Returning after a week of illness

in blurt-1787181 •  last month 

beach-1033294_1280.jpg

Link
I hope you all are well and I am also well. Today I am back with another new post. I haven't been able to share any posts with you for the past week due to illness and I can't tell you how hard this week has been for me. Although I had mobile phone and internet for this week but the extent of sickness was so great that I could not get any chance to do any kind of work. To be honest I didn't want to do any work this past week so I haven't shared any kind of post with you guys in a few weeks. Anyway after a week I am here to share another new post with you guys which I am personally very happy about. Actually I feel very good about coming back because for the past three months I have been present among you in the same way but every time I could not be present among you for a week or so I felt very bad in my heart. In fact, feeling bad will not work, why did you say that whenever I was lost from all of you last week, maybe many people were looking for me and maybe they did not even try to look for me. Those who were my well-wishers tried to find me where I got lost this past week. But I have come to understand very well in the last one week that the amount of those well-wishers is very small. Last week I noticed that not many people have been checking me these days which means I can tell very well that I have very few well wishers and that's why they don't feel any need to check me. However, it is only in bad times that you can understand who are real friends and I have been able to understand that very well in this one week. Anyway, I am back among you again, so it is good that from now on I will try to be present among you again like before.
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। গত এক সপ্তাহ অসুস্থতার কারণে আমি আপনাদের মাঝে কোন ধরনের পোস্ট শেয়ার করতে পারিনি আর এই এক সপ্তাহ যে আমি কতটা কষ্টের সাথে কাটিয়েছি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদিও এই এক সপ্তাহ আমার কাছেই মোবাইল ছিল এবং আমার কাছে ইন্টারনেটও ছিল কিন্তু অসুস্থতার পরিমাণটা এতটাই বেশি ছিল আমি কোন ধরনের কাজ করার মত সুযোগ করে উঠতে পারছিলাম না। সত্য কথা বলতে কোন কাজ করতে ইচ্ছা করছিল না গত এই এক সপ্তাহে তাই আমি আপনাদের মাঝে এই কত এক সপ্তাহের মধ্যে কোন ধরনের পোস্ট শেয়ার করিনি। যাইহোক এক সপ্তাহ পরে আমি আপনাদের মাঝে আরো একটা নতুন পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়ে গিয়েছে এর জন্য আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে। আসলে ফিরে আসার এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে কারণ না গত তিন মাস যাবত আমি আপনাদের মাঝে একইভাবে উপস্থিত ছিলাম কিন্তু যখনই কত এক সপ্তাহ আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছিলাম না তখন আমার মনের মাঝে খুবই খারাপ লাগা কাজ করছিল। আসলে খারাপ লাগা কাজ করবে না কেন বলেন যখনই গত এক সপ্তাহ আপনাদের সকলের মাঝ থেকে হারিয়ে গিয়েছিলাম হয়তোবা অনেকেই আমাকে খুঁজেছিলেন আবার হয়তোবা আমাকে খোঁজার চেষ্টাও করেননি। যারা আমার শুভাকাঙ্খী ছিলেন তারা আমার খোঁজ করার চেষ্টা করেছেন আমি এই গত এক সপ্তাহ কোথায় হারিয়ে গেলাম। কিন্তু সেই শুভাকাঙ্ক্ষীর পরিমাণটা খুবই কম সেটা আমি এই গত এক সপ্তাহে খুব ভালোভাবে বুঝতে পেরে গিয়েছি। গত এক সপ্তাহ আমি লক্ষ্য করে দেখেছি খুব একটা বেশি মানুষ আমার এই দিনগুলোতে খোঁজখবর নেয়নি তার মানে আমি খুব ভালোভাবে বলতে পারলাম যে আমার শুভাকাঙ্ক্ষীর পরিমাণটা অনেক কম আর এই জন্যই তারা আমার কোন ধরনের খোঁজ খবর নেবার মতো কোনো প্রয়োজন বোধ করেনি। যাইহোক খারাপ সময়েই বুঝতে পারা যায় কারা আসল বন্ধু আর সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে সক্ষম হয়েছি এই এক সপ্তাহে।যাইহোক পুনরায় আপনাদের মাঝে ফিরে এসেছি এজন্য ভালো লাগছে এখন থেকে আপনাদের মাঝে আমি আবারও সেই আগের মতই উপস্থিত থাকার চেষ্টা করব।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!