বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
হ্যালো প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি। শুরু করছি আমার আজকে সারাদিনের কার্যক্রম। বর্তমানে আমি আমার প্রত্যেকটা পোস্টেই সারাদিনের কার্যক্রম সম্পর্কে লিখে আপনাদের সামনে উপস্থাপন করি, সেই সাথে আমি আশা করি আমার লেখাগুলো আপনাদের ভালো লাগে। আমি আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যদি আমার কোন লেখা আপনাদের পছন্দ না হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ভালো লেখা এবং করার জন্য জানাবেন। তো চলুন বন্ধুরা চলুন আর দেরি না করে মূল কথায় যাওয়া যাক-
![]() |
---|
আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করে সূর্যোদয়ের ফটোগ্রাফি উঠানোর জন্য যমুনা নদীর কিনারে চলে যায়। কিন্তু আজকে দিন খারাপ হওয়ার কারণে সূর্য বের হয়নি, তাই আর আমার আজকে সূর্যোদয়ের ফটোগ্রাফি উঠানো হলো না। তাই আগের উঠানো একটি ফটোগ্রাফি ব্যবহার করলাম, যে ফটোটি আমি আগে ব্যবহার করিনি।
এবং সকাল সাতটা পর্যন্ত বসে রইলাম কিন্তু সূর্যের কোন আনাগোনা দেখা গেল না, তাই আবার ঘুমের জন্য বিছানায় চলে গেলাম। যখনই ঘুমের ভাব চলে আসলো ঠিক তখনই আমাদের মসজিদের ইমাম সাহেব আমার কাছে কল করলেন, আমাকে বললেন আপনি কি ঘুম থেকে উঠেছেন? আমি বললাম না এখনো উঠিনি। উনি আমাকে বললেন আমার মাদ্রাসার একজন শিক্ষক কাজের জন্য বাহিরে পাঠানো হয়েছে তাই আপনাকে আজকেও ক্লাস করানোর জন্য আসতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ হয়ে তারপরে যায়। উনি আমাকে বললেন আচ্ছা ঠিক আছে।
![]() |
---|
এরপরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দ্রুত সকালের নাস্তা করে নিলাম, এবং উনার মাদ্রাসায় গিয়ে আজকেও ক্লাস করালাম। আজকে আমার সর্বপ্রথম ক্লাস ছিল দ্বিতীয় শ্রেণীতে, ক্লাসে প্রবেশ করে দেখি ছাত্র-ছাত্রীরা সবাই লেখা নিয়ে ব্যস্ত আছে, আমি জিজ্ঞেস করলাম তোমাদের এখন কোন সাবজেক্ট ক্লাস হবে? সবাই বলল এখন অংক ক্লাস হবে। তাই সবাইকে বললাম দ্রুত লেখা শেষ করে অংক নিয়ে বসো। সবাই বলল আচ্ছা ঠিক আছে।
![]() |
---|
এরপরে কয়েকটি অংক করতে বললাম, সবাই সুন্দরভাবে অংকগুলো করে ফেলল। এরপর আমার দ্বিতীয় ক্লাস ছিল প্রথম শ্রেণীতে। সেখানে যাওয়ার পরে জিজ্ঞেস করলাম তোমাদের এখন কোন সাবজেক্ট ক্লাস হবে? সবাই বলল এখন কম্পিউটার ক্লাস । আমি বললাম ঠিক আছে তাহলে সবাই বই বের করো। এরপর আমি একজন একজন করে সবাইকে পড়া জিজ্ঞেস করলাম। যাদের ভালোভাবে পড়া হয়েছে তাদেরকে ধন্যবাদ জানালাম, আর যাদের সুন্দরভাবে হয়নি তাদেরকে শেখানোর চেষ্টা করলাম।
![]() |
---|
আমি নিজেই একজন ছাত্র, যদিও আমার সেরকম অভিজ্ঞতা নেই তবুও চেষ্টা করলাম সুন্দরভাবে পড়ানোর জন্য। কিন্তু প্লে নার্সারির ছাত্র-ছাত্রীরা তো অনেক ছোট তাই ওদেরকে বললেও শুনতে চায় না বা বুঝতে চায় না। তাদেরকে আদর করে বুঝাতে হয়, তাই সবাইকে একত্রিত করে লিখতে দিলাম, কেউ মনোযোগ সহকারে লিখতে থাকলো আবার অনেকেই দুষ্টামি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল।
![]() |
---|
যাইহোক ১২:৩০ মিনিটে ক্লাস শেষ হলো, তখন আমি অফিস কক্ষে কিছুক্ষণ বসে রইলাম। কারণ ওই মাদ্রাসার প্রধান শিক্ষক আমাদের মসজিদের ইমাম সাহেব। তাই আমি তার সাথেই বাসায় আসব এজন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম।
![]() |
---|
আসার সময় আমাদের মোটরসাইকেলটা একটু সমস্যা দেখা দিয়েছিল, তাই মেকারের কাছে নিয়ে গেলাম। মেকার বলল মাত্র ১০ মিনিট লাগবে, কিন্তু সারতে সারতে পুরো ৫০ মিনিট শেষ করে ফেলল। আমরা আমাদের মসজিদে এসে নামাজ ধরতে পারলাম না। তাই জোহরের নামাজ একা একা পড়ে নিতে হলো।
![]() |
---|
যোহরের নামাজের পরে বাসায় এসে গোসল করে দুপুরের খাবার খেয়ে নিলাম, এবং বাড়ির সামান্য কিছু কাজ ছিল সেটিও শেষ করে নিলাম। এরপর আসর নামাজের জন্য মসজিদে চলে গেলাম। আসরের পরে কিছু সময় এলাকার যুবকদের সাথে কথোপকথন হলো।
কারন আমরা আমাদের এলাকায় একটি মাহফিল করতে চাই, এ বিষয়ে যুবকদের সাথে কথা হল এবং এশার নামাজের পরে বৈঠক হবে এটাই সিদ্ধান্ত হলো। মাগরিবের নামাজ আদায় করে কিছু সময় বসে রইলাম এবং কমিউনিটিতে ঢুকে কয়েকটি পোস্ট পড়ে এসে অনুযায়ী কমেন্ট করলাম। এশারের নামাজ পড়ে মসজিদে বসে বৈঠক হলো, আমরা সবাই আমাদের এলাকার মুফতি সাহেবের থেকে কিছু কথা শোনার অপেক্ষায় ছিলাম। যখন তিনি রাজি হয়ে গেলেন তখন যুবক ছেলেরা আলহামদুলিল্লাহ বললাম।
এরপরে ৮:৩০ মিনিটে বাসায় চলে আসলাম, রাত্রের খাবার নয় টার মধ্যে শেষ করি। আজকে টিউটোরিয়াল ক্লাস ছিল সেই টিউটোরিয়াল ক্লাসে যুক্ত হলাম। টিউটোরিয়াল ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলাম।
টিউটোরিয়াল ক্লাস শেষ করে আমি আমার পোস্টটি লিখলাম।
আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Bismillahir Rahmani Rahim.
Assalamu Alaikum wa Rahmatullah.
Hello dear friends! How are you all? I hope you are doing well by God's grace. Alhamdulillah I am very well and healthy by the grace of God. Starting my daily activities today. Currently I present to you in each of my posts about the activities of the day, and I hope you like my writings. I want to make it clear to you that if you don't like any of my writings then definitely let me know for better writing and doing. So let's go guys without further delay and get to the main point-
Today, I woke up early in the morning, prayed Fajr and went to the banks of the Yamuna River to photograph the sunrise. But today the sun didn't come out because of the bad day, so I didn't upload the sunrise photography today. So I used a previously uploaded photograph, a photograph that I had not used before.
and sat up till seven o'clock in the morning but saw no movement of the sun, so went to bed again to sleep. As soon as I felt sleepy, the imam of our mosque called me and said, "Have you woken up?" I said no, I'm not up yet. He told me that one of the teachers of my madrasa has been sent out for work so you have to come today for classes too. I said ok ok then I wake up and freshen up then go. He told me ok ok.
After that, I woke up and had a quick breakfast, and went to his madrasa and took classes today. My first class today was in the second grade, I entered the class and saw that all the students were busy with writing, I asked what subject class will you have now? Everyone said now there will be math class. So I told everyone to finish the writing quickly and sit with the scores. Everyone said ok ok.
After that I asked to do some numbers, everyone did the numbers nicely. Then my second class was in first class. After going there, I asked what subject class will you have now? Everyone said now computer class. I said ok then everyone take out the book. Then I asked everyone to read one by one. I thanked those who read well, and tried to teach those who did not.
I am a student myself, though I don't have that experience but I try to teach well. But the play nursery students are very young so they don't want to listen or understand. They have to be understood lovingly, so I let everyone write together, some continued to write attentively and many were busy with mischief.
Anyway, the class ended at 12:30, then I sat in the office for a while. Because the head teacher of that madrasa is the imam of our mosque. So I waited for a while to come home with him.
Our motorcycle had a little problem on arrival, so took it to the maker. The maker said it would take only 10 minutes, but Sarte Sarte took the full 50 minutes. We could not come to our mosque and pray. So Zohar prayer had to be read alone.
After Zohr prayer, I came home, took a bath, had lunch, and finished some house work. Then I went to the mosque for Asr prayer. After the event, there was a conversation with the youth of the area.
Because we want to have a mahfil in our area, we discussed it with the youth and it was decided that the meeting will be held after Isha prayer. I sat for some time after praying Maghrib and entered the community and read some posts and commented accordingly. A meeting was held in the mosque after Isha prayer, we were all waiting to hear something from the mufti of our area. When he agreed, the young boys said Alhamdulillah.
Then came home at 8:30, finished dinner by nine. I joined the tutorial class that was the tutorial class today. I attended the tutorial class from beginning to end.
After completing the tutorial class I wrote my post.
As of today, I am saying goodbye here, everyone will be fine, may Allah Hafez be healthy.
Device | Name |
---|---|
Android | Samsung A12 |
Camera | 48MP 5MP 2MP 2MP |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @abdulmomin |
X promotion
https://x.com/Monarul265535/status/1892894022856745427?t=Pgl3fkPWgmcolsW8Oh8bPQ&s=19