Coming back after a long time

in blurt-1787181 •  23 hours ago 

20250221_123010.jpg

I hope you are all well and I am also well. Today I am back with another new post. I feel very happy to be able to share a post with you all after a long time. I have been very busy for the past few days and that is why I could not find time to share any post with you. You see, I was very busy and that is why I could not share any post with you. It feels very good to be back with you after such a long time. To be honest, I felt very bad for not being able to share any post with you for so long but what else can be done, busyness is a human religion. In personal life, every person gets busy with their various works and this amount of busyness increases a lot at times and during these times, they cannot maintain their presence in many places even if they want to. However, after a long time, I have been able to be free again and that is why I will try to share posts with you again every day like before from now on.

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আপনাদের সকলের সাথে অনেকদিন পরে আবারো একটা পোস্ট শেয়ার করতে পারছি এর জন্য ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লাগছে। গত বেশ কয়েকদিন যাবৎ আমি খুবই ব্যস্ত সময় পার করছিলাম আর এই জন্যই আমি মূলত আপনাদের মাঝে তেমন কোন পোস্ট শেয়ার করার সময় করে উঠতে পারছিলাম না। দেখতো প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম আর এই জন্যই আপনাদের মাঝে মূলত পোস্ট শেয়ার করতে পারছিলাম না। এত কথা বলতে এতদিন পরে আপনাদের মাঝে ফিরে আসতে খুবই ভালো লাগছে। সত্য কথা বলতে এতদিন আপনাদের মাঝে যে পোস্ট শেয়ার করতে পারেনি এর জন্য আমার কাছে অনেক খারাপ লাগছিল কিন্তু কি আর করা যাবে বলেন ব্যস্ততা তো মানুষের একটা ধর্ম। ব্যক্তিগত জীবনে প্রত্যেকটা মানুষই তাদের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর এই ব্যস্ততার পরিমাণটা অনেকটাই বৃদ্ধি পেয়ে যায় কিছু কিছু সময় আর এই সময়গুলোতে তারা চাইলেও অনেক জায়গায় নিজেদের উপস্থিতি ধরে রাখতে পারে না। যাইহোক অনেকদিন পরে আবারো কিছুটা ফ্রি হতে পেরেছি আর এজন্যই চেষ্টা করবো এখন থেকে আপনাদের মাঝে আবারও সেই আগের মত প্রত্যেকদিন পোস্ট শেয়ার করার জন্য।

And I feel very happy to be here with you after a long time. If you have any opinions after getting back to me after a long time, you can also comment and let me know. From today, I will share posts with you regularly, especially about various issues of our school, because I have noticed that you like my school posts the most. And since I spend most of my time at school, it becomes relatively easy for me to share posts about school.

আর অনেকদিন পরে আপনাদের মাঝে হাজির হতে পেরে আমার কাছে অনেক ভালো লাগছে। অনেকদিন পরে আমাকে ফিরে পেয়ে আপনাদের যদি কোন মতামত থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকে থেকে আপনাদের মাঝে প্রতিনিয়ত আবারো পোস্ট শেয়ার করব বিশেষ করে আমাদের স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের মাঝে পৌঁছে শেয়ার করব কারণ আমি লক্ষ্য করে দেখেছি আমার স্কুলের পোস্টগুলো আপনারা সব থেকে বেশি পরিমাণে পছন্দ করে থাকেন। আর আমি যেহেতু বেশিরভাগ সময় স্কুলেই কাটিয়ে থাকি তাই স্কুলের বিষয়ে পোস্ট শেয়ার করাটা আমার জন্য তুলনামূলকভাবে সহজ হয়ে যায়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!