![]() |
---|
বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
সমস্ত প্রশংসা সেই মহান সৃষ্টিকর্তার, যার হাতে আমাদের সকলের প্রাণ।
হ্যালো স্টিমিট প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি। আবারও আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম দৈনন্দিন জীবনের কিছু কার্যক্রম শেয়ার করার জন্য। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।
প্রতিদিনের ন্যায় গতকালকেও খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। কারণ গতকালকে শুক্রবার ছিল, শুক্রবার হওয়ার কারণে আমাদের পরীক্ষার সময় আরো এগিয়ে দিয়েছিল। অর্থাৎ পরীক্ষার মূল টাইম হচ্ছে আটটা থেকে, কিন্তু শুক্রবার হিসেবে পরীক্ষার সময় দিয়েছিল সকাল ৭ঃ৩০ থেকে। শুক্রবারে জুমার নামাজের প্রস্তুতি আছে এজন্য সকাল ৭:৩০ থেকে ১০ঃ৩০ মিনিট পর্যন্ত আমাদের পরীক্ষা হয়েছে। গতকালকে আমাদের পরীক্ষা ছিল "দেওবন্দ আন্দোলন" অর্থাৎ দারুল উলুম দেওবন্দের ইতিহাস সম্পর্কে আমাদের পরীক্ষা ছিল। পরীক্ষার পূর্ণ প্রস্তুতি নিয়ে যখন পরীক্ষার হলে চলে গেলাম, তখন দেখি প্রশ্নগুলো খুবই সহজ হয়েছিল। যাইহোক সকালে নাস্তা করিনি, তাই সাড়ে দশটায় পরীক্ষার হল থেকে বের হয়ে নাস্তা করার জন্য হোটেলে গিয়েছিলাম। হোটেলে গিয়ে দুটি রুটি ও সবজি নিলাম। এই ছিল আমার সকালের নাস্তা।
![]() |
---|
![]() |
---|
হোটেল থেকে নাস্তা করে রুমে চলে আসলাম। কিছু সময় বিশ্রাম করার জন্য বিছানা বিছিয়ে নিলাম। মোটামুটি বারোটা ত্রিশ মিনিট পর্যন্ত ঘুমিয়ে কাটিয়ে দিলাম, যেহেতু রাত্রে বেশি রাত পর্যন্ত লেখাপড়া করতে হয়েছে তাই দুপুর পর্যন্ত ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে গোসল সেরে নিলাম। এবং জুমার নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে চলে গেলাম। জুমার নামাজের পরে আবার রুমে চলে আসলাম। একটু পরে দুপুরের খাবার সম্পূর্ণ করলাম। যেহেতু পরবর্তী পরীক্ষাটা সহজ ছিল, তাই বন্ধুর সাথে ঘুরতে বের হলাম।
![]() |
---|
![]() |
---|
আমি এবং আমার এক বন্ধু আমরা দুজন মিলে যখন ঘুরতে যাচ্ছিলাম, তখন যাওয়ার সময় দেখলাম, এক ভাই নৌকা রং করছে। নৌকাটি কাঠের তৈরি। নৌকাটি অনেক ছোট হলেও দেখতে বেশ সুন্দর। ছোট্ট নৌকাটি বানিয়ে রং দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। আমরা ভাইকে বললাম আপনার নৌকার আমরা ফটো উঠাবো, তখন সে ভাই বললেন ঠিক আছে তাহলে উঠান। তাই আমরা নৌকার কয়টি ফটো উঠালাম।
![]() |
---|
![]() |
---|
আরেকটু সামনে যাওয়ার পরে দেখি এক মুরুব্বী জমিনে কাজ করছে। জিজ্ঞেস করলাম চাচা! আপনি এগুলি কি সবজি লাগিয়েছেন? চাচা বলল ফুলকপি লাগিয়েছি। আমরা বললাম এখানে ফুলকপি কি পরিমান চাষ হয়? উনি আমাদেরকে বললেন এখানকার মাটি অনেক উর্বর। এখানে সবজিগুলো অনেক বেশি চাষ হয়। তাই আমরা ফুলকপি চাষ করার ফটোগ্রাফি উঠিয়ে নিলাম। এরপরে আরেকটু সামনে গিয়ে দেখি একটি ক্ষেত ভরা ফুলকপি লাগিয়েছে। ফুলকপি গুলো এত সুন্দর ফলমান হয়েছে দেখে অনেক ভালো লাগলো। যখন ফুলকপি ধরবে এবং সময় মত উঠিয়ে বিক্রি করতে পারবে তখন অনেক লাভবান হবে বলে আশা করা যায়।
![]() |
---|
![]() |
---|
![]() |
---|
এরপরে আমরা আরো কিছুক্ষণ হাঁটাচলা করলাম এবং একটি জায়গায় গিয়ে কিছুক্ষণ বসে রইলাম। এর মধ্যে আসরের নামাজ পড়ে নিলাম এবং মাগরিবের নামাজের আগেই মাদ্রাসায় চলে আসলাম। মাদ্রাসায় মাগরিবের নামাজ আদায় করে পরীক্ষার প্রস্তুতি নিয়ে পড়া শুরু করলাম। রাত্রি আটটা পর্যন্ত লেখাপড়া করলাম। এরপরে বন্ধুর সাথে আবার কিছুক্ষণের জন্য বাহিরে গেলাম। আমার বন্ধু বলছিল কয়েকদিন ধরে পড়াশোনার চাপ খুবই বেশি তাই ভালো কিছু খাওয়া দরকার। তখন আমি বললাম আচ্ছা কি খাবে বলো? বন্ধুরা বলল চলো আজকে ফল খাব। তখন আমরা ফলের দোকানে গেলাম এবং জিজ্ঞেস করলাম আঙ্গুর কতো টাকা কেজি? উত্তরে বললেন ৩০০ টাকা কেজি। আমরা বললাম ২৫০ টাকা করে দেব, আমাদেরকে আধা কেজি দিতে পারেন। তখন উনি আমাদেরকে আধা কেজি দিলেন এবং ১২০ টাকা রাখলেন।
![]() |
---|
এখন আঙ্গুরের দাম ধীরে ধীরে কমতেছে, যাই হোক বন্ধুদের সাথে রাত্রিবেলা কিছু সময়ের জন্য বাহির হয়ে অনেক আনন্দ করলাম। যাত্রাবাড়ী ওলামা পার্কে গিয়ে ঘাসের মধ্যে বসে আঙ্গুল গুলো খেয়ে মাদ্রাসায় চলে আসলাম। রাত্রে এশারের নামাজ পড়ে খাবার গ্রহণ করলাম। এরপরে পরীক্ষার পড়া শুরু করলাম এবং রাত্রি ১২:৩০ অথবা ১২:৪৫ এ ঘুমিয়ে পড়লাম।
এই ছিল আমার গতকালকে সারাদিনের কার্যক্রম। তো বন্ধুরা কেমন লাগলো আমার কালকে সারা দিনের রুটিন পড়ে? অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন।
আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ।
Bismillahir Rahmani Rahim.
Assalamu Alaikum wa Rahmatullah.
All praise be to the great Creator, in Whose hands are all our lives.
Hello steemit dear friends! how are you all I hope you are very well by the grace of Allah Taala. Alhamdulillah I am very well and healthy. Once again I am here to share with you some activities of daily life. So guys let's get started.
Like every day, I woke up very early yesterday. Because yesterday was Friday, it made our exam time more advanced because it was Friday. That is, the original time of the exam is from eight o'clock, but as Friday, the exam time was given from 7:30 am. We had our test from 7:30 am to 10:30 am because there is preparation for Friday prayers. Yesterday our exam was on "Deoband Movement" i.e. our exam was on the history of Darul Uloom Deoband. When I went to the exam hall with full preparation for the exam, I saw that the questions were very easy. However, I didn't have breakfast in the morning, so left the exam hall at 10:30 and went to the hotel for breakfast. I went to the hotel and bought two pieces of bread and vegetables. This was my breakfast.
I came to the room after breakfast from the hotel. Made the bed to rest for some time. I spent about twelve or thirty minutes sleeping, since I had to study until late at night, so I slept until noon. I woke up and took a bath. And went to the mosque with preparations for Friday prayers. I came back to the room after the Friday prayer. A little later I finished lunch. Since the next exam was easy, I went for a walk with my friend.
Me and a friend of mine were going for a walk together, when we were going, we saw a brother painting a boat. The boat is made of wood. The boat is very small but looks very nice. The small boat is made and decorated beautifully with colors. We told brother we will take photos of your boat, then brother said ok then take it. So we took some photos of the boat.
After going a little further, I saw a farmer working in the field. I asked uncle! Did you plant these vegetables? Uncle said I planted cauliflower. We said how much cauliflower is cultivated here? He told us that the soil here is very fertile. Vegetables are grown here a lot. So we took up photography of growing cauliflower. After that, I went a little further and saw a field full of cauliflower planted. It was great to see the cauliflowers fruiting so beautifully. When the cauliflower catches and can be raised and sold on time, it is expected to be very profitable.
After that we walked for a while and went to a place and sat for a while. In between I prayed Asr and came to the madrasa before Maghrib prayer. After performing Maghrib prayer in the Madrasa, I started studying in preparation for the exam. I studied till eight o'clock at night. After that I went out again for a while with my friend. My friend was saying that the pressure of studying is too much for a few days so I need to eat something good. Then I said well tell me what to eat? Friends said let's eat fruit today. Then we went to the fruit shop and asked how much a kg of grapes? In reply he said 300 taka per kg. We said we will pay 250 taka, you can give us half a kg. Then he gave us half a kg and kept 120 rupees.
Now the price of grapes is slowly coming down, anyway I enjoyed going out with friends for a while at night. I went to Jatrabari Ulama Park, sat in the grass and ate my fingers and came to the madrasa. At night I prayed Eshar and took food. After that I started studying for the exam and fell asleep at 12:30 or 12:45.
This was my whole day yesterday. So guys, how did you feel about my daily routine tomorrow? Be sure to leave a comment.
As of today, I am leaving here, everyone will be fine, God Hafez will be healthy.
Device | Name |
---|---|
Android | Samsung A12 |
Camera | 48MP 5MP 2MP 2MP |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @abdulmomin |
X promotion
https://x.com/Monarul265535/status/1889029232044708086?t=3sg_ZznkW7laVLmjTpfDwQ&s=19
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.