![]() |
---|
বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
পরম করুনাময় আল্লাহ তায়ালার নামে শুরু করছি,
হ্যালো স্টিমিট প্রিয় বন্ধুরা! আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি।
আবারো আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আমার কালকের সারাদিনের কার্যক্রম গুলো শেয়ার করার জন্য। আমার গতকালকে দুটি পরীক্ষা ছিল, একটি পরীক্ষা সকালে আরেকটি পরীক্ষা দুপুরে, কিন্তু যখন আমরা প্রথম পরীক্ষাটি দিচ্ছিলাম তখন ওস্তাদজি আমাদেরকে বললেন দুপুরের পরীক্ষা দুপুরের আগেই হবে। তোমরা এখান থেকে পরীক্ষা দিয়ে যাওয়ার সময় দায়িত্বশীল ওস্তাদের কাছে গিয়ে কুরআনুল কারীম পরীক্ষা দিয়ে উপরে চলে যাবে। কারণ পরীক্ষা শেষ হলে সবাই সবার মত ঘুরতে বের হয়।
তাইতো পরীক্ষা শেষ করে চলে আসলাম ধানমন্ডি মামার বাসায়। আমাদের আরো একটি পরীক্ষা রয়ে গেছে। সেই পরীক্ষাটি হবে আমাদের মাদ্রাসার অনুষ্ঠান শেষ হওয়ার পরে অর্থাৎ 27 তারিখে। তাই মামার বাসায় চলে আসলাম। আসার সময় আমার মামাতো দুই ভাইয়ের জন্য "কমলা" কিনে নিয়ে আসলাম।
![]() |
---|
দোকানদারকে বললাম এক কেজি ছোট কমলার দাম কত? দোকানদার বলল ১৮০ টাকা, আমি বললাম এর কম নাই? উনি বললেন ঠিক আছে ১৭০ টাকা দিয়েন। তাই ১৭০ টাকা দিয়ে এক কেজি ছোট কমলা কিনে নিয়ে আসলাম। যাত্রাবাড়ী থেকে বাসে উঠলাম ফার্মগেট এসে নামলাম। কালকে কোন হারতাল ছিল না স্বাভাবিক ভাবে গাড়ি চলছিল। তাই কোন প্রকার জ্যাম ছাড়াই গন্তব্য স্থানে পৌঁছাতে পেরেছি। এরপরে ফার্মগেট থেকে 10 মিনিট হেঁটে এসেছি ধানমন্ডি ৩২ বিআরবি হসপিটাল এর পাশে আমার মামার বাসা সেখানে। বাসায় এসে গোসল সেরে নিলাম।
![]() |
---|
আসতে আসতে প্রায় দুপুর হয়ে গিয়েছে। গোসল করে দুপুরের খাবার খেলাম। দুপুরের খাবারের ছিল ভাত মুরগির মাংস আর ডাল। তৃপ্তি সহকারে দুপুরের খাবার গ্রহণ করলাম।
![]() |
---|
এরপরে কিছু সময় একটু রেস্ট করলাম, আমার মামাতো ভাই বলছিল বাহিরে যাবে, বাহিরে গিয়ে বাইসাইকেল চালাবে। তাই আমি আমার মামাতো ভাইকে বাহিরে রাস্তায় নিয়ে গেলাম এবং বাইসাইকেলটি সাথে নিয়ে গেলাম। বাহিরে যাওয়ার পরে আমার মামাতো ভাই রাস্তার পাশ দিয়ে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল আর আমি সাথে সাথে হেঁটে যাচ্ছিলাম। আমার মামাতো ভাই বাহিরে যেতে পারে না কারণ নিয়ে যাওয়ার মত কেউ নেই, আমার মামা অফিসের কাজে ব্যস্ত থাকে তাই বাহিরে নিয়ে যেতে পারে না, হয়তো সপ্তাহে একবার নিয়ে যায়। কিন্তু আমি যখন বাসায় আসি তখন প্রতিদিন কিছু সময় করে বাহিরে নিয়ে একটু ঘোরাফেরা করে নিয়ে আসি।
![]() |
---|
![]() |
---|
এরপরে মাগরিবের নামাজ আদায় করে কিছু সময় পড়তে বসালাম, মাগরিবের নামাজের পর থেকে এশারের নামাজ পর্যন্ত পড়াশোনার মূল সময়। এই সময়ের মধ্যে ছাত্ররা কখনো ভিন্ন কিছু করতে পারে না। এ সময়ের মধ্যে তাদেরকে ক্লাসের পড়া পড়তে হয়।
![]() |
---|
![]() |
---|
কিছুক্ষণ পড়ানোর পরে আমরা হালকা নাস্তা করে নিলাম। আমাদের আজকে বিকালের নাস্তা হিসেবে ছিলো, পায়েস এবং মুড়ি। পায়েসের সাথে মুড়ি মিশিয়ে খাওয়া অন্যরকম একটা টেস্ট। অনেকদিন পরে কালকে পায়েস খেলাম। পায়েস টা অনেক সুস্বাদু হয়েছিল। দুধ, নারিকেল, বাদাম ও কিসমিস দিয়ে অনেক সুস্বাদু করে পায়েস রান্না করেছিল। পায়েসটা খেয়ে মায়ের হাতের রান্না পায়েসের কথা মনে পড়ে গেল, বাড়িতে থাকতে যখন পায়েস খেতে চাইতাম তখন সুন্দর করে এভাবেই পায়েস রান্না করে দিত।
![]() |
---|
![]() |
---|
![]() |
---|
ছোট ভাইদেরকে সাথে নিয়ে কয়েকটি কমলা আমি নিজেও খাইলাম ছোট ভাইদেরকেও খাওয়ালাম।
রাত্রে এশারের নামাজ আদায় করতে দেরি হয়ে গেল, কারণ রাত্রে খাবার খেতে খেতে প্রায় এগারোটা বেজেছিল। এরপরে প্রায়ই পৌনে বারোটার দিকে এশার নামাজ আদায় করে ঘুমিয়ে পড়লাম। এই ছিল আমার গতকালকে সারাদিনের কার্যক্রম।
তো বন্ধুরা! আমার গত কালকের কার্যক্রম গুলো পড়ে আপনাদের কেমন লেগেছে, অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন।
আজকের মত এখানেই বিদায় নিচ্ছি, সকলেই ভাল থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ।
Bismillahir Rahmani Rahim.
Assalamu Alaikum wa Rahmatullah.
I begin in the name of Allah the Most Merciful,
Hello steemit dear friends! Hope you all are well and healthy. Alhamdulillah I am very well and healthy.
Once again I am here to share with you my activities of yesterday. I had two exams yesterday, one in the morning and another in the afternoon, but when we were giving the first exam, Ustadji told us that the afternoon exam would be before noon. When you pass the exam from here, you will go to the responsible teachers and pass the Quranul Kareem exam. Because when the exam is over, everyone goes out like everyone else.
So after completing the exam, I came to Dhanmondi uncle's house. We have one more test left. That exam will be after our madrasa program ends ie on 27th. So I came to my uncle's house. On arrival, my maternal uncle bought "Kamala" for two brothers.
I told the shopkeeper how much is the price of a kilo of small oranges? The shopkeeper said 180 taka, I said no less? He said ok pay 170 taka. So I bought a kilo of small oranges for 170 taka. I boarded the bus from Jatrabari and got down at Farmgate. Yesterday there was no hartal and the car was running normally. So I was able to reach the destination without any kind of jam. Then I walked 10 minutes from Farmgate to Dhanmondi 32 BRB Hospital where my uncle's house is. I came home and took a bath.
It was almost noon. I took a bath and had lunch. Lunch was rice, chicken and dal. Satisfiedly took lunch.
After that I rested for some time, my cousin was saying to go out, go out and ride a bicycle. So I took my cousin out on the road and took the bicycle with me. After going out my cousin was cycling along the road and I was walking along. My cousin can't go out because there is no one to take him, my uncle is busy with office work so can't take him out, maybe once a week. But when I come home, I take some time out every day and take it for a walk.
After performing Maghrib prayer, I sat down to study for some time, the main time of study is from Maghrib prayer to Ishaar prayer. Students can never do anything different during this period. During this period they have to read the class reading.
After teaching for a while we had a light breakfast. We had pies and murees for breakfast today. It is a different test to eat mudri mixed with pies. After a long time, I played Paes tomorrow. The pies were very tasty. Cooked delicious pies with milk, coconut, almonds and raisins. After eating the pies, I remembered my mother's hand-cooked pies, when I wanted to eat pies at home, she used to cook pies beautifully like this.
I took some oranges with my younger brothers and I also ate them.
At night it was late to perform the Ishaar prayer, because it was almost eleven o'clock by the time we had dinner. After that, I often fell asleep after performing the Isha prayer around 12:30. This was my whole day yesterday.
So friends! How do you feel after reading my yesterday's activities, please leave a comment.
I am leaving here as today, everyone will be fine, God Hafez will be healthy.
Device | Name |
---|---|
Android | Samsung A12 |
Camera | 48MP 5MP 2MP 2MP |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @abdulmomin |
X promotion
https://x.com/Monarul265535/status/1889387385739432000?t=WTJsu0jqo6Yj46uL4OfWyQ&s=19
** Your post has been upvoted (13.63 %) **
Curation Trail is Open!
Join Trail Here
Delegate more BP for bigger Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Upvote
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank you 🙂 @tomoyan