How are you friends, I hope you are all well. I wish you all to be healthy and well. By the grace of God, I am also well. Today I have come to you with a new post. I always love photography. Whenever I go somewhere, I try to do different types of photography. I especially like to do photography of flowers or different types of natural scenes. Whenever I get time, I try to do photography of different things. I think photography is also an art. Which I like very much. That's why today I have brought a very beautiful photography to you. I hope you all like my photography.
কেমন আছেন বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্থ এবং ভালো থাকার কামনা করছি। আল্লাহর রহমতে আমিও ভালো আছি।আজও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটা পোস্ট নিয়ে। আমি সবসময় ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। কোথাও গেলে আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো করার। বিশেষ করে ফুল কিংবা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতেও আমি পছন্দ করি। আমি যখনই সময় পাই বিভিন্ন কিছুর ফটোগ্রাফি করার চেষ্টা করি। আমি মনে করি ফটোগ্রাফি করাটা ও একটা শিল্প। যেটা আমার খুবই ভালো লাগে। তাই জন্য আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি ফটোগ্রাফি নিয়ে আসলাম। আশা করব আমার ফটোগ্রাফি টা আপনাদের সবার ভালো লাগবে।
Today I have brought you photography of the Kachuripana flower. These flowers are very beautiful to look at. These Kachuripana live in water. They are very big. These leaves are much bigger than a person. If there are a few of them in a pond, then they will become many together later. Any leaf grows very quickly. There are several types of leaves. These Kachuripana are the largest leaves. These Kachuripana are much bigger than a person. They live below the water more than they are above it. The sap of these leaves is very poisonous. The flowers of this Kachuripana are more visible in winter. Some bloom after winter. That's how I took a photograph of this flower one day. I hope you liked the Kachuripana flower photography. Thank you everyone, everyone.
আজকে আমি আপনাদের মাঝে কচুরিপানা ফুলের ফটোগ্রাফি নিয়ে আসলাম। এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। এই কুচুরিপানা গুলো পানিতে থাকে। এগুলো অনেক বড় হয়ে থাকে। এই পাতাগুলো একজন মানুষের থেকেও অনেক বড় হয়ে থাকে। এগুলো যদি একটা পুকুরে কয়েকটি হয়ে থাকে তাহলে একসাথে অনেকগুলো হয়ে যাবে পরে। যেকোনো পানা অনেক তাড়াতাড়ি বৃদ্ধি করে। পানা কয়েক ধরনের হয়ে থাকে। এই কচুরিপানাগুলো সব থেকে বড় পানা। এই কচুরিপানাগুলো একজন মানুষের থেকে অনেক বড় হয়ে থাকে। এগুলো পানির উপরে যতটুকু থাকে তার থেকেও বেশি নিচে থাকে। এই পানাগুলোর ফানি অনেক বিষাক্ত হয়ে থাকে। এই কচুরিপানার ফুল শীতকালে বেশি দেখা যায়। কয়েকটি শীতকালের পরে ফুটে থাকে। এরকম আমি একদিন এই ফুলের ফটোগ্রাফি করেছি। আশা করি আপনাদের কাছে কচুরিপানা ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই।
Flowers | Photography |
---|---|
Location | Bangladesh |
Camera used | Realme 5i |
Photograper | @inspector1 |
The pictures are truly so aesthetics.