Bismillahir Rahmanir Rahim
This is @abdulmomin from #Bangladesh.
Hello friends, how are you all? I hope you are doing well, by the grace of Allah, I am also well and healthy, Alhamdulillah. Today I have come to you to write about another new day of mine, so friends, let's start - I don't feel like waking up in the winter morning, even if I wake up for prayers, I fall asleep again, but I have to pray Fajr prayers, so I woke up from a comfortable sleep. After praying Fajr prayers, I fell asleep again, so after sleeping until nine, I got up for breakfast. A friend of mine and I went out for breakfast.
That morning's breakfast was tea and biscuits, I like to have a different breakfast every morning. Some days I eat food brought from the madrasa for breakfast, some days I eat bread, and some days I eat tea and biscuits for breakfast. After breakfast, I came to the madrasa, the Amir of our class announced that someone had come for prayer, so we all gathered and prayed for him. We all gathered, the prayer ceremony was going on, after the prayer ceremony for about 15-20 minutes, we were fed some sweets. There was one packet for each person, one packet had two sweets and one salt.
We all ate one by one. Then we went to class, we often had classes until noon, then we took a bath, offered Zuhr prayers and had lunch. I talked to my friend that after Asr, I would go to Shanir Akhra and from there I would have to do various markets for my friend. Because my friend lives in Saudi Arabia, the prices of things there are very high, so another friend of ours from Bangladesh is going to him and has sent money of about eight thousand taka to do markets for him. So I went to Shanir Akhra market with my friend.
Before going to the market, I called my friend, he said come out a little later, I am in Narayanganj, so I sat with another friend of mine at a computer shop for some time. I saw my friend teaching computers at a computer shop, I asked him where did you learn from? He said I was addicted to computers since childhood and we have a computer at home and I learned from my brother and now I am teaching in a shop. I said it was very good. Earning income along with studies is a plus point, a very good achievement.
Then I often went to Shani Akhra around 7:30 and met my friend and did some market, bought six towsers and two towser pants for 2450 taka. Then I bought four caps for 550 taka, after finishing some other markets we came to another friend's laundry shop, there I got my Punjabi washed. Instead of getting it washed somewhere else, I again give it to my friend to wash. Anyway, from the shop I came towards the madrasa, I told one of my friends at Asha time that let's have some light breakfast and then enter the madrasa.
Then my friend said okay so we will eat muri and then go to the madrasa. Then we went to the shop and ordered two Muri, we have a few Jhal Muri shops here, each one likes to eat Muri from each other, I like to eat from one. Because out of all of them, I like his Jhal Muri the most. After coming to the madrasa and having dinner, doing the necessary work and going to bed, it was too late to sleep. This is how the day passed again.
I am leaving here for today, see you in the next post. Allah is Hafez. |
---|
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি। আজকে আমি আমার নতুন আরেকটি দিন সম্পর্কে লিখতে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, তো বন্ধুরা চলুন শুরু করা যাক- শীতের সকালে ঘুম থেকে ওঠতে মোটেও ইচ্ছে করে না, নামাজের জন্য ঘুম থেকে জাগিয়ে দিলেও আবার ঘুমিয়ে পড়ি কিন্তু ফজরের নামাজ তো আদায় করতেই হবে তাই আরামের ঘুম থেকে উঠে পড়লাম। ফজরের নামাজ আদায় করে আবার ঘুমিয়ে পড়লাম, তাই নয়টা পর্যন্ত ঘুমানোর পরে সকালের নাস্তা করার জন্য উঠে পড়লাম। আমি এবং আমার এক বন্ধু বাহিরে গিয়েছিলাম নাস্তা করার জন্য।
সেদিন সকালের নাস্তা ছিল চা-বিস্কিট, একেক দিন সকাল বেলা একেক রকম নাস্তা করতে ভালো লাগে। কোন কোন দিন মাদ্রাসা থেকে উঠানো খাবার খেয়ে নাস্তা করি আবার কোন কোন দিন রুটিও খাই আবার কোন দিন চা বিস্কিটও খেয়ে সকালের নাস্তা করি। নাস্তা করে মাদ্রাসায় আসলাম, আমাদের ক্লাসের আমির সাহেব এলান করলেন যে, একজন দোয়ার জন্য এসেছেন তাই আমরা সবাই একত্রিত হই উনার জন্য দোয়া করব। আমরা সবাই একত্রিত হলাম দোয়া অনুষ্ঠান চলছিল, প্রায় ১৫-২০ মিনিট দোয়ার অনুষ্ঠান শেষে আমাদেরকে কিছু মিষ্টান্ন খাওয়ানো হলো। প্রত্যেক জনের জন্য একটি করে প্যাকেট ছিল, একটি প্যাকেটের মধ্যে দুটি মিষ্টি আরেকটি নিমকি ছিল।
আমরা সবাই একটি একটি করে খেয়ে নিলাম। এরপরে ক্লাসে চলে গেলাম, প্রায়ই দুপুর পর্যন্ত ক্লাস হল এরপরে গোসল সেরে জোহরের নামাজ আদায় করে দুপুরের খাবার খেয়ে দিলাম। আমার বন্ধুর সাথে কথা হয়েছিল যে, আসরের পরে আমি শনির আখড়া যাব সেখান থেকে আমার বন্ধুর জন্য বিভিন্ন মার্কেট করতে হবে। কেননা আবার বন্ধু সৌদি আরবে থাকে, সেখানে জিনিসপত্রের দাম অনেক বেশি তাই বাংলাদেশ থেকে আমাদের আরেক বন্ধু ওর কাছে যাচ্ছে ওর জন্য প্রায় আট হাজার টাকার মার্কেট করার জন্য টাকা পাঠিয়েছে। তাই আমি আমার বন্ধুকে নিয়ে শনির আখড়া মার্কেটে গিয়েছিলাম।
মার্কেটে যাওয়ার আগে আমি আমার বন্ধুকে ফোন করলাম, সে বলল একটু পরে বের হও আমি নারায়ণগঞ্জে আছি তাই আমি আমার আরেক বন্ধুর কাছে কিছু সময় বসে ছিলাম কম্পিউটারের দোকানে। আমি আমার বন্ধুকে দেখলাম কম্পিউটারের দোকানে কম্পিউটার শিখাচ্ছে, আমি ওরে জিজ্ঞেস করলাম তুমি কোত্থেকে শিখলে? ও বলল আমি ছোটবেলা থেকেই কম্পিউটারের প্রতি আসক্ত ছিলাম এবং বাড়িতে আমাদের কম্পিউটার রয়েছে পাশাপাশি আমার ভাইয়ের থেকে শিখেছি আর এখন একটি দোকানে শিখাচ্ছি। আমি বললাম যাক অনেক ভালো হয়েছে। লেখাপড়ার পাশাপাশি ইনকাম করা প্লাস পয়েন্ট, অনেক ভালো অর্জন।
এরপরে প্রায়ই সাড়ে সাতটার দিকে শনির আখড়া গিয়ে আমার বন্ধুর সাথে দেখা করে মার্কেট করলাম, ছয়টি টাউজার কিনেছি ও দুটি টাউজার প্যান্ট কিনেছি ২৪৫০ টাকা। এরপরে চারটি ক্যাপ কিনলাম ৫৫০ টাকা দিয়ে, আরও বিভিন্ন কিছু মার্কেট শেষ করে আমরা আবার আরেক বন্ধুর লন্ডির দোকানে আসলাম, সেখানে আমি আমার পাঞ্জাবি লন্ডি করতে দিয়েছি। অন্য জায়গায় লন্ডি করার চাইতে আমি আবার বন্ধুর কাছেই লন্ডি করার জন্য দিয়ে থাকি। যাই হোক দোকান থেকে মাদ্রাসার দিকে আসলাম, আশা সময় আমার এক বন্ধুকে বললাম চলো আমরা হালকা কিছু নাস্তা করে তারপরে মাদ্রাসায় ঢুকবো।
এরপর আমার বন্ধু বলল ঠিক আছে তাইলে আমরা মুড়ি খেয়ে তারপরে মাদ্রাসায় যাব। এরপর আমরা দোকানে গিয়ে দুটি মুড়ির অর্ডার করলাম, আমাদের এখানে কয়েকটি ঝাল মুড়ির দোকান বসে, একেক জন একেক জনের কাছে মুড়ি খেতে পছন্দ করে, আমি একজনের থেকে খেতে পছন্দ করি। কেননা সবগুলোর মধ্যে আমার কাছে তার ঝাল মুড়িটাই সবচেয়ে বেশি ভালো লাগে। মাদ্রাসায় এসে রাত্রের খাবার খেয়ে প্রয়োজনীয় কাজ সেরে ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গেল। এভাবেই আবার দিনটি অতিবাহিত হল।
Device | Name |
---|---|
Android | Realme 12 Pro |
Camera | 50MP 32MP 8MP |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @abdulmomin |
X promotion
https://x.com/Monarul265535/status/1881406591506997469?t=PDrzKsMECzNXgjy_hdTDRA&s=19