There are very few people who do not like spending time by the river. Personally, I love spending time alone by the river. A long time ago, when I was living at home, sometimes I would sit alone by the river in the afternoon. I could never explain to anyone how much I enjoyed it. Although I do not stay at home much anymore, sometimes I really want to spend some time by the river, but my personal life has become so busy that I no longer have the opportunity to spend time by the river. However, when I sometimes go somewhere by the river, I look at the river with a surprised look, all the old memories come to mind. When I remember all those things, I really feel bad for myself, although it is never possible to explain this bad feeling to anyone. Imagine that one day you are sitting alone by the river in the afternoon, the southern breeze is blowing on your body, your hair is getting messy, then feel how someone must feel inside your mind. Is there a more beautiful feeling than this.
নদীর পাড়ে সময় কাটাতে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে ব্যক্তিগতভাবে আমি নদীর পাড়ে একাকী সময় কাটাতে অনেক বেশি ভালোবাসি। অনেক আগে যখন বাসায় থাকতাম তখন মাঝে মাঝে বিকেলবেলা একাকী নদীর পাড়ে গিয়ে বসে থাকতাম কতটা যে ভালো লাগতো সেটা আমি কাউকে বোঝাতে পারিনি কখনো। যদিও এখন বাসায় খুব একটা বেশি থাকা হয় না তবে মাঝে মাঝে খুব ইচ্ছে হয় কোন একটা নদীর পাড়ে গিয়ে কিছুটা সময় কাটাই কিন্তু ব্যক্তিগত জীবনে এতটা বেশি ব্যস্ত হয়ে গিয়েছে যে এখন আর নদীর পাড়ে গিয়ে সময় কাটানোর সুযোগ হয়ে ওঠে না। তবে যখন মাঝে মাঝে নদীর উপর দিয়ে কোথাও যাওয়া হয় তখন অবাক দৃষ্টিতে সেই নদীর দিকে তাকিয়ে থাকি, পুরনো সব স্মৃতি গুলো মনে পড়ে যায় নদীর পারে আগে কতটা সময় কাটাতাম সেই সকল কথা যখন মনে পড়ে তখন সত্যিই নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে যদিও এই খারাপ লাগাটা কখনো কাউকে বলে বোঝানো সম্ভব নয়। মনে করুন আপনি কোন একদিন বিকেল বেলা একাকী নদীর পাড়ে বসে আছেন দক্ষিণের পূবালী বাতাস এসে আপনার শরীর ছুইছে, মাথার চুল গুলো এলোমেলো হয়ে যাচ্ছে তখন আপনার মনের ভিতর কারো অনুভূতিটা কেমন হবে একটু অনুভব করুন। এর থেকে সুন্দর অনুভূতি আর কি কোথাও আছে.
I told you before, when I was at home, I used to spend time by the riverbank sometimes in the afternoon. Now I don't stay at home much, but when I go home, my brother and I try to spend some time by the riverbank. Why do you think everyone likes spending time by the riverbank a lot? A long time ago, I went home and suddenly one afternoon I made a plan to spend some time by the riverbank. Since there is new water in the river, it means that the whole thing is a little different. When new water comes into the river, the atmosphere is a little different from other times because then there is light water in the river but the intensity of the water current is much higher. It is very nice to see this scene. I really like standing on the bank of the river and feeling the intensity of the river current. Sometimes I can't control myself anymore, which is why I go down into the water and try to feel the intensity of the river current.
আমি আপনাদের আগেই বলেছি, আগে যখন বাসায় থাকতাম তখন মাঝে মাঝেই নদীর পাড়ে গিয়ে সময় কাটাতেন বিকেল বেলা। এখন বাসায় খুব একটা বেশি থাকা হয় না তবে যখন বাসায় যাই তখনই ভাই ব্রাদার সবাই মিলে চেষ্টা করি নদীর পাড়ে গিয়ে কিছুটা সময় কাটানোর। কেন জানি নদীর পাড়ে গিয়ে সময় কাটাতে সকলেই অনেক বেশি পছন্দ করে অনেকদিন আগে বাসায় গিয়েছিলাম বাসায় গিয়ে হঠাৎ করেই একদিন বিকেল বেলা প্লানিং করে ফেললাম যে নদীর পাড়ে গিয়ে কিছুটা সময় কাটাবো আর যেহেতু নদীতে নতুন পানি এসেছে তার মানে পুরো ব্যাপারটা একটু অন্যরকম মজার। যখন নদীতে নতুন পানি আসে তখন কার পরিবেশটা একটু ভিন্ন অন্যান্য সময়ের থাকে কারণ তখন নদীতে হালকা হালকা পানি থাকে কিন্তু পানির স্রোতের তীব্রতা থাকে অনেক বেশি এই দৃশ্যটা দেখতেই অনেক বেশি ভালো লাগে। নদীর পাড়ে দাড়িয়ে নদীর স্রোতের তীব্রতা অনুভব করতে আমার ভীষণ ভালো লাগে।আমি মাঝে মাঝে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না যার কারণে সেই পানির মধ্যে নেমে যাই এবং নদীর স্রোতের তীব্রতা অনুভব করার চেষ্টা করি।
The feeling of feeling the intensity of the river current feels different, it feels like it will immediately drag me somewhere else, but at this time you have to be very careful, a little carelessness can be the cry of your whole life. However, if you can spend some time in the midst of the river current, you will see that a different feeling is working inside you and you will not find this feeling anywhere else. I spent such a beautiful moment a few days ago, that moment is still attached to me like a memory. In fact, there are some moments in human life that become very exciting and colorful, these colorful moments are never forgotten or even possible to forget. At some point, when we remember that moment, we have to say with a gentle smile on our lips that the time was really much better.
নদীর স্রোতের তীব্রতা অনুভব করার ভালো লাগাটা অন্যরকম মনে হয়, মনে হয় এক্ষুনি আমাকে টেনে নিয়ে চলে যাবে অন্য কোথাও তবে এ সময় অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হয় একটু অসতর্কতা-ই হতে পারে আপনার সারা জীবনের কান্না। তবে আপনি যদি নদীর স্রোতের মাঝে কিছুটা সময় কাটাতে পারেন তাহলে দেখবেন আপনার ভিতরে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে আর এই ভালো লাগাটা আপনি অন্য কোন জায়গা খুঁজে পাবেন না। এরকমই এক সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম কিছুদিন আগে সেই মুহূর্তটা আমার কাছে আজও অনেকটা স্মৃতির মত জড়িয়ে আছে। মানুষের জীবনে আসলে কিছু কিছু মুহূর্ত আসে যে মুহূর্তগুলো অনেকটা রোমাঞ্চকর এবং রঙিন হয়ে যায় এই রঙিন মুহূর্তগুলো কখনোই ভুলে থাকা সম্ভব নয় বা ভুলে যাওয়া ও সম্ভব নয় কোন একটা সময়ে গিয়ে সেই মুহূর্তের কথা যখন আমাদের মনে পড়ে ঠিক তখনই ঠোঁটের কোন মৃদু হাসি দিয়ে বলতে হয় সময়টা আসলেই অনেক বেশি ভালো ছিল।
A few days ago, four or five of us went for a bike ride along the river bank in the afternoon. The river had just risen, and the small road that meandered through the middle of the river was in a state where it might sink within a few days. The environment there was such that there was water on both sides of the road, only the water had not risen above the road yet, and farmers were traveling along that road, and many people were standing on that road watching the new water flowing. We left our bikes on the river bank and walked along the middle of the road. It felt great to go there, there was only water and water all around and a small road in the middle, and we stood there for a long time. We also saw that many people were busy fishing in the new water of the river and many people were fishing with nets and rods. I had caught many fish with spears when I was a child, and it felt even better to go there and see such a scene.
কিছুদিন আগে বাসায় গিয়ে আমরা চার পাঁচ জন বিকেল বেলা তিনটা বাইক নিয়ে ঘুরতে গিয়েছিলাম নদীর পাড়ে। নদীতে তখন সবে মাত্র পানি এসেছে, নদীর মাঝ দিয়ে যেই ছোট রাস্তা টি এঁকেবেঁকে করে সামনের দিকে অগ্রসর হয়েছে সেই রাস্তাটির আর হয়তোবা কয়েকদিনের মাঝেই ডুবে যাবে এরকম একটা অবস্থা। ওখানকার পরিবেশটা ছিল এরকম যে রাস্তার এপাশ এবং ও পাশ দুই পাশেই পানি শুধুমাত্র রাস্তার উপরে এখন পর্যন্ত পানি ওঠেনি আর ওই রাস্তা দিয়েই কৃষকেরা যাতায়াত করছে সেই সাথে অনেক মানুষেরা সেই রাস্তার উপর দাঁড়িয়ে নতুন পানির বয়ে যাওয়া দৃশ্য দেখছে। আমরা নদীর পাড়ে বাইক রেখে হাঁটতে হাঁটতে চলে যায় সেই রাস্তার মাঝ বরাবর। সেখানে গিয়ে ভীষণ ভালো লাগছিল চারিদিকে শুধু পানি আর পানি আর মাঝখানে ছোট্ট একটা রাস্তা সেখানে দাঁড়িয়ে আমরা অনেকটা সময় বসে ছিলাম। সেই সাথে এটাও দেখেছিলাম যে নদীর নতুন পানিতে মাছ ধরার কাজে অনেকেই ব্যস্ত হয়ে পড়েছে এবং অনেক মানুষ মিলে জাল এবং বর্ষী দিয়ে মাছ ধরছে। বরশি দিয়ে ছোটবেলায় অনেক মাছ ধরেছি সেখানে গিয়েও এরকম একটা দৃশ্য দেখে অনেক বেশি ভালো লাগছিল।
To be honest, everyone loves and prefers spending time in the natural environment, and if it is the natural environment of the village, then there is nothing more to it. We stood on the road in the middle of the river and chatted for a long time. At one point while chatting, we almost crossed the road and went to the other side because the sky was cloudy and it was raining occasionally. There was a lot of mud on the road, which made traveling by bike very difficult. No matter how difficult it was, all our tiredness and bad feelings disappeared when we went to the river bank. Standing there, we were watching the scene of fishing in the river and looking at the fishing bags of many people to see how many fish they caught and what kind of fish they caught. Most of the fishermen were catching small fish like Tengra shrimp and putting them in their bags. Seeing such a scene of fishing, I often wished that I was not in the water, but we were not in the water in any case.
সত্যি বলতে প্রকৃতি পরিবেশের মাঝে সময় কাটাতে সকলেই অনেক বেশি ভালোবাসে এবং পছন্দ করে আর সেটা যদি গ্রাম গঞ্জের প্রকৃতিক পরিবেশ হয় তাহলে তো আর কোন কথাই নেই। নদীর মাঝে রাস্তার উপর দাঁড়িয়ে থেকে আমরা অনেকটা সময় আড্ডা দিয়েছিলাম আড্ডা দেওয়ার এক পর্যায়ে হাঁটতে হাঁটতে আমরা প্রায় রাস্তা পার হয়ে ওপারে চলে গিয়েছিলাম যেহেতু আকাশ মেঘলা ছিল আর মাঝে মাঝেই বৃষ্টি পড়ছিল রাস্তাঘাটে অনেক বেশি কাদা ছিল যার কারণে বাইক নিয়ে যাতায়াত করায় অনেক বেশি সমস্যা হয়েছিল। যতই সমস্যা হোক নদীর পাড়ে গিয়ে আমাদের সকল ক্লান্তি খারাপ লাগা দূর হয়ে গিয়েছিল। সেখানে দাঁড়িয়ে থেকে আমরা নদীতে মাছ ধরার দৃশ্য দেখছিলাম এবং অনেকের মাছ ধরার থলি দেখছিলাম যে কে কত বেশি মাছ পেয়েছে এবং কি কি মাছ পেয়েছে। বেশিরভাগ জেলে টেংরা চিংড়ি পুটি এ জাতীয় ছোট ছোট মাছ ধরে নিজেদের থলের মধ্যে রাখছিল। মাছ ধরার এরকম দৃশ্য দেখে অনেকবার ইচ্ছে হয়েছিল পানিতে না আমার কিন্তু পানিতে না আমার মত কোন অবস্থাতেই আমরা কেউ ছিলাম না।
To be honest, I don't like being confined within the four walls of the city at all. I always want to go to the countryside and breathe in the fresh air. And if you want to breathe in the fresh air and see the unique beauty of nature with your own eyes, then you definitely have to go to the village because the natural environment of the village is very similar to the natural environment of the city. And you can experience this beautiful scene yourself. This time I didn't stay in the village for very long, but I tried to enjoy every day in my own way for the few days I stayed in the village. I really liked it. I don't know when I will go to the village again and when I will sit and chat on the banks of the river, but to be honest, I really want to go back to the village, but the situation prevents me from going to the village.
সত্যি বলতে শহরের চার দেয়ালের মাঝে বন্দী থাকতে মোটেও ভালো লাগে না সব সময় ইচ্ছে করে গ্রাম-গঞ্জের প্রকৃতির পরিবেশের মাঝে গিয়ে সতেজ নিঃশ্বাস নিতে। আর আপনি যদি সতেজ নিঃশ্বাস এবং প্রাকৃতির অপরূপ সৌন্দর্য দুই চোখ দিয়ে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে গ্রামে যেতে হবে কারণ গ্রামের প্রকৃতি পরিবেশের সাথে শহরের প্রকৃতিক পরিবেশের অনেকটাই বইসাদৃশ্য রয়েছে। আর এই বইসা দৃশ্য আপনি নিজ থেকে অনুভব করতে পারবেন। এবার গ্রামে গিয়ে খুব একটা বেশি দিন থাকা হয় নি তবে যে কয়টা দিন গ্রামে থেকেছিলাম প্রত্যেকটা দিন নিজের মতো করে উপভোগ করার চেষ্টা করেছিলাম ভীষণ ভালো লেগেছিল। জানিনা আবার কবে গ্রামে যাওয়া হবে কবে নদীর পাড়ে বসে আড্ডা দেওয়া হবে তবে সত্যি বলতে খুব করেই মন চায় গ্রামে ফিরে যেতে কিন্তু পরিস্থিতি গ্রামে যেতে বাধা দেয়।
Wow. This is a great post to see. There are so many awesome photographs you have shared.
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.