Organizing food and drinks centered around the Waj Mahfil

in blurt-1787181 •  21 hours ago 

IMG20250221183103.jpg

I hope you are all well, I am also well. Today I am back with another new post. I have noticed that with the arrival of winter, Waz Mahfils start happening in our country. Especially from the beginning of winter, these Waz Mahfils start happening and when the fasting ends, the number of Waz Mahfils increases relatively a lot. If we observe a little better now, we will see Waz Mahfils happening constantly in different parts of Bangladesh and the weather during this time is so beautiful that I think it is a good time for Waz Mahfils to happen. Not only in Bangladesh, Waz Mahfils happen during this time, but also in India and Pakistan, a lot of Waz Mahfils can be seen during this time of winter. Waz Mahfils happen in those regions of India where there are Muslims and a lot of Waz Mahfils may also happen in Pakistan during these winter days. Since I don't know much about these two countries, I have noticed that a large number of waz mahfils are held in Bangladesh during this winter. In other years, the number of waz mahfils is slightly less, but this year the number of waz mahfils has increased relatively. Yesterday, a waz mahfil was organized in our village, that is, near my house, and food was arranged for all the listeners who came to this waz mahfil. And to arrange this food, I had to spend most of the day there, that is, I had to work hard for a long time there, in fact, this is a matter for many people, so we all had to work very hard to deliver food to all of them.

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আমি লক্ষ্য করে দেখেছি শীতকাল আসার সাথে সাথে আমাদের দেশে ওয়াজ মাহফিল হতে থাকে। বিশেষ করে শীতের শুরু থেকেই এই ওয়াজ মাহফিল শুরু হতে থাকে আর যখন স্বীকার শেষ হয়ে যায় সেই সময়টাতে ওয়াজ মাহফিলের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেতে থাকে। আমরা এখন যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে প্রতিনিয়ত ওয়াজ মাহফিল লক্ষ্য করব আর এই সময়টার আবহাওয়া এতটাই সুন্দর থাকে যা ওয়াজ মাহফিল হবার জন্য একটা যথেষ্ট সময় বলে আমি মনে করি। শুধুমাত্র যে বাংলাদেশে এই সময়টাতে ওয়াজ মাহফিল হয় তা কিন্তু নয় ভারত এবং পাকিস্তানেও শীতের এই সময়টাতে প্রচুর পরিমাণে ওয়াজ মাহফিল লক্ষ্য করা যায়। ভারতের যে অঞ্চলগুলোতে মুসলমান রয়েছে সেই অঞ্চলগুলোতে ওয়াজ মাহফিল হয়ে থাকে আর পাকিস্তানেরও প্রচুর পরিমাণে ওয়াজ মাহফিল হয়তোবা হয়ে থাকে শীতের এই দিনগুলোতে। যেহেতু এই দুইটা দেশের সম্পর্কে আমি ততটা ভালোভাবে জানি না কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি বাংলাদেশে বেশি পরিমাণে ওয়াজ মাহফিল হয়ে থাকে এই শীতের সময়টাকে কেন্দ্র করে।অন্যান্য বছরে ওয়াজ মাহফিলের সংখ্যা কিছুটা কম থাকে কিন্তু এই বছরে ওয়াজ মাহফিলের সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। গতকালকে আমাদের গ্রামে অর্থাৎ আমার বাড়ির পাশেই একটা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল আর এই ওয়াজ মাহফিলে আগত সকল শ্রোতাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল। আর এই খাবারের ব্যবস্থা করার জন্য দিনের বেশিরভাগ অংশ আমাকে সেখানে ব্যয় করতে হয়েছে অর্থাৎ এই বিষয়টাকে কেন্দ্র করে আমাকে দীর্ঘ সময় সেখানে পরিশ্রম করার প্রয়োজন হয়েছে আসলে এই অনেক মানুষের বিষয় তো তাই আমাদের সকলকে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে তাদের সকলের হাতে খাবার পৌঁছে দেবার জন্য।

IMG20250221183053.jpg

করা হয়েছিল তাই আমরা সকাল থেকেই এই খাবার তৈরির কাজ শুরু করে দিয়েছিলাম। খাবার তৈরির কাজ শেষ হয়েছে আবার পরে আমরা সকলে মিলে প্যাকেটিং এর কাজ শুরু করে দিয়েছিলাম। আমরা একটু উন্নত ভাবে প্যাকেটিং এর মাধ্যমে খাবার দিয়েছিলাম এই খাবারের মধ্যে মাংস ছিল এবং খিচুড়ি ছিল। আমরা সকলেই জানি যে রাতের বেলায় এই ধরনের খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে তাই আমরা মানুষের সাথে সাথে খিচুড়ির ব্যবস্থা করেছিলাম। রাত্রিবেলায় ওয়াজ মাহফিল শুনতে এবং এই ভাবে খিচুড়ি খেতে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময় আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্টের মধ্য দিয়ে।

was done, so we started preparing this food from the morning. The food preparation was finished and later we all started the packing work together. We served the food through a little advanced packaging, this food had meat and khichuri. We all know that it is much better to eat this kind of khichuri at night, so we arranged khichuri with the people. Do let me know in the comments how you feel about listening to the waz mahfil at night and eating khichuri like this. Today, I am not sharing much with you, like today, I will appear among you next time through a new post.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!