Dear friends of Blurt, a few days ago, that is, two or three days ago, a few friends went to a restaurant for dinner. Alhamdulillah, we all enjoyed it.

in blurt-1787181 •  13 days ago 

1000136191.jpg
আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু করছি মহান আল্লাহ তার নামে যিনি পরম করুনাময় অসীম দয়ালু সমস্ত প্রশংসা ওই আল্লাহ তায়ালার জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক।
Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা সকলেই আল্লাহ তায়ালার রহমতে কেমন আছেন আশা রাখি সকলেই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন অসুস্থ আছেন।
Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমি বাংলাদেশ থেকে আজকে আমি আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করব যে কারণে আমি দুই দিন আগে পোস্ট করতে পারি নাই সে বিষয়টা আমি গতকালকে আপনাদেরকে বলেছি যে আমি কি কারনে পোস্ট করতে পারি নাই সেই বিষয়টা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ।

1000136210.jpg

Blurt এর প্রিয় ভাই ও বন্ধুরা যাই হোক আমি ইতিপূর্বের কথাটা বলেছি এবং আমি এ কথাটা অনেকবার বলেছি যে আমার বাসা সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ সদর থানায় এবং আমি লেখাপড়া করি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা আরবি বিশ্ববিদ্যালয় এবং আমাদের মাদ্রাসায় প্রতি সপ্তাহ নেই গত বৃহস্পতিবার অর্থাৎ আমি যে কারণে বৃহস্পতিবার দিন পোস্ট করতে পারি নাই সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গত বৃহস্পতিবার পড়তে বসছি এমন সময় সকল বন্ধুরা মিলে অর্থাৎ পাঁচ সাতজন বন্ধুরা মিলে একটা আবেদন করল যে চলো সবাই আজকে আমরা বাহিরে কোন রেস্টুরেন্টে‌ খাবার খাব তখন কি করার সকলের মদ পেশ করলো আমিও তাদের সাথে মজমাশ করলাম এবং তখন আমরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে চলে গেলাম আর এই রেস্টুরেন্টটা বেশি দূরে না আমাদের মাদ্রাসা থেকে বের হয়ে কিছুক্ষণ যাত্রাবাড়ী চৌরাস্তার দিকে হাটলেই রেস্টুরেন্টটা হাতের বামে পড়ে আমরা ৫, সাতজন বন্ধু মিলে সেখানে আমরা খাওয়ার জন্য দিয়েছিলাম সেগুলার দুই একটা ফটোকভাবে আমি করে রেখেছি সেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।

1000136211.jpg

Blurt এর প্রিয় ভাইরা বন্ধুরা সেদিন আমরা চেয়েছিলাম নান রুটি এবং তন্দুর রুটি এবং তার সাথে চাপ নিয়ে সাথে সালাত আমরা সেদিন সবাই মিলে এই আইটেমগুলো খেয়েছিলাম আলহামদুলিল্লাহ সকলে আমরা সন্তুষ্ট হয়েছি।
Blurt এর প্রিয় ভাইরা বন্ধুরা আজকের মত আমি এখানে এই সমাপ্ত করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে সকালে সাপোর্ট দিবেন আমি আপনাদের পরামর্শ চলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ।

Assalamu Alaikum.
Bismillahir Rahmanir Rahim. I begin in the name of Allah the Most Gracious, the Most Merciful, all praise is for Allah the Almighty, the Lord of the whole world.
Dear brothers of Blurt, friends, how are you all, by the grace of Allah the Almighty, I hope everyone is well, sick, by the grace of Allah the Almighty.
Dear brothers of Blurt, friends, I am from Bangladesh, today I will share with you a topic that I could not post two days ago, I told you yesterday that I could not post it, I will tell you why, Inshallah.

Dear brothers and friends of Blurt, I have said this before and I have said this many times that my home is in Sirajganj Sadar Police Station in Sirajganj district and I study at Jamia Islamia Darul Uloom Madania South Jatrabari Dhaka Arabic University and our madrasa is not open every week. Last Thursday, that is, I am going to share with you the reason why I could not post on Thursday. Last Thursday, while I was studying, all my friends, that is, five or seven friends, made a request that let's all eat at a restaurant outside today. Then what should we do? They offered everyone alcohol. I also had a drink with them and then we all went to a restaurant together and this restaurant is not far from our madrasa. After walking for a while towards Jatrabari intersection, the restaurant is on the left. We, 5 or 7 friends, had dinner there. I have taken two photos of them and I will share them with you today, Insha Allah.

Dear brothers of Blurt, that day we wanted naan roti and tandoor roti and with it, we all ate these items together that day, Alhamdulillah, we were all satisfied.
Dear brothers of Blurt, that's how I ended up here today, everyone stay well, stay healthy and support me in the morning, I will try to follow your advice, InshaAllah, Allah Hafez.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!