Dear brothers and friends of Blurt, a few days later I went to the Holiday Park in Narsingdi district of Dhaka and I really enjoyed visiting there.

in blurt-1787181 •  14 days ago 

1000050971.jpg
আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রহমানির রহিম।
শুরু করছি মহান আল্লাহতালার নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক।
Blurt এর প্রিয় ভাইরা বন্ধুরা সকলেই আল্লাহর রহমতে কেমন আছেন আশা রাখি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি ও সুস্থ আছি।
Blurt এর প্রিয় ভাইয়েরাও বন্ধুরা আমি বাংলাদেশ থেকে আজকে আমি আপনাদের সাথে তেমন একটা বিষয় শেয়ার করব যেটা আমি গতকালকে শেয়ার করতে পারি নাই কিছু কারণ বসতে তবে গতকালকে কি কারণে শেয়ার করতে পারি নাই এটা আপনাদেরকে আগামীকাল শেয়ার করবেন ইনশাল্লাহ তবে আমি দুই দিন আগে যে বিষয়টা শেয়ার করতে চাই ছিলাম সেদিন কিছু শেয়ার করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ।

1000051101.jpg

Blurt এর প্রিয় ভাই ও বন্ধুরা আমি আপনাদের সাথে দুইদিন আগে শেয়ার করেছিলাম আমার একটা বিষয় এবং আমি এটাও বলেছিলাম যে আমার বাসার সিরাজগঞ্জ জেলায় সিরাজো সদর থানায় এবং আমি লেখাপড়া করি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা আরবি বিশ্ববিদ্যালয় এবং সেখান থেকে আমি যেখানে গিয়েছিলাম সেটাই আমি দুই দিন আগে শেয়ার করেছিলাম অর্থাৎ আমি এবং আমার তিনজন বন্ধু মিলে গিয়েছিলাম ঢাকা বিভাগের নরসিংদী জেলায় অবস্থিত ড্রীম হলিডে পার্ক এবং সেখানে গিয়ে আমরা অনেক আনন্দ ফুর্তি করেছি অনেক মজা করেছি এবং সেখানে গিয়ে আমরা নাগরতলা উঠেছিলাম এবং আমরা জাদুঘরের অর্থাৎ ভূতের বাড়ি ঢুকেছিলাম এবং অনেক অনেক আমরা সবাই মিলে ফটোকভাবে করেছি এবং সেখানে একটা টাইটানিক জাহাজ রয়েছে সে যেন আমি ফটোকপি করেছি সেগুলো আমি মি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ যাই হোক সেখানে আমরা তিনজন বন্ধু মিলে অনেক আনন্দ ফুর্তি করেছি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যদি বাংলাদেশের কোন উপায় থাকেন যদি কোন সময় অবসর সময় থাকে অবশ্যই অবশ্যই আপনারা ড্রিম হলিডে পার্ক একবার হলেও করে আসবেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ।

1000051084.jpg

Blurt এর প্রিয় ভাই ও বন্ধুরা আজকের মত আমি এখানেই সমাপ্ত করলাম সকলেই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং আমাকে সকলেই নতুন হিসেবে সাপোর্ট দিবেন আমি আপনাদের পরামর্শে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ।

1000051109.jpg

Assalamu Alaikum.
Bismillahir Rahmanir Rahim.
I begin in the name of Allah the Most Gracious, the Most Merciful, the Most Merciful. All praise is for Allah the Most Gracious, the Most Merciful, the Lord of the whole world.
Dear friends of Blurt, how are you all, by the grace of Allah, I hope that everyone is well and healthy by the grace of Allah, Alhamdulillah, I am also well and healthy by the grace of Allah.
Dear friends of Blurt, I am from Bangladesh, today I will share with you something that I could not share yesterday, for some reason, but I could not share it yesterday, I will share it with you tomorrow, God willing, but I wanted to share the thing that I shared two days ago, I will share it with you, God willing.

Dear brothers and friends of Blurt, I shared with you two days ago a topic of mine and I also said that my home is in Sirajganj district, Siraj Sadar Police Station and I study at Jamia Islamia Darul Uloom Madania South Jatrabari Dhaka Arabic University and from there I shared where I went two days ago, that is, I and my three friends went to Dream Holiday Park located in Narsingdi district of Dhaka division and we had a lot of fun there and had a lot of fun and after going there we went up to Nagartala and we entered the museum i.e. the ghost house and we all took a lot of photos and there is a Titanic ship there that I have photocopied. I will share them with you InshaAllah. Anyway, I cannot explain to you that we three friends had a lot of fun there if there is any way in Bangladesh if there is any free time, of course you should visit Dream Holiday Park at least once, it will be very nice InshaAllah.

Dear brothers and friends of Blurt, I'm done here for today. May everyone be well and healthy and may everyone support me as a newbie. I will try to follow your advice, Insha'Allah.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!