Good Night
আজ নতুন আরেকটি ফটোগ্রাফি পোস্ট লিখছি। শীতকাল আমাদের তাজা শাক-সবজি উপহার দেওয়ার কাল। রবিশষ্য বপন ও রোপনের কাল। অনেক রবি শস্যের মধ্যেও আমরা শাকসবজি পেয়ে থাকি। এমনই একটি শাকসবজি সম্পর্কে আমার আজকের লেখা।
শীতকালে পাওয়া শাকসবজি গুলোর মধ্যে অন্যতম একটি হলো **কালই শাক বা কালই পাতার শাক। মূলত এটি খেসারি ডালের সবুজ কচি পাতা। বপন কৃত খেসারি ডাল গাছের আগা থেকে কচি কচি পাতা সংগ্রহ করে, শাক হিসেবে রান্না করে খাওয়া হয়ে থাকে। আমিও বাজার থেকে,এই শাক পাতা সংগ্রহ করেছিলাম।
রান্নার জন্য শাকের শক্ত ডালগুলো বেছে বেছে পরিস্কার করার সময় এই ছবিগুলো মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করেছিলাম।
এখন উপহার দিচ্ছি।
উপভোগ করুন।
photographer|@aminunruna
Camera |Handset
Cetegory| Vegetable 🥒 Photography
Nice post @aminunruna! I love the beautiful blue color it has and the perfect way it's folded in half, like a taco! Only just a bit more...floral, colorful, and a bit less edible. 😑