Bismillahir Rahmanir Rahim
This is @abdulmomin from #Bangladesh.
Hello friends, how are you all? I hope that by the grace of Allah, everyone is very good, and by the grace of Allah, I am also very good and healthy. Friends, today I will discuss with you about blurt power up. So friends, let's discuss power up in the right way. To increase our power, blurt power up is very important. We will power up every week or every month without leaving blurt tokens in our wallet. Through power up, we can increase our power a lot more, which will help us strengthen our foundation on this platform.
No matter which platform we work on, our first goal is to increase power, by increasing our power, we can get acquainted with everyone and everyone can easily recognize because there is enough power stored in his wallet. I wanted to increase my wallet through blurt power up. Because we are students now, it is impossible to increase our power by purchasing blurt with money and powering up, so we will work slowly and we will power up every week or every month from whatever blurt our quality accumulates. Let's find out the method of powering up 👇
First, we will login to our blurt wallet, if we already have a login then there is no problem and if we do not have a login then we will definitely have to log in. After logging in properly, you will be able to see the blurts accumulated in your balance, as well as if you look at the bottom, you will see how much blurt power you have, which I have marked through my screenshot so that you can understand very easily. When you are logged in and you can specify how much blood you will enter to power up, then you will go to the next step, that is, the second step and take note.
After logging in, you will see that the blurts in your wallet have turned yellow, then you will press on the blood in your wallet, that is, the balance, I had 2129 blurt tokens in my wallet. I will power up 1000 blurt from there, so I pressed the blurt option. After pressing, you will see an option called power up below, notice that I have marked it for your convenience so that it will be easy to understand. I am giving the interface that will show after pressing the power up option in the third step.
After completing the second step well, you will go to the third step and see that the blurts in your wallet are showing there, you can power up according to your wishes, but try to power up more. Since I have 2000 blood in my balance, I will power up 1000. I will save the remaining blood, when my blurt increases further next week or next month, I will be able to power up again. After completing the third step correctly, follow the fourth step.
When you go to number 4, you will see your power-up amount showing there and you have to press the "OK" button to confirm that you are powering up the 1000 blurt. As soon as you press the "OK" button to confirm, your blurt token will be powered up. Then you can check your balance to see if it has been powered up! I checked my wallet and saw that there was 12916.995 blurt power, then after powering up 1000 blurt, my current blurt power is 13917, Alhamdulillah. In the same way, you can also power up the blurts in your wallet in this way.
After powering off, you will see the power-up at the bottom of your wallet, it will be written transfer 1000 blurt power up to abdulmomin. This is how I turned off my blurt power. The more power-up we do, the more our power will increase. So let's power up to the maximum to increase our power and strengthen our foundation. Power up ourselves and share those posts to teach others how to power up and encourage them to power up. I'm saying goodbye here today, see you in the next interesting post, until then everyone stay well and healthy.
I am leaving here for today, see you in the next post. Allah is Hafez. |
---|
১০০০ blurt পাওয়ার আপ।
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভাল আছি সুস্থ আছি। বন্ধুরা আমি আজকে blurt পাওয়ার আপ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা চলুন সঠিক নিয়মে পাওয়ার আপ সম্পর্কে আলোচনা করা যাক। আমাদের পাওয়ার বৃদ্ধি করার জন্য blurt পাওয়ার আপ করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ওয়ালেটে blurt টোকেন ফেলে না রেখে আমরা প্রতিনিয়ত প্রতি সপ্তাহ অথবা প্রতিমাসে পাওয়ার আপ করে নেব। পাওয়ার আপের মাধ্যমে আমরা আমাদের শক্তিকে আরো অনেক বৃদ্ধি করতে পারি যা আমাদেরকে এই প্লাটফর্মে আমাদের ভিত্তিকে মজবুত করতে সাহায্য করবে।
আমরা যে যে প্ল্যাটফর্মেই কাজ করি না কেন আমাদের সর্বপ্রথম লক্ষ্য হচ্ছে পাওয়ার বৃদ্ধি করা, আমরা আমাদের পাওয়ারকে বৃদ্ধি করার মাধ্যমে আমরা সকলের সাথে পরিচিত হতে পারি এবং সকলেই সহজে চিনতে পারে কেননা তার ওয়ালেটে পর্যাপ্ত পরিমাণ পাওয়ার সংরক্ষিত রয়েছে। আমি বের ইচ্ছা করেছি আমার ওয়ালেটে পর্যাপ্ত পরিমাণ blurt পাওয়ার আপ এর মাধ্যমে বৃদ্ধি করব। কেননা আমরা এখন ছাত্র তাই অর্থ দিয়ে blurt ক্রয় করে পাওয়ার আপ করে শক্তিকে বৃদ্ধি করা অসম্ভব তাই আমরা ধীরে ধীরে কাজ করে এগিয়ে যাব এবং যা কিছু blurt আমাদের কোয়ালিটি জমা হবে সেখান থেকে প্রতি সপ্তাহে অথবা প্রতিমাসে আমরা পাওয়ার আপ করে নেব। চলুন পাওয়ার আপ করার পদ্ধতি জেনে নিই 👇
স্টেপ ১
প্রথমে আমরা আমাদের blurt ওয়ালেট লগইন করে নেব, যদি আগে থেকেই লগইন থাকে তাহলে কোন সমস্যা নেই আর যদি লগইন না থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে লগইন করে নিতে হবে। সঠিক নিয়মে লগইন করে নেওয়ার পরে আপনি আপনার ব্যালেন্সে জমে থাকা blurt গুলো দেখতে পারবেন পাশাপাশি নিচের দিকে খেয়াল করলে দেখবেন আপনার কি পরিমান blurt পাওয়ার আছে সেটিও দেখতে পারবেন যা আমি আমার স্ক্রিনশট এর মাধ্যমে মার্ক করে দিয়েছি যাতে করে আপনারা খুব সহজেই বুঝে নিতে পারেন। যখন আপনার লগইন করা হয়ে যাবে এবং আপনি কি পরিমাণ ব্লাড ঢুকেন পাওয়ার আপ করবেন তা নির্দিষ্ট করে নিতে পারবেন তখন আপনি পরবর্তী অর্থাৎ দ্বিতীয় স্টেপে চলে যাবেন এবং খেয়াল করবেন।
স্টেপ ২
login করে নেওয়ার পরে দেখবেন আপনার ওয়ালেটে থাকা blurt গুলো হলুদ রঙ্গের হয়ে গেছে, তখন আপনি আপনার ওয়ালেটে থাকা অর্থাৎ ব্যালেন্সে থাকা ব্লাড গুলোর উপর চাপ দেবেন, আমার ওয়ালেটে ২১২৯ blurt টোকেন ছিল। আমি সেখান থেকে 1000 blurt পাওয়ার আপ করব তাই আমি blurt এর অপশনে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আপনি নিচের দিকে লক্ষ্য করে দেখবেন পাওয়ার আপ নামের একটি অপশন আছে আপনি লক্ষ্য করে দেখুন আমি আপনাদের সুবিধার্থে বুঝতে সহজ হবে এই জন্য মার্ক করে দিয়েছি। পাওয়ার আপ অপশনে চাপ দেওয়ার পরে যে ইন্টারফেসটি শো করবে সেটি আমি তৃতীয় ধাপে দিয়ে দিচ্ছি।
স্টেপ ৩
দ্বিতীয় স্টেপ ভালো করে সম্পূর্ণ করার পরে আপনি তৃতীয় স্টেপে গিয়ে দেখবেন আপনার ওয়ালেটে থাকা blurt গুলো সেখানে শো করতেছে, আপনি আপনার ইচ্ছায় অনুযায়ী পাওয়ার আপ করতে পারবেন তবে চেষ্টা করবেন বেশি পাওয়ার up করার জন্য। আমার ব্যালেন্সে যেহেতু ২০০০ ব্লাড আছে তাই আমি ১০০০ পাওয়ার আপ করব। অবশিষ্ট ব্লাড গুলো সংরক্ষণ করে রেখে দেব পরবর্তী সপ্তাহে অথবা পরবর্তী মাসে আমার blurt যখন আরো বৃদ্ধি পাবে তখন আমি আবারো পাওয়ার আপ করতে সক্ষম হব। তৃতীয় স্টেপ আপনারা সঠিকভাবে সম্পূর্ণ করা পরে চতুর্থ স্টেপ ফলো করুন।
স্টেপ ৪
৪ নাম্বারে গেলে দেখবেন আপনার পাওয়ার আপ করা অ্যামাউন্ট সেখানে শো করতেছে এবং আপনি যে সেই ১০০০ blurt পাওয়ার আপ করছেন সেটি কনফার্ম করার জন্য "ওকে" বাটনে চাপ দিতে হবে। কনফার্ম করে "ওকে" বাটনে চাপ দেওয়ার সাথে সাথে আপনার blurt টোকেন পাওয়ার আপ হয়ে যাবে। অতঃপর আপনি আপনার ব্যালেন্স চেক করে দেখবেন পাওয়ার আপ হয়েছে কিনা! আমি আমার ওয়ালেট চেক করে দেখলাম, ১২৯১৬.৯৯৫ blurt power ছিলো , অতঃপর ১০০০ blurt পাওয়ার আপ করার পরে বর্তমান আমার blurt পাওয়ার ১৩৯১৭ হয়েছে আলহামদুলিল্লাহ। ঠিক একই পদ্ধতিতে আপনিও আপনার ওয়ালেটে থাকা blurt গুলো এভাবেই পাওয়ার আপ করতে পারবেন।
পাওয়ার অফ করার পরে আপনি আপনার ওয়ালেটের নিচের দিকে দেখবেন সেখানে পাওয়ার আপ শো করবে সেখানে লেখা থাকবে transfer 1000 blurt power up to abdulmomin. এভাবেই আমি আমার blurt পাওয়ার আপ করেছি। আমরা যে যত বেশি পাওয়ার আপ করব আমাদের শক্তি তত বৃদ্ধি হবে। তাই আসুন আমরা আমাদের পাওয়ার বৃদ্ধি করতে এবং আমাদের ভিত্তিকে মজবুত করতে সর্বোচ্চ পাওয়ার আপ করি। নিজে পাওয়ার আপ করি এবং সেই পোস্টগুলো শেয়ার করে অন্যদেরকে পাওয়ার আপ করার পদ্ধতি শিখিয়ে দিই এবং তাদেরকে পাওয়ার আপ করার প্রতি উৎসাহিত করি। আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক আকর্ষণীয় পোস্টে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
I am leaving here for today, see you in the next post. Allah is Hafez. |
---|
Device | Name |
---|---|
Android | Realme 12 Pro |
Camera | 50MP 32MP 8MP |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @abdulmomin |
MashAllah brother
Thank you dear 😘
Assalamualaikum brother
Plz helping me on sery platform
Walaikumussalam,, insha'Allah.
X promotion
https://x.com/Monarul265535/status/1881751255586156733?t=m_zqECVq8rKZ4UQGOLSfVg&s=19