Like every day I am here today to share another beautiful post with you. I love to spend time in the nature, that's why I constantly think of different beautiful photography from nature and try to capture and share them with you. Today I am here to share with you some beautiful photographs from nature. I hope you will be impressed if you look carefully at this photo I have shared. This type of environment is liked by everyone and for this reason everyone prefers to spend as much time as possible in this type of environment. I have noticed that most people prefer to spend time in this beautiful afternoon environment. Personally, I also love to spend time in this kind of environment, so sometimes I think of photography of the afternoon sky and try to share them with you.
প্রত্যেক দিনের মত আমি আজকে আপনাদের মাঝে আরও একটা সুন্দর পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়ে গিয়েছি। প্রকৃতির মাঝে সময় অতিবাহিত করতে আমার কাছে খুবই ভালো লাগে এজন্যই তো আমি প্রতিনিয়ত প্রকৃতি থেকে বিভিন্ন সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণা করি এবং সেগুলোকে আপনাদের মাঝে ধারণ করে শেয়ার করার চেষ্টা করি। আজকে ও তেমনি আমি আপনাদের মাঝে প্রকৃতি থেকে ধারণ করা অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য হাজির হয়ে গিয়েছে আশা করি আমার শেয়ার করা এই ফটো যদি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে মুগ্ধ হয়ে যাবেন। এ ধরনের পরিবেশ সকলের ভালো লাগে আর এই জন্য সকলেই এই ধরনের পরিবেশে সম্ভব অতিবাহিত করতে খুবই বেশি পরিমাণে পছন্দ করে থাকে। আমি লক্ষ্য করে দেখেছি বিকেলের এই সুন্দর পরিবেশে সময় অতিবাহিত করতে মানুষেরা সবথেকে বেশি পরিমাণে পছন্দ করে থাকে। ব্যক্তিগতভাবে আমার কাছেও এই ধরনের পরিবেশের সময় অতিবাহিত করতে খুবই ভালো লাগে তাই তো মাঝে মাঝেই আমি বিকেলের আকাশের ফটোগ্রাফি ধারণা করি এবং সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করে থাকি।
While looking at the sky in the afternoon, I suddenly enjoyed some beautiful scenes and immediately I took out my mobile phone and started capturing those scenes on camera. The camera has to be locked or else it can be missed. Whenever I was thinking of photography, I thought that I would share these photographs with you today because I thought that you would get a chance to enjoy these beauties that I saw. In fact, everyone likes this kind of scene to a great extent and most of all likes to spend time in this kind of environment. Please let me know what you think of these photographs shared by me. Today, I am not sharing much with you, as of today, I will appear with you later with a new post.
বিকেলের দিকে আকাশের দিকে তাকাতেই হঠাৎ অপরূপ সুন্দর কিছু দৃশ্য উপভোগ করলাম আর তখনই আমি হাত দেরি না করে মোবাইলটা বের করে সেই দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করে নিতে শুরু করলাম কেন এই ধরনের দৃশ্য খুব একটা বেশি সময় দেখতে পাওয়া যায় না যখন এগুলোকে দেখতে পাওয়া যায় তখন মেয়ে এগুলোকে ক্যামেরা বন্দি করে রেখে দিতে হয় অন্যথায় এমনি মিস হয়ে যেতে পারে। যখনই আমি ফটোগ্রাফি ধারণা করছিলাম তখনই চিন্তা করছিলাম যে এই ফটোগ্রাফি গুলো আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব কারণ আমি চিন্তা করেছিলাম যে আমার দেখা এই সৌন্দর্যগুলো যেন আপনারা উপভোগ করার মত সুযোগ পেয়ে যান। আসলে এই ধরনের দৃশ্য সকলেই অনেক বেশি পরিমাণে পছন্দ করে আর সব থেকে বেশি পছন্দ করে এই ধরনের পরিবেশের সময় অতিবাহিত করতে। আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।