The more people you get to know, the more you will want to be alone.

in blurt-1787181 •  28 days ago 

But people cheat on their own people. And the main reason for cheating people is self-interest. We never hesitate to cheat people to serve our own interests. We never judge others after ourselves. We are all selfish people. You will see that the first thing that happens to all of us is that the people closest to us cheat the most. On the surface, everyone will show their own. How close they are, how much they are looking for information. How much help and support they are giving. But you will see when their interests are hurt or their interests are stopped. You have to be selfless. That's when you will see that you will try to harm them in some way. In fact, there is never love without self-interest. If everyone has interests, if they are not self-interested, no one wants to know anyone.
মানুষ কিন্তু ঠকে নিজের মানুষের কাছে। আর মানুষ ঠকানোর প্রধান কারণ হলো স্বার্থ। নিজের স্বার্থকে হাতিলের জন্য আমরা মানুষকে ঠকাতে কখনোই পিছপা হই না। আপন পর কখনোই বাচ বিচার করি না। আমরা মানুষ সবাই আসলে স্বার্থপর। দেখবেন আমাদের সবার সাথেই প্রথমত যেটা হয় কাছের মানুষগুলোই বেশি করে ধোঁকা দেয়। ওপর ওপর দেখাবে সবাই আপন। কত ঘনিষ্ঠ কত খোঁজ খবর নিচ্ছে। কত সাহায্য সহযোগিতা করছে। অথচ দেখবেন যখন তার স্বার্থে আঘাত লাগবে বা স্বার্থটা বন্ধ হয়ে যাবে। বিনা স্বার্থে থাকতে হবে। তখনই দেখবেন যে কোনভাবে ক্ষতি করার চেষ্টা করবেন। আসলে বিনা স্বার্থে কখনোই ভালোবাসা হয় না। স্বার্থ থাকলে সবাই আপন না থাকলে কেউ কাউকে চিনতেই চায় না।

Test the people around you a little. Try to get to know them a little. Are they really ours? Or are they just using us or are they with us for their own interests? In fact, no matter how much love there is without interests, it will never last. When you see yourself testing the people around you, you will see that loneliness will become more dear to you than anything else. And at some point, you may think that loneliness is your greatest love and that is what is best. And loneliness never deceives people. Loneliness is like a human being. No matter what the situation is, whether it is happy or sad, it will always be by your side. It will never leave you. Still, you should not approach good people. People could no longer use you for their own interests.
একটু পরীক্ষা করে দেখবেন কাছের মানুষগুলোকে। তাদেরকে একটু চেনার চেষ্টা করবেন। তারা কি আদৌ আমাদের আপন। না শুধু তারা আমাদেরকে ব্যবহার করে নিচ্ছে বা তাদের স্বার্থের কারণে আমাদের সাথে রয়েছে। আসলে স্বার্থ ছাড়া যত ভালোবাসা হোক না কেন এটা কখনো টিকে না। যখন দেখবেন কাছের মানুষগুলোর পরীক্ষা নিচ্ছেন তখন দেখবেন একাকীত্ব আপনার সব থেকে বেশি আপন হয়ে যাবে। আর একটা সময় এসে হয়তো ভেবে নিব যে একাকীত্ব সবথেকে বড় আপন আর এটাই থাকা ভালো। আর একাকীত্ব কিন্তু কখনো মানুষকে ঠকায় না। একাকিত্ব হচ্ছে মানুষের মতো। সুখে-দুখে পরিস্থিতি যে রকমই হোক পাশেই থাকবে সব সময়। কখনোই ছেড়ে যাবে না। তবুও ভালো মানুষের কাছে তো ঢুকতে হবে না। মানুষ তো আর স্বার্থ হাসিলের জন্য আমাকে ব্যবহার করতে পারতে না।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yeVeQQFqukf33Pzq7uaQrjskfzEcadEiM3ZDZdAQCfNHThptbxHmBRXRMtaER7jcFoWuXJPBLydcgdLvss8X6RzYQf1VG.jpeg
Source

It is difficult to understand how I am in this situation at the present time. You see, such incidents or words are happening to all of us constantly. We have such good relations with everyone all the time. I lent money to someone and it was supposed to be returned in two days. And it has been three months and he has not picked up my phone. He does not say whether he will give the money or not, good or bad. Suddenly, I called him yesterday from an unknown number and that is when the trouble started. After talking for a long time and after making inquiries, I talked about money. Then, on the contrary, I had to be accountable for what I would do with the money. When did I realize that lending money is also a kind of danger. I gave my money to others to benefit them, but now I have to be accountable to them if I want to get the money. Actually, when will our conscience wake up? I do not know, but our conscience and intellect are all dead. It is kicking the person we are benefiting from again, it has become part of our nature.
কেমন এটা পরিস্থিতির মধ্যে আছি আসলে বর্তমান সময়ে বোঝা মুশকিল। দেখবেন এমন ঘটনা বা কথা হয়তো আমাদের সবার সাথেই ঘুরছে প্রতিনিয়ত। সবার সাথেই অত ভালো সম্পর্ক লেনদেন হচ্ছে সব সময়। একজনকে টাকা ধার দিয়েছিলাম দুদিন পরে দেওয়ার কথা ছিল। আর তিন মাস হয়ে গেল সে আমার ফোন ধরে না। টাকা দেবে কি দেবে না ভালো বা মন্দ কোন কোথাও বলে না। হঠাৎ করে কাল আননোন নাম্বার দিয়ে ফোন দিয়েছিলাম তখনই বেঁধে গেল বিপত্তি। অনেক সময় কথা বলার পরে খোঁজ খবর নেওয়ার পরে টাকার কথা বললাম। তখন উল্টো আমাকে জবাবদিহিতা দিতে হল টাকা দিয়ে কি করব। কখন বুঝতে পারলাম টাকা ধার দেওয়াটাও এক ধরনের বিপদ। নিজের টাকা অন্যকে দিয়েছি উপকার করার জন্য অথচ টাকা পাইতে হলে এখন তার কাছে জবাবদিহিতা দিতে হচ্ছে। আসলে আমাদের বিবেক টা কবে জাগ্রত হবে। সেটা জানি না তবে আমাদের বিবেক বুদ্ধি সব যেন মৃত। যাকে দিয়ে উপকৃত হচ্ছি তাকে আবার লাথি দিচ্ছে এটা আমাদের স্বভাবের সাথে মিশে গিয়েছে।

We will be able to identify ourselves as good people only when we do not have the tendency to win in every word, to seek self-interest in every action. Sometimes it is necessary to lose knowingly or to give up our own interests. This may be a little painful temporarily, but you will see that something better has come out of it later. You will see that sometimes we feel very sorry for ourselves. What I was and what I became. How many loved ones I had and still have, but when I search, I cannot find anyone outside of self-interest. You will see that sometimes thoughts come to mind. However, we ourselves do not understand anything except selfish interests. However, we should love people along with their interests. Maintain friendship with them without cheating anyone. Friendship can win us one day and bring us even greater interests, but we do not understand this right away. We only see the immediate gain. So many people are so dear. Sometimes you will see that if you search outside of self-interest, you will not find anyone except one or two in a crowd of many people. And this is the real reality of the selfish world.
সব কথায় জিততে হবে, সব কাজেই স্বার্থ খুঁজতে হবে এমন প্রবণতা যখন আমাদের মাঝে থাকবে না তখনই আমরা একজন ভালো মানুষ হিসেবে পরিচয় দিতে পারব। মাঝে মাঝে জেনে বুঝে হেরে যাওয়া বা নিজের স্বার্থটাকে ছেড়ে দেওয়া প্রয়োজন রয়েছে। এতে হয়তো সাময়িকভাবে একটু কষ্ট হতে পারে দেখবেন পরবর্তীতে এর থেকে ভালো কিছু চলে এসেছে। দেখবেন মাঝে মাঝে আমাদের নিজেদেরকে নিয়ে বড্ড আফসোস হয়। কি ছিলাম কি হলাম। কত আপনজন ছিল এখনো আছে কিন্তু খুঁজতে গেলে স্বার্থের বাইরে কাউকে পাই না কাছে। এমনটা দেখবেন মাঝে মাঝে হয় চিন্তা ভাবনায় আসে। তবে আমরা নিজেরাও কিন্তু স্বার্থবাদী স্বার্থ ছাড়া কোন কিছু বুঝিনা। তবে আমাদের উচিত স্বার্থটার সাথে সাথে মানুষকে ভালোবাসা। কাউকে না ঠকিয়ে তার সাথে বন্ধুত্বটা টিকিয়ে রাখা। বন্ধুত্ব যে একদিন আমাদেরকে জিতিয়ে দিতে পারে এর থেকেও বড় স্বার্থ এনে দিতে পারে এটা কিন্তু তাৎক্ষণাৎ আমরা বুঝি না। শুধু উপস্থিত লাভটা দেখি। এত মানুষ এত প্রিয়। মাঝে মাঝে দেখবেন স্বার্থের বাইরে খুঁজতে গেলে অনেক মানুষের ভিড়ে দু-একজন ছাড়া আর কাউকেই পাবেন না। আর এটাই হলো স্বার্থপর পৃথিবীর আসল বাস্তবতা।
As I said, loneliness never deceives people. Stay alone, never give up on laughter and hope. Because these two things will inspire you to live in loneliness. A person can never be loved by anyone. No matter who he is, you will see that when self-interest stops, his true form emerges. This applies to everyone. Basically, no one lives well for love these days. Love has become self-centered now. You cannot give up, you have to fight with the situation. You have to change the course, not the goal, and reach your goal. Those who are leaving today will see your success and start singing your praises one day. God never deceives anyone. You will get the results of your hard work, even if it is late. Therefore, to achieve success in life, you must be patient and move forward through hard work. You will see that you have overcome loneliness and established yourself as a successful person. Even if there is no one around you now, you will see that everyone has achieved success. Anyway, I have said a lot. I hope you will like today's writing.
ওই যে বললাম একাকীত্ব মানুষকে কখনো ঠকায় না। একা থাকুন হাসি আর আশাটা কখনো ছেড়ে দিবেন না। কারণ এই দুটি জিনিসই একাকিত্বের মাঝে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগাবে। মানুষ কখনো কারোর প্রিয় হতে পারে না। সে যেই হোক না কেন দেখবেন স্বার্থটা বন্ধ হয়ে গেলে তার আসল রূপটা ভেসে উঠছে। এটা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য। মূলত ভালোবাসার জন্য বর্তমান সময়ে কেউ ভালোটা বাসে না। ভালোবাসাটা হয়ে গিয়েছে এখন স্বার্থকেন্দ্রিক। হাল ছেড়ে দিলে চলবে না পরিস্থিতির সাথে লড়াই করতে হবে। লক্ষ্য নয় গতিপথ পরিবর্তন করে নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে। যারা আজ ছেড়ে যাচ্ছে দেখবেন তারাই এক সময় আপনার সফলতা দেখে আপনার গুনো গান গাইতে শুরু করবে। সৃষ্টিকর্তা কখনো কাউকে ঠকায় না। ঠিক আপনার পরিশ্রমের ফল আপনি পাবেন সেটা দেরিতে হলেও। এজন্য জীবনের সফলতা অর্জন করতে হলে অবশ্যই ধৈর্য ধারণ করে পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে হবে। দেখবেন একটা সময় একাকীত্ব কেটে আপনি একজন সফল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এখন কাছে কেউ না থাকলেও দেখবেন যখন সফলতা অর্জন করেছেন সবাই। যাহোক অনেক কথা বলে ফেললাম ।আশা করছি আজকের লেখনি আপনাদের কাছে ভালো লাগবে।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!