![]() |
---|
বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
হ্যালো স্টিম প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার রহমতে এবং আপনাদের দোয়া ও ভালবাসায় অনেক ভালো আছি সুস্থ আছি। আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার আজকে সারাদিনের কার্যক্রম গুলো শেয়ার করার জন্য, তো বন্ধুরা চলুন শুরু করা যাক।
গত এক সপ্তাহ বাড়িতে থাকার পরে কালকে ঢাকায় মাদ্রাসায় চলে এসেছি, সকালে ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে পড়লাম, ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করি। নামাজের পরে একটি ক্লাস ছিল তাই আমরা নামাজ পড়ে কিছু আমল শেষ করেই দ্রুত ক্লাসে বসে যাই। এবং যথা সময়ে ক্লাস শেষ হয়, এরপরে কিছু সময় ঘুমের জন্য বিছানায় চলে যায়, ঘুম থেকে উঠে দ্রুত সকালের নাস্তা করে ক্লাসে বসে যাই, প্রতিদিনের ন্যায় আজকেও ক্লাস হবে বারোটা পর্যন্ত। তাই আমি হুজুরের থেকে ছুটি নিয়েছিলাম। এগারোটার দিকে ধানমন্ডি মামার বাসায় যাওয়ার জন্য রওনা হলাম।
![]() |
---|
যাত্রাবাড়ী থেকে ফার্মগেট চলে গেলাম, ফার্মগেট যাওয়ার পরে ফুট ফ্লাইওভার দিয়ে যখন পার হচ্ছিলাম তখন ফ্লাইওভারের উপর থেকে দুটি ফটো সংগ্রহ করেছি। আজকে রাস্তায় গাড়ি খুবই কম দেখা যাচ্ছে।
![]() |
---|
আজকে দুপুরে গিয়েছিলাম ছোট মামার বাসায়, যাইতে যাইতে প্রায় দুইটা বেজে গিয়েছিল। আমার ছোট মামার বাসায় যেতে হয় স্কয়ার হাসপাতালের ওখান দিয়ে। বাসায় গিয়ে দুপুরের খাবার খাইলাম, আজকে দুপুরের খাবার হয়েছিল ইলিশ মাছের তরকারি এবং ডিম ভাজি দিয়ে।
![]() |
---|
আজকে দুপুরে হঠাৎ ধানমন্ডি যাওয়ার বিশেষ কোনো কারণ ছিল না কিন্তু একটি কাজে আমাকে সেখানে যেতে হয়েছে। কিন্তু আমি যাওয়ার আগে ফোন করে জানায়নি, তাই আমাকে বলেছিল তুমি আসার আগে ফোন করে জানাতে পারতে তাহলে সব কিছু ব্যবস্থা করে রাখতাম। আমি বললাম এই জন্যই আমি ফোন করে জানায়নি।
যাই হোক দুপুরে খাবার খেয়ে সামান্য বিশ্রাম নিতে না নিতেই আসরের আজান দিয়ে দিল, আসরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলাম, জামাতের সাথে আসরের নামাজ আদায় করে একটু হাটতে বের হলাম, প্রথমে বি আর বি হসপিটাল ওখানে দাঁড়ালাম এবং সেখানকার কিছু দৃশ্য দেখে ফটো উঠালাম। ধানমন্ডি উন্নতমানের একটি শহর, সেখানে হসপিটালগুলো অনেক বড় বড়, এবং প্রত্যেকটা হসপিটালের উন্নত মানের চিকিৎসা দেওয়া হয়। হসপিটালে গেলে বোঝা যায় সুস্থতার নিয়ামতের কথা। কারন আমি সেখানে ২-৪ মিনিট দাড়িয়ে ছিলাম দেখলাম কি অবস্থা!
![]() |
---|
এরপরে সেখান থেকে বিকালের হালকা নাস্তা করার জন্য গিয়েছিলাম একটি ফাস্ট ফুটে, আমি যখনই ধানমন্ডি যাই তখনই এই ফাস্টফুড থেকে বিকেলের হালাকা নাস্তা করে নিলাম, আজকে বিকালের হালকা নাস্তায় ছিল ১০ টাকার ছোলা বুট, দুটি চপ, এবং একটি ফুল জিলাপি। সবচেয়ে বেশি সুস্বাদু হচ্ছে ফুলের মত এই জিলাপি গুলো। এই দোকানে দৈনন্দিন হাজার হাজার টাকা ইনকাম হয়, কারণ এখানে সবকিছু সুস্বাদু ও পরিপাটি করে বানানো হয়।
![]() |
---|
![]() |
---|
এরপরে মাগরিবের নামাজ আদায় করে বাসায় চলে যায়। বাসায় গিয়ে দেখি মামি আমার জন্য কেক বানিয়ে রেখেছে, তাই মামীর হাতে বানানো কেকগুলো খাইলাম। হাতে বানানো কেকগুলো অনেক সুস্বাদু হয়েছিল।
![]() |
---|
এরপরে দ্রুত রাতের খাবার খেয়ে তখনই মাদ্রাসা আসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। মাদ্রাসায় আসতে আসতে প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছিল।
এরপরে একটি পোস্ট তৈরি করতে বসলাম, এই ছিল আমার আজকে সারাদিনের কার্যক্রম।
আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Device | Name |
---|---|
Android | Samsung A12 |
Camera | 48MP 5MP 2MP 2MP |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @abdulmomin |
X promotion
https://x.com/Monarul265535/status/1893820857945899105?t=wnksFowTcthbe1AZrrmB7g&s=19