![]() |
---|
বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমি আবারো আপনাদের মাঝে আমার আজকের সারাদিনের কার্যক্রম গুলো শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি, তো বন্ধুরা শুরুতেই আমি আপনাদের থেকে জানতে চাই আপনারা কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি সুস্থ আছি।
সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি চতুর দিকে কুয়াশায় ভরা, কুয়াশা দেখে বোঝা গেল শীতের পরিমাণ অনেক বেশি। শীতকালে ঘুম থেকে ওঠা অনেক কষ্টকর, কিন্তু কি করব উঠতে তো হবেই, তাই অলসতা করে আর লাভ নেই। তাই উঠে অযু করে ফজরের সালাত আদায় করলাম। প্রয়োজনীয় দোয়া কালাম পড়ে ক্লাসে চলে আসলাম। আজকে ক্লাসে যখন ওস্তাদজি ক্লাস করাচ্ছিলেন তখন আমি বাইরে দাঁড়িয়ে ছিলাম, কিন্তু যখন দেখলাম ক্লাস শুরু হয়ে গিয়েছে তখন তাড়াতাড়ি ক্লাসে বসে গেলাম।
![]() |
---|
অতঃপর ৭ঃ৩৫ মিনিট পর্যন্ত ক্লাস হল, তখন দায়িত্বশীল ছাত্ররা খাবার উঠানোর জন্য চলে গেল, খাবার উঠিয়ে নিয়ে এসে রেখে দিল। আমরা খাবার সবাই নিয়ে রেখে দিলাম। এবং প্রায় এক ঘণ্টার মতো ঘুমিয়ে পড়লাম। নয়টা থেকে যথারীতি ক্লাস শুরু হলো, ক্লাসের ফাঁকে আমি সকালের খাবারটা খেয়ে নিলাম। বারোটার সময় ক্লাস শেষ করে আমি চুল কাটানোর জন্য বাইরে গেয়িছিলাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় চুল কাটানোর জন্য সেলুন খুজতেছিলাম। হাঁটতে হাঁটতে একটি সেলুন পেয়ে গেলাম, কিন্তু চুল কেমন কাটবে এ বিষয়ে আশঙ্কার মধ্যে ছিলাম।
![]() |
---|
আমাকে জিজ্ঞেস করল আপনি কিভাবে চুল কাটাতে চান? আমি বললাম আমি সাধারণভাবে চুল কাটাতে চাই। এরপরে সাধারণভাবেই সুন্দর করে চুল কেটে দিলো। এরপরে মাদ্রাসায় চলে আসলাম, মাদ্রাসায় এসে গোসল করে একটি ফটো উঠলাম।
![]() |
---|
![]() |
---|
এরপরে যোহরের নামাজ আদায় করে দুপুরের খাবার গ্রহণ করলাম। আসরের নামাজের আগ পর্যন্ত আরো দুটি ক্লাস হলো, আসরের নামাজ আদায় করে আরো দুটি সেলফি উঠলাম।
![]() |
---|
এবং সূর্য অস্ত যাওয়ার দুটি ফটোগ্রাফি উঠিয়ে নিলাম। সূর্যের দিকে তাকিয়ে দেখি পশ্চিম আকাশে ঢলে পড়েছে, আমি জানালার পাশে দাঁড়িয়ে সূর্যাস্তের ফটোগ্রাফিও উঠালাম।
![]() |
---|
আসরের নামাজের পরে বাহিরে ঘুরতে গিয়েছিলাম, আজকে আমার বন্ধুকে বলেছিলাম চলো ঘুরে আসি, কিন্তু আমার বন্ধু বলল আমার এখন ভালো লাগছেনা তাই তুমি হেঁটে আসো, আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরপর আমি ঈদগাহ মাঠে হাঁটতে গেলাম। সেখানে কিছু সময় বসে রইলাম, এবং ঘাসফুলের একটি ফটোগ্রাফি উঠালাম। ঘাসফুল বলতে গরু-ছাগলকে যেই ঘাস খাওয়ানো হয় সেই ঘাসের ফুল।
![]() |
---|
মাদ্রাসায় এসে মাগরিবের নামাজ আদায় করে বন্ধুকে বললাম চলো নাস্তা নিয়ে আসি। বন্ধু বললো.. না নিয়ে আসার দরকার নাই চলো ওখান থেকে খেয়ে আসি। আমিও বললাম ঠিক আছে চলো ওখান থেকেই খেয়ে আসবো। আজকে হোটেলে গিয়ে দেখলাম টিকা বানিয়েছে বেগুনের চপ ও পুরি বানিয়েছে। এবং সব গরম গরম, তাই দুইজন মিলে বিকেলের নাস্তা করলাম।
![]() |
---|
মাগরিবের পর থেকে এশার নামাজ পর্যন্ত মনোযোগ সহকারে পড়াশোনা করলাম। এশারের নামাজ আদায় করে রাত্রের খাবার গ্রহণ করলাম। আজকের রাতের খাবারে যা দিয়েছিল আমি খেতে পারিনি তাই হোটেল থেকে ভাজি কিনে এনেছিলাম, এবং রাত্রের খাবার সম্পূর্ণ করলাম।
![]() |
---|
রাত্রের খাবার খেয়ে যখন পড়ার জন্য বসছিলাম তখন একটি প্রজাপতি উড়ে এসে আমার কাছে বসলো, তখন আমি প্রজাপতির ফটোগ্রাফি উঠিয়ে নিলাম। এবং ১০ঃ৩০ মিনিটে শুয়ে পড়লাম, শুয়ে শুয়ে কমিউনিটির কাজে ব্যস্ত হয়ে পড়লাম।
এই ছিল আমার আজকে সারা দিনের কার্যক্রম, তো বন্ধুরা আমার আজকের সারাদিনের কার্যক্রম পড়ে আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন।
আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Bismillahir Rahmani Rahim.
Assalamu Alaikum wa Rahmatullah.
I am here again to share my daily activities with you guys, so at the beginning I want to know how are you guys? I hope you are doing well by God's grace. Alhamdulillah I am also very well and healthy by the grace of God and your prayers.
I woke up early in the morning and saw that the area was full of fog, and it was clear that the winter season was too much. It is very difficult to wake up in winter, but what to do, you have to wake up, so there is no point in being lazy. So I got up and performed ablution and prayed Fajr. After reading the necessary prayers, I came to the class. Today I was standing outside when Ustadji was conducting the class, but when I saw that the class had started, I hurriedly sat in the class.
Then the class was held until 7:35, when the responsible students went to pick up the food, brought the food and put it away. We left the food with everyone. And fell asleep for about an hour. The class started as usual from nine o'clock, I had my breakfast in between the class. After finishing the class at twelve o'clock I went outside to get a haircut. I was looking for a salon to get a haircut while passing by. I found a salon when I walked in, but I was apprehensive about how the hair would be cut.
I asked how you want to cut your hair? I said I wanted a normal haircut. After that cut the hair in a normal way. After that I came to madrasa, came to madrasa and took bath and took a photo.
After that, I prayed Zohr and had lunch. There were two more classes till Asr prayer, I took two more selfies after performing Asr prayer.
And took two sunset photographs. Watching the sun sink into the western sky, I stood by the window and took a photograph of the sunset.
I went for a walk outside after Asr prayer, today I told my friend let's go for a walk, but my friend said I don't feel well now so you can walk, I said ok ok. Then I went for a walk in the Eidgah grounds. I sat there for a while, and took a photograph of a grass flower. Grass flower is the flower of grass that is fed to cows and goats.
After reaching the madrasa, I said Maghrib prayer to my friend, let's bring breakfast. The friend said.. No need to bring it, let's eat from there. I also said ok let's eat from there. I went to the hotel today and saw that Tika had made eggplant chops and puree. And everything was hot, so we both had breakfast together.
I studied attentively from Maghrib till Isha prayer. I prayed Isha and had dinner. I couldn't eat what was served for dinner tonight so bought bhaji from the hotel, and completed the dinner.
While sitting down to read after dinner a butterfly flew and landed near me, I took the photograph of the butterfly. And went to bed at 10:30, lay down and got busy with community work.
This was my whole day's activities today, so friends, please leave a comment and let me know what you think of my whole day's activities.
Like today, I am leaving here, everyone will be fine, God bless you.
Device | Name |
---|---|
Android | Samsung A12 |
Camera | 48MP 5MP 2MP 2MP |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @abdulmomin |
X promotion
https://x.com/Monarul265535/status/1895507159829692758?t=SHB8sO9V2LRLxZixhMlQog&s=19