A beautiful afternoon stroll

in blurt-1787181 •  8 days ago 

The Story of the Grass Flower: A Lonely Afternoon Companion
I was walking along an empty field in the soft afternoon light. I like to wander around in the afternoon and I like to get closer to nature and share my feelings. I went out with my mobile in my hand, aimlessly. Maybe I wanted to capture some of the feelings accumulated in my mind in the frame of the lens. So I was walking little by little. It seemed very beautiful to look around. The environment around me would be so beautiful that I had never imagined.

Suddenly, I noticed some small flowers standing with their heads raised in the green grass. It seemed like they were looking at me and telling me aimlessly to capture us on your camera. Some alone, some in groups. They were standing in groups around me and raising their heads and pointing at me. White, purple, yellow – the brightness of colorful little lives. As soon as I raised the camera, it seemed like they were trying to tell me something. I couldn't understand what they were trying to say, but I could tell from their gestures that they were saying something.

IMG_20250225_170349_191.jpg

IMG_20250225_170349_544.jpg

IMG_20250225_170349_084.jpg

IMG_20250225_170349_187.jpg

IMG_20250225_170349_504.jpg

Looking at a lone white grass flower, I felt like it was my reflection. Even in a crowd of thousands of people, sometimes I feel very lonely. Being alone is good. When you are alone, no one can hurt you. No one can break your trust. No one can play tricks on you. That's why I like being alone a lot. But this grass flower? It stands alone, yet how beautiful! Maybe nature wants to teach us that loneliness does not mean weakness, but the strength to live as you are. Loneliness is the ultimate truth of living. Many things will come in your life. Many people will try to hurt you, but from the day you start living alone, no one will be able to hurt you.

Again, some yellow grass flowers were swaying together in the wind. Keeping their sway, I remembered my friends in my mind. It seemed that friendship is just like that – life becomes more beautiful when you are by each other's side. I clicked the camera, to capture that moment. Friendship is such a word that is always by your side, trying to give you courage in times of trouble.

With every click of photography, it felt like I was capturing my inner stories in the frame. It is much better to reveal my stories to nature than to reveal them to anyone. Maybe some are alone, some are in a group, but everyone has their own story – like mine, like yours. Behind every story lies its own light, so it is much better to illuminate yourself than to reveal that light to anyone. At the end of the day, you will see that we are all fine.

IMG_20250225_170349_331.jpg

IMG_20250225_170349_818.jpg

IMG_20250225_170349_355.jpg

IMG_20250225_170349_352.jpg

IMG_20250225_170349_920.jpg

On the way back, the color of the sky had changed. The sunlight was gradually diminishing. The surroundings had become a bit dark. But the grass flowers? They were still smiling. It seemed that the small beauties of life are the source of real joy. I may not find this joy anywhere else. Just as we can learn something new when we go to nature, we can also easily improve our minds.

That day, not only were the photos on the camera, but my mind was also filled with a new realization - flowers bloom even when I'm alone, even inside my mind... Even today, I feel like if I could have those days back, how wonderful it would be. Everything is beautiful if you can use it properly.

When it comes to the experience of photographing wildflowers, it's like creating a kind of intimate connection with nature. You won't find that in your life right now. When you get down and take pictures of tiny wildflowers, the tiny world around you takes on a new meaning. You can learn new lessons again, and by seeing something new, you can express your desire to do something new again.

Once I went to take pictures of grass flowers in the morning on the outskirts of the village. The flower petals were wet with the morning dew, and the small water droplets sparkled like pearls when the sunlight fell on them. You will never see these scenes except in the afternoon and morning. While I was taking pictures with the macro mode on the camera, I suddenly saw a small bee coming to collect nectar from the flower. I waited silently to capture it on the camera. It stopped for a few seconds, then flew away again. It was a different joy to be able to capture that moment on the camera! The bees were wandering around here and there, but they were quite nice to watch.

Besides, I once had a different experience while taking pictures of wildflowers in an abandoned field in the city. I have come to share these experiences with you today. There was an abandoned old bench in the middle of small white, purple, and yellow flowers. In the sunlight, it created a strange aesthetic atmosphere. The place was beautiful, and it was even better to see it. I tried to tell a story by bringing that place into the camera frame—a kind of nostalgia in the mix of old and new.

The biggest lesson I learned while photographing grasshoppers is the importance of patience and observation. Grasshoppers are very sharp creatures and if you try to photograph them, they will run away from you, so you need to be very patient. Nature never rushes, they never succeed in whatever they do. So to take good pictures, you need to take your time and understand your surroundings. And no one can tell when an amazing moment will come! You need to put a lot of patience behind every task, but only then will you be able to take some good photographs. I hope you like the photographs.

ঘাসফুলের গল্প: একলা বিকেলের সঙ্গী
বিকেলের নরম আলো গায়ে মেখে আমি হাঁটছিলাম এক ফাঁকা মাঠের ধারে। বিকেলবেলা ঘোরাঘুরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর বেশি ভালো লাগে প্রকৃতির খুব কাছাকাছি গিয়ে নিজের মনের অনুভূতি শেয়ার করবেন। মোবাইল হাতে নিয়েই বের হয়েছিলাম, উদ্দেশ্যহীনভাবে। হয়তো মনের মধ্যে জমে থাকা কিছু অনুভূতি লেন্সের ফ্রেমে বন্দি করতে চাইছিলাম। তাইতো একটু একটু করে হেঁটে বেড়াচ্ছিলাম চারপাশ দেখতে খুব সুন্দর লাগছিল চারপাশের পরিবেশটা এত সুন্দর হবে যেটা আমি কখনো কল্পনাও করিনি।

হঠাৎ চোখে পড়ল, সবুজ ঘাসের মধ্যে ছোট ছোট কিছু ফুল মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। মনে হয় তারা আমার দিকে তাকিয়ে আছে আর আমাকে উদ্দেশ্যহীন ভাবে বলছে আমাদেরকে তোমাদের ক্যামেরায় বন্দি করো। কেউ একা, কেউবা দল বেঁধে। দলবেঁধে দাঁড়িয়ে আছে চারপাশে আর মাথা উঠিয়ে আমার দিকে ইশারা করছে। সাদা, বেগুনি, হলুদ – রঙিন ছোট্ট জীবনের উজ্জ্বলতা। ক্যামেরা তুলতেই মনে হলো, এরা যেন আমাকে কিছু বলতে চাইছে। কি বলতে চাইছে সেটা বুঝতে পারছি না তবে কিছু তো বলছে এটা ঠিক তাদের ইশারার মাধ্যমে বুঝতে পারছি।

একটা একলা সাদা ঘাসফুলের দিকে তাকিয়ে মনে হলো, এটা যেন আমারই প্রতিচ্ছবি। হাজারো মানুষের ভিড়ে থেকেও মাঝে মাঝে আমি বড্ড একা হয়ে যাই। একা থাকা ভালো একা থাকলে কেউ আঘাত করতে পারে না কেউ বিশ্বাস ভাঙতে পারে না কেউ ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলতে পারে না তাইতো আমি একা থাকতে অনেক বেশি পছন্দ করে। কিন্তু এই ঘাসফুল? ও তো একাই দাঁড়িয়ে আছে, তবু কী সুন্দর! হয়তো প্রকৃতি আমাদের শেখাতে চায়, একাকিত্ব মানেই দুর্বলতা নয়, বরং নিজের মতো বাঁচার শক্তি। একাকীত্ব হচ্ছে বেঁচে থাকার সবচাইতে চরম সত্যতা আপনার জীবনে অনেক কিছুই আসবে অনেকেই আপনাকে কষ্ট দেয়ার চেষ্টা করবে কিন্তু যেদিন থেকে আপনি একা থাকা শুরু করবেন সেদিন থেকে আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না।

আবার কিছু হলুদ ঘাসফুল একসঙ্গে দুলছিল বাতাসে। তাদের ধোলানি রেখে আমার মনের মধ্যে নিজের বন্ধুদের কথা মনে পড়ে গেল। মনে হলো, বন্ধুত্বও ঠিক এমনই – একে অন্যের পাশে থাকলেই জীবনটা আরও সুন্দর হয়ে ওঠে। আমি ক্যামেরায় ক্লিক করলাম, সেই মুহূর্তটা ধরে রাখার জন্য। বন্ধুত্ব এমনই একটা শব্দ যা কিনা সব সময় আপনার পাশে থাকে বিপদে আপদে আপনাকে সাহস দেয়ার চেষ্টা করে।

IMG_20250225_170349_355.jpg

IMG_20250225_170349_504.jpg

IMG_20250225_170349_544.jpg

IMG_20250225_170349_084.jpg

IMG_20250225_170349_331.jpg

IMG_20250225_170349_352.jpg

IMG_20250225_170349_920.jpg

IMG_20250225_170349_818.jpg

IMG_20250225_170349_187.jpg

IMG_20250225_170349_191.jpg

ফটোগ্রাফির প্রতিটি ক্লিকের সঙ্গে মনে হচ্ছিল, আমি যেন নিজের ভেতরের গল্পগুলোও ফ্রেমে আটকে ফেলছি। নিজের গল্প গুলোকে কারো কাছে প্রকাশ করার চাইতে প্রকৃতির কাছে প্রকাশ করাটা অনেক ভালো। হয়তো কেউ একা, কেউ দলবদ্ধ, কিন্তু সবারই একটা নিজস্ব গল্প আছে – যেমন আমার, যেমন তোমার। প্রতিটা গল্পের পেছনে নিজস্ব আলো লুকিয়ে থাকে তাই বলে সেই আলো কারো কাছে প্রকাশ করার চাইতে নিজেকে আলোই আলোকিত করাটা অনেক বেশি উত্তম দিন শেষে দেখবেন আপনি আমি সবাই ভালো আছি।

ফেরার পথে আকাশের রঙ বদলে গিয়েছিল। সূর্যের আলো কমে আসছিল ধীরে ধীরে। চারপাশ কিছুটা অন্ধকার হয়ে গেছে।কিন্তু ঘাসফুলেরা? তারা তখনও হাসছিল। মনে হলো, জীবনের ছোট ছোট সৌন্দর্যই তো আসল আনন্দের উৎস। এই আনন্দ হয়তোবা আমি আর কোথাও পাব না প্রকৃতির কাছে গেলে আমরা যেমন নতুন কিছু শিখতে পারি ঠিক তেমনি নিজেদের মনটাকে খুব সহজেই ভালো করতে পারে।

সেদিন ক্যামেরায় শুধু ছবি নয়, মনও ভরে গিয়েছিল এক নতুন উপলব্ধিতে – একা থাকলেও ফুল ফোটে, মনের ভেতরেও…আজও মনে হচ্ছে যদি আবারও সেই দিনগুলো ফিরে পেতাম তাহলে কতই না ভালো হতো সবকিছুই সুন্দর যদি সেটাকে সঠিকভাবে আপনি কাজে লাগাতে পারেন।

ঘাসফুলের ফটোগ্রাফি করতে গিয়ে অভিজ্ঞতার কথা বললে, এটা প্রকৃতির সঙ্গে একধরনের অন্তরঙ্গ সংযোগ তৈরি করার মতো। এই মুহূর্তে আপনি আপনার জীবনে কারো কাছে পাবেন না। যখন আপনি নিচু হয়ে গিয়ে ছোট ছোট ঘাসফুলের ছবি তোলেন, তখন আশেপাশের ক্ষুদ্র জগতটা নতুনভাবে ধরা দেয়। নতুন শিক্ষা আপনি আবারো শিখতে পারেন নতুন কিছু দেখে আপনি আবারও নতুন কিছু করার ইচ্ছা প্রকাশ করতে পারেন।

একবার আমি গ্রামের ধারে সকালে ঘাসফুলের ছবি তুলতে গিয়েছিলাম। তখন ভোরের শিশিরে ফুলের পাপড়ি ভিজে ছিল, সূর্যের আলো তার উপর পড়তেই ছোট ছোট জলের কণা মুক্তোর মতো ঝলমল করছিল। এই দৃশ্যগুলো আপনি বিকেল বেলা এবং সকালবেলা ছাড়া আর কখনোই দেখতে পাবেন না। ক্যামেরার ম্যাক্রো মোড অন করে যখন ছবি তুলছিলাম, তখন হঠাৎ দেখি একটা ছোট্ট মৌমাছি ফুলের মধু সংগ্রহ করতে এসেছে। সেটাকে ক্যামেরায় ধরার জন্য নিঃশব্দে অপেক্ষা করতে লাগলাম। কয়েক সেকেন্ডের জন্য সে থামল, তারপর আবার উড়ে গেল। সেই মুহূর্তটা ক্যামেরায় বন্দি করতে পেরে অন্যরকম আনন্দ হয়েছিল! মৌমাছি গেল এদিক ওদিক ঘুরে বেড়ায় কিন্তু তাদেরকে দেখতে বেশ ভালোই লাগে।

এছাড়া, একবার শহরের এক পরিত্যক্ত মাঠে ঘাসফুলের ছবি তুলতে গিয়ে অন্য রকম অভিজ্ঞতা হয়েছিল। এই অভিজ্ঞতা গুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। সাদা, বেগুনি আর হলুদ ছোট ছোট ফুলের মাঝখানে একটা পরিত্যক্ত পুরনো বেঞ্চ ছিল। সূর্যের আলোয় সেটা এক অদ্ভুত নান্দনিক আবহ তৈরি করেছিল। জায়গাটা সুন্দর এটা দেখেই অনেক বেশি ভালো লাগছিল। সেই জায়গাটাকে ক্যামেরার ফ্রেমে এনে একটা গল্প বলার চেষ্টা করলাম—পুরনো আর নতুনের মিশেলে একরকম নস্টালজিয়া।

ঘাসফুলের ফটোগ্রাফি করতে গিয়ে সবচেয়ে বড় যে শিক্ষা পেয়েছি, তা হলো ধৈর্য আর পর্যবেক্ষণের গুরুত্ব। ঘাসফড়িং খুবই তীক্ষ্ণ একটা প্রাণী আপনি তার ফটোগ্রাফি করতে গেলে সে আপনার কাছ থেকে দূরে পালিয়ে যাবে এর জন্য আপনাকে প্রচুর ধৈর্য ধারণ করতে হবে। প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, ওরা করে কোন কাজ করলে সেই কাজে কখনো সফল হওয়া যায় না। তাই ভালো ছবি তুলতে হলে সময় নিয়ে চারপাশটা বোঝা দরকার। আর কখন যে আশ্চর্যজনক একটা মুহূর্ত চলে আসে, তা কেউ বলতে পারে না! প্রতিটা কাজের পেছনে আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য দিতে হয় তাহলেই কিন্তু আপনি ভালো করে কিছু ফটোগ্রাফি তুলতে পারবেন আশা করি ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!