![]() |
---|
বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
পরম করুনাময় আল্লাহ তায়ালার নামে শুরু করছি, হ্যালো স্টিম প্রিয় বন্ধুরা! আশা করি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি।
![]() |
---|
আমি আজকে আপনাদের সাথে আমার গতকালকে সারাদিনের কার্যক্রম গুলো শেয়ার করব। গরম চলে যাচ্ছে শীত এর আগমন ঘটছে, এখন আবহাওয়া পরিবর্তন হচ্ছে, ভোর রাত্রে হালকা শীত লাগে, আমরা মাদ্রাসায় একটি রুমের মধ্যে কমপক্ষে ৫০ জন ছাত্র ঘুমাই, এজন্য আমাদের রুমের মধ্যে গরমের ভাবটা বেশি থাকে। তাই আমরা ফ্যান দিয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু আজকে ভোররাত্রে যখন চারটা বাজে তখন হঠাৎ করে জেগে উঠি, তখন লক্ষ্য করলাম হালকা হালকা শীত লাগছে, তাই ফ্যানটা বন্ধ করে দিলাম অতপর ঘুমিয়ে পড়লাম। সকাল পাঁচটা ১৫ মিনিটে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করলাম, আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছে তাই ক্লাস বন্ধ, সবাই নিজের মতো করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। পরীক্ষার সময় ছিল সকাল আটটা থেকে ১১ টা পর্যন্ত। এজন্য সকাল সাতটার সময় খাবার নিয়ে আসা হলো, সকালের খাবারে ছিল ভাত, ডাল, আলু ভর্তা।
![]() |
---|
যেহেতু আটটা থেকে পরীক্ষা তাই দ্রুত খাবার খেয়ে নিলাম। লক্ষ্য করে দেখবেন, পরীক্ষার সময় সকালে খাবার খেতে ইচ্ছা করে না, শুধু মাথার মধ্যে একটি টেনশন যে, প্রশ্ন কি কঠিন হবে নাকি সহজ হবে? তাই খাবার খাওয়ার ইচ্ছে হয় না তবুও জোর করে কিছু খাবার খেয়েছি। এরপরে পরীক্ষা দেওয়ার জন্য হলরুমে চলে গেলাম, ঠিক নয়টার সময় খাতা দেওয়া হল, সবাই খাতা পেয়ে নিজের রোল নাম্বার, সিট নাম্বার, এবং প্রয়োজনীয় যা কিছুর লেখার সব লিখে নিচ্ছে। আমিও লিখে নিলাম। কালকে আমাদের পরীক্ষা হয়েছে "হেদায়া কিতাব"
![]() |
---|
যখন প্রশ্ন দেওয়া হল তখন প্রশ্নগুলো একবার পড়ে নিলাম, প্রশ্নটা পড়ে আলহামদুলিল্লাহ বললাম। কারণ চারটা প্রশ্নের মধ্যে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে আর দুইটা প্রশ্ন আমার একেবারে কমন ছিল। তাই নিশ্চিন্তাই পরীক্ষা শেষ করলাম। পরীক্ষা শেষ করে ১১ টার সময় রুমে চলে আসলাম এবং বন্ধুর সাথে বাহিরে গেলাম। বাহিরে গিয়ে আমরা এক গ্লাস করে "মাঠা" খাইলাম। এক গ্লাস মাঠার দাম ২০ টাকা নিলো, ঐতিহ্যবাহী সেই সিরাজগঞ্জের মাঠা ঢাকায় দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। মাঠা খেয়ে অনেকটাই ভালো লাগলো। এর আগেও অনেক মাঠা খেয়েছি কিন্তু এত ভালো মাঠা পাইনি।
![]() |
---|
এরপরে রুমে চলে এসে দুপুর পর্যন্ত ঘুমালাম। ঘুম থেকে উঠে গোসল করলাম, গোসল শেষ করে যখন রুমে আসলাম তখন আমার বন্ধুর সাথে একটি ফটো উঠি এবং আমি নিজে একটি ফটো উঠি।
![]() |
---|
![]() |
---|
দুপুরের সময় ঘুম থেকে উঠে যোহরের নামাজ আদায় করে দুপুরের খাবার খেয়ে নিলাম। অতঃপর পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে পড়া শুরু করলাম। আসরের নামাজ জামাতের সাথে আদায় করে একটু হাঁটার জন্য বাহিরে গেলাম বন্ধুর সাথে। বন্ধুর সাথে বাহিরে গিয়ে হোটেলে হালকা নাস্তা করলাম। বিকালে হালকা নাস্তা হয়েছিল "পুরি" আমরা প্রথমে তিনটি করে পুড়িয়ে নিয়েছি এবং সাথে দিয়েছে শসার সালাত।
![]() |
---|
![]() |
---|
নাস্তা শেষ করে আমরা মাদ্রাসায় চলে আসলাম। অতঃপর মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিলাম, আমাদের মাদ্রাসায় কালকে রাত্রে অনুষ্ঠান ছিল। যদিও সেই অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণ করার অনুমতি ছিল না, কারণ আমাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা চলছে। অনুষ্ঠানে অনেক দূর দুরান্ত থেকে মেহমানগণ এসেছিলেন তাদেরকে মেহমানদারী করিয়েছে। তাই আমার এক বন্ধু আমাদের কয়েকজনের জন্য কাচ্চি রেখে দিয়েছিল। আমরা ৫/৬ জন বন্ধু মিলে রাত্রে খেয়েছি। কাচ্চিটা অনেক মজার হয়েছিল। রাত্রেবেলা ফটো উঠিয়েছি তাই ঝাপসা হয়েছে।
আমার কালকে সারাদিন এই ভাবেই কেটেছে, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই সমাপ্ত করছি খোদা হাফেজ।
Bismillahir Rahmani Rahim.
Assalamu Alaikum wa Rahmatullah.
Starting in the name of Almighty Allah, Hello Steam dear friends! I hope you all are very well by the grace of the creator, I am also very well and healthy by the grace of the creator Alhamdulillah.
Morning:-
Today I will share with you my activities of yesterday. The heat is going away the winter is coming, now the weather is changing, there is a slight chill in the morning and night, we sleep at least 50 students in a room in the madrasa, so the feeling of heat is high in our room. So we fell asleep with the fan on, but woke up suddenly at four o'clock in the morning today, noticed that it was mildly cold, so I turned off the fan and fell asleep. I woke up at 5:15 in the morning and prayed Fajr, our second temporary exam was going on, so the class was closed, everyone was preparing for the exam in their own way. Exam time was from 8 AM to 11 AM. That's why food was brought at seven o'clock in the morning. The breakfast consisted of rice, dal and potato filling.
Since the exam is from eight o'clock, I ate fast. You will notice, during the exam, you don't want to eat food in the morning, just a tension in your head, will the question be difficult or easy? So I don't want to eat food but forcefully ate some food. After that I went to the hall to give the exam, at exactly nine o'clock the notebook was given, everyone got the notebook and wrote down their roll number, seat number, and all the necessary notes. I wrote it too. Tomorrow we have test "Hedaya Kitab".
When the question was given, I read the questions once, read the question and said Alhamdulillah. Because out of four questions, three questions have to be answered and two questions were very common to me. So I finished the exam without any worries. After completing the exam, I came to the room at 11 o'clock and went out with my friend. We went out and had a glass of "Matha". A glass of matha cost 20 taka, it was very good to see the traditional matha of Sirajganj in Dhaka. It was very good to eat matha. I have eaten a lot of matcha before but never got such good matcha.
Afternoon and Evening:-
After that I went to the room and slept till noon. I woke up and took a shower, when I came to the room after showering I took a photo with my friend and I took a photo myself.
After waking up at noon, I prayed Zohr and had lunch. Then I started studying to prepare for the next exam. I went out for a walk with my friend after performing Asr prayer with the congregation. Went out with a friend and had a light breakfast at the hotel. In the afternoon there was a light breakfast of "Puri" we first burnt three each and served with cucumber salad.
Night time:-
After breakfast we came to Madrasa. After that I prepared for Maghrib prayer, there was a function in our madrasa tomorrow night. Although we were not allowed to participate in that event, as we have important exams going on. The guests from far away were entertained at the event. So a friend of mine left kachchi for some of us. We had dinner with 5/6 friends. The video was very funny. I took the photo at night so it's blurry.
I spent the whole day like this tomorrow, everyone will be fine and healthy. Wishing everyone good health, I conclude my short speech here, Lord Hafez.
Device | Name |
---|---|
Android | Samsung A12 |
Camera | 48MP 5MP 2MP 2MP |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @abdulmomin |
X promotion
https://x.com/Monarul265535/status/1888657753197211656?t=WakM0wQbT4E-XQIXxveEog&s=19
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.
** Your post has been upvoted (14.54 %) **
Curation Trail is Open!
Join Trail Here
Delegate more BP for bigger Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Upvote
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank you 🙂 @tomoyan