Photography of flowers and true beauty.

in blurt-1787181 •  yesterday 

Brown Watercolor Floral SImple Family Photo Collage_20241120_095636_0000.png

Today I will share the beauty of nature with you. I hope you will like this blog. It is very rare to find a person who does not like to travel. I also like to travel. Since childhood, I used to love to travel to different places with my friends. I have some friends who also love to travel. If the wishes of my friends are similar, then there is no problem. The mind wants to go wherever the eyes take it, the mind just wants to run around in different places. To enjoy the unfamiliar scenes.
আজ আপনাদের মাঝে প্রকৃতির সৌন্দর্য শেয়ার করবো। আশা করি এই ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। ঘোরাঘুরি করতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। আমিও ঘোরাঘুরি করতে পছন্দ করি। ছোটবেলা থেকেই বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে খুবই পছন্দ করতাম। আমার কিছু বন্ধু আছে তারাও ঘুরতে খুবই পছন্দ করে। বন্ধুদের চাওয়া-পাওয়ার সাথে মিল থাকলে তাহলে তো কোন কথাই নেই। যেখানে দুচোখ যায় সেখানেই যেতে মন চায় মন শুধু চায় ছুটাছুটি করতে বিভিন্ন জায়গায়। অচেনা দৃশ্য গুলো উপভোগ করতে।


IMG_20241120_095416.jpg

IMG_20241120_095423.jpg


The scene of horses eating grass. My friend Ankan and I went to that place. Although the environment was beautiful, there was not much wind. It was very hot. I was completely sweating. My friend and I walked a long way to that place. The horses are very calm. Even if I go near them and stroke their bodies, they do not react much. They are focused on eating grass. I once thought about getting on the horse's body. I did not get up thinking that the horse would throw me off. The scene of the horses eating grass looked very beautiful. I liked the photographs because the sun was in the camera frame. In fact, we always want to do such photography. The green nature in the frame, the horses eating grass and the scene of the sun setting in the western sky is really different.
ঘোড়া ঘাস খাওয়ার দৃশ্য। আমি আর বন্ধু অঙ্কন সেই জায়গাটিতে যাই। পরিবেশটা সুন্দর থাকলেও তেমন একটা বাতাস ছিল না। অনেক গরম পড়তে ছিল। আমিতো ঘেমে একদম শেষ। আমি আর আমার বন্ধু হাঁটতে হাঁটতে অনেকটা পথ পাড়ি দিয়ে সেই জায়গাটিতে যাই। ঘোড়াগুলো অনেক শান্ত প্রকৃতির। তাদের কাছে গিয়ে তাদের গায়ে হাত বুলিয়ে দিলেও তেমন একটা রিয়াক্ট করছে না। তাদের ধ্যান রয়েছে ঘাস খাওয়ার। আমি একবার ভাবলাম ঘোড়ার গায়ের উপর উঠবো নাকি। যদি ঘোড়া আমাকে ফেলে দেয় এই ভেবে আর উঠি নাই। ঘোড়ার ঘাস খাওয়ার দৃশ্য অনেক সুন্দর লাগছিল। ক্যামেরার ফ্রেমে সূর্য থাকায় ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লাগলো। আসলে এরকম ফটোগ্রাফিই তো আমরা সব সময় করতে চাই। ফ্রেমের মধ্যে সবুজ প্রকৃতি ঘোড়া ঘাস খাচ্ছে এবং সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার দৃশ্য আসলেই অন্যরকম।


IMG_20241120_095352.jpg

IMG_20241120_095407.jpg


The name of this flower is Bagan Bilash. When this flower blooms on the tree, it looks very beautiful. The beauty of the flower will always fascinate you. The beauty of the flower has never disappointed me. I always like taking flower photography. There is a different kind of peace in taking photography. I always like photography. I try to capture beautiful scenes and present them to you. The name of this flower is Bagan Bilash. But I am fascinated by the beauty of the flower. If the photography is good, then the photographer likes it a lot.এই ফুলটার নাম হলো বাগান বিলাস ফুল। গাছে যখন এই ফুলটি ফুটে থাকে দেখতে খুবই সুন্দর লাগে।ফুলের সৌন্দর্য সবসময় আপনাকে মুগ্ধ করবে। ফুলের সৌন্দর্য আমাকে কখনোই নিরাশ করে নাই।ফুলের ফটোগ্রাফি করতে সবসময় আমার কাছে অনেক ভালো লাগে। ফটোগ্রাফি করার মধ্যে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে।ফটোগ্রাফি আমার সবসময় অনেক ভালো লাগে।আমি চেষ্টা করি সুন্দর দৃশ্য ধারন করে আপনাদের মাঝে তুলে ধরার।এই ফুলটার নাম বাগান বিলাশ।তবে ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছি।ফটোগ্রাফি যদি ভালো হয় তাহলে ফটোগ্রাফারের অনেক ভালো লাগে।


IMG_20241120_095401.jpg


This flower can be seen almost all year round. Flowers are a symbol of love. There are probably few people in the world who do not love flowers. I have always enjoyed taking flower photography. Wherever I go, I try to capture a flower with my camera. This flower can be seen in different places such as in houses, balconies, flower gardens of various offices and courts. I hope you liked this flower photography.
এই ফুলটা প্রায় সারা বছরই দেখা যায়। ফুল হলো ভালবাসার প্রতীক। ফুল ভালোবাসে না এমন মানুষ হয়তো পৃথিবীতে কমই আছে। ফুলের ফটোগ্রাফি করতে আমার কাছে বরাবরই ভালো লাগে। যেখানে গিয়ে কোন ফুল দেখি আমি ক্যামেরা নিয়ে সেটা বন্দি করার চেষ্টা করি। এই ফুলটা বিভিন্ন জায়গায় দেখা যায় যেমন বাসার সাথে বেলকনিতে বিভিন্ন অফিস আদালতের ফুল বাগানে। আশা করি এই ফুলের ফটোগ্রাফি টা আপনাদের কাছে ভালো লেগেছে।



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  yesterday  ·  

You did a very nice photography today. I really liked your photography. Thank you for sharing your wonderful photography.

  ·  yesterday  ·  

আপনি যে পোস্ট শেয়ার করেছেন সেটা আসলেই অত্যন্ত সুন্দর হয়েছে। অনুগ্রহপূর্বক কপিরাইট ভিডিও ব্যবহার করবেন না। এক কথায় যদি পারেন নিজের তৈরি করা পোস্ট রিলেটেড ভিডিও পোষ্টের মধ্যে সংযুক্ত করবেন। অন্যথায় আপনার এই কাজটি দণ্ডনীয় অপরাধ হবে। আর আপনার এই অপরাধের জন্য আপনাকে শাস্তিও পেতে হতে পারে। ধন্যবাদ আশা করি আপনি আমার বক্তব্য বুঝতে পেরেছেন।