I hope you all are well and I am also well. Today I am back with another new post. A few days ago, it was our country's Victory Day and various activities were taken in every part of the country based on this Victory Day. Since we are working in a school, we also took various initiatives in your school to celebrate this day. Since our exams are over, we no longer arrange for students to be present in our school on this day.We have taken various initiatives to celebrate this day in our school without students. To observe this day first we all the teachers of the school appeared in the morning and after reaching the school we hoisted the national flag to pay respect to the martyrs.
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। এইতো কয়েকদিন আগের কথা আমাদের দেশের বিজয় দিবস ছিল আর এই বিজয় দিবসকে কেন্দ্র করে দেশের প্রত্যেক জায়গাতে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছিল যেহেতু আমরা একটা স্কুলের চাকরি করি তাই আপনাদের স্কুলে ও আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছিলাম এই দিনটাকে উদযাপন করার জন্য। যেহেতু আমাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তাই আমরা এই দিনে আর আমাদের স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির ব্যবস্থা করেছিলাম না আমরা ছাত্র-ছাত্রী ব্যতীতই আমাদের স্কুলের এই দিনটাকে পালন করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছিলাম। এই দিনটা পালন করার জন্য প্রথমেই আমরা সকাল সকাল স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা উপস্থিত হয়েছিলাম এবং স্কুলে উপস্থিত হবার পরেই আমরা শহীদদের শ্রদ্ধার নিবেদন করার জন্য জাতীয় পতাকা উত্তোলন করেছিলাম।
After a long nine month war we got freedom and we always try to give importance to that freedom and that day is given the most importance because on this day we got our freedom. Where we won the victory on this day.
দীর্ঘ নয়মাসক্ত হয়ে যুদ্ধের পরে আমরা স্বাধীনতা অর্জন করেছি আর সেই স্বাধীনতাকে আমরা সবসময় চেষ্টা করি ভালোভাবে গুরুত্ব দিতে আর সেই দিনটাকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে হয় কারণ এই দিনটাতে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম। কোথায় আমরা বিজয় অর্জন করেছিলাম এই দিনটাতেই।
যদি আমরা এই দিনটা আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের কে নিয়ে কাটাতে পারতাম তাহলে আরও সুন্দরভাবে অনেক সুন্দর সময় উপভোগ করতে পারতাম যাই হোক এই বছর যাই হোক এই বছরে যেহেতু সুযোগ পাইনি পরবর্তী বছরে আমরা এমন উদ্যোগ গ্রহণ করব বলে চিন্তা করেছি আর এই চিন্তা ধারাকে কাজে লাগিয়েই আমরা পরবর্তী সময়ে আমাদের এই বিজয় দিবসের অনুষ্ঠানটাকে আরও সুন্দর করে তুলবো। দিবস সম্পর্কে যদি আপনাদের কোন মতামত থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোষ্টের মধ্যে দিয়ে।
If we could spend this day with the students of our school, we could have enjoyed a lot of beautiful time. Anyway, this year, since we didn't get the chance this year, we thought that we will take such an initiative in the next year, and using this thought, we Next time we will make this victory day event more beautiful. If you have any opinion about the day, you must tell me by commenting today and I am not sharing much with you like today, I will appear with you later in a new post.