Happy moments spent on my sister's son's birthday

in blurt-1787181 •  6 hours ago 

A joyful day spent on my sister's son's birthday
My excitement was at its peak since the night before my sister's birthday. I had a plan to get everything ready in advance, but although I shared the matter with my sister, I never shared it with my sister's son, especially for this reason. I thought of doing something special to surprise him. My thoughts are completely different, I am a bit of a fickle type, so I like to do everything a little secretly. The first thing I did when I woke up in the morning was pack a beautiful gift—a big poster of his favorite superhero and a book. He loves these things a lot, so I bought these for him in advance.

IMG_20250223_164526_292.jpg

IMG_20250223_164522_300.jpg

IMG_20250223_164516_961.jpg

IMG_20250223_164514_170.jpg

IMG_20250223_164512_394.jpg

IMG_20250223_164508_780.jpg

I reached my sister's house shortly after noon. However, I had a lot of trouble while going because my sister's house is a little far from our house. We moved out of our old house and moved to a new house, which is why we had to cross the field to get there. When I went, I saw the house full of decorations, balloons, colored paper, and a beautiful cake made for the little ones on the table. I was very happy to see the cake because it was chocolate flavor, which I like very much. Little Toha (my sister's son) was the center of everyone's attention at that time. Everyone's love for him, joy, utility, and some kind of arrangement. Wearing a new red and blue dress, he was laughing and running around. I was talking to him a lot.

The guests started arriving, and after a while it was time to cut the cake. Almost all of our relatives had invited us, so although we didn't do it on a grand scale, we tried to do it in a small way, but we could say that it was very beautiful. Toha was very happy! While cutting the cake, we all sang "Happy Birthday", everyone started celebrating together, then she cut the cake and served it to Toha with a smile, and we also had fun. The cake was very delicious, I like the chocolate flavor, I had told my sister about it in advance.

Then the games for the little ones started. They had prepared a beautiful field inside the house for everyone to enjoy. They played a running competition, musical chairs, and at the end there was a small magic show. In fact, everything was arranged in advance so that everyone could have fun in a different way, which the kids had a lot of fun seeing! I liked it a lot. A little later, I saw that my mother had come.

Finally, it was time to give her gifts. Everyone started giving her gifts one by one. When Toha opened the gift I gave her, a huge smile appeared on her face! She looked at me in complete surprise and suddenly said, “Wow! This is my favorite superhero!” and hugged me. Seeing her happiness, I really felt that the day had been a great success. I knew she liked superheroes a lot, so I had bought them for her in advance. I was just waiting for this day. The smile on her face was very special to me.

After dinner, everyone slowly started saying goodbye. Everyone started going home one by one. I also sat with my sister and talked for a while. While talking, it got late and then I started on my way home. The whole day's laughter, joy, and fun remained a beautiful memory in my mind. I will never forget this memory.

The story of going to buy a birthday cake

Today was my eldest son's sister's birthday. The house has been decorated since morning. Mom is busy in the kitchen, dad is packing things from the market, and I have been given a special responsibility - to buy a cake! Even though my sister will be going with me, I still feel very lucky to have this responsibility.

I asked my mother, "Which cake should I bring?" My mother said, "It would be better if it was chocolate flavored. I was very happy because I myself like eating cakes with chocolate flavor more. But it should not be too sweet!" Grandpa also said, "Look, is it a good brand?" I don't understand why everyone goes crazy about so many brands, but there is a reason behind the brand. Branded cakes are much more fun to eat and are much softer. And my sister's son jumped with joy and said, "Auntie, the cake will be big, right?"

We got up and headed to the nearest bakery. It was raining lightly on the way, but that couldn't dampen my excitement. Because this time was very special for all of us. When I went to the best bakery in the city, I saw rows of different types of cakes. There were many cakes that I really liked. Chocolate, vanilla, strawberry, black forest—they had it all!

Finally, I chose a beautiful chocolate cake, with chocolate shavings and her name written on it, and it was beautifully flavored with love, which made it even better. When I left for home with the cake in hand, I felt as if I had accomplished a special mission. Although it was a much lighter task, it was much more enjoyable for me.

When I reached home, I saw that everyone was waiting. As soon as I placed the cake on the table, my sister's son's eyes sparkled. He stared at the cake with a smile. Now he waited. Actually, my sister and I went to the market in the morning, but it took a long time to arrive because we had some other shopping to do. Then in the evening, when I saw her smile while cutting the cake, I felt that being able to fulfill this small responsibility was the happiest moment of my day! Moments are very special and we have shared various types of photography to capture these moments. I hope you like it and stay well.

বোনের ছেলের জন্মদিনে কাটানো এক আনন্দময় দিন
বোনের ছেলের জন্মদিনের আগের রাত থেকেই আমার উত্তেজনা ছিল তুঙ্গে। আগে থেকেই সবকিছু রেডি করে রাখার একটা প্ল্যান আমার ছিল তবে বোনের সাথে বিষয়টা আমি শেয়ার করলেও বোনের ছেলের সাথে আমি বিষয়টা কখনোই শেয়ার করিনি বিশেষত এই কারণে। ওকে চমকে দেওয়ার জন্য বিশেষ কিছু করবো ভেবেছিলাম। আমার ভাবনাগুলো একেবারেই অন্যরকম হয়ে থাকে আমি একটু চঞ্চল টাইপের তাই সবকিছু একটু গোপনে করতে অনেক বেশি পছন্দ করি। সকালে উঠে প্রথমেই একটা সুন্দর উপহার প্যাক করলাম—ওর প্রিয় সুপারহিরোর একটা বড় পোস্টার আর একটি বই। এই বিষয়গুলোর অনেক বেশি প্রিয় তাই এগুলোই ওর জন্য নিয়েছিলাম আমি আগে থেকেই।

দুপুরের পরপরই বোনের বাসায় পৌঁছলাম। যাওয়ার সময় অবশ্য আমার অনেক বেশি কষ্ট হয়েছিল আমাদের বাড়ি থেকে বোনের বাড়ি একটু দূরে আসলে আমরা আমাদের পুরনো বাড়ি থেকে বের হয়ে নতুন বাড়িতে চলে এসেছি যার কারণে মাঠ পেরিয়ে সেখানে যেতে হয়। গিয়ে দেখি ঘরভর্তি সাজসজ্জা, বেলুন, রঙিন কাগজ, আর ছোটদের জন্য তৈরি করা চমৎকার এক কেক টেবিলে রাখা। কেক দেখে আমি অনেক বেশি আনন্দিত ছিলাম কেননা এটা চকলেট ফ্লেভার ছিল যেটা আমি অনেক বেশি পছন্দ করি ছোট্ট তোহা (বোনের ছেলে) তখন সবার মনোযোগের কেন্দ্রবিন্দু। তার প্রতি সবার ভালোবাসা আনন্দ উপযোগ সবকিছু মিলিয়ে কোনরকম আয়োজন। লাল-নীল নতুন জামা পরে সে হাসছিল আর ছুটোছুটি করছিল। তার সাথে অনেক বেশি গল্প করছিলাম।

গেস্টরা আসতে শুরু করল, আর কিছুক্ষণ পর কেক কাটার সময় হলো। মোটামুটি আমাদের রিলেটিভ সবাইকে ও আমন্ত্রণ করেছে আসলে আমরা বড় করে যদিও করিনি তারপরেও ছোটখাটো ভাবে মোটামুটি বলা যায় খুব সুন্দরভাবে করার চেষ্টা করেছি। তোহা তো মহা খুশি! কেক কাটার সময় সবাই মিলে "হ্যাপি বার্থডে" গাইলাম, সবাই মিলে আনন্দ করতে লাগলাম এরপরে কেক কেটে তোহা হাসিমুখে কেক খাওয়ালো, আর আমরাও মজা করে খেলাম। অনেক মজার কেক ছিল চকলেট ফ্লেভার আমি পছন্দ করি এটা আগে থেকেই বোনকে বলে দিয়েছিলাম।

এরপর শুরু হলো ছোটদের জন্য গেমস। ঘরের ভিতরে সুন্দর একটা মাঠ তৈরি করে ফেলেছেন সবাইকে যার মতো করে প্রস্তুতি গ্রহণ করে দিয়েছে। ওরা দৌড় প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার খেললো, আর শেষে একটা ছোট্ট ম্যাজিক শো হলো আসলে একটু অন্যরকম ভাবে সবাই আনন্দ করতে তাই আগে থেকেই সবকিছু ঠিক করে রেখা হয়েছিল, যা দেখে বাচ্চারা তো দারুণ মজা পেল! আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে একটু পরে দেখলাম আম্মু চলে এসেছেন।

সব শেষে উপহার দেওয়ার সময় এলো। সবাই এক এক করে তাকে উপহার দিতে লাগলো তোহা যখন আমার দেয়া উপহার খুলে দেখলো, তার মুখে এক বিশাল হাসি ফুটে উঠল! একেবারে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎ করেই“ওয়াও! এটা তো আমার পছন্দের সুপারহিরো!” বলে সে আমাকে জড়িয়ে ধরল। ওর খুশি দেখে সত্যিই মনে হলো, দিনটা দারুণভাবে সফল হয়েছে। আমি জানতাম ও সুপারহিরো অনেক বেশি পছন্দ করে তাই ওর জন্য আগে থেকেই কিনে রেখেছিলাম শুধুমাত্র এই দিনটার অপেক্ষায় ছিলাম ওর মুখের হাসি আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল।

IMG_20250223_164508_780.jpg

IMG_20250223_164512_394.jpg

IMG_20250223_164514_170.jpg

IMG_20250223_164516_961.jpg

IMG_20250223_164522_300.jpg

IMG_20250223_164526_292.jpg

রাতের খাবার শেষে সবাই ধীরে ধীরে বিদায় নিতে লাগল। যে যার মত করে এক এক করে বাড়িতে চলে যেতে লাগলো। আমিও বোনের কাছে কিছুক্ষণ বসে গল্প করলাম, গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেল তারপর বাড়ির পথে রওনা দিলাম। সারাদিনের হাসি, আনন্দ, আর খুনসুটি মনের মধ্যে এক সুন্দর স্মৃতি হয়ে রয়ে গেল। এই স্মৃতি আমি কখনোই ভুলে থাকতে পারবো না।

জন্মদিনের কেক কিনতে যাওয়ার গল্প

আজ ছিল আমার বড় ছেলের বোনের জন্মদিন। সকাল থেকেই বাড়িতে সাজসাজ রব। মা রান্নাঘরে ব্যস্ত, বাবা বাজারের জিনিসপত্র গোছাচ্ছেন, আর আমি পেয়েছি এক বিশেষ দায়িত্ব—কেক কিনে আনার! যদিও আমার সাথে বোন যাবে কিন্তু তার পরেও এই দায়িত্বটা পেয়ে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে হচ্ছে।

মাকে জিজ্ঞেস করলাম, "কোন কেক আনবো?" মা বললেন, "চকোলেট ফ্লেভার হলে ভালো হয় আমি নিজেও অনেক বেশি খুশি হয়েছি কেননা আমি নিজেও চকলেট ফ্লেভার থেকে কেক খেতে অনেক বেশি পছন্দ করি।, কিন্তু খুব বেশি মিষ্টি যেন না হয়!" দাদু ও বললেন, "দেখিস, ভালো ব্র্যান্ডের হয় কিনা!" ঠিক বোঝেনা সবাই এত ব্র্যান্ড নিয়ে পাগল হয়ে যায় কেন তবে ব্র্যান্ড এর পেছনে কারণ রয়েছে ব্র্যান্ডের কেকগুলো খেতে অনেক বেশি মজা লাগে এবং অনেকটা সফট হয়। আর আমার বোনের ছেলে সে তো খুশিতে লাফিয়ে বলল, আন্টি কেকটা বড় হবে, তাই না?"

আমরা উঠে কাছের বেকারির দিকে রওনা দিলাম। পথে হালকা বৃষ্টি পড়ছিল, কিন্তু সেটা আমার উত্তেজনায় জল ঢালতে পারল না। কেননা এই সময়টা আমাদের সবার জন্য অনেক বেশি স্পেশাল ছিল। শহরের সবচেয়ে ভালো বেকারিতে গিয়ে দেখি, নানা রকম কেক সারি দিয়ে সাজানো। অনেকগুলো কেক যেগুলো দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল এর মধ্যে রয়েছে। চকোলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট—সবই আছে!

অবশেষে আমি একটা সুন্দর চকোলেট কেক বেছে নিলাম, যার উপর চকোলেট শেভিংস আর তার নামটাও লিখে নিয়েছিলাম সেই সাথে দেখলাম সুন্দর করে ফ্লেভার দিয়ে লাভ দেয়া ছিল যেটা দেখে আরও বেশি ভালো লাগলো। কেক হাতে নিয়ে যখন বাড়ির পথে রওনা দিলাম, তখন মনে হচ্ছিল, যেন আমি একটা বিশেষ মিশন সম্পন্ন করেছি। এটা যদিও অনেক বেশি হালকা কাজ ছিল কিন্তু আমার কাছে অনেক বেশি আনন্দের ছিল।

বাড়িতে পৌঁছে দেখি, সবাই অপেক্ষায় আছে। কেকটা টেবিলে রাখতেই বোনের ছেলের চোখ চকচক করে উঠল। হা করে কেকের দিকে তাকিয়ে থাকলো। এখন অপেক্ষা করলো আসলে আমি এবং আমার বোন বাজারে গিয়েছিলাম সকালবেলা তবে নিজেদের আরও কিছু বাজার থাকার কারণে আসতে অনেকটা সময় লেগেছিল।। এরপর সন্ধ্যায় কেক কাটার সময় ওর হাসি দেখে মনে হলো, এই ছোট্ট দায়িত্বটুকু পালন করতে পারাটাই আমার দিনের সবচেয়ে আনন্দের মুহূর্ত! মুহূর্তগুলো অনেক বেশি স্পেশাল হয়ে থাকে আর এই মুহূর্তগুলোকে আমরা ধরে রাখার জন্য বিভিন্ন রকম ফটোগ্রাফি শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord