Children's small bicycle

in blurt-1787181 •  2 months ago 

20241120_164702.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my ecoer Community
I'm @kingparvez from Bangladesh


Children and teenagers always love bicycle Bicycle is very much loved by everyone because it is a very important thing for kids. Bicycle is very popular for physical and mental old recreation. Many young children spend their childhood and adolescence on bicycles playing games and cycling and because of this they can exert their energy because cycling is an exercise. Now there are various colorful bicycles emerging from small ones which are very important and very popular. Children's addiction to regular bicycle is increasing and their strength to play sports is increasing. Parents are buying bicycles. Different models of bicycles have come up. New ones are very popular. Bicycle is a thing that has no harm except fasting. Physically, children get many benefits and interest has increased. They live in different parts of Dhaka city and country and now they are riding bicycles. Children of all ages are equally enjoying the bicycle. Nowadays, the condition is that they have to ride a bicycle along with their studies, so along with their studies, they are learning to ride a bicycle in the afternoon and many are learning bicycle stand writing, which is a very important thing to learn later on. So fathers also now see many boys buying bicycles so that their children can stay away from bad boys and away from mobile addicts and buy by different colors of bicycles regularly divided is an important thing and the country's bicycle industry is growing day by day. In a different tone of telling stories about bicycles to children, the bicycle does not fall off the wheel because they can ride without the wheel to show the first brother first. Starting from the age of three, children can ride a bicycle and later on they can ride a bigger bike.

20241120_164635.jpg

And the road that you see in the picture is an uncle who has learned to ride very well. His father bought him a bicycle. Spiderman's bicycle was bought by his father. Day by day the demand for bicycles in the market is going out. Due to the increase in demand, everyone is buying bicycles competitively. Now a days bicycles have come out for girls, new bicycles, new bicycles, so the important things have come up here. Children should buy bicycles according to their height and weight because if they do not buy bicycles according to their height and weight, then the bicycle does not fit and is not comfortable to sit on. You have to consider the bicycle and buy the bicycle because the child does not understand them, so it is the responsibility of the parent to understand them and buy him a bicycle, which is a very important thing that many of us do not do or maintain.
Cycling has many benefits. It is very important. It improves body structure and reduces mobile addiction. It increases blood circulation and has a positive effect on children. I think it is because the mind is in a good mood. Because it has to be taught like driving on the left side of the road at first can't be allowed to drive on the first road should be driven by hand and should be used with eyes practice thirty minutes daily at home on an empty road then try to drive slowly then can drive in big condition at once No because the accident involves very important duties to be performed.

20241120_164606.jpg

Many claims that children gain weight at home and lose weight and increase height of children by cycling is an important point that is medically and scientifically proven. Different exercises can be done by cycling and different photography can be done by cycling. Today I have done some cycling photography which I am sharing with you and it relieves muscle and bone pain. By doing the children's cycling, but with it, the children do not eat nutritious food. In cycling, however, you must eat nutritious food. Nutritious food is not a rope. If you do not eat good nutritious food, it appears that your mental health will not improve and physical growth will not improve. Children should be taught to ride a bicycle from the age of three years because it takes 30 minutes to cycle and to get good body growth these should be continued and upto 18 years cycling is the maximum because cycling till 18 years makes the body better and makes the body taller which is very important. one thing Just regular cycling should be done and if regular cycling cycling is important for physical growth. When the parent goes for a walk that happiness must take the bike with him and take the child because he has to learn to ride the bike so that the child should be allowed to ride the bike at a certain time every day so that his mental group and physical group are good and can stay away from the mobile phone. . Nibbi cycling improves the body structure and structure of children, which is very important, which should be done by cycling. Today I shared a photograph of such a child's bicycle.

Thank you all for reading my blog so carefully. Hope you all stay with me and read my blog regularly. I write each of my blogs from my real life experiences. I hope you can learn something good from here and apply it in your personal life. And I am ending here today by praying that I can write new blogs daily and share them with you.

শিশু-কিশোররা সাইকেল বরাবরই পছন্দ সাইকেল সবাই খুব পছন্দ করে কারণ এটি খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস ছোটদের জন্য। শারীরিক মানসিক বৃদ্ধ বিনোদনের জন্য সাইকেল খুব জনপ্রিয় একটি বিষয় অনেক ছোট শিশুরা সাইকেল নিয়ে খেলা খেলি এবং সাইকেল নিয়ে তাদের শৈশব কৈশোরের সময়টা পার করে দেয় এবং এর কারণে তারা শরীর তাদের শক্তি সঞ্চার করতে পারে কারণ সাইকেল চালানোর একটি পরিশ্রমের একটি বিষয়। এখন ছোটদের থেকে বিভিন্ন রংবেরঙের সাইকেল উঠছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং খুব জনপ্রিয়। বাচ্চাদের রেগুলার সাইকেলের আসক্তি বাড়ছে এবং খেলাধুলা করার শক্তি বাড়ছে অভিভাবকরা সাইকেল কিনে দিতে বিভিন্ন সাইকেলের মডেল উঠেছে নতুন নতুন যেগুলো বাস ছাড়া খুব পছন্দ করছি সাইকেটে এমন একটি জিনিস যা উপবাস ছাড়া ক্ষতির কোন দিক নেই শারীরিকভাবে শিশুরা অনেক উপকার পাই এবং আগ্রহ বেড়েছে। ঢাকা শহর দেশে বিভিন্ন প্রান্তে বাস তারা এখনই সাইকেল নিয়ে মেতে উঠেছে। সকল বয়সী শিশুরা সমানভাবে সাইকেল নিয়ে আনন্দ করছে বর্তমান সময়ে শর্ত ছিল পড়াশোনা পাশাপাশি সাইকেল চালাতে হবে এটার তাই পড়াশোনা পাশাপাশি বিকেলের সময় সাইকেল চালানো শিখছি এবং অনেকের সাইকেল স্ট্যান্ড রাইটিংও শিখছে যার কারণে পরবর্তীতে মোটরসাইকেল শিখতে পারবে একটা জিনিস যেটা অনেক গুরুত্বপূর্ণ। তাই বাবা মারাও এখন অনেক ছেলে দেখে সাইকেল কিনে দিচ্ছে যেন তার সন্তান দুষ্ট ছেলেদের কাছ থেকে দূরে থাকতে পারে এবং মোবাইলের আসক্ত থেকে দূরে থাকতে পারে এবং বিভিন্ন রঙের সাইকেল দ্বারা কিনতে রেগুলার ডিভাইডেড গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং দেশের সাইকেল ইন্ডাস্ট্রি দিন দিন বড় হচ্ছে। ছোটদের সাইকেলের গল্প দেওয়ার ভিন্ন সুরে সাইকেল চাকা থেকে এদিক ওদিকে পড়ে না যায় কারণ তারা প্রথম প্রথম ভাইকে শিখে পরবর্তীতে দেখাতে চাকা ছাড়া চালাতে পারে। তিন বছর বয়স থেকে শুরু করে বাচ্চারা সাইকেল চালাতে পারে এবং পরে পরবর্তীতে বড় সাইকেল চালাতে পারে প্রথম দিক থেকে তারা ছোট সাইকেল চালায়।

20241120_164502.jpg

আর ছবিটা যে রাস্তাটি দেখছেন সেটি আমাদের বাসার পাশের একটি আঙ্কেল চালানো খুব ভালোভাবে শিখে গেছে তার বাবা থাকে সাইকেল কিনে দিয়েছে স্পাইডারম্যানের সাইকেল তার বাবা কিনে দিয়েছে তার পছন্দের কারণ স্পাইডারম্যানের সাইকেল কিনেছে এবং সে বিড়াল খুব পছন্দ করে। দিন দিন বাজারে সাইকেল চাহিদা বাড়ি বেরিয়ে চলছে সেখানে চাহিদা বাড়ার কারণে দেখা যাচ্ছে প্রতিযোগিতামূলকভাবে সাইকেল ক্রয় করছে সবাই মেয়ে শিশুদের জন্য আজকাল সাইকেল বের হয়েছে নতুন নতুন সাইকেল নতুন নতুন আইঙ্গিকে তাই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে উঠে এসেছে বিভিন্ন ধরনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সাপেক্ষে সাইকেল কিনেছে। শিশুদের জন্য উচ্চতা এবং ওজন অনুযায়ী সাইকেল কিনতে হয় কারণ উচ্চতা এবং ওজন অনুযায়ী সাইকেল না কিনতে পরবর্তীতে সেই সাইকেল ফিট হয় না এবং বসার জন্য কমফোর্ট হয় না বসার জন্য কমফোর্টেবল সিট দেখে সাইকেল কিনতে হয় ঝুঁকি না পরে পিছনে চাকার উপর ঝুঁকি নিয়ে সাইকেল চালাতে হয় এবং সেই সাইকেল বিবেচনা করে সাইকেল কিনতে হয় কারণ শিশু বাচ্চার এগুলো বুঝে না তাই অভিভাবকের দায়িত্ব এগুলো বুঝেশুনে তাকে সাইকেল কিনে দেওয়া যারা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যা আমাদের অনেকেই করে না বা মেইনটেইন করেনা।
সাইকেল চালানো অনেক উপকারিতা হয়েছে এটি অনেক গুরুত্বপূর্ণ শরীরের গঠন কাঠামো ভালো হয় এবং মোবাইল থেকে আসক্ত কমে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং শিশুদের ইতিবাচক প্রভাবে বেশি পড়ে আমি যা মনে করি কারণ মন মেজাজ ভালো থাকে।দৌড়াদৌড়ি ছোড়াছুড়ি করলে তাদের মানসিক বিকাশ সাইকেল চালানোর ক্ষেত্রে শিশুকে কিছু নিয়ম কারণ শিখিয়ে দিতে হবে যেমন রাস্তা বাম দিক দিয়ে চালাতে হবে প্রথম প্রথম রাস্তায় চালাতে দেওয়া যাবে না হাতে দিয়ে চালাতে হবে এবং চোখে ব্যবহার করতে হবে বাসায় ফাঁকা রাস্তায় তিরিশ মিনিট প্রতিদিন প্র্যাকটিস করে তারপরে আস্তে আস্তে চালানোর চেষ্টা করতে হবে একবারে বড় অবস্থায় চালানো যাবে না কারণ এক্সিডেন্টে ঢুকে থাকে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।

20241120_164457.jpg

অনেক অভিযোগটা বলে শিশুদের ওজন বাড়ি এবং ওজন কমায় এবং সাইকেল চালাতে শিশুদের উচ্চতা বাড়ে দেখো গুরুত্বপূর্ণ একটা বিষয় ডাক্তারিভাবে এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। সাইকেল চালিয়ে বিভিন্ন অভ্যাস করা যায় এবং সাইকেল চালিয়ে বিভিন্ন ফটোগ্রাফি করা যায় আমি আজকে সাইকেলে কিছু ফটোগ্রাফি করেছি যেটি আপনাদের সাথে শেয়ার করছি এবং হাড়ের মাংসপেশির ব্যথা দূর হয় এর ফলে ব্যায়াম করা কি তুলে নিতে করে সাইকেল চালানোর পরে সাইকেল চালানো কেটে শিশুদের কিছুটা লম্বা হতে শিশুরা সাহায্য করে শিশুদের সাইকেল চালানো তবে তার সাথে যায় শিশুদের পুষ্টিকর খাবার না খেলে যদি শুধুমাত্র সাইকেল চালায় তাহলে কিন্তু হবে না সাইকেল চালাতে হবে। সাইকেল চালানোর ক্ষেত্রে অবশ্য পুষ্টিকর খাবার খেতে হবে পুষ্টিক পুষ্টিকর খাবারের দড়ি নেই পুষ্টিকর খাবার ভালো না খেলে দেখা যাচ্ছে যে আপনার মানসিক রোগ ভালো হবে না এবং শারীরিক গ্রোথ ভালো হবে না। তিন বছর বয়স থেকে শিশুদেরকে সাইকেল চালানো শেখানো উচিত কারণ তিরিশ মিনিট সাইকেল চালাতে হয় এবং ভালো শরীরের গ্রোথ আনতে হলে এগুলো কন্টিনিউ করতে হবে এবং ১৮ বছর পর্যন্ত সাইকেল চালাতে হয় সর্বোচ্চ কারণ 18 বছর বয়স পর্যন্ত সাইকেল চালালে শরীরটা ভালো হয় এবং শরীর লম্বা হয় যা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। শুধু নিয়মিত রুটিন করে সাইকেল চালানো উচিত এবং যদি রেগুলার সাইকেল চালানো সাইকেল চালানো শারীরিক গ্রোথ ভালো হয় গুরুত্বপূর্ণ একটা বিষয়। অভিভাবক হাঁটাহাঁটি করতে যাওয়ার সময় সেই সুখে অবশ্যই সাইকেল সাথে নিয়ে যেতে হবে এবং শিশুকে নিয়ে যেতে হবে কারণ তাকে সাইকেল চালানো শিখাতে হবে এভাবে শিশুকে প্রত্যেকদিন একটা নির্দিষ্ট সময়ে সাইকেল চালাতে দিতে হবে যাতে তার মানসিক গ্রুপ এবং শারীরিক গ্রুপ ভালো হয় এবং মোবাইল ফোন থেকে দূরে থাকতে পারে । নিবি সাইকেল চালালে বাচ্চাদের শরীরে বিভিন্ন অংশের গঠন সঠিক হয় এবং গঠন ঠিক হয় যা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই যেগুলো সাইকেল চালানো উচিত। আজকে ঐরকম একটি বাচ্চার সাইকেলের ফটোগ্রাফি শেয়ার করলাম।

ধন্যবাদ আপনাদের সবাইকে এত মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আমার ব্লগ পড়বেন রেগুলার। আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি আমার প্রতিটি ব্লগ লিখে থাকি। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং নিজের ব্যক্তিগত লাইফে সেটা এপ্লাই করতে পারবেন।আর আমি যেন প্রতিনিধি নিত্য নতুন ব্লগ লিখতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই দোয়া কামনা করে আজ এখানেই শেষ করছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 months ago  ·  

Thank you for sharing your kind comments with us.

  ·  2 months ago  ·  

Thank you for your nice comment