আসসালামুয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই।
আমি আশা করছি সবাই ভালো আছেন। আমি ও ভালো আছি।
আমি আজকে নতুন কিছু শেয়ার করবো আপনাদের সাথে।
আমি আজকে একটি হনুমানের ছবি আপলোড করছি। অনেক দিন পর আমাদের গ্ৰামে একটি হনুমান আসিলো।
আমি আমার বাড়ি থেকে পাকা কলা আর বেগুন 🍆 খেতে দিয়েছি। কিন্তু বেগুন খায় নি পাকা কলা খেয়েছে।
আমাদের গ্রামে কিছু দিন পর পর হনুমান আসে। আমাদের গ্রামে ছোট ছোট ছেলে পিলের জন্য গ্ৰামে বেশি খন থাকতে পারে না। তাড়া করে নিয়ে বেড়াতে থাকে পরে সেই হনুমান গুলো ইন্ডিয়া দিকে পালিয়ে চলে যায়।।
Image
আমার বাড়ির পোষা মুরগি। আমি সকালে উঠে চেয়ারে বাড়ির উঠানে বসে ছিলাম। তখন বাড়ির মুরগি গুলো ঘর থেকে বেরিয়ে এসে খেতে শুরু করে। আমার হঠাৎ করে খেয়াল গেলো মুরগি গুলো ওপর। মুরগি গুলো খুব সুন্দর করে খাচ্ছিল আমি তা দেখছিলাম।। দেখতে দেখতে আমি আমার ক্যামেরা বন্দি করে নিই।
প্লিজ সবাই আমার ব্লাগ থেকে ঘুরে আসার আমন্ত্রণ রইল।
আ
সবাইকে আমার পক্ষ থেকে,,
(((ধন্যবাদ))