Visit to the shrine of Baul Emperor Lalan

in blurt-1787181 •  3 days ago 

IMG20241214160833.jpg

Like every day, today I am here to share another new post with you. Yesterday I shared a post with you where I talked about my travels. A few days ago I visited Rabindranath Tagore's residence in our area and on my way back I visited Lalon Fakir's shrine. Different people of our country come to visit this place constantly, so the number of visitors is relatively high in this place. Since I went to visit this place, I did not think of any obstacles and traveled there very well. From there I thought of some beautiful photography to show those things to you so that you can understand how beautiful the place is and what is there.

প্রত্যেক দিনের মত আজকে আমি আপনাদের মাঝে আরও একটা নতুন পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম। গতকালকে আমি আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করেছিলাম যেখানে বলেছিলাম আমার ভ্রমণের কথা। কয়েকদিন আগে আমি আমাদের এলাকায় অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন এ ভ্রমন করতে গিয়েছিলাম আর সেখান থেকে ভ্রমণ করে ফেরার পথেই গিয়েছিলাম লালন ফকিরের মাজার দেখার জন্য। এই জায়গা দেখার জন্য প্রতিনিয়ত আমাদের দেশের বিভিন্ন মানুষ এসে বিভিন্ন জমাতে থাকে তাই দর্শনার্থীদের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি লক্ষ্য করা যায় এই জায়গাটিতে। যেহেতু আমি এই জায়গাটি ভ্রমণ করতে গিয়েছিলাম তাই কোন ধরনের বাধা-বিপত্তি মনে করেছিলাম না সেখানে খুবই ভালোভাবেই ভ্রমণ করে এসেছিলাম। সেখান থেকে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণা করেছি যেন সেই জিনিসগুলো আপনাদের মাঝে দেখাতে পারি আপনারা যেন সেটা দেখে বুঝতে পারেন যে জায়গাটা কতটা সুন্দর এবং সেখানে কি কি রয়েছে।

IMG20241214160826.jpg

IMG20241214160829.jpg

Yesterday also I shared with you some beautiful photography showing what is inside the museum. Today I shared with you three such photographs where you can see some things or some pictures located in the museum. Those who have not had the opportunity to visit this place must visit this place at least once.

গতদিনেও আমি আপনাদের মাঝে অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছিলাম যেখানে দেখিয়েছিলাম যে জাদুঘরের মধ্যে কি কি জিনিস রয়েছে। আজকে ও আমি আপনাদের মাঝে তেমনি তিনটা ফটোগ্রাফি শেয়ার করলাম যেখানে আপনারা জাদুঘরের মধ্যে অবস্থিত কয়েকটা জিনিস বা কয়েকটা ছবি দেখতে পাবেন। যারা এখন পর্যন্ত এই জায়গাটা ভ্রমণ করার মত সুযোগ পাননি তারা অবশ্যই এই জায়গাটা একবার হলেও ভ্রমণ করে দেখবেন আশা করি একবার যদি এখানে ভ্রমণ করেন আপনাদের মনটা ভরে যাবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  17 hours ago  ·  

Your vision and imagination are amazing which is why you can make such beautiful photography.