Hope you all are well and I am also well today I am here again to share another new post with you. If we look a little better, the education system of different countries conducts different activities, but the matter of physical exercise is in every country, in a word, physical exercise to make students live a better life. If we take a closer look we will notice that in army run schools such physical training is observed but in other normal schools such mustard subjects are not so observed now but after we established a village school at that place physical training is very much. Well given importance because we know that if a school is to be improved then it will have a good reputation among all. Whenever a student concentrates herself in physical exercise and keeps doing mustard then various diseases of her body will reduce and at the same time her body will be well formed and we give very important to students.
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়ে। আমরা একটু ভালোভাবে যদি লক্ষ্য করে দেখি তাহলে বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা বিভিন্ন রকমের কার্যক্রম পরিচালনা করা হয় কিন্তু শরীর চর্চার ব্যাপারটা প্রত্যেকটা দেশেই রয়েছে এক কথায় ছাত্রছাত্রীদেরকে উন্নত জীবনযাপন করানোর জন্য শরীরচর্চার। আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখি তাহলে লক্ষ্য করব যে আর্মি পরিচালিত স্কুলগুলোতে এই ধরনের শরীরচর্চার বিষয়গুলো লক্ষ্য করা যায় কিন্তু অন্যান্য সাধারণ স্কুলে এই ধরনের সরিষার বিষয়গুলো এখন তেমন লক্ষ্য করা যায় না বললেই চলে কিন্তু আমরা সেই জায়গাতেই একটা গ্রামের স্কুল প্রতিষ্ঠা করার পরে শরীরচর্চার বিষয়টাতে খুবই ভালোভাবে গুরুত্ব দিয়ে থাকে কেননা আমরা জানি যে একটা স্কুলকে যদি উন্নত করতে হয়হয় তাহলে তখন সকলের কাছে সুনাম হবে আমরা সকলেই জানি যে একটা ছাত্র-ছাত্রীদেরকে যদি উন্নত করে গড়ে তুলতে হয় তাকে শরীর চর্চার ক্ষেত্রে খুবই গুরুত্ব দিতে হবে যখনই একটা ছাত্র-ছাত্রী প্রতিনিয়ত শরীরচর্চায় নিজেকে মনোনিবেশ করবে এবং সরিষা করতে থাকবে তাহলে তার শরীরের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি কমতে থাকবে আর একই সাথে তার শরীরের গঠন ও ভালোভাবে হবে এই জন্য আমরা ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দিয়ে থাকে।
প্রথমের দিকে আমরা যখন এই কাজটা চালু করেছিলাম এটা আমাদের জন্য খুব একটা সহজ কাজ ছিল না কিন্তু আমরা যেহেতু দীর্ঘ সময় এবং কয়েক বছর যাবত এই কাজটা করে আসছি তখন এই বিষয়টা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে গিয়েছে আমরা এখন সহজে আমাদের স্কুলে আগত সকল ছাত্র-ছাত্রীদেরকে শরীরচর্চার বিষয়ে উৎসাহ প্রদান করতে পারি কিন্তু প্রথম বছরে যখন আমরা ছাত্রছাত্রীদেরকে এইভাবে উৎসাহ প্রদান করতে গিয়েছিলাম। প্রথম বছরে আমরা যখন এই কাজের সূচনা শুরু করি তখন ছাত্র-ছাত্রীরা এই কাজে অংশগ্রহণ করতে চাচ্ছিল না আর এই জন্য তারা যেমন অংশগ্রহণ করছিল না তেমনি আমাদের সাথেও একাত্মতা প্রকাশ করছিল না এর চাইতে আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে তারপরও আমরা চেষ্টা করেছি আমাদের কাজ কমপ্লিট করতে এবং আমাদের কাজ চালিয়ে যেতে আর সেই ধারাবাহিকতা বজায় রাখার কারণে বর্তমান সময়ে আমরা একটা ভালো অবস্থানে পৌঁছাতে শুরু করে দিয়েছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে শরীর চাচার এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোষ্টের মধ্যে দিয়ে।
Initially when we started this work it was not very easy for us but since we have been doing this work for a long time and for several years it has become very easy for us now we can easily make all the students who come to our school to exercise. but in the first year when we went to encourage the students in this way. In the first year when we started this work, the students did not want to participate in this work and for this they were not participating as well as not showing solidarity with us. Due to continuing our work and maintaining that consistency we have started to reach a good position at present. You must tell me how you feel about this issue of physical contact with school students. Like today, I will appear among you in a new post.