![]() |
---|
বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
পরম করুনাময় আল্লাহ তায়ালার নামে শুরু করছি, হ্যালো স্টিম প্রিয় বন্ধুরা! আশা করি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি।
সৃষ্টিকর্তার রহমতে আবারো আরেকটি সূর্যের আলো দেখার সৌভাগ্য হলো, একটি প্রসিদ্ধ বাক্য আছে, যা একদম চিরসত্য, তা হলো; "ঘুম ভাঙলে সকাল, না ভাঙ্গলে পরকাল।"প্রতিদিনের ন্যায় আজকেও ফজরের নামাজের ২০ মিনিট আগে ঘুম থেকে উঠে ওযু করে ফজরের সালাত জামাতের সাথে আদায় করলাম। আজকে জুমার দিন তাই ক্লাস ছিল না এজন্য নামাজের পরে সুরা ইয়াসিন ও সূরা কাহাফ তেলাওয়াত করে ঘুমাতে চেয়েছিলাম। কিন্তু হঠাৎ করে ওস্তাদজি আসলেন এবং বললেন সবাই ক্লাসে আসো ক্লাস হবে। আমরা সবাই ক্লাসে বসে গেলাম। সাতটা ত্রিশ মিনিট পর্যন্ত ক্লাস হলো, এরপরের নাস্তার বিরতি দেওয়া হলো।
![]() |
---|
খাবার উঠানোর জন্য দায়িত্বশীল ছাত্ররা বোর্ডিংয়ে চলে গেল, আজকে আমার দায়িত্ব ছিল তাই আমিও খাবার উঠানোর জন্য চলে গেলাম। খাবার উঠিয়ে নিয়ে আসলাম, কিন্তু আজকে তরকারিটা খুবই নরমাল ছিল, কিছুতেই খেতে পারছিলাম না, তাই নাস্তা করার জন্য হোটেলে চলে যায়। হোটেলে গিয়ে দুটি রুটি ও একটি সবজি নিলাম, সকালের নাস্তা করে মাদ্রাসায় চলে আসলাম। মাদ্রাসায় এসে সকাল আটটার সময় ঘুমিয়ে পড়লাম, কিন্তু ঘুম ধরছিল না তাই আরো কিছুক্ষণ ফোন চালাইলাম, এরপরে সাড়ে বারোটা পর্যন্ত ঘুমালাম। ঘুম থেকে উঠে গোসল করে জুমার নামাজের প্রস্তুতি নিলাম। জুমার নামাজ শেষ করে দুপুরের খাবার খাব তাই বন্ধুদেরকে বললাম খাবার প্রস্তুত করো আমি তরকারি কিনে নিয়ে আসি। তরকারি কিনতে গিয়ে দেখি পর্যাপ পরিমাণ ভিড়, যাত্রাবাড়ী মাদ্রাসার ভিতরে তরকারির বাজার বসে, তিন বেলা সেখানে তরকারি পাওয়া যায়। এখন তরকারির বাজারে আগুনের মত দাম চলছে তবুও যাত্রাবাড়ি মাদ্রাসার তরকারির বাজারে ৫ টাকার তরকারি পাওয়া যাচ্ছে।
![]() |
---|
শুধু তাই নয় ৫ টাকার তরকারি পাঁচ টাকার ভাজি ৫ টাকার ভর্তা এবং ১৫ টাকা হলে একটি মাছ পাওয়া যায়, বিশ টাকা হলে একটি ডিমও পাওয়া যায়। যাত্রাবাড়ী মাদ্রাসায় প্রায় ১০ হাজারের বেশি ছাত্র রয়েছে, তাই এখানে প্রতিবেলায় হাজার হাজার টাকার তরকারি বিক্রি করতে পারে। তাইতো তাদের ৫ টাকা করে তরকারি বিক্রি করলেও অনেক লাভ থাকে। যাইহোক তরকারি কিনে দুপুরের খাওয়া-দাওয়া শেষ করলাম। বিকেলবেলা হালকা নাস্তা করার জন্য কিছু মুড়ি ভর্তা নিয়ে আসা হলো, এখানে সকলেই মুড়ি ভর্তা বলে কিন্তু আমরা বলি ঝালমুড়ি। ৩০ টাকার ঝাল মুড়ি কিনে নিয়ে আসা হলো। একটি বড় প্লেটে ঝালমুড়ি গুলো ঢেলে নিলাম এবং সকলে মিলে খেয়ে ফেললাম। ঝালমুড়ি গুলো কিনেছিলাম একটি চাচার থেকে, সেই চাচার ঝালমুড়ি গুলো অনেক সুস্বাদু হয়ে থাকে। আমরা প্রায় প্রায়ই সেই ঝালমুড়ি গুলো খেয়ে থাকি।
![]() |
---|
এরপরে সন্ধ্যাবেলা বন্ধুদের সাথে কিছু সময় ঘুরতে বের হয়েছিলাম, বন্ধুরা বলল চলো আজকে হালিম খাবো, তাই এক চাচার থেকে আমরা তিনজন হালিম খেলাম। এর পরে সবাই বললো চলো খাচ্ছি খাবো তাই আমরা কাচ্চি খাওয়ার জন্য "কাচ্চি ভাই" রেস্টুরেন্টে চলে গেলাম। যার পরে দেখলাম কোন খাবারের কত দাম। দেখে আমরা গরুর গোশতের কাচ্চি অর্ডার করলাম, ফুল প্লেট ১৫০ টাকা আর হাফ ৯০ টাকা, তাই আমরা তিনজনেই হাফ হাফ করে খাইলাম।
![]() |
---|
![]() |
---|
যদিও আজকের কাচ্চিটা খুব বেশি মজা হয়নি, তবুও খাইতে হল, আমরা কাচ্চি খাওয়ার সময় একটি ফটো উঠেছি এবং কাচ্চির কয়েকটি ফটো উঠেছিলাম। যা ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি। রাত্রেবেলা মাদ্রাসায় গিয়ে আর খাবার খাওয়ার প্রয়োজন হলো না। তাই এশারের নামাজ পড়ে পড়াশোনা শুরু করলাম এবং রাত্রি 11 টার সময় শুয়ে পড়লাম। এরপরে একটি লেখা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম।
তো বন্ধুরা! এই ছিল আমার আজকের দিনের কার্যক্রম, আমার আজকের দিনের কার্যক্রম গুলো পড়ে আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানাবেন।
সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই সমাপ্ত করছি খোদাহাফেজ।
Bismillahir Rahmani Rahim.
Assalamu Alaikum wa Rahmatullah.
Starting in the name of Almighty Allah, Hello Steam dear friends! I hope you all are very well by the grace of the creator, I am also very well and healthy by the grace of the creator Alhamdulillah.
By the grace of God, we are fortunate to see the light of another sun again. There is a famous saying, which is absolutely true, that is; "If you break your sleep, it's morning, if you don't break it, it's tomorrow." Like every day, I got up 20 minutes before Fajr prayer and performed ablution and performed Fajr prayer with the congregation. Today is Friday, so there was no class, so I wanted to sleep after reciting Surah Yasin and Surah Kahf. But suddenly Ustadji came and said everyone come to class there will be class. We all sat in the class. The class lasted until seven thirty minutes, then a break was given for breakfast.
The responsible students went to boarding to pick up the food, today was my duty so I also went to pick up the food. Picked up food, but today the curry was very normal, could not eat anything, so went to the hotel for breakfast. I went to the hotel, bought two breads and a vegetable, had breakfast and came to the madrasa. I came to madrasa and fell asleep at eight o'clock in the morning, but could not sleep, so I called on the phone for a while, then slept until half past twelve. I woke up and took a bath and prepared for Friday prayers. I will have lunch after finishing Friday prayers so I told my friends to prepare food and I will buy curry and bring it. When I went to buy curry, I saw a huge crowd, there is a curry market inside Jatrabari madrasa, curry is available there at three o'clock. Now the prices are going like fire in the curry market, yet curry is available for 5 rupees in the curry market of Jatrabari Madrasa.
Not only that, curry for 5 taka, fried food for 5 taka, bharta for 5 taka and fish for 15 taka, egg for 20 taka. Jatrabari madrasah has more than 10 thousand students, so it can sell thousands of rupees worth of curry every hour. So even if they sell curry for 5 rupees, there is a lot of profit. However, I bought curry and finished my lunch. For a light snack in the afternoon, some Muri Bharta was brought, here everyone calls it Muri Bharta but we call it Jhalmuri. 30 rupees of Jhal Muri was bought and brought. I poured the jhalmuri on a big plate and ate it all together. I bought jhalmuri from an uncle, that uncle's jhalmuri is very delicious. We eat those jhalmuri almost often.
Later in the evening I went out with friends for some time, friends said let's eat haleem today, so three of us ate haleem from an uncle. After that everyone said let's eat so we went to "Kachchi bhai" restaurant to eat kachchi. After which I saw the price of any food. We ordered beef cutlets, full plate 150 taka and half 90 taka, so we three ate half and half.
Although today's kacchi was not much fun, still had to be eaten, we took a photo while eating kacchi and took some photos of kacchi. Which I have already shared with you. There is no need to go to madrasa at night and eat food. So started studying after Isha prayer and went to sleep at 11 pm. After that I made a text and shared it with you.
So friends! This was my day's activities, read my today's activities and let me know how you feel by leaving a comment.
May everyone be well and be healthy, I am concluding my short speech here by wishing everyone good health.
Device | Name |
---|---|
Android | Samsung A12 |
Camera | 48MP 5MP 2MP 2MP |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @abdulmomin |
X promotion
https://x.com/Monarul265535/status/1887569875486580973?t=DPVeyDWCIF75o_2GS0kFNw&s=19
** Your post has been upvoted (41.98 %) **
Curation Trail is Open!
Join Trail Here
Delegate more BP for bigger Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Upvote
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank you 🙂 @tomoyan
2 votes