Photography of a beautiful flower growing in neglect..

in blurt-1787181 •  last month 

Assalamualaikum
Everyone. l am @Khokon70
From #Bangladesh November,19-11-2024

  • A beautiful day
  • November, 19-11-2024,

Assalamu Alaikum my dear friends. How are you all? I hope you all are doing very well by the grace of Allah. Alhamdulillah I am also very well by the grace of Allah pak. Today I have come to you with a very nice post.Today I am going to share photography of some neglected flowers in rural areas.These flowers are usually found in fields in rural areas. Even in crop fields and roadsides these flowers can be seen. It looks pretty but these flowers are unknown.They don't even give water, they grow on you.The flower is really beautiful to look at. I saw this beautiful flower while I was walking along the river bank like every day.


IMG_20241119_085550.jpg


আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা।কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ পাকের রহমতে অনেক ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে খুব চমৎকার একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আজকে আমি শেয়ার করতে যাচ্ছি গ্রাম অঞ্চলের অবহেলিত কিছু ফুলের ফটোগ্রাফি এই ফুলগুলো সাধারণত গ্রাম অঞ্চলের মাঠগুলোতে।এমনকি ফসলের মাঠে ও রাস্তার পাশে দেখা যায় এই ফুলগুলো দেখতে বেশ সুন্দর কিন্তু এই ফুলগুলো কেউ পরিচয়। এমনকি পানি দেয় না এরা আপনি আপনি বেড়ে ওঠে আমি এমনই কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।আমি আশা করি সেগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে।চলো তাহলে শুরু করা যাক আমি যে ফুলের ফটোগ্রাফি টি শেয়ার করেছি এই ফুলের নামটি আমি আসলে জানি না তবে দেখতেই ফুলটি সত্যিই খুবই চমৎকার। আমি যে প্রতিদিনের মতো আজও নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম ঘুরতে ঘুরতে এমন সময় এই চমৎকার ফুলটি আমি দেখতে পেলাম।


IMG_20241119_085703.jpg


Seeing the beauty of the flower, I could not hold myself back. I went to that flower and saw it.The flower is white in color.The flower looks more attractive, even the white color is my favorite flower.I took several photographs and went to see the flower. Despite the white color, the middle petal of the flower is yellow in color which looks very attractive. I am the beauty of the flower.I was fascinated by the sight and the thing is that the flower was very beautiful which really impressed me a lot. I then took several photographs of the flower because I liked this flower very much.Planted on the tops of our houses because I expect the fragrance and beauty of these flowers to be truly mind-blowing. Here are some beautiful neglected flower photography I did today. You will like it very much. May you all be well and healthy. I will be back with you soon with my next post, insha'Allah.


IMG_20241119_085633.jpg


ফুলটা সৌন্দর্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না আমি তখন সেই ফুলের কাছে গেলাম দেখতে পেলাম। ফুলটি সাদা রঙের হাওয়ায়। ফুলটি দেখতে আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে এমনিতেই সাদা রঙের ফুল আমার ভীষণ পছন্দের আমি তখন সেই ফুলের। বেশ কয়েকটি ফটোগ্রাফি করলাম এবং ফুলের কাছে গিয়ে দেখতে পেলাল।সাদা রংয়ের ফুল হওয়া সত্ত্বেও ফুলের মাঝখানের পাপড়ি টি হলুদ রঙের যা দেখতে সত্যিই খুবই আকর্ষণীয় দেখাচ্ছে আমি ফুলের সৌন্দর্য। দেখে আমার মন মুগ্ধ হয়ে গেল এছাড়াও মনের ব্যাপার হচ্ছে সেই ফুলের খুবই সুন্দর ছিল যে আমাকে সত্যিই অনেকটাই মুগ্ধ করেছে আমি তখন সেই ফুলের বেশ কয়েকটি ফটোগ্রাফি করলাম।


IMG_20241119_085550.jpg


IMG_20241119_085609.jpg


কারণ আমার এই ফুলটি খুবই পছন্দ হয়েছিল ফটোগ্রাফি শেষ করে আমি ফুলের গাছ সুন্দর মাঠ থেকে উঠিয়ে নিয়ে এসে। আমাদের বাড়ির টপগুলোতে লাগিয়েছি কারণ এই ফুলের সুখ গন্ধ এবং সৌন্দর্য সত্যিই মন-মুগ্ধ করার মত আমি আশা করি। আমার আজকের করা এই সুন্দর কিছু অবহেলিত ফুলের ফটোগ্রাফি। আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমি খুব শীঘ্রই আমার পরবর্তী পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ।


3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!