I like to spend time in the midst of natural beauty and that's why I spend time in the midst of natural beauty. You can because it is really nice to enjoy this kind of moment and no one can enjoy this kind of moment because it is very difficult for people to go outside in the morning on such a winter day.
প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সময় অতিবাহিত করতে আমার কাছে খুবই ভালো লাগে আর সেজন্য আমি মাঝে মাঝেই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সময় অতিবাহিত করি আজকে আমি আপনাদের মাঝে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সময় অতিবাহিত করে সেই মুহূর্ত শেয়ার করার জন্য হাজির হয়ে গিয়েছে আশা করি আমার এই মুহূর্তগুলো আপনারা খুবই ভালোভাবে উপভোগ করতে পারবেন কারণ এই ধরনের মুহূর্ত উপভোগ করাটা আসলেই অনেক ভালো লাগার মত আর এই ধরনের মুহূর্ত চাইলেই যে কেউ উপভোগ করতে পারে না কেননা এই ধরনের শীতের দিনে সকালবেলায় বাইরে ঘুরতে যাওয়াটা মানুষের জন্য অনেকটাই কষ্টের বিষয় হয়ে দাঁড়ায়।
Common people in rural areas suffer the most in this kind of environment because in this kind of environment nothing can be seen at all. Until everything turned white. It was as if nothing could be seen around and in this kind of environment the common people who eat day by day suffer the most. Among the above photographs I have shared some photographs of ordinary people who toil all day long to have two handfuls of food. There are a few people who have gone out with cars for their livelihood and are still trying to earn money to live their lives despite the hardships. Be sure to comment and let me know how you feel about these moments.
গ্রাম অঞ্চলের সাধারণ মানুষেরা এই ধরনের পরিবেশে সবথেকে বেশি পরিমাণে কষ্ট করে থাকে কেননা এই ধরনের পরিবেশে কোন ভাবেই কোন কিছু দেখতে পারা যায় না আপনারা যদি একটু ভালোভাবে উপরে ফটোগ্রাফি গুলো লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে কুয়াশার পরিমাণ এতটাই বেশি ছিল যার কারণে আকাশের থেকে শুরু করে মাটি পর্যন্ত সবকিছুই সাদা হয়ে গিয়েছিল। চারদিকের কোন কিছুই যেন দেখতে পারা যাচ্ছিল না আর এই ধরনের পরিবেশে সবথেকে বেশি কষ্ট করে থাকে ওই ধরনের সাধারণ মানুষেরা যারা দিন আনে দিন খায়। আমি উপরের ফটোগ্রাফির মধ্যে কয়েকজন সাধারণ মানুষের ফটোগ্রাফি শেয়ার করেছে যারা দিনের বেলায় সারাদিন পরিশ্রম করে দুমুঠো খাবার গ্রহণ করার জন্য। কয়েকজন মানুষ দেখা যাচ্ছে যারা তাদের জীবিকা নির্বাহের জন্য গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছে এবং শত কষ্টের মাঝেও চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেদের জীবন যাপন করার জন্য অর্থ উপার্জন করতে। এই মুহূর্তগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।