I hope you all are well and I am also well. Today I am here again with a new post of mine. I took the photographs of the post that I have appeared to share with you today almost three years ago. You made the first flower garden in our school this year. Since it was the first year that the flower garden was being created, we all had to work a lot. This year every teacher and teacher of our school participated in our work because it is really very difficult to create such a big place in a new way and it will not be possible for any one person. Among the teachers who helped me the most in my work was Suman sir because of his presence I was able to do this work very well if he did not participate in this work with me I would not have been able to complete my work in any way.
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আমার একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের মাঝে যে পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়েছি সেই পোস্ট এর ফটোগ্রাফি গুলো আমি ধারণ করেছিলাম প্রায় আজ থেকে তিন বছর আগে। তুমি এই বছর আমাদের স্কুলে প্রথম ফুলের বাগান তৈরি করেছিলাম। যেহেতু প্রথম বছর ফুলের বাগান তৈরি করা হচ্ছিল তাই আমাদের সকলকেই অনেক বেশি পরিমাণে পরিশ্রম করতে হয়েছিল। এই বছরে আমাদের স্কুলের প্রতিটি শিক্ষক-শিক্ষিকা আমাদের এই কাজে অংশগ্রহণ করেছিল কেননা এই এত বড় একটা জায়গা নতুন ভাবে তৈরি করাটা আসলেই অনেক কঠিন একটা ব্যাপার আর সেটা কোন একজন ব্যক্তির জন্য কোন ভাবেই সম্ভব হবে না। শিক্ষকের মধ্য থেকে আমার সাথে কাজে সব থেকে বেশি সাহায্য করেছিল সুমন স্যার সে থাকার কারণে আমি এই কাজটা খুবই ভালোভাবে করতে পেরেছিলাম যদি সে আমার সাথে এই কাজে অংশগ্রহণ না করতো তাহলে আমি কোনভাবেই আমার এই কাজটি সম্পন্ন করতে পারতাম না।
If you take a closer look, you will see what kind of situation this place has become and how difficult it is to create a flower garden in this situation, you probably don't need to explain to me anymore. To tell the truth, the environment of this place was so bad that no work could be done in that place. We worked hard and finally managed to create a beautiful flower garden. Although we had to work hard for several days, we worked hard without paying any price and finally we were able to create a beautiful flower garden there.
আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন যে এই জায়গাটির কি ধরনের একটা পরিস্থিতি হয়ে গিয়েছে আর এই পরিস্থিতিতে ফুলের বাগান তৈরি করা কতটা কঠিন ব্যাপার সেটা হয়তোবা আপনাদের আর বলে বোঝানোর প্রয়োজন হবে না। সত্য কথা বলতে এই জায়গাটার পরিবেশ এতটাই খারাপ ছিল যেখানে কোন ধরনের কাজ করা সম্ভব নয় সেই জায়গাটিতে আমরা অনেক বেশি পরিশ্রম করেছি এবং অবশেষে সুন্দর একটা ফুলের বাগান তৈরি করতে সক্ষম হয়েছে। যদিও এই কাজ করার জন্য আমাদেরকে দীর্ঘ বেশ কয়েকদিন প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়েছে তারপরও আমরা আমাদের সেই পরিশ্রমের মূল্য না দিয়ে একইভাবে কাজ করে দিয়েছি আর সেই কাজের ফলে অবশেষে আমরা সেখানে খুবই সুন্দর একটা ফুলের বাগান তৈরি করতে সক্ষম হয়েছি।
Since it was the first time and the first year we did this work, we had to put in a lot of effort as well as spend a lot of money on planting flowers in the first year. Still we have worked hard and without regard for money to enhance the beauty and through this we have been able to create a very beautiful flower garden.
যেহেতু প্রথম বার আর প্রথম বছর আমরা এই কাজ করেছিলাম তাই আমাদেরকে যেমন বেশি পরিমাণে পরিশ্রম করতে হয়েছিল তেমনিভাবে ফুল গাছ লাগানোর জন্য ও অনেক টাকা খরচ করতে হয়েছিল প্রথম বছরে। তারপরও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা পরিশ্রম এবং টাকা-পয়সার গুরুত্ব না দিয়ে কাজ করে দিয়েছি এবং এরই মধ্য দিয়ে আমরা খুবই সুন্দর একটা ফুলের বাগান তৈরি করতে সক্ষম হয়েছি।