My friend fed us sweets and goat meat.

in blurt-1787181 •  3 days ago 

Bismillahir Rahmanir Rahim

Assalamu alaikum Everyone.
This is @abdulmomin from #Bangladesh.

1000018143.png Edit by canva

Hello friends, how are you all? I hope everyone is very good, and I am also very good and healthy, Alhamdulillah. I have come to you with another new food competition, the topic of my competition is The Best Food Competition. This competition has been organized by the Italy Game Community for a long time, it is a very great competition where we can all participate spontaneously. So I would like to tell my friends that you should try to participate in the competitions that have been arranged in our beloved community in addition to your work.

1000018119.jpg
1000018234.jpg

Let's see the photos of my food, I usually like to have breakfast outside every afternoon, that day I also went out for breakfast with my friend. After having a light breakfast outside, we went to visit the residential area, while coming from there, one of my friends, Hasan Imam, called me and said that when my friend comes to the madrasa, he will bring half a kilo of sweets along with half a kilo of bakarkhani. I said that we have many friends present so there is no way we can give half a kilo of sweets, but my friend said that you bring half a kilo, half a kilo will hold nine sweets and we have nine people present here. I said that it would be better if you take a little more.

1000017738.jpg

But my friend refused to take a little more so I told my friend who was with me to go to a hotel and buy sweets and bakarkhani. Then we went to a sweet shop, went to the sweet shop and asked the prices of different sweets, some sweets cost 500 taka per kg, while some are a little more normal at 300 taka per kg, and some are a little more normal at 200 or 250 taka per kg. The sweet we bought cost 280 taka per kg. We told the shopkeeper that we will give 260 taka per kg, if possible, he can give us half a kilo at this price. Then he gave us half a kilo. In total, nine sweets were held.

1000017750.jpg
1000017748.jpg

Since we are 9 friends living together in the madrasa, we bought it for the nine of us. We bought bakarkhani along with sweets for a little more than half a kilo at 100 taka. Then I came to the madrasa with food, my friend asked how much money we spent in total, I said sweets were 130 taka and bakarkhani was 100 taka, total cost was 230 taka. Then 9 of us sat in a circle and started eating and drinking, the joy is that you can eat and drink with friends with a lot of fun, we all took our last one, suddenly the fight started, since bakarkhani was one more than me, he was trying to eat more than me, I also tried to save the bakarkhani.

1000017739.jpg
1000017741.jpg

Anyway, eating and drinking with friends is the most joy and fun thing, that you eat and drink together with a lot of fun. When I was eating the sweets, my friend said to me, let me feed you sweets! I said okay and whenever he was feeding me sweets, I also took a selfie. Our friend Hasan Imam had wanted to feed us for a long time but it was not getting time so that day we were all present and Hasan Imam friend made us all afternoon snack.

I am leaving here for today, see you in the next post. Allah is Hafez.

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি। নতুন আরেকটি খাবার প্রতিযোগিতা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আমার প্রতিযোগিতার বিষয় হচ্ছে দি বেস্ট ফুড প্রতিযোগিতা। দীর্ঘদিন ধরে এই প্রতিযোগিতাটি ইতালি গেম কমিউনিটি পরিচালনা করে আসতেছে, এটি একটি খুবই দুর্দান্ত প্রতিযোগিতা যেখানে আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারি। তাই আমি আমার বন্ধুদেরকে বলবো আপনারা আপনাদের কাজের পাশাপাশি আমাদের প্রিয় কমিউনিটিতে যে প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করুন।

চলুন আমার খাবারের ফটোগুলো দেখে আসি, আমি সাধারণত প্রত্যেকদিন বিকেল বেলা বাহিরে নাস্তা করতে পছন্দ করি, সেদিনও আমি আমার বন্ধুর সাথে বাহিরে নাস্তা করার জন্য গিয়েছিলাম। বাইরে হালকা পাতলা নাস্তা করে আমরা আবাসিক এলাকায় ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে আসার সময় আমার এক বন্ধু হাসান ইমাম আমার কাছে ফোন দিয়ে বলল বন্ধু মাদ্রাসায় আসার সময় আধা কেজি মিষ্টি সাথে আধা কেজি বাকরখানি নিয়ে আসবে। আমি বললাম আমরা অনেক জন বন্ধু উপস্থিত আছি তাই আধা কেজি মিষ্টি দিয়ে কোনোভাবেই হবে না, কিন্তু আমার বন্ধু বলল তুমি আধা কেজি নিয়ে এসো আধা কেজিতে নয়টি মিষ্টি ধরবে আর আমাদের এখানে নয়জন মানুষই উপস্থিত আছে। আমি বললাম আর একটু বেশি নিলে ভালো হবে।

কিন্তু আমার বন্ধু আরেকটু বেশি নিতে বারন করল তাই আমার সাথে থাকা বন্ধুকে বললাম চলো আমরা একটি হোটেলে গিয়ে মিষ্টি ও বাকরখানি কিনে নিয়ে যাই। এরপর আমরা একটি মিষ্টির দোকানে গিয়েছিলাম, মিষ্টির দোকানে গিয়ে বিভিন্ন মিষ্টির দাম জিজ্ঞেস করলাম, কিছু মিষ্টির দাম ৫০০ টাকা কেজি আবার তার চেয়ে একটু নরমাল হলে ৩০০ টাকা কেজি তার চেয়ে আরেকটু নরমাল হলে ২০০ অথবা ২৫০ টাকা কেজি। আমরা যে মিষ্টিটি কিনেছি এটির দাম ছিল ২৮০ টাকা কেজি। আমরা দোকানদারকে বললাম ২৬০ টাকা কেজি দেব, যদি হয় তাহলে এই দামে আমাদের আধা কেজি দিতে পারেন। এরপর আমাদেরকে আধা কেজি দেওয়া হল। মোট নয়টি মিষ্টি ধরেছে।

মাদ্রাসায় যেহেতু আমরা 9 জন বন্ধু একসাথে থাকি তাই আমাদের নয় জনের জন্যই কেনা হয়েছে। মিষ্টির সাথে বাকরখানি কিনেছি আধা কেজির একটু বেশি ১০০ টাকা দিয়ে। এরপরে খাবার নিয়ে মাদ্রাসায় চলে আসলাম, আমার বন্ধু জিজ্ঞেস করলো মোট কত টাকা খরচ হয়েছে, আমি বললাম মিষ্টি ১৩০ টাকা আর বাকরখানি ১০০ টাকা সর্বমোট ২৩০ টাকা খরচ হয়েছে। এরপর আমরা ৯ জন একসাথে গোল হয়ে বসে খাওয়া-দাওয়া শুরু করলাম, আনন্দের বিষয় হচ্ছে বন্ধুদের সাথে অনেক আনন্দ বিনোদনের সাথে খাওয়া-দাওয়া করা যায়, আমরা যার যারটা শেষে নিয়ে গেছিলাম হঠাৎ করেই কাড়াকাড়ি শুরু হল, যেহেতু বাকরখানি একটি বেশি ছিল তাই আমার থেকে বাড়াবাড়ি করে খাওয়ার চেষ্টা করছে আমিও বাকরখানি বাঁচিয়ে আমি খাওয়ার চেষ্টা করেছি।

যাই হোক বন্ধুদের সাথে খাওয়া-দাওয়া এটাই সবচেয়ে আনন্দ ও মজার বিষয় যে, এক সাথে মিলেমিশে অনেক আনন্দ বিনোদন করে খাওয়া দাওয়া করা হয়। আমি যখন মিষ্টিটা খেতে ছিলাম তখন আমার বন্ধু আমাকে বলল চল আমি তোমাকে মিষ্টি খাইয়ে দিই! আমি বললাম আচ্ছা ঠিক আছে আর যখনই আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল তখনই একটি সেলফিও নিয়েছি। আমাদের বন্ধু হাসান ইমাম অনেকদিন ধরেই আমাদেরকে খাওয়াতে চেয়েছিল কিন্তু সময় হয়ে উঠছিল না তাই সেদিন আমরা সবাই উপস্থিত ছিলাম এবং হাসান ইমাম বন্ধু আমাদের সকলকে বিকেলের নাস্তা করিয়েছে।

DeviceName
AndroidRealme 12 Pro
Camera50MP 32MP 8MP
LocationBangladesh 🇧🇩
Short by@abdulmomin
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 days ago  ·  


** Your post has been upvoted (11.39 %) **