Blurt has dropped in price a bit so now is the chance

in blurt-1787181 •  25 days ago 

Screenshot_2024-12-28-22-46-06-23_6604d2525654b46e33aa2968a0a78870.jpg

Hope you all are well and I am too. Today I am back to share another new post with you. As you all may have noticed that our all favorite coin has gone down relatively a bit since the price of the coin has gone down comparatively so I think this is the best time to buy this point. Because whenever the price of these coins starts to rise again we will all benefit a lot and this is why hoarding these coins is very important. You may have noticed that the more coins a person has in their power, the better user or big user we consider, since there is no reputation system here, I think having more power is very important. And the more the number of powers can be increased, the more earnings and growth will be possible.

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম। আপনারা হয়তোবা সকলেই একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেছেন আমাদের সকলের প্রিয় কয়েন এর দাম তুলনামূলকভাবে কিছুটা কমে গেছে যেহেতু কয়েনের দাম তুলনামূলক ভাবে কিছুটা কমে গিয়েছে তাই আমি মনে করি এটাই সবথেকে মোক্ষম সময় এই পয়েন্টটাকে ক্রয় করে রাখা। কারণ এই কয়েনের দাম যখনই আবার বৃদ্ধি পেতে শুরু করবে তখন আমরা সকলেই অনেক বেশি লাভবান হয়ে যাব আর এই জন্য এই কয়েন কে জমা করে রাখা অত্যন্ত জরুরি। আপনারা হয়তোবা লক্ষ্য করে দেখেছেন যে ব্যক্তির পাওয়ারে যত বেশি পরিমাণে কয়েন থাকে তাকেই আমরা বেশি ভালো ইউজার বা বড় ইউজার বলে গণ্য করে থাকে যেহেতু এখানে কোন ধরনের রেপুটেশন সিস্টেম নেই তাই পাওয়ার বেশি হওয়াটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার কাছে মনে হয়। আর পাওয়ার এর সংখ্যা যত বেশি পরিমাণে বৃদ্ধি পাওয়া যাবে ততই বেশি পরিমাণে উপার্জন ও বৃদ্ধি পাওয়া সম্ভব হবে।

Screenshot_2024-12-28-22-46-29-41_6604d2525654b46e33aa2968a0a78870.jpg

Not only that the volume of dubs has decreased a bit but if we look a little bit better then we can see the market cap and also many other factors that have decreased and what has increased. I am sometimes surprised to see this coin's all time high, just think how much more profitable we will be if the coin ever gets close to this all time high again. That's why we all should deposit this coin as much as possible and whenever possible to deposit this coin then we will get a chance to earn good amount from here.

শুধুমাত্র যে ডাবের পরিমাণটাই কিছুটা কমে গিয়েছে তা কিন্তু নয় আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে মার্কেট ক্যাপ ও এছাড়াও আরো যত বিষয়গুলো রয়েছে সেটাও দেখতে পাবো যে কি কি কমেছে আর কি কি বৃদ্ধি পেয়েছে। আমি মাঝে মাঝে এই কয়েনের অল টাইম হাই দেখে অবাক হয়ে যায় যদি পুনরায় কোন একটা সময় আবার এই অল টাইম হাইয়ের কাছাকাছি কয়েন পৌঁছে যায় তাহলে একবার ভেবে দেখুন আমরা কত বেশি লাভবান হয়ে যাব। এজন্য আমাদের সকলের উচিত যতটা বেশি পরিমাণে সম্ভব এই কয়েনকে জমা রাখতে হবে আর যখনই এই কয়েন জমা রাখা সম্ভব হবে তখনই আমরা এখান থেকে ভালো পরিমাণে উপার্জন করার মত সুযোগ পেয়ে যাব।

IMG_20241228_224658.jpg

এজন্য উপার্জনের পাশাপাশি আমাদের উচিত মাঝে মাঝে কিছু টাকা ব্যবহার করে এই কয়েনকে ক্রয় করা অর্থাৎ এই কয়েনে ইনভেস্ট করা। যেহেতু এটা কোন একটা কিটো কারেন্সি তাই এখানে ইনভেস্ট করার পূর্বে অবশ্যই নিজেদের রিচার্জ করে নেওয়াটা অত্যন্ত জরুরী। আপনারা নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অনুসন্ধান করবেন এবং দেখবেন যে এখানে আপনারা যদি ইনভেস্ট করেন তাহলে লাভ হবে কিনা আর তখনই এটা কিনে জমা রাখবেন।

That's why besides earning we should buy these coins by using some money sometimes i.e. invest in these coins. Since this is a keto currency, it is very important to recharge yourself before investing here. You will use your own experience to research and see if you will invest here and then buy and deposit it.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!