This world is a very difficult world.

in blurt-1787181 •  4 days ago 

pexels-photo-262271.jpeg
Image source

Living in a small house, the body is named after the body. Everyone came to the mud house and left it there, but the day it stopped breathing. That day, people from far away came to see us, but everyone had to go alone. The mud house was only three and a half cubits long, with darkness all around. This is how our lives will end. One day, we can't believe it, we have to believe it because this is the reality.

The love of the present age is seen in a hurry. Uncle is taking extra classes, the girl is sitting alone in the park. She is more busy with love than studying, expensive makeup, when you see Laila without makeup, Majnu is taking pictures with cash and putting a breakup filter on them and posting them on Facebook. When you see that picture, you can't recognize it. The creator gave you that form, and the girls of today are modifying that form, so I couldn't stay silent anymore.

A car worth lakhs of rupees and such a beautiful house will all one day be mixed with this earth. The day we are moved from a soft bed to a hard bed. On that day, money will be on the scale of sin. Breaking its rules will be our ticket to hell. Our organs will burn in the fire. So people, don't be greedy for money and become sinners. The harm to others will be caused by this money, house, car, everything will be left behind. Only a piece of white cloth will be your companion.

Our promise in the new year is to arrange our life beautifully. On the first day of that new year, everyone drank red water and played the Uradhu box. The promise was broken at the very beginning. That addiction has become our company. Our end will be the kingdom of addiction. Our organs will burn due to addiction. Life will be beautiful. If your deeds are good, if your deeds are cheating people, then the light of happiness will never shine. So, throw away greed and lust. Your ordinary life, average money and wealth will all remain. Read and establish prayers.

pexels-photo-4874503.jpeg
Image source

People know the date of birth, but do not know the date of death. People are born in this world, and they do not accept the fact that they will die if they are born. If people easily accepted the fact that they will die if they are born, then they would have left behind all greed, pride, and everything and would have silently obeyed that superior. If the king had accepted this, if he closed his eyes, he would have got a house like a fakir. Then there would have been no difference between the king and the fakir. There would have been no difference between one and the other. If the man was rich, his last journey would have been the same as the one who died, then the pride of money would not have been for the sake of self-interest. There would have been no difference between the rich and the poor in society.

Before learning to use a mobile phone, I don't know where the future of the future generation is going. We have to stop small children from crying or feeding them with mobile phones. Parents should remember that education is the backbone of the nation. May the mental development of children be further developed. May the dreams of every parent be fulfilled. I have banned giving mobile phones to small children.

pexels-photo-3648309.jpeg
Image source

When there is a quarrel in the village, the elders abuse the young children. Children are accustomed to imitating everything they see. We will prevent parents from quarreling in front of our eyes. This is the reason for the good mental development of the child. Only when every family understands this will there be social reform. May the future of the future generation be beautiful. This is the promise of all of us.

Parents don't give rice to their parents. They go to their in-laws' house and take the biggest fish in the market. If a man is unscrupulous, how will he repay his parents' debt? How is it possible that father-in-law loves his mother-in-law more than his parents? You barely know what's going on in my mind. But my Lord, it's more important to be the best son than to be a son-in-law. We are fools in this world. We want to fly around without a reel.

A fakir lived on a street, eating food on the street, on the other hand, the landlord had everything he ate in a golden bowl. The fakir begged for money because he was short of money, and the king and the fakir both closed their eyes, and they saw the same house. The king lived in a huge kingdom, living on a golden bed, and the king left the kingdom. The day he got three and a half hands of earth, the fakir met the king, and the day he became the only corpse.

I have known people close to me who said they would lend me money when I needed it. The people who were supposed to be there for me in times of trouble have left me stranded. But I have never been there for them. I have accepted that I will never get through the hard times. I have found a solution to everything in the Creator.

There is only one friend like a friend. Even after so much, friendship is remembered. In happiness, sorrow, and trouble, a friend is there selflessly by your side. A friend who loves you a lot. Many years have passed. May the friendship continue in the future. This is what I want, friend. You are not just a friend, but a close sister to me.

ছোট্ট ঘরে করছে বাস নামের সাথে হয়েছে লাশ। মাটির ঘরে সবাই আসলো রেখে যেদিন এই নিশ্বাস হলো বন্ধ। সেই দিন দূরের মানুষ এসে করল দেখা, থাকল সবাই যেতে হল একা। মাত্র সাড়ে তিন হাত মাটির পাইল ঘর যার চারিদিকে অন্ধকার। এভাবেই আমাদের জীবনের ইতি টেনে দেয়া হবে কোন একদিন বিশ্বাস হচ্ছে না বিশ্বাস করতে হবে কারণ এটাই বাস্তবতা।

free-photo-of-spooky-ghost-in-cemetery.jpeg
Image source

বর্তমান যুগের প্রেম জায় চিপায় চাপায় দেখা। কাকা এক্সট্রা ক্লাস করছে মেয়ে পার্কে বসে একা। পড়াশোনার থেকেও ব্যস্ত প্রেম করছে দামি মেকআপ লায়লাকে মেকআপ ছাড়া দেখলে মজনু নগদে করে ব্রেকআপ ফিল্টার মেরে তুলছে ছবি ফেসবুকে দিচ্ছে আফ ওই ছবি দেখলে চিনতে পারছে না তার জন্মদাতা বাপ সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা দিয়েছে তোমাকে ঐ রূপ ওই রূপকেই বর্তমান সময়ের মেয়েরা করছে মডিফাই তাই আমি আর থাকতে পারলাম না চুপ ।

লক্ষ টাকার গাড়ি আর এত সুন্দর বাড়ি সবকিছুই একদিন মিশে যাবে এই মাটিতে যেদিন নরম বিছানা থেকে শোয়ানো হবে শক্ত খাটিয়ে সেদিন অর্থ রবে পাপের পাল্লায় তার নিয়ম করে ভঙ্গ ওই অর্থই হবে আমাদের নরকের টিকেট আগুনে পুড়বে আমাদের অঙ্গ তাই মানুষ অর্থের লোভে হয়ে পাপী করো না অন্যের ক্ষতি এই অর্থ বাড়ি গাড়ি সবই পড়ে রইবে শুধুমাত্র এক টুকরা সাদা কাপড় হবে সঙ্গের সাথী।

নতুন বছরে আমাদের প্রতিজ্ঞা জীবন সুন্দরভাবে সাজানো ওই নতুন বছরের প্রথম দিনেই লাল পানি খেয়ে সবাই উরাধুরা বক্স বাজালো শুরুতেই হয়ে গেল প্রতিজ্ঞা ভঙ্গ ওই নেশা হয়ে গেল আমাদের সঙ্গ আমাদের শেষটা হয়ে যাবে নেশার রাজ্য নেশার কারণে জ্বলবে আমাদের অঙ্গ জীবন সুন্দর হবে যদি কর্ম হয় তোমার ভালো কর্ম যদি হয় তোমার মানুষ ঠকানো তাহলে জ্বলবে না কখনোই সুখের আলো। তাই লোভ-লালসা ফেলে দিয়ে সাধারণ জীবন গড় অর্থ সম্পদ সবই রইবে পড়ে নামাজ কায়েম কর।

pexels-photo-1028930.jpeg
Image source

জন্মের তারিখ জানে মানুষ মৃত্যুর তারিখ জানে না জন্ম হইল এই পৃথিবীতে মানুষ মৃত্যু হবে এই কথাটা মানে না জন্ম হলে মৃত্যু হবে এই কথাটা মানুষ সহজে যদি মানতো তাহলে লোভ-লালসা অহংকার সবকিছু বাদ দিয়ে ওই উপরওয়ালার কাছে নিরবে শুধু কানত। যদি রাজা মানতো এই চক্ষু বন্ধ করলে পাবে ফকিরের মত একটা ঘর তাহলে রাজা ফকিরের হত না ভেদাভেদ কখনোই হতো না একে অন্যের পর। যদি মান তো ধনী হলেই নিশ্বাস বন্ধ ফকিরের মত একই হবে তার শেষ যাত্রার সাজ তাহলে অর্থের অহংকার মানুষ করত বন্ধ স্বার্থের জন্য হইতো না অন্ধ ধনী গরিবের ভেদাভেদ সমাজে কখনোই থাকতো না আর।

অ আ শেখার আগেই মোবাইল চালানো টা যাচ্ছে শিখে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎটা জানিনা যাচ্ছে কোন দিকে ছোট বাচ্চাদের মোবাইল দিয়ে কান্না থামানো কিংবা খাবার খাওয়ানো করতে হবে বন্ধ। অভিভাবকদের মনে রাখতে হবে শিক্ষায় জাতির মেরুদন্ড শিশুর মানসিক বিকাশ আরো বিকশিত হোক প্রতিটা অভিভাবকের স্বপ্ন পূরণ হোক ছোট বাচ্চাদের মোবাইল দিতে আমি করিলাম বারণ।

গ্রাম অঞ্চলের ঝগড়া লাগলে গালিগালাজ করে বড়রা ছোট বাচ্চাগুলো করে ফেলছে এগুলো মুখস্ত শিশুরা অনুকরণ প্রিয় যা কিছু দেখবে তাতেই হবে অভ্যস্ত চোখের সামনে মা বাবাকে ঝগড়া করতে করব বারণ শিশুর সুন্দর মানসিক বিকাশ হোক এটাই তার কারণ প্রতিটা পরিবার এই কথা বুঝলেই তবেই হবে সমাজ সংস্কার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ টা সুন্দর হোক এটাই হোক আমাদের সবার অঙ্গীকার।

pexels-photo-1438404.jpeg
Image source

বাবা মাকে ভাত দেয় না শ্বশুর বাড়িতে যায় বাজারের সবচাইতে বড় মাছ টা নিয়ে পুরুষ বিবেকহীন হলে বাবা মার ঋণ মেটাবে কি দিয়ে শশুর শাশুড়িকে ভালোবাসা বাবা মার থেকে বেশি এটা কিভাবে সম্ভব তোমার আমার মনে কি চলছে সবে কিন্তু জানে আমার রব এরা জামাই হওয়ার চাইতে সেরা সন্তান হওয়াটা অনেক জরুরী মিছে দুনিয়ায় বোকা আমরা নাটাই ছাড়া উড়াতে চাই ঘুরি।

এক রাস্তার ফকির থাকতো রাস্তায় খাবার খাইতো মাটিতে ওইদিকে জমিদার সাহেবের সবকিছুই ছিল খাইতো সোনার বাটিতে। ফকির অর্থের অভাবে করে ভিক্ষা হয়েছে মানুষের পর রাজা ফকির দুইজন চক্ষু বন্ধ করলে দেখা পেয়েছে একই ঘর। রাজার বিশাল রাজ্য করত সোনার বিছানায় বাস রাজা রাজ্য ছাড়া হইল যেদিন সাড়ে তিন হাত মাটি পাইল সেই দিন ফকির রাজা মিলে গেল যেদিন একমাত্র হয়ে গেল লাশ।

বিপদে পড়ে টাকা ধার চেয়ে চিনেছি কাছের মানুষ জন ছিল যারা দরকার পড়লে আমি দেব বলা মানুষগুলোই আমাকে করেছে দিশেহারা বিপদে-আপদে যাদের পাশে থাকার কথা তারাই তো গেছে পাশ কাটিয়ে অথচ তাদের বিপদে কখনোই আমি থাকি নি হাত গুটিয়ে দুঃসময় আমি কালকেই পাবো না এটা মেনে নিয়েছি সৃষ্টিকর্তার কাছে সবকিছুর সমাধান খুঁজে পেয়েছি।

বন্ধুর মত বন্ধু একজনই থাকে এত কিছু হওয়ার পরেও বন্ধুত্বটা মনে রাখে সুখে-দুখে বিপদে-আপদে বন্ধুটা পাশে স্বার্থহীনভাবে একটা বন্ধু থাকে যে অনেক ভালোবাসে বহু বছর কেটে গেল বন্ধুত্বটা আছে ভবিষ্যতে থাকুক এটাই আমি চাই বন্ধু তুই শুধু বন্ধু না আমার কাছের একটা বোন

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!