The real beauty of the village is photography.

in blurt-1787181 •  2 months ago  (edited)

Beige and White SImple Family Photo Collage_20241105_161645_0000.png

I am constantly trying to show my creativity through beautiful photography. Although not a good photographer, but constantly trying to make beautiful photography. The photographs that I will share with you today are mainly taken by me from different places. I love doing different types of photography from different places at different times. I will always try to share beautiful photography.

আমিও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে নিজের ক্রিয়েটিভিটি কে তুলে ধরার। যদিও তেমন একটা ভালো ফটোগ্রাফি করে না তবে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সুন্দর ফটোগ্রাফি করার। আমি আজকে আপনাদের মাঝে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করবো সেই ফটোগ্রাফি গুলো মূলত বিভিন্ন জায়গা থেকে আমি তুলেছিলাম। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। প্রতিনিয়ত আমি চেষ্টা করে যাব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার।


IMG_20241105_161041.jpg

IMG_20241105_161112.jpg
To be honest, I always love to do nature photography, you can say that I am a nature lover and I go near nature whenever I have time. And no one can ever understand how beautiful nature is without being close to nature, all in all I have tried to capture each and every photography in a great.
সত্যি বলতে আমি সবসময়ই প্রকৃতির ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি, বলতে পারেন আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ সময় পেলেই চলে যাই প্রকৃতির সান্নিধ্যে। আর প্রকৃতি যে কতটা সুন্দর সেটা প্রকৃতির সান্নিধ্যে না গেলে কেউ কখনো বুঝতে পারে না, সব মিলিয়ে আমি চেষ্টা করেছি প্রতিটি ফটোগ্রাফি দারুন ভাবে ক্যাপচার করা।


IMG_20241105_161017.jpg


There are many species of flowers in the world and all species of flowers are very beautiful if you can enjoy the beauty of those flowers. Personally, I don't know the names of many flowers, but honestly I love flowers so much that when I was at home, I always tried to plant flowers in my yard. But sometimes we go for a walk in the park and when I go for a walk in the park, I always try to stay with the flowers, that's why I went for a walk in a place a few days ago, I saw a lot of flower trees, I spent most of the time around those flower trees, I liked it very much.
পৃথিবীতে অনেক প্রজাতির ফুল আছে আর সব প্রজাতির ফুল অনেক সুন্দর যদি সেই ফুলের সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারেন। ব্যক্তিগতভাবে আমি খুব একটা বেশি ফুলের নাম জানি না তবে সত্যি বলতে ফুলকে আমি অনেক বেশি ভালোবাসি যার কারণে যখন বাসায় থাকতাম তখন সবসময়ই বাড়ির আঙিনায় ফুল গাছ লাগানোর চেষ্টা করতাম যেহেতু এখন খুব একটা বেশি বাসায় থাকা হয় না যার কারণে আর ফুল গাছ লাগানো হয়ে ওঠেনা। তবে মাঝে মাঝে পার্কে ঘুরতে যাওয়া হয় আর পার্কে যখন ঘুরতে যাই তখন আমি সব সময় চেষ্টা করি ফুলের পাশাপাশি থাকার যার কারণে কিছুদিন আগে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখানে অনেক ফুলের গাছ দেখেছিলাম বেশিরভাগ সময় আমি ওই ফুল গাছের আশেপাশেই কাটিয়েছিলাম ভীষণ ভালো লেগেছিল।


IMG_20241105_161030.jpg


You all know that the sky of Bhadra month is a little different from other months. At this time, white clouds are seen in the sky, sometimes thick black clouds are seen, and cloudless skies are seen again. Imagine what the scene would look like if this cloudless sky was combined with a raft of white clouds. As I grew up in the village and the natural beauty of the village is very different and different from the natural beauty of the city and the natural beauty of the village is really much more beautiful it can only be enjoyed by those who grew up in the village. If you see how exciting the sky of Bhadra month is, you can understand that the white clouds are scattered in the blue sky and the clouds are very beautiful in some places. It's much better to enjoy such a view up close.
আপনারা সকলেই জানেন যে ভাদ্র মাসের আকাশটা অন্যান্য মাসের থেকে একটু ব্যতিক্রম। এই সময় আকাশে সাদা মেঘের ফেলা দেখা যায় সেই সাথে মাঝে মাঝে দেখা যায় ঘন কালো মেঘ আবার দেখা যায় মেঘমুক্ত আকাশ। এই মেঘমুক্ত আকাশ সাথে যদি সাদা মেঘের ভেলা একত্রে দেখা যায় তাহলে কেমন দেখাবে দৃশ্যটা একবার কল্পনা করুন। যেহেতু আমি গ্রামে বড় হয়েছি আর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য শহরের প্রাকৃতিক সৌন্দর্যের থেকে একদমই ব্যতিক্রম এবং আলাদা সেইসাথে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটা আসলেই অনেক বেশি সুন্দর এটা শুধুমাত্র যারা গ্রামে থেকে বড় হয়েছে তারাই উপভোগ করতে পারে। ভাদ্র মাসের আকাশটা কতটা রোমাঞ্চকর সেটা দেখলেই বোঝা যায় নীল আকাশের মাঝে সাদা মেঘের ফেলা আবার কোথাও কোথাও খন্ড খন্ড মেঘ দৃশ্যটা আসলেই অনেক বেশি সুন্দর। এরকম দৃশ্য খুব কাছ থেকে উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে।



CategoryPhotography
LocationBangladesh
Camera usedRealme 5i
Photograper@inspector1

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!