Everyone says that no other feeling can trust us after the feelings of the heart. Love is truly beautiful if it is possible to spend the whole life with the person you love. It is not enough to say something, to be honest, looking at the current situation of some people, the hairs on the body stand up, I don't understand anything. I think that try to arrange the person exactly as you like, whom your family will accept, never choose someone as a life partner in life, whom your family will never accept.
I know that the woman who lives with a man with an empty pocket is crowned with success, but it is true, but it does not happen to everyone. Maybe you choose a person who will definitely be accepted by your family, or wait until your own heart is established. Today I have come to share some exceptional things with you. I do not know how much you will like these words, but from some real experience, I am saying that before choosing a heart, it is much better to think carefully and make a choice.
Since the month of Ramadan is going on, everyone has a little exception in their food. To be honest, I like a little bit of stuffing, a little onion and a little water as usual. Today I saw that my aunt had broken the lentils to make them in a different way. I found the matter very interesting. The fact that she had broken some of the lentils and left some in half was something I asked her about. When I asked her, she told me that making onion with lentils like this is much more fun to eat.
Brother, as always, I am a bit of a foodie and I like to eat food a lot because they say that it tastes better when you make onions like this. Without further ado, I bought lentils from my aunt's place, then I prepared everything for the onions and waited for a long time. In fact, you can call me a crazy person because I prepared everything for the onions at one in the afternoon and I had to make that page at 5:30 in the evening. There is nothing else to think about because I like it. I love to make what I like.
And I think it's much better to make your own things because you'll never do something like someone else will make your favorite food and then you'll eat it. If you can eat your favorite food whenever you want, there's probably nothing greater than that. If I had asked my mother to make it for me like this today, she would have scolded me first, why did I buy lentils from my aunt? We have lentils at home too. Second, she would have scolded me because my mother has soaked a lot of lentils to make onions.
So I prepared the onions in secret and later gave them to my mother. My mother said it was amazing. From next time, I will break the lentils like this and try to prepare them like this. Friends, I have actually tried to prepare them in a slightly different way like me. If you also want to, you should definitely prepare your own ingredients and try to eat them in your own way. And definitely try to use dried chilies with onions. If you have some dried chilies and dried chilies, then maybe you won't need anything else for your iftar.
Instead of eating the same food item every day, try to eat different types of items. During Ramadan, you don't feel hungry all the time. Even then, it feels good to eat different food items. There is a lot of change in taste. Friends, it's not like today. I am writing here after a long time. I actually like to write constantly, but sometimes due to lack of time, I don't get to write. Various problems arise. Even then, I think it is better to leave the problem and spend some time for yourself. Then everyone will be fine. May Allah Hafez.
সবাই বলে মনের অনুভূতির পরে আর কোন অনুভূতি আমাদের ভরসা করতে পারে না ভালোবাসাটা সত্যি সুন্দর যদি সেটা ভালোবাসার মানুষের সাথে সারাটা জীবন কাটানো সম্ভব হয়। কিছু কথা না বললেই নয় কিছু মানুষের বর্তমান পরিস্থিতি দেখে সত্যি কথা বলতে শরীরের লোম দাঁড়িয়ে যায় কি করবো কিছুই বুঝতে পারি না। আমার কাছে মনে হয় তাকেই ঠিক নিজের মতো করে গুছিয়ে নেয়ার চেষ্টা করুন যাকে আপনার পরিবার মেনে নেবে এমন কাউকে জীবনে জীবনসঙ্গী হিসেবে কখনোই নির্বাচন করবেন না যাকে আপনার ফ্যামিলি কখনো মেনে না নেয়।
আমি জানি শূন্য পকেটে যে পুরুষের সাথে যে নারী থাকে সফলতার পরে সেই কিন্তু রাজ রানের মুকুট হয়েছে এটা বাস্তব তবে সবার ক্ষেত্রে এটা হয় না হয়তো বা আপনি এমন মানুষ নির্বাচন করেন যে মানুষটাকে আপনার ফ্যামিলি অবশ্যই মেনে নেবে আর নয়ত বা অপেক্ষা করুন নিজের মনের মানুষ প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আজকে ব্যতিক্রমধর্মী কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি জানিনা কথাগুলো আপনাদের কাছে কতটা ভালো লাগবে তবে কিছু বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি মনের মানুষ নির্বাচন করার আগে অবশ্যই ভেবে চিন্তে নির্বাচন করাটা অনেক বেশি শ্রেয়।
যেহেতু রমজান মাস চলছে সবার ক্ষেত্রেই একটু অন্যরকম ব্যতিক্রম তুমি খাবার পছন্দ করেন সত্যি কথা বলতে আমি বরাবরের মতই একটু ভর্তা তার সাথে একটু পিয়াজু আর একটু পানি আর কিছুর প্রয়োজন হয় না আজকে দেখলাম আমার কাকীমা একটু অন্যরকম ভাবে তৈরি করার জন্য ডাল ভেঙে নিয়েছিল বিষয়টা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে বিষয়টা হচ্ছে ডাল কিছুটা ভেঙে নিয়েছে কিছুটা আবার অর্ধেক করে রেখে দিয়েছে আমি যখন জিজ্ঞেস করলাম তখন উনি আমাকে বললেন এভাবে ডাল দিয়ে পেঁয়াজু তৈরি করলে নাকি খেতে অনেক বেশি মজা হয়ে থাকে।
ভাই বরাবরের মতোই বলবো আমি একটু খাবার রসিক মানুষ খাবার খেতে অনেক বেশি পছন্দ করি যেহেতু বলেছে এভাবে পেঁয়াজু তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে আমি আর দেরি না করে কাকিমার ওখান থেকে ডাল নিয়েছিলাম তারপরে পেঁয়াজের জন্য সবকিছু রেডি করে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম আসলে পাগল মানুষ বললেই হবে আমাকে কেননা আমি পেঁয়াজের সবকিছু রেডি করেছি দুপুর একটা সময় আর সেই পেজ আমাকে বানাতে হয়েছিল সন্ধ্যা সাড়ে পাঁচটা ভাবা যায়। অন্য কিছু ভাবার এখানে কিছু নেই কারণ আমি এটা পছন্দ করি আমার যখন যেটা ভালো লাগে আমি সেটা তৈরি করতে অনেক বেশি ভালোবাসি।
আর আমি মনে করি নিজের প্রয়োজনীয় জিনিস নিজে তৈরি করাটা অনেক বেটার কারণ আপনার জিনিস আপনার পছন্দের খাবার অন্য কেউ তৈরি করে দেবে তারপরে আপনি খাবেন এমনটা কখনোই করবেন না নিজের যখন ইচ্ছে হবে তখন আপনি যদি আপনার প্রিয় জিনিসটা খেতে পারেন তা এর চাইতে বড় পাওয়া হয়তোবা আর কিছুই হবে না আজকে আমি যদি আম্মুকে বলতাম আমাকে এভাবে তৈরি করে দেন তাহলে প্রথম অবস্থায় আমাকে বকা দিত কেন আমি কাকিমার কাছ থেকে ডাল নিয়েছি আমাদের ঘরেও তো ডাল আছে দ্বিতীয়ত বকা দিত আম্মু অনেকগুলো ডাল ভিজিয়ে রেখেছে পেঁয়াজ তৈরি করার জন্য।
সো অনেকটা লুকিয়ে আমি পেঁয়াজগুলো তৈরি করেছিলাম পরবর্তীতে আম্মুকে দিয়েছি আম্মু বলেছে অসাধারণ হয়েছে পরবর্তী সময় থেকে এভাবে ডাল ভাঙ্গিয়ে নিয়ে আসবে এবং এভাবে তৈরি করার চেষ্টা করবেন তো বন্ধুরা আমি আসলে চেষ্টা করেছি আমার মত করে একটু অন্যরকম ভাবে তৈরি করার জন্য আপনারাও চাইলে নিজের প্রয়োজনীয় জিনিস নিজেদের মতো করে অবশ্যই তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন আর পেঁয়াজের সঙ্গে অবশ্যই শুকনো মরিচ ব্যবহার করার চেষ্টা করবেন পান্তা ভাত যাতে একটু শুটকি ভর্তা আর শুকনো মরিচ হলে হয়তোবা আপনার ইফতারিতে আর কোন কিছু প্রয়োজন হবে না।
প্রতিনিয়ত একই রকমের খাবার একই আইটেম খাওয়ার চাইতে বিভিন্ন ধরনের আইটেম খাওয়ার চেষ্টা করবেন রমজানের সময় এমনিতেই একসাথে খিদে থাকে না তার পরেও অন্যরকম খাবার আইটেম খেলে কিছুটা ভালো লাগে রুচির মধ্যে অনেকটা পরিবর্তন আসে তো বন্ধুরা আজকের মত না হয় আমি এখানে আমার লেখা টানছি অনেকদিন পরে লিখতে বসেছি প্রতিনিয়ত লিখতে আসলে পছন্দ করি তবে কিছু সময়ের অভাবে লেখা হয়ে ওঠে না বিভিন্ন রকম সমস্যা থেকেই যায় তারপরেও আমি মনে করি সমস্যা পরিত্যাগ করে অবশ্যই কিছুটা সময় নিজের জন্য ব্যয় করা উত্তম তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.