Photography at sunrise in the eastern sky.

in blurt-1787181 •  14 days ago 
20231203_064230.jpg

বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

হ্যালো প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি। শুরু করছি আমার আজকে সারাদিনের কার্যক্রম।

সকাল বেলা:-

20231203_064357.jpg
20231203_064246.jpg
20231203_064255.jpg

প্রতিদিনের ন্যায় আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করে সূর্য উদয়ের ফটোগ্রাফির জন্য অপেক্ষায় ছিলাম, যখন সূর্য উদিত হচ্ছিল তখনই একজন মাঝি নৌকা নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল, তাই সেই মাঝিকে লক্ষ্য করে সূর্য উদিত হওয়ার ফটোগ্রাফি সংগ্রহ করলাম।

20231203_074121.jpg

আজকে খুব তাড়াতাড়ি সকালের নাস্তা করেছি, কারণ গতকালকে আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে কথা হয়েছিল, আমি উনার মাদ্রাসায় গিয়ে আজকে ক্লাস করাবো, তাই খুব সকাল সকাল নাস্তা করলাম। সকালের নাস্তায় ছিল গ্রাম বাংলার ভাষায় বলা হয় "চাপরা" তেল দিয়ে ময়দা দিয়ে সুন্দর করে মচমচে একটি চাপরা বানিয়ে দিয়েছিল, সেই পিঠাটি খেয়ে আমি মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। রাস্তায় গিয়ে পাঁচ মিনিট দাঁড়ালাম কিন্তু কোন গাড়ি দেখতে পেলাম না, কিন্তু যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে আমার এক মামা আছে উনি অটোরিকশা চালায়, উনি দেখলাম গাড়ি বের করল তাই আর কোন চিন্তা ছিল না।

20231203_080751.jpg
20231203_081959.jpg

উনার গাড়িতে সীমান্ত বাজার গিয়ে নামলাম তখন প্রায় আটটা পনের মিনিট বেজে গিয়েছে, এদিকে ক্লাস শুরু হওয়ার কথা আটটা থেকে, অর্থাৎ আমার ১৫ মিনিট দেরি হয়ে গিয়েছে। মাদ্রাসার ভিতরে যাওয়ার সময় মাদ্রাসার একটি ফটো উঠালাম, মাদ্রাসার নাম হচ্ছে তারবীয়াতুল উম্মাহ মডেল একাডেমী। অর্থাৎ ক্যাডেট মাদ্রাস।

20231203_082737.jpg
20231203_082200.jpg

মাদ্রাসায় যাওয়ার পরে আমি সর্বপ্রথম প্লে শ্রেণীতে ক্লাস করায়, প্লে শ্রেণীতে সবচেয়ে ছোট ছোট ছাত্র, তাইতো সবাইকে কন্ট্রোল করা খুবই মুশকিল। বিশেষ করে আমি সেখানে নতুন হওয়ার কারণে ছোট বাচ্চারা কোনভাবেই মানতে চাচ্ছিল না। তবুও সবাইকে কন্ট্রোল করার চেষ্টা করলাম। এরপরে সবাইকে পড়ার প্রতি উদ্বুদ্ধ করলাম, সবাই পড়ালেখার প্রতি মনোযোগী হয়ে গেল।

20231203_093849.jpg
20231203_093822.jpg

এরপরে দ্বিতীয় ক্লাস ছিল নার্সারিতে, দ্বিতীয় ক্লাসে গিয়ে দেখি সেখানেও ছোট ছোট বাচ্চারা ক্লাস করছে। ছোট হলেও প্লে শ্রেণী থেকে তারা একটু বড়। তাদেরকে কিছু বললে মোটামুটি শুনে, বাকি ছোট বাচ্চারা না বুঝে দুষ্টামিই বেশি করে। যাইহোক তাদেরকেও ইংরেজি পড়ালাম এবং লিখতে দিলাম। মোটামুটি সকলেই যার যার মত লেখাই মনোযোগী হয়ে গেল।

20231203_085007.jpg
20231203_085003.jpg

এরপরে আমার তৃতীয় ক্লাস ছিল ক্লাস ওয়ানে, ক্লাস ওয়ানে যাওয়ার পরে দেখলাম তার চেয়ে আর একটু বড় ছেলে মেয়েরা ক্লাস করছে। কিন্তু মাশাআল্লাহ তাদেরকে যেভাবে বললাম তারা সেভাবেই কথা শুনল। তাদেরকে যে পড়াগুলো দেওয়া হয়েছিল সেগুলো শুনলাম এবং সকলকে লিখতে দিলাম। এখানে সবাই লেখার প্রতি মনোযোগী হয়েছে।

20231203_110617.jpg
20231203_110050.jpg

এরপরে আমার চতুর্থ ক্লাস ছিল ক্লাস টু তে, সেখানে কয়েকজন ছাত্র-ছাত্রী রয়েছে সকলেই বুঝমান। তাদেরকে যেভাবে পড়তে বললাম যেভাবে লিখতে বললাম তারা সেভাবেই পড়ালেখা করল। তাদেরকে লিখতে দিয়েছিলাম আরবি সংখ্যা ১ থেকে ১০০ পর্যন্ত লেখার জন্য। ১ থেকে ২০ পর্যন্ত বোর্ডে উঠিয়ে দেওয়া হয়েছিল।

20231203_110617.jpg
20231203_112154.jpg

সকল ছাত্রছাত্রী লেখা শুরু করল এবং খুবই মনোযোগের সাথে লিখতে ছিল। যখন লেখা শেষ হলো তখন খাতাগুলো আমার কাছে নিয়ে আসলো, আমি খাতাগুলো দেখে যেগুলো ভুল হয়েছিল সংশোধন করে দিলাম, আর যারা ভালোভাবে লিখেছে তাদেরকে আরবিতে লিখে দিয়েছি "খুব ভালো" আপনাদেরকে একজনের খাতা দেখালাম।

20231203_123346.jpg
20231203_123328.jpg

এভাবেই আরো কয়েকটি ক্লাস ছিল সবগুলো ক্লাস শেষ করে ১২:৩০ মিনিটে ছুটি হয়েছিল। আমি তখন অফিসে কিছু সময় বসে ছিলাম, কারণ আজকে অভিভাবক সম্মেলন ছিল। তাই মাদ্রাসার প্রধান শিক্ষক ব্যস্ত ছিলেন, আমি ওনার জন্য অপেক্ষা করছিলাম।

20231203_123402.jpg

কিছু সময় অফিসে বসে রইলাম, যখন হুজুরের কাজ শেষ হলো তখন আমাকে বললেন। চলুন আমরা এখন চলে যায়।

এরপরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম,

দুপুর বিকেল ও রাত্রি বেলা:-

20231203_141105.jpg

দুপুরে গোসল সেরে নামাজ পড়ে দুপুরের খাবার গ্রহণ করলাম। আজকে দুপুরের খাবারের ছিল ভাত এবং ছোট মাছের তরকারি। আজকে ছোট মাছের তরকারিটা খুব বেশি মজা হয়নি, তাই আজকে খুবই কম খাবার খেয়েছি।

যোহরের পরে কিছু সময় বাড়ির কাজ করলাম, এর পরে ফোনটা নিয়ে কমিউনিটিতে ঢুকে কয়েকজনের পোস্ট পড়লাম এবং সেই অনুযায়ী কমেন্ট করলাম।

এরপরে আসরের আজান হয়ে গেল, মসজিদে গিয়ে আসরের নামাজ আদায় করে একটু হাটাহাটি করলাম, তৎক্ষণাৎ মাগরিবের আযান দিয়ে দিল, তাই মাগরিবের নামাজ আদায় করে কিছু সময় মাঠে বসে রইলাম। হালকা শীত লাগছিল তাই আজকে লাল চা এর পরিবর্তে এক কাপ কফি খাইলাম।

20231203_212207.jpg

এরপরে এশারের নামাজ পড়ে রাত্রে খাবার গ্রহণ করলাম। এরপরে কিছু সময় কমিউনিটিতে ঢুকে কিছু কাজ করলাম। রাত্রে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গেল।

তো বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিচ্ছি, আমার লেখাটি কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন।

সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Bismillahir Rahmani Rahim.
Assalamu Alaikum wa Rahmatullah.

Hello dear friends! how are you all I hope you are doing well by God's grace. Alhamdulillah I am very well and healthy by the grace of God. Starting my daily activities today.

Like every day, I woke up early in the morning and prayed Fajr and was waiting for sunrise photography. When the sun was rising, a sailor was passing by with a boat.

I had breakfast very early today, because yesterday I spoke with the imam of our mosque, I will go to his madrasa and give classes today, so I had breakfast very early. For breakfast, the village called "chapra" in Bengali language and made a beautiful chapra with oil and flour, after eating that pita I left for madrasa. I went to the road and stood for five minutes but did not see any car, but where I was standing there is an uncle of mine who drives an autorickshaw, he saw the car come out so there was no more worry.

I went to Shimant Bazar in his car and got down, it was about 8:50, while the class was supposed to start at 8, that is, I was 15 minutes late. While going inside the madrasa, I took a photo of the madrasa, the name of the madrasa is Tarbiyatul Ummah Model Academy. ie Cadet Madras.

After going to madrasa I was the first to teach the play class, the youngest student in the play class, so it was very difficult to control everyone. The little kids were no way to comply, especially since I was new there. Still I tried to control everyone. After that I encouraged everyone to study, everyone became focused on studying.

After that, the second class was in the nursery, I went to the second class and saw that there were also small children taking classes. Although small, they are slightly larger than the play class. By hearing them say something, the rest of the children do more mischief without understanding. However, I also taught them English and let them write. Almost everyone became attentive to their writing.

After that, my third class was in class one, after going to class one, I saw a little older boys and girls taking classes. But MashaAllah they listened as I told them. I listened to the readings that were given to them and let them all write. Here everyone is focused on writing.

Then my fourth class was in class two, there are few students who are all understanding. They studied the way I told them to read and write. I asked them to write Arabic numbers from 1 to 100. 1 to 20 were boarded up.

All the students started writing and writing very attentively. When the writing was finished, the notebooks were brought to me, I looked at the notebooks and corrected the ones that were wrong, and those who wrote well wrote in Arabic "very good" and showed you one notebook.

In this way, there were few more classes and after finishing all the classes, the holiday was at 12:30. I was sitting in the office for some time, because today was the parent conference. So the madrasa headmaster was busy, I was waiting for him.

I sat in the office for some time, when Huzur finished his work, he told me. Let us go now.

Then we reached our destination,

afternoon and night time:-

At noon I took bath and prayed and had lunch. Lunch today was rice and small fish curry. The little fish curry wasn't much fun today, so ate very little today.

After Zohar I did my homework for some time, after that I took my phone and entered the community and read some posts and commented accordingly.

After that, the Asr prayer was called, I went to the mosque and performed the Asr prayer, and then I gave the Maghrib prayer, so I sat in the field for some time after performing the Maghrib prayer. It was mild winter so today I had a cup of coffee instead of red tea.

After that, I prayed Isha and took my meal at night. After that, I entered the community for some time and did some work. It was late to sleep at night.

So friends, I am leaving here today, how is my writing, please leave a comment.

All will be well and may God bless you.

DeviceName
AndroidSamsung A12
Camera48MP 5MP 2MP 2MP
LocationBangladesh 🇧🇩
Short by@abdulmomin

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  12 days ago  ·  


** Your post has been upvoted (12.07 %) **