয়ে যেতে পারে আরো অনেক সমস্যা থাকে যেগুলো সূর্যের আলোতে করলে হয়ে থাকে তাই সূর্যের আলোকে না করলে ভালো হয় যা পানি দিয়ে আরো অনেক সময় সহজে পরিষ্কার করা যায় না তাই গ্যারেজ থেকে যে কোন গাছের নিচে বাইক পরিষ্কার করতে হবে। সময় নিয়ে বাইক পরিষ্কার করতে হবে না হলে বাইক পরিষ্কার ভালো হবে না তবে অনেক সময় ব্যস্ততা আর আলসেমির কারণে দীর্ঘদিন বাইক পরিষ্কার না করা খুব খারাপ কাজ এর ফলে বাইকে অত্যন্ত ময়লা জমে যায় এবং বাইকের বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস নষ্ট হয়ে যেতে পারে এবং বাইকের রঙ তুলে দেওয়া অনেক ক্ষতি হতে পারে।

একটি হেলমেট ব্যবহার করতে হবে ওইটা পরিষ্কার করতে হবে বাইকের সাথে সাথে কোন রঙের কি অর্থ বহন করে সেটা জানতে হবে সেফটি হেলমেট কোন রং এর কি অর্থ তবে বাইকের দীর্ঘস্থায়ীত্বের জন্য অবশ্যই এটিকে নিয়মিত পরিষ্কার করা উচিত ভাই খুব তাড়াহুড়া করে পরিষ্কার করা উচিত নয় কারণ তাড়াহুড়া করে পরিষ্কার করলে সেক্ষেত্রে অনেক সমস্যা থেকে যেতে পারে এবং অনেক কিছু বাদ চলে যেতে পারে দ্রুত পরিষ্কার করতে গেলে বাইকে যেসব ক্ষতি হতে পারে তা দেখানো হলো। দ্রুত পরিষ্কার করতে গেলে বাইকের রং নষ্ট হয়ে যেতে পারে তাই ধীরে পরিষ্কার করতে হবে তাড়াতাড়ি পরিষ্কার করতে গিয়ে যদি বাইকের রং নষ্ট হয়ে যায় তাহলে সে বিষয়টি খুব খারাপ হয়ে যাবে পরবর্তীতে তাহলে অযথা সময় নষ্ট করা হবে বাইকের গুরুত্বপূর্ণ মূল্যবান যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হলে অবশ্যই সেটা মেরামত করতে হবে বাইকের মোটরসাইকেল পরিষ্কার করা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি আপনাকে ভালোভাবে মেনটেন করতে হবে রক্ষণাবেক্ষণ করতে হবে তাই সময় নিয়ে বাইক পরিষ্কার করতে হবে যা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভাইকে চেনে গ্রীস দিতে হবে না হলে বাইকের সেঞ্জাম হয়ে যেতে পারে অনেক সময় দেখা যায় বাইকের সিয়ান জ্যাম হয়ে যায় বিশেষ কারণ হচ্ছে গ্রিজ দেওয়া হয় না তাই অবশ্যই গেট দিতে আমি পরীক্ষার সময় যেহেতু প্রচুর ব্যবহার করা হয় অনেক বেশি থাকে। তাই বাইক পরিষ্কারের পর অবশ্যই পুনরাই শ্রেণী গ্রিজ দিতে হবে যার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় করতে পারি যদি খুব মাথায় রাখি কাজ করতে হবে তাই বাইকে রেগুলার গ্রিট দিতে হবে যারা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাইকের উজ্জ্বলতা বাড়াতে চাইলে অবশ্যই ওয়ার্কস ব্যবহার করতে হবে যদি দীর্ঘদিন বাইক চালানোর সিদ্ধান্ত থাকে আপনার তাহলে অবশ্যই সেটি ব্যবহার করতে হবে আগে ভালোভাবে ওয়াক সম্পর্কে জেনে তারপর ব্যবহার করতে হবে একবার ভালোভাবে ওয়াশ করলে বাইক বেশি অনেকদিন চকচকে থাকে আর অবশ্যই বাইক একটি গ্যারেজে নিয়ে গিয়ে বাস করতে হবে । এভাবে ভাইকে যত্ন নিলে অবশ্যই বাইক ভালো থাকবে এবং ভালো সার্ভিস পাবেন বাইক থেকে।

20241127_120354.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে এত মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আমার ব্লগ পড়বেন রেগুলার। আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি আমার প্রতিটি ব্লগ লিখে থাকি। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং নিজের ব্যক্তিগত লাইফে সেটা এপ্লাই করতে পারবেন।আর আমি যেন প্রতিনিধি নিত্য নতুন ব্লগ লিখতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই দোয়া কামনা করে আজ এখানেই শেষ করছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!